Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word Bordeaux Bengali definition [বোডোউ] [Uncountable noun] (প্রায়ই attributive(ly)) ফ্রান্সের বোডৌ প্রদেশে প্রস্তুত অথবা সে স্থান থেকে আনীত এক প্রকার উচ্চ শ্রেণির মদ। দ্রষ্টব্য claret.
  • English Word border Bengali definition [বোডা(র্‌)] (noun) (১) কিনার; ধার; পাড়; প্রান্ত(২) সীমা; সীমান্ত; দুটি দেশ বা রাষ্ট্রের মধ্যবর্তী সীমারেখা: a border town/check-post. border incidents প্রতিবেশী দুইটি দেশের সীমান্তরক্ষীদের মধ্যে ছোটখাটো যুদ্ধ। the Border (বিশেষত) ইংল্যান্ড ও স্কটল্যান্ডের মধ্যবর্তী সীমানা বা অঞ্চল। borderland [বোডা(র্‌)ল্যান্‌ড্‌] (noun) (ক) সীমান্তভূমি; সীমান্তের নিকটবর্তী অঞ্চল; (খ) (singular, the সহ) দুইটি অবস্থার মধ্যবর্তী কোনো অবস্থা: the border between life and death. borderline (noun) (সাধারণত singular) সীমানানির্দেশক রেখা। borderline case (noun) অনিশ্চিত; দ্ব্যর্থক বা সন্দেহজনক ব্যাপার। □ (verb transitive), (verb intransitive) (১) পাড় বসানো: She bordered her dress with silk; ঘেরা; My garden is bordered by a fence. (২) border on/upon নিকটবর্তী বা সন্নিহিত হওয়া: His land borders up (on) mine. (৩) border on/upon সদৃশ বা অনুরূপ হওয়া: His remark borders upon rudeness. borderer (noun) সীমান্তে বা সীমান্তের নিকটবর্তী স্থানে যে বাস করে, বিশেষত ইংল্যান্ড ও স্কটল্যান্ডের মধ্যবর্তী অঞ্চলে।
  • English Word bore 1 Bengali definition [বো(র্‌)] (verb transitive), (verb intransitive) (১) ঘূর্ণায়মান কোনো যন্ত্রের সাহায্যে সরু গোল ফুটা বা ছিদ্র করা; এভাবে মাটি, পাথর বা অন্য কিছু খুঁড়ে পথ বের করে নেওয়া: The carpenter bored a hole in the wood. The engineers bored a tunnel through the mountain. □(noun) (১) (অপিচ borehole) এ ধরনের ছিদ্র বা ফুটা(২) আগ্নেয়াস্ত্রের নল বা চোঙ; এর ব্যাস(৩) borer (noun) ছিদ্রকারী ব্যক্তি, যন্ত্র বা কীট
  • English Word bore 2 Bengali definition [বো(র্‌)] (verb transitive) একঘেয়েমি দ্বারা কাউকে ক্লান্ত বা বিরক্ত করাbore somebody to death/tears কাউকে এ উপায়ে ভীষণভাবে বা অসহনীয়ভাবে বিরক্ত বা ক্লান্ত করা। □ [Countable noun] বিরক্তি বা ক্লান্তি উৎপাদন করে এমন ব্যক্তি বা বস্তু। boring (adjective) বিরক্তিকর বা ক্লান্তিকর। boredom [Uncountable noun] একঘেয়েমিজনিত বিরক্তি বা ক্লান্তি।
  • English Word bore 3 Bengali definition [বো(র্‌)] [Countable noun] নদী মোহনায় জোয়ারকালীন বান বা উচ্চ জলোচ্ছ্বাস
  • English Word bore 4 Bengali definition [বো(র্‌)] bear-এর past tense.
  • English Word boric Bengali definition [বরিক] (adjective) boric acid (অপিচ boracic acid) borax বা সোহাগা থেকে প্রস্তুত অম্ল
  • English Word born Bengali definition [বোন্‌ America(n) বন্‌] (bear-এর অন্যতম' Past participle) (১) be born জন্ম নেওয়া: She was born in Africa. born of জাত: He was born of poor parents. born and bred জন্মগ্রহণ করা ও লালিতপালিত হওয়া: He was born and bred here. be born with a silver spoon in one’s mouth রুপার চামচ মুখে নিয়ে জন্ম নেওয়া; সম্পদশালী হয়ে জন্মানো। not be born yesterday অভিজ্ঞতায় অপরিপক্ব নয়। (২) নিয়তি দ্বারা নির্দিষ্ট; পূর্বনির্ধারিত: He was born to be the leader of his people. (৩) জন্মগত; প্রকৃতিগত: a born artist.
  • English Word borne Bengali definition [বোন্‌] (bear-এর past participle) (১) প্রসূত; গর্ভ থেকে উৎপন্ন: We have all been borne in the mother’s womb. (২) বাহিত; স্থানান্তরে নীত: The goods were borne in a cart.
  • English Word borough Bengali definition [বারা America(n) বারোউ] (noun) (১) (British/Britain) যে নগর পার্লামেন্টে এক বা একাধিক প্রতিনিধি পাঠায়; স্বায়ত্তশাসনপ্রাপ্ত শহর বা নগর, যে নগরে পৌরসভা আছে(২) (America(n)) নিউইয়র্ক শহরের পাঁচটি প্রধান প্রশাসনিক এলাকার যেকোনো একটি
  • English Word borrow Bengali definition [বরৌ] (verb transitive) borrow (from) (১) ধার বা কর্জ করা; ঋণরূপে গ্রহণ করা। (তুলনীয় lend)। (২) অন্যের মত বা কথা মানা বা নকল করাborrower (noun) ঋণগ্রহীতা; ঋণকারী। borrowed time অপ্রত্যাশিতভাবে বেঁচে থাকার সময় বৃদ্ধি: This was his third stroke, he is living on borrowed time. borrowed plumes অপরের পোশাক বা সজ্জা নিজের বলে দেখানো।
  • English Word borsch Bengali definition [বোশ্‌] (America(n)= borscht [বোশ্‌ট্‌]) [Uncountable noun] বিট অথবা বাঁধাকপির এক প্রকার পূর্ব ইউরোপীয় স্যুপ
  • English Word borstal Bengali definition [বোস্‌ট্‌ল্‌] (noun) borstal system/school/institution অপ্রাপ্তবয়স্ক অপরাধীদের সংশোধন করতে বিশেষ ধরনের ব্যবস্থাসংবলিত কয়েদপ্রথা, স্কুল বা প্রতিষ্ঠান
  • English Word bosh Bengali definition [বশ্‌] (noun), (interjection) অর্থহীন বা মূর্খতাপূর্ণ কথা
  • English Word bosk Bengali definition [বস্‌ক্‌] (noun) কুঞ্জ; ঝোপbosky (adjective) কুঞ্জময়; জঙ্গলময়; ছায়াময়; ঝোপপূর্ণ।
  • English Word bosom Bengali definition [বুজাম্‌] [Countable noun] (১) (সুভাষণরীতি) বক্ষস্থল; স্ত্রীলোকের স্তন; এই স্থানসমূহ আবরণকারী পোশাক(২) (সাহিত্যিক) হৃদয়; অন্তর; অন্তঃকরণ। □(adverb) মধ্যে; মাঝে: He breathed his last in the bosom of his family. □(adjective) অন্তরঙ্গ: a bosom friend.
  • English Word boss 1 Bengali definition [বস্‌] (noun) সমুন্নত কারুকার্য; ঢাল বা শিল্ডের গোলাকার স্ফীত অংশ বা অলংকরণbossed (adjective) স্থানে স্থানে উঁচু বা সমুন্নত। bossy (adjective) এ ধরনের কারুকার্যখচিত।
  • English Word boss 2 Bengali definition [বস্‌] [Countable noun] (কথ্য) মনিব; উচ্চপদস্থ ব্যক্তি, প্রধান কর্মকর্তা বা তত্ত্বাবধায়ক; আদেশ প্রদানকারী। □(verb transitive) আদেশ দেওয়া; নিয়ন্ত্রণ করা। bossy (adjective) প্রভুত্বব্যঞ্জক। bossiness (noun)
  • English Word boss 3 Bengali definition [বস্‌] (noun) (অপশব্দ) অদক্ষ বা আনাড়ির মতো কাজ: make a boss shot at something. boss-eyed (অপশব্দ) এক চোখ কানা; ট্যারা।
  • English Word botany Bengali definition [বটানি] [Uncountable noun] উদ্ভিদবিদ্যা; উদ্ভিদবিজ্ঞানbotanical (adjective) উদ্ভিদবিদ্যাবিষয়ক বা সম্বন্ধীয়: botanical gardens. botanist (noun) উদ্ভিদতত্ত্ববিদ। botanize (verb transitive) উদ্ভিদ, লতাপাতা সম্পর্কে গবেষণা বা অনুসন্ধান করা।
  • English Word botch Bengali definition [বচ্‌] (noun) something (up) যেমনতেমনভাবে লাগানো তালি; বিশ্রী বা কদর্য তালি; খারাপভাবে নিষ্পন্ন কাজ। □(verb transitive), (verb intransitive) কদর্যভাবে কোনো কাজ করা; বিশেষত জোড়া বা তালি লাগানো। botcher (noun) botchery (noun), (adjective) botchy (adjective) যেমনতেমনভাবে লাগানো বা বিশ্রী তালিতে ভরা।
  • English Word both 1 Bengali definition [বোউথ্‌] (adjective) উভয় (ব্যক্তি বা বস্তু): Both they are here. Both my pens are black. (তুলনীয় each, neither).
  • English Word both 2 Bengali definition [বোউথ্‌] (pronoun) (১) উভয়ই: Both are good; We both were old.
  • English Word both 3 Bengali definition [বোউথ্‌] (conjunction) both ...and দুইই: both rich and happy.
  • English Word bother Bengali definition [বদ(র্‌)] (verb transitive), (verb intransitive) (১) বিরক্ত করা; বিব্রত করা; জ্বালাতন করা: Don’t bother me, I’m busy. (২) (ভদ্রতাপূর্ণ বাক্যে) অসুবিধা ঘটানো: Sorry to bother you but do you have the time! (৩) bother (about) উদ্বিগ্ন হওয়া; তকলিফ করা: Please don’t bother to wait, I’ll be leaving soon. Bother oneself/one’s head about মাথা ঘামানো দুশ্চিন্তা করা: Don’t bother your head about it, I’ll take care of it myself. □ (Interjection) (বিরক্তি বা অধৈর্য প্রকাশে): Bother! I’ve missed the flight. □ [Uncountable noun] (১) ঝামেলা; কষ্ট: Did you have a lot of bother in finding the house? (২) ঝামেলা সৃষ্টি করে বিব্রত করে এমন: His son is a great bother to him. I, they, etc cannot be bothered কোনো কাজ ঝামেলাপূর্ণ মনে করা এবং করতে অনিচ্ছুক হওয়া। botheration [বদারেইশ্‌ন্‌] (interjection) বিরক্তিকর ব্যাপার, বিব্রত অবস্থা: What a bother! bothersome [বদা(র্‌)সাম্‌] (adjective) বিরক্তিকর; বিব্রতকর; ঝামেলাময়।
  • English Word bottle Bengali definition [বট্‌ল্‌] (noun) (১) বোতল (কাচ, প্লাস্টিক বা অন্য কিছুর)। (২) বোতলস্থিত বস্তু। □(verb transitive) বোতলে ভরা বা ঢালা। bottled (past participle), (adjective) বোতলে সংরক্ষিত: bottled juice. bottle up সংযত করা; দমন করা: He could not bottle up his anger any more. bottlebrush (noun) বোতল পরিষ্কার করার ব্রাশ; এ ধরনের আকৃতি সদৃশ ফুল বা ফুলের গাছ। bottlefed (adjective) যে শিশুকে মায়ের দুধ দেওয়া হয়নি, বোতলের দুধ খাওয়ানো হয়েছে: Bottlefed babies are often unhealthy. bottlefeed (verb intransitive) bottlefeeding (noun) too fond of the bottle মদ বা সুরাপানে আসক্ত। bottlegreen (noun), (adjective) গাঢ় সুবজ বর্ণ। bottle-neck (adjective) (ক) রাস্তার সংকীর্ণ অংশ যেখানে যানবাহনের অবাধ গতি বাধা পায়। (খ) উৎপাদন ও কার্যসিদ্ধির পথে বাধা। bottleparty (noun) যে পার্টিতে অভ্যাগতরা পানীয় বা মদ নিয়ে আসে। bottle-washer (noun) শূন্য বোতল পরিষ্কারকারী; সর্বকর্ম সম্পাদনকারী ভৃত্য। be on the bottle (প্রবাদ) প্রতিনিয়ত অত্যধিক পরিমাণে মদ্যপান করা।
  • English Word bottom Bengali definition [বটাম্‌] (noun) (১) তলদেশ; নিম্নদেশ: There is some water at the bottom of the well. Footnotes are given at the bottom of the page; পাদদেশ: Trees grow at the bottom of mountains. (২) দূর প্রান্ত; পিছনের দিক; কম গুরুত্বপূর্ণ অংশ: We grow vegetables at the bottom. (৩) সাগর বা নদীর তলদেশ(৪) চেয়ারের সিট; নিতম্ব; পাছা(৫) পানির তলায় জাহাজের যে অংশ ডুবে থাকে(৬) মূল কারণ; ভিত্তি: You can’t solve the problem unless you get to the bottom of it. at bottom প্রকৃতপক্ষে; মূলত: He is a good man at bottom. (৭) (লাক্ষণিক): The bottom has fallen in the market; বাজারে খাদ্যদ্রব্যের দাম হঠাৎ পড়ে গেছেfrom the bottom of my heart হৃদয়ের অন্তঃস্তল থেকে। (৮) (attributive(ly)) নিম্নতম: Tell me your bottom price. bottom up উলটানো অবস্থা: The ship was floating bottom up. bottoms up! (British/Britain অনানুষ্ঠানিক) মদের পাত্র শূন্য করা: Bottoms up! I’ll buy you another drink. rock bottom (দ্রব্যমূল্য) নিম্নতম সীমা: Things are selling at rock bottom prices. □(Verb intransitive) bottom out (অর্থ.) নিম্ন পর্যায়ে চলে আসা এবং সে অবস্থায় থাকা। bottomless (adjective) অতল; অগাধ; তলাহীন: a bottomless pit. bottomless bread basket তলাবিহীন ঝুড়ি; (লাক্ষণিক) যে ব্যক্তি বা দেশের চাহিদা কখনো পূর্ণ হয় না।
  • English Word botulism Bengali definition [বটিউলিজাম্‌] [Uncountable noun] খাদ্যে বিশেষত টিনজাত মাছ, মাংস বা সবজিতে এক প্রকার মারাত্মক বিষক্রিয়া
  • English Word boudoir Bengali definition [বূডোআ(র্‌)] (noun) নারীর খাস কামরা বা সাজঘর
  • English Word bougainvillea Bengali definition [বূগনভিলিআ] (noun) লাল, বেগুনি বা উজ্জ্বলবর্ণের মঞ্জরিপত্রবিশিষ্ট গ্রীষ্মপ্রধান অঞ্চলের এক প্রকার লতানো গাছ; বাগানবিলাস