• Bengali Word vicious English definition [ভিশাস্‌] (adjective) ১ পাপাচারসম্পর্কিত; পাপাচারপূর্ণ; দূষিত; কলুষিত: vicious practices, পাপাচরণ; vicious habits, দুষ্ট অভ্যাস।
    (২) বিদ্বেষপূর্ণ; আক্রোশপূর্ণ; অসদুদ্দেশ্য প্রণোদিত: a vicious kick/look. (৩) (ঘোড়া) দুঃশীল; দুর্বিনীত; বদমেজাজি; বদখত। (৪) দোষযুক্ত; দুষ্ট; অশুদ্ধ: a vicious argument. vicious circle যে অবস্থায় কোনো কারণ এমন কার্য উৎপাদন করে, যা আবার মূল কারণকেই উৎপাদন করে, যেমন অধিক সন্তানহেতু দারিদ্র্য এবং দারিদ্র্যহেতু অধিক সন্তান; দুষ্টচক্র; অচ্ছেদ্যচক্র। vicious spiral এক বস্তুর (যেমন মজুরির) নিরন্তর বৃদ্ধির দরুন অন্য বস্তুর (যেমন দ্রব্যমূল্য) নিরন্তর বৃদ্ধি; দুষ্ট ঘূর্ণাবর্ত। viciously (adverb) দুষ্টভাবে ইত্যাদি। viciousness (noun) দুষ্টতা; পাপাশয়তা; বিদ্বিষ্টতা।