• Bengali Word off 1 English definition [অফ্‌ America(n) ওফ্‌] (adjective) ১ (near-এর বিপরীতে) (ঘোড়া, গাড়ি) ডানদিকে: The off front wheel, সামনের ডানদিকের চাকা।
      (২) (ক্ষীণভাবে) সম্ভব। on the off chance, দ্রষ্টব্য chance 1 (২)। (৩) নিষ্ক্রিয়; নিষ্প্রভ; মন্দাক্রান্ত: the off season, মন্দা মৌসুম।
    • Bengali Word off 2 English definition [অফ্‌ America(n) ওফ্‌] (adverbial particle) ১ স্থান বা কালের ব্যবধান, নির্গমন, অপসারণ ইত্যাদি, নির্দেশক; দূরে: The nearest railway station is about four miles off. The examination is not far off. He’s had his beard off, দাড়ি কেটে ফেলেছে; I must be off now, আমাকে এখন যেতে হবে: Off with him! একে বের করে দাও; সরিয়ে নিয়ে যাও!
      The examination is not far off. He’s had his beard off, দাড়ি কেটে ফেলেছে; I must be off now, আমাকে এখন যেতে হবে: Off with him! একে বের করে দাও; সরিয়ে নিয়ে যাও! (২) (on- এর বিপরীতে) আয়োজিত, পরিকল্পিত কোনোকিছু পণ্ড হওয়া নির্দেশ করে: Their engagement (আংটি ইত্যাদি পরিচয় বিয়ের পাকা ব্যবস্থা) is off/broken off, ভেঙে গেছে। (৩) (on-এর বিপরীতে) সংযোগ বিচ্ছিন্ন; আপাতত পাওয়া যাবে না এমন; The electricity is off. The chicken biriani is off, (হোটেল বা রেস্টুরেন্টে) আপাতত আর নেই। (৪) কাজে অনুপস্থিতি বা ছুটি নির্দেশ করে: take a day off, একদিনের জন্য ছুটি নেওয়া: take time off, কাজ ফেলে থাকা। (৫) (খাদ্য) বাসি: This curry has gone off completely. (৬) (নাটকে) মঞ্চের অদূরে: pistol shots are heard off the stage. (মঞ্চনির্দেশে) মঞ্চের অদূরে পিস্তলের শব্দ শোনা যায়। (৭) (phrase-সমূহ) on and off; off and on মাঝে মাঝে; অনিয়মিতভাবে। badly/comfortably/well off phrase-বদ্ধ adverb ত্রয় দ্রষ্টব্য। better/worse off, দ্রষ্টব্য better 2 (১), worse (adverb) (১). right/straight off এক্ষুনি; তক্ষুনি; সঙ্গে সঙ্গে।
    • Bengali Word off 3 English definition [অফ্‌ America(n) ওফ্‌] (preposition(al)) ১ হতে; থেকে: fall off a tree; take something off the price, দাম থেকে কিছু বাদ দেওয়া; দাম কমানো।
      (২) (রাস্তা) শাখা হয়ে বেরিয়ে আসা: a narrow lane off Tipu Sultan Road. (৩) সামান্য দূরে; অদূরে: A building off the main road. (৪) (কথ্য) অনীহা বোধ করা; গ্রহণ না-করা বা চরিতার্থ না-করা: be off one’s food, খাদ্যে রুচি না-থাকা: be off drugs, মাদকদ্রব্য আর সেবন না-করা।
    • Bengali Word off 4 English definition [অফ্‌ America(n) ওফ্‌] (prefix) (নিচে দ্রষ্টব্য) যৌগশব্দে ব্যবহৃত।
    • Bengali Word offal English definition [অফ্‌ল্ America(n) ওফ্‌ল্] (noun) [uncountable noun] খাওয়ার জন্য জবাই-করা প্রাণীর মাংস অপেক্ষা কম গ্রহণযোগ্য বিবেচিত অংশসমূহ; যেমন কলিজা, মাথা, কিডনি প্রভৃতি।