• Bengali Word balm English definition [বা:ম্] (noun) ১ [Uncountable noun] কোনো কোনো বৃক্ষ থেকে প্রাপ্ত সুগন্ধি তেল বা প্রলেপ যা বেদনা-প্রশমন বা রোগ নিরাময়ের জন্য ব্যবহৃত হয়; সুরভিপ্রলেপ; অভ্যঞ্জন।
    (২) (লাক্ষণিক) বেদনাশান্তি; সান্ত্বনা; আরাম; শান্তিপ্রলেপ। balmy (adjective) (১) (হাওয়া সম্বন্ধে) সুখস্পর্শ; স্নিগ্ধ; মেদুর; সুমধুর। (২) উপশমক; সৌগন্ধিক; সুরভি। (৩) (অপশব্দ) =barmy.