Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word bollocks Bengali definition [বলাক্‌স্‌] (noun), (plural) (১) (নিষেধ) অণ্ডকোষ(২) অর্থহীন; বাজে। দ্রষ্টব্য ballocks.
  • English Word Bolshevik Bengali definition [বলশেভিক] (noun) (১) (ইতিহাস) (১৯১৭) সালে প্রতিষ্ঠিত সোভিয়েত মার্কসবাদী সরকারের অনুসারী রাশিয়ার কমিউনিস্ট পার্টি বা তার সদস্য(২) (কথ্য) মার্কসবাদ বা কমিউনিস্ট মতের অনুসারী; এ ধরনের ব্যবস্থার সমর্থনকারী(৩) (কথ্য) মার্কসবাদী বিপ্লবী; নৈরাজ্য ও অরাজকতা সৃষ্টিকারী (অননুমোদনাত্মক অর্থে শিথিলভাবে ব্যবহৃত)। Bolshevism (noun) বলশেভিক মতবাদ। Bolshevist (noun) বলশেভিক মতবাদে বিশ্বাসী। □(adjective): Bolshevik party.
  • English Word bolshie, bolshy Bengali definition [বল্‌শি] (adjective) (অপশব্দ) অবাধ্য; একগুঁয়ে
  • English Word bolster 1 Bengali definition [বোউল্‌সটা(র্‌)] (noun) কোলবালিশ; পাশবালিশ; তাকিয়া
  • English Word bolster 2 Bengali definition [বোউলসটা(র্‌)] (verb transitive) bolster (up) ব্যক্তি; উদ্দেশ্য বা তত্ত্বের প্রতি প্রয়োজনীয় সমর্থন এবং উৎসাহ দেওয়া
  • English Word bolt 1 Bengali definition [বোউল্‌ট্‌] (noun) (১) হুড়কা(২) বল্টু(৩) (প্রাচীন প্রয়োগ) গুলতিজাতীয় ধনুকের খাটো ও ভারী তীরshoot one’s (last) bolt শেষ চেষ্টা করা। (৪) বজ্র। দ্রষ্টব্য thunder (১)-এ thunder bolt. a bolt from the blue বিনা মেঘে বজ্রপাত; আকস্মিক ঘটনা। (৫) চোঙের মতো গোল করে পাকানো কাপড়ের রোল। □ (verb transitive), (verb intransitive) হুড়কা লাগানো: bolt the doors and windows. (২) বল্টু দ্বারা আটকানো: The iron sheets were bolted to the floor. bolt somebody in/out কাউকে ভিতরে বা বাইরে রেখে দরজা বন্ধ করে দেওয়া।
  • English Word bolt 2 Bengali definition [বোউল্‌ট্‌] (verb intransitive), (verb transitive) (১) (বিশেষত অশ্বের) সহসা দ্রুতবেগে পলায়ন করা(২) (খাবার) তাড়াতাড়ি গিলে ফেলা(৩) (উদ্ভিদ) দ্রুত ঊর্ধ্বমুখী বেড়ে ওঠা এবং বীজ ফলানো। □(noun) পলায়ন। make a bolt for দ্রুত পলায়ন করা: On seeing me, the thief made a bolt for the door. bolthole জীবজন্তুরা ছুটে গিয়ে নিরাপত্তার জন্য যে গর্তে আশ্রয় নেয়; (লাক্ষণিক) নিরাপদ স্থান।
  • English Word bolt 3 Bengali definition [বোউল্‌ট্‌] (verb transitive) (সাধারণত পাতলা কাপড় দিয়ে) ময়দা চালা
  • English Word bolt 4 Bengali definition [বোউল্‌ট্‌] (adverb) boltupright সম্পুর্ণ ঋজু: The teacher made the children sit boltupright.
  • English Word bomb Bengali definition [বম্‌] (noun) (১) বোমা; দাহ্য অথবা বিস্ফোরক পদার্থপূর্ণ ধাতব খোলা(২) (প্রাচীন প্রয়োগ) হাতবোমা। □(verb transitive) বোমা ছোঁড়া বা বোমা ফেলা। go like a bomb (অপশব্দ) (যানবাহন সম্বন্ধে) দ্রুতগতিসম্পন্ন: Our new car goes like a bomb. bombbay (noun) সামরিক বিমানের নিচের দিকের যে অংশে বোমা বহন করা হয়। bomb-disposal squad বোমা নিষ্ক্রিয়কারী বিশেষজ্ঞ দল। bomb-proof (adjective) বোমানিরোধক; বোমার আক্রমণে যা ক্ষতিগ্রস্থ বা ধ্বংস হয় না: a bombproof shelter. bombshell (noun) (লাক্ষণিক) আকস্মিক ও প্রচণ্ড আঘাত। bombsight (noun) বোমা নিক্ষেপের নিশানা স্থির করতে বিমানের যান্ত্রিক ব্যবস্থা। bomb-site (noun) বোমায় বিধ্বস্ত স্থান। bomber বোমারু বিমান।
  • English Word bombard Bengali definition [বম্‌বা:ড্‌] (verb transitive) আক্রমণের লক্ষে কামানের গোলা নিক্ষেপ করা; (লাক্ষণিক) ক্রমাগত প্রশ্নের মাধ্যমে নাজেহাল করা; (পদার্থবিদ্যা) পরমাণুর বিভাজনের জন্য দ্রুতগতিসম্পন্ন বস্তুকণা পাঠানো। bombardment (noun) গোলাবর্ষণ।
  • English Word bombardier Bengali definition [বম্‌বাডিআ(র্‌)] (noun) গোলন্দাজ বাহিনীর অধস্তন সামরিক অফিসার (সার্জেন্ট পদমর্যাদার নিচে)।
  • English Word bombast Bengali definition [বম্‌ব্যাস্‌ট্‌] [Uncountable noun] আড়ম্বরপূর্ণ ভাষা; ফাঁকা বুলিbombastic (adjective) আড়ম্বরপূর্ণ।
  • English Word Bombay duck Bengali definition [বমবেইডাক্‌] (noun) (১) লইট্যা নামক এক প্রকার সামুদ্রিক মাছ(২) ঐ মাছের শুঁটকি
  • English Word bon mot Bengali definition [বন্‌ মোউ] (noun) (plural bons mots) বুদ্ধিদীপ্ত উক্তি বা মন্তব্য
  • English Word bona fide Bengali definition [বোউনাফাইডি] (adjective) (লাতিন) প্রকৃত; খাঁটি; আন্তরিক: He is a bona fide customer of this shop. □(adverb) অকৃত্রিমভাবে; আন্তরিকভাবে; সরল বিশ্বাসে। bona fides (noun) (আইন সম্বন্ধীয়) সৎ উদ্দেশ্য; আন্তরিকতা; বিশ্বস্ততা।
  • English Word bonanza Bengali definition [বন্যান্‌জা] [Countable noun] (plural bonanzas) (America(n)) (১) লাভজনক সোনা, রুপা বা তেলখনি(২) মুল্যবান খনিজের আবিষ্কার(৩) সমৃদ্ধি ও সৌভাগ্য আনয়নকারী; লাভজনক কিছু সৌভাগ্য
  • English Word bonbon Bengali definition [বন্‌বন্‌] (noun) মনোহর আকৃতিময় চিনির মিঠাই
  • English Word bond Bengali definition [বন্‌ড্‌] (১) [Countable noun] অঙ্গীকার; অঙ্গীকারপত্র; খত; তমশুক; চুক্তি; দলিল; মুচলেকাenter into a bond with somebody কারো সাথে অঙ্গীকার বা চুক্তিতে আবদ্ধ হওয়া। (২) [Countable noun] ঋণপত্র; সরকার বা কোনো ব্যবসা প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত ঋণস্বীকারপত্র (নির্দিষ্ট সময় শেষে সুদ বা লাভসহ ঋণকৃত টাকা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতিপত্র); একটি নির্দিষ্ট পরিমাণ টাকা কাউকে দেওয়ার চুক্তি বা প্রতিজ্ঞাপত্রbond-holder (noun) এ ধরনের চুক্তিপত্রধারী। bondpaper উৎকৃষ্ট ধরনের কাগজ যা চুক্তিপত্র লেখার কাজে ব্যবহৃত হয়। (৩) [Countable noun] পাট, ফিতা বা বন্ধনী, যা বন্ধন করে; (লাক্ষণিক) সংযোগকারী, একাধিক ব্যক্তি, দল বা গোষ্ঠীর মধ্যে যা সংযোগ সাধন বা একতা আনয়ন করে(৪) সংযুক্ত অবস্থা(৫) (plural) শৃঙ্খল: in bonds; বন্দি বা দাসরূপে আবদ্ধ। burst one’s bonds শিকল ভেঙে ফেলা; স্বাধীন হওয়া। (৬) (বাণিজ্য) inbond (মাল সম্বন্ধে) শুল্ক আদায় না-হওয়া পর্যন্ত খালাস করা হবে না এরূপ শর্তে গুদামে রক্ষিতa bonded warehouse (noun) এরূপ শুল্কাধীন মাল যে গুদামে রাখা হয়। (৭) দৃঢ়ভাবে সংযুক্ত করা (আঠা বা অন্য কিছু দিয়ে)। bonded (adjective) সংযুক্ত অবস্থা। bonding (noun) সংযুক্তকরণ। somebody’s word is as good as their bond (প্রবাদ): কারো প্রতিশ্রুতি বা অঙ্গীকারে পূর্ণ আস্থা রাখা।
  • English Word bond- Bengali definition [বন্‌ড্‌] (যৌগিক শব্দে) দাসত্ব বন্ধনে আবদ্ধ: bondman; bondsman [বন্‌জ্‌ ম্যান্‌]; bondmaid; bondservant; bondslave.
  • English Word bondage Bengali definition [বন্‌ডিজ্‌] [Uncountable noun] দাসত্বে আবদ্ধ; বন্দীদশা
  • English Word bone Bengali definition [বোউন্‌] (১) [Countable noun] হাড় বা অস্থি; মাছের কাঁটা; (plural) কঙ্কাল; দেহাবশেষbone of contention ঝগড়া বা বিবাদের কারণ: That piece of land was the bone of contention between the two brothers. a bag of bones কৃশকায় বা হাড্ডিসার কোনো ব্যক্তি বা প্রাণী। bred in the bones দৃঢ়মূল; বদ্ধমূল। all skin and bones অস্থিচর্মসার। (as) dry as bone শুষ্ক; (লাক্ষণিক) নীরস; কাটখোট্টা। feel in one’s bone that নিশ্চিতভাবে অনুভব বা ধারণা করা: There’s going to be a great danger, I can feel it in my bones. to have a bone to pick (with) somebody (কারো সঙ্গে) তর্ক বা নালিশ করার মতো (কারো কাছে) কোনো ব্যাপার থাকা। make no bones about (doing) something কোনো কাজ করতে সংকোচ না করা। frozen/chilled to the bone সম্পূর্ণভাবে; হাড়ে-হাড়ে; অন্তরতম প্রদেশ পর্যন্ত: I can’t wait here any more, I’m frozen to the bone. (২) [Uncountable noun] যে শক্ত পদার্থ দ্বারা হাড় বা অস্থি গঠিত(৩) (plural) (প্রাচীন প্রয়োগ) (পাশা ইত্যাদি) খেলার ছক্কা (সাধারণত হাড়ের তৈরি)। (৪) (যৌগশব্দ) bone china ধবধবে সাদা চীনামাটির তৈজসপত্র (যা বানাতে করতে চীনামাটির সঙ্গে হাড়চূর্ণ মেশানো হয়)। bone dust/powder হাড়ের চূর্ণ। bone dry (adjective) হাড়ের মতো শুষ্ক। bone-head (noun) (অপশব্দ) বোকা লোক। bone idle/-lazy (adjective) পুরোপুরি অলস। bonemeal সার হিসেবে ব্যবহৃত হাড়ের গুঁড়া। bonesetter (noun) যে ব্যক্তি স্থানচ্যূত হাড়কে যথাস্থানে লাগাতে পারে। boneshaker (noun) (কথ্য) রাবারের টায়ারবিহীন পুরনো সাইকেল; পুরনো লক্করঝক্কর মোটরগাড়ি; বাস বা পশুটানা গাড়ি। boneweary ভীষণভাবে পরিশ্রান্ত। boned (adjective) হাড়যুক্ত: big boned, strong boned. boney (adjective) কৃশকায়; অস্থিসার। boneless (adjective) অস্থিহীন; (লাক্ষণিক) মেরুদণ্ডহীন। □(verb transitive) (১) মাছের কাঁটা বা মাংসের হাড়-ছাড়ানো(২) (অপশব্দ) চুরি করা(৩) boneup on (a subject) (অপশব্দ) কোনো বিষয়ে সম্বন্ধে অনুসন্ধান করা ও তথ্য সংগ্রহ করা
  • English Word bonfire Bengali definition [বন্‌ফাইআ(র্‌)] (noun) বহ্ন্যুৎসব; শুকনো পাতা বা আবর্জনা পোড়ানো অথবা কোনো আনন্দোৎসব উপলক্ষে খোলা জায়গায় প্রজ্বলিত অগ্নিmake bonfire of পুড়িয়ে নষ্ট করা; অব্যাহতি পাওয়া।
  • English Word bongo Bengali definition [বঙ্‌গোউ] (noun) (plural bongos) bongo (drum) বংগো; হাতের আঙুল দিয়ে বাজাতে এক প্রকার ছোট ড্রাম- সাধারণত এক জোড়ায় একটি
  • English Word bonhomie Bengali definition [বনামি] (noun) আন্তরিকতা ও মধুর আচরণ
  • English Word bonito Bengali definition [বনীটোউ] (noun) (plural bonitos) আটলান্টিক মহাসাগরে দৃষ্ট বড় জাতের বিশেষত লম্বা দাগওয়ালা টুনি (tunny) মাছ
  • English Word bonnet Bengali definition [বনিট্‌] (noun) (১) থুতনি পর্যন্ত ফিতা দিয়ে বাঁধা শিশু বা স্ত্রীলোকদের ছোট গোলাকার মস্তকাবরণ(২) মোটর গাড়ির ইনজিনের ঢাকনি (America(n)=hood); অন্যান্য জিনিসের রক্ষাপ্রদ ঢাকনি(৩) পুরুষদের বিশেষত স্কটল্যান্ডের সৈনিকদের পরিহিত এক ধরনের চ্যাপটা টুপি
  • English Word bonny Bengali definition [বনি] (adjective) (স্কটল্যান্ডীয়) সুশ্রী; সুন্দর; কমনীয়; হাসিখুশি; হৃষ্টপুষ্ট; নাদুসনুদুসbonnily (adverb)
  • English Word bonsai Bengali definition [বনসাই] (noun) বামনবৃক্ষ; জাপানি পদ্ধতিতে ছোট ছোট টবে বড় গাছকে বামন আকারে বেড়ে ওঠানোর বিদ্যা: This book is a practical manual for bonsai enthusiasts.
  • English Word bonus Bengali definition [বৌনাস্‌] (noun) (plural bonuses) (১) সচরাচর প্রাপ্য অর্থের অতিরিক্ত যা পাওয়া যায়(২) ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারীদেরকে বেতন ছাড়াও লাভের যে অংশ দেওয়া হয়(৩) শেয়ারহোল্ডার বা মালিকদের মধ্যে বণ্টিত অতিরিক্ত লভ্যাংশ(৪) বিমা বা অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান কর্তৃক পলিসি গ্রহীতাদের প্রদেয় অতিরিক্ত লভ্যাংশ(৫) প্রত্যাশার বাইরে আনন্দদায়ক কোনো প্রাপ্তি(৬) cost of living bonus দ্রব্যমূল্য বাড়ায় কর্মচারীদের প্রদত্ত বেতনের অতিরিক্ত অর্থno claims bonus কোনো দাবি উত্থাপন না-করার জন্য মোটরগাড়ির বিমার প্রদেয় কিস্তির হ্রাস।