B পৃষ্ঠা ৩১
- English Word bough Bengali definition [বাউ] (noun) বৃক্ষশাখা; বিশেষত প্রধান ডাল।
- English Word bought Bengali definition [বোট্] buy-এর past tense ও past participle কিনেছিল।
- English Word bouilder Bengali definition [বোউলডা(র্)] (noun) (ভূতত্ব) (১) পানির স্রোতে গড়িয়ে গড়িয়ে ক্ষয়প্রাপ্ত বা গোল হয়ে যাওয়া বৃহৎ প্রস্তরখণ্ড। (২) নৈসর্গিক কারণে স্বস্থানভ্রষ্ট শিলাখণ্ড।
- English Word bouillon Bengali definition [বূইয়ন্] [Uncountable noun] (ফরাসী) মাংস ও তরিতরকারি পানিতে সিদ্ধ করে যে স্বচ্ছ স্যুপ তৈরি করা হয়।
- English Word boulevard Bengali definition [বূলাভা:ড্] (১) (noun) বীথিকা; দুই পাশে বৃক্ষরাজি শোভিত প্রশস্ত রাস্তা। (২) প্রশস্ত প্রধান সড়ক।
- English Word bounce Bengali definition [বাউন্স্] (verb intransitive), (verb transitive) (১) (বল প্রভৃতি) আঘাতে লাফিয়ে ওঠা; এ ধরনের লাফিয়ে ওঠার কারণ ঘটানো। bounceback (লাক্ষণিক) প্রফুল্লভাবে বাধাবিপত্তির মোকাবেলা করা। (২) বলের মতো লাফালাফি করা বা করানো; হঠাৎ বেগে প্রবেশ করা বা বের হয়ে যাওয়া। (৩) (কথ্য) (চেক) মূল্যহীন বলে ব্যাংক কর্তৃক ফেরত পাঠানো। □(noun) (১) [Countable noun] (বল সম্বন্ধে) লাফিয়ে ওঠার ঘটনা: The ball gave a bounce. (২) [Uncountable noun] (ব্যক্তি সম্বন্ধে) সজীব। bouncer (noun) (১) যা লাফায় (ব্যক্তি বা বস্তু)। (২) এমন চেক যা ব্যাংক কর্তৃক ফেরত পাঠানো হয়। (৩) (ক্রিকেট) যে বল মাটিতে পড়ে বেশি উঠে যায়। bouncing (adjective) (কথ্য) (ব্যক্তি) সুস্থ ও সবল: bounce boys.
- English Word bound 1 Bengali definition [বাউন্ড্] (noun) (সাধারণত plural) সীমা: His joy knew no bounds. beyond/out of bounds প্রবেশনিষিদ্ধ এলাকা; আইনত যে অঞ্চলে ঢোকা করা যায় না। (America(n)= off limits).
- English Word bound 2 Bengali definition [বাউন্ড্] (verb transitive) (সাধারণত passive) (১) সীমাবদ্ধ করা; সংযত করা; নিয়ন্ত্রিত করা। (২) সীমারেখা নির্দেশিত হওয়া।
- English Word bound 3 Bengali definition [বাউন্ড্] (verb transitive) (১) লাফ দেওয়া; কোনো কিছুতে লেগে ফিরে আসা (বল ইত্যাদি): It hit the wall and bounded back. (২) লাফালাফি করে চলা বা দৌড়ানো: She came bounding to greet me. (৩) (লাক্ষণিক) উদ্বেলিত হওয়া: My heart bounded with joy hearing she would come. □(noun) লাফ, লম্ফ: I can cross the wall at one bound. hit the ball on the bound প্রত্যাঘাত; বলে পুনরায় আঘাত করা।
- English Word bound 4 Bengali definition [বাউন্ড্] (adjective) (কোথাও বা কোনো দিকে) যেতে প্রস্তুত; গমনরত: I’m bound for Barisal. Home bound travellers were delayed due to cancellation of flights. (জাহাজ) outward bound; homeward bound; (ট্রেন ইত্যাদি) north-bound; south-bound; Chittagong-bound.
- English Word bound 5 Bengali definition [বাউন্ড্] bind এর past participle ১ বাঁধা: bound with a rope; আবদ্ধ: He is bound to his job. (২) নিশ্চিত: We cannot go on like this, something is bound to happen. (৩) নৈতিক বন্ধনে আবদ্ধ। bound up in ব্যস্ত; বিশেষভাবে আগ্রহী: He is boundup in his research how children learn to speak. boundup with ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত: The problem of poverty is boundup with social structure.
- English Word boundary Bengali definition [বাউন্ড্রি] (noun) (plural boundaries) (১) সীমারেখা; চৌহদ্দি: boundary between the two countries. (২) (ক্রিকেট) বল পিটিয়ে সীমানা পার করার জন্য সংগৃহীত চার রান।
- English Word bounden Bengali definition [বাউন্ডান্] (adjective) boundenduty (পুরাতনী) বিবেক নির্দেশিত কাজ: It is our bounden duty to help poor.
- English Word bounder Bengali definition [বাউন্ডা(র্)] (noun) (British/Britain প্রা., কথ্য) অসভ্য বা বর্বর; আস্থা রাখা যায় না এমন ব্যক্তি; যার নৈতিক চরিত্র আপত্তিজনক।
- English Word boundless Bengali definition [বাউন্ড্লিস্] (adjective) অসীম: boundless joy; boundlessly (adverb)
- English Word bounteous Bengali definition [বাউন্টিসাস্] (adjective) (সাহিত্যিক) উদার; প্রচুর: bounteous gifts of nature; a bounteous harvest. bounteously (adverb)
- English Word bountiful Bengali definition [বাউন্টিফ্ল্] (adjective) (সাহিত্যিক) প্রচুর; যথেষ্ট: The crops are bountiful this year. bountifully (adverb)
- English Word bounty Bengali definition [বাউন্টি] (noun) (plural bounties) (১) [Uncountable noun] (আনুষ্ঠানিক) অকৃপণ দান; উদারতা। (২) [Countable noun] বদান্য; দয়ার্দ্র হয়ে কাউকে বিশেষত গরিবদের দান। (৩) কোনো কাজে উৎসাহ দিতে (যেমন উৎপাদন বৃদ্ধি, বিপজ্জনক বন্যপ্রাণী হত্যা) কর্তৃপক্ষ বা সরকার প্রদত্ত পুরস্কার বা অর্থ।
- English Word bouquet Bengali definition [বুকেই] (noun) (১) ফুলের তোড়া; কুসুমস্তবক। (২) মদের গন্ধ।
- English Word bourbon Bengali definition [বাবান্] [Uncountable noun] ভুট্টা বা যব থেকে (America(n)) প্রস্তুত বিভিন্ন ধরনের হুইস্কি বা কড়া মদ।
- English Word bourgeois Bengali definition [বুআজ্ওয়া America(n) বুআরজ্ওয়া] (noun), (adjective) (১) সম্পদশালী; ব্যবসাকার্যে নিয়োজিত ব্যক্তি বা মধ্যবিত্ত শ্রেণির লোক। (২) (অপশব্দ) বস্তুগত সমৃদ্ধি ও সামাজিক মর্যাদার ব্যাপারে উৎসাহী ব্যক্তি; স্বার্থসচেতন; সাদামাটা মনের ব্যক্তি। the bourgeoisie [বুআজ্ওয়াজি] (noun) সমষ্টিগতভাবে এ ধরনের ব্যক্তি বা শ্রেণি।
- English Word bourn(e) Bengali definition [বুআন্] (noun) (পুরতনী) সীমা; দেশ; রাজ্য।
- English Word bout Bengali definition [বাউট্] (noun) (১) দফা; পালা; পর্যায়; খেপ। (২) অসুখের আক্রমণকাল। (৩) প্রতিদ্বন্দ্বিতা: wrestling bout, drinking bout.
- English Word boutique Bengali definition [বূটিক্] (noun) শৌখিন দ্রব্যাদি যেমন পোশাক, প্রসাধনী, টুপি ইত্যাদি বেচার দোকান।
- English Word bovine Bengali definition [বোউভাইন্] (adjective) (১) গবাদিপশুসংক্রান্ত। (২) (লাক্ষণিক; তুচ্ছার্থে) জড়; নির্বোধ।
- English Word bovril Bengali definition [বভরিল] [Uncountable noun] মাংসের নির্যাস।
- English Word bow 1 Bengali definition [বোউ] (noun) (১) ধনুক বাঁকানো দণ্ড ও ছিলা দিয়ে তৈরি তীর ছোড়ার যন্ত্র। have more than one string to one’s bow একাধিক পরিকল্পনা বা উপায় থাকা। (২) বেহালা প্রভৃতি বাদ্যযন্ত্রের ছাড়। (৩) বক্রাকৃতি কোনো বস্তু; রামধনু; বংধনু। (৪) এক বা দুই ফাঁসের গেরো বা গিঁট। bowtie (noun) এ ধরনের গিঁট দেওয়া ছোট টাই যা গলার কাছে শার্টের কলারে লেগে থাকে; নেকটাই। (৫) bowlegged (adjective) বক্রপদ; ধনুকের মতো বাঁকা পাওয়ালা। bowlegs (noun) এ ধরনের পা। bowstring (noun) ধনুকের ছিলা, গুণ বা জ্যা। bow-man (noun) (plural bowmen) ধানুকী; তীরন্দাজ। □(verb transitive) ছড় দিয়ে বাদ্যযন্ত্র বাজানো। bowing (noun) এ ধরনের বাদন।
- English Word bow 2 Bengali definition [বাও] (verb intransitive), (verb transitive) (১) অভিবাদন করতে, শ্রদ্ধা বা বশ্যতা প্রকাশ করতে দেহ ও মাথা নোয়ানো। bow somebody in (আগত অতিথিকে) মাথা নুইয়ে অভ্যর্থনা করা। bow somebody out মাথা নুইয়ে অভিবাদন করে বিদায় দেওয়া। bow oneself out (লাক্ষণিক) সংযোগ ছিন্ন করা; বিযুক্ত হওয়া: I’m bowing myself out of the plan; it seems too risky. bow to somebody’s opinion কারো মতের কাছে নতি স্বীকার করা বা তা মেনে নেওয়া। have a bowing acquaintance with (কারো সঙ্গে) স্বল্প পরিচয় থাকা। (২) (সাধারণত passive) বাঁকা হওয়া; নোয়ানো। □(noun) মাথা বা শরীর নোয়ানোর কাজ।
- English Word bow 3 Bengali definition [বাও] (noun) (১) জাহাজের অগ্রভাগ যেখান থেকে বাঁকা হতে শুরু করে। (২) (দাঁড়টানা নৌকায়) সামনের নিকটবর্তী দাঁড়ি।
- English Word bow-window Bengali definition [বোউ উইনডোউ] (noun) ঘর থেকে বাইরের দিকে বাঁকানো জানালা।