Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word blaze 4 Bengali definition [ব্লেইজ্‌] (verb transitive) blaze (abroad) চারদিকে জানিয়ে দেওয়া; সর্বত্র বা বিদেশে প্রচার করা
  • English Word blazer Bengali definition [ব্লেইজা(র্‌)] (noun) অনানুষ্ঠানিকভাবে পরিধান করার জন্য ঢিলেঢালা কোট (সাধারণত স্কুল, ক্লাব প্রভৃতির নামাঙ্কিত)।
  • English Word blazon Bengali definition [ব্লেইজ্‌ন্‌] (noun) উচ্চমর্যাদাজ্ঞাপক চিহ্ন (বিশেষত ঢালে অঙ্কিত); কুলমর্যাদার চিহ্নজ্ঞাপক পোশাক, অলংকার ইত্যাদি। □(verb intransitive) সর্বসমক্ষে প্রদর্শন করা; উৎসাহের সঙ্গে বিশেষ মর্যাদাসূচক চিহ্ন অঙ্কন করা। blazonry (noun)
  • English Word bleach Bengali definition [ব্লীচ্‌] (verb transitive), (verb intransitive) সূর্যালোকে বা রাসায়নিক প্রক্রিয়ায় সাদা করা বা হওয়া; রং লঘু করা বা হওয়া। □ [Uncountable noun] সাদা বা রং লঘু করার কাজে ব্যবহৃত পদার্থ। bleaching-powder (noun) উক্ত কাজে ব্যবহৃত রাসায়নিক পদার্থ; দুর্গন্ধ ও জীবাণুনাশক একটি পদার্থ; ক্যালসিয়াম, ক্লোরিন ও অক্সিজেনের সংমিশ্রণে উৎপন্ন যৌগিক পদার্থ।
  • English Word bleak Bengali definition [ব্লীক্‌] (adjective) (১) (আবহাওয়া) মলিন বা বিবর্ণ; শীতল ও নিরানন্দ(২) (স্থান) শূন্য; জনহীন; অনাবৃত; বৃক্ষলতাহীন; অন্ধকারাচ্ছন্ন; শীতল বায়ুতাড়িত(৩) (লাক্ষণিক) নিরানন্দ; বিষণ্ন; হতাশাব্যঞ্জক: The future of his life is bleak. bleakly [ব্লীক্‌লি] (adverb) bleakness [ব্লীক্‌নিস্‌] (noun)
  • English Word bleary Bengali definition [ব্লিআরি] (adjective) অশ্রুপূর্ণ; ঝাপসাblearey eyed (adjective) জলভরা চোখবিশিষ্ট; ঝাপসা দৃষ্টিযুক্ত; ক্ষীণ দৃষ্টিসম্পন্ন। bleariness (noun)
  • English Word bleat Bengali definition [ব্লীট্‌] (noun) ছাগল, ভেড়া বা বাছুরের ডাক; ভ্যা ভ্যা শব্দ। □(verb transitive), (verb intransitive) এ ধরনের শব্দ করা। bleat (out) ক্ষীণ স্বরে কিছু বলা।
  • English Word bleed Bengali definition [ব্লীড্‌] (verb intransitive), (verb transitive) (past tense, past participle bled) (১) রক্তপাত করা বা হওয়া(২) রক্তমোক্ষণ করা; শিঙায় মুখ দিয়ে পীড়িত ব্যক্তির শরীর থেকে রক্ত বের করা (এক ধরনের প্রাচীন চিকিৎসা)। (৩) (লাক্ষণিক) নিদারুণ যন্ত্রণা বা মর্মবেদনা ভোগ করা: My heart bleeds to see him suffer. (৪) (লাক্ষণিক) জুলুম করে অর্থ আদায় করা(৫) বৃক্ষলতাদির নির্যাস বের হওয়াdie of bleeding রক্তপাতজনিত কারণে মৃত্যু হওয়া। bleeding (adjective) (১) রক্ত ঝরছে এমন(২) (লাক্ষণিক) যন্ত্রণাগ্রস্ত; শোষিত; যুদ্ধপীড়িত (প্রধানত জাতি বা রাষ্ট্র সম্বন্ধে): a bleeding nation. bleeding heart এক ধরনের উদ্ভিদ যার পাতায় লাল ছোপ রয়েছে।
  • English Word bleep Bengali definition [ব্লীপ্‌] (noun) (কাউকে সতর্ক করার জন্য) কোনো যন্ত্র থেকে প্রেরিত সংকেত; উপগ্রহ থেকে উৎসারিত বেতারসংকেত। □(verb transitive), (verb intransitive) এ ধরনের সংকেত প্রেরণ করা। bleeper উল্লিখিত সংকেত ধারণের যন্ত্র।
  • English Word blemish Bengali definition [ব্লেমিশ্‌] [Countable noun, Uncountable noun] দাগ বা ত্রুটি; নৈতিক ত্রুটি; দোষ বা কলঙ্কwithout blemish ত্রুটিহীন; নির্দোষ: His character is without blemish. □(verb transitive) ত্রুটিপূর্ণ বা কলঙ্কিত করা।
  • English Word blench Bengali definition [ব্লেন্‌চ্‌] (verb intransitive) ভয়ে সংকুচিত হওয়া বা পিছিয়ে যাওয়া
  • English Word blend Bengali definition [ব্লেন্‌ড্‌] (verb transitive), (verb intransitive) (past tense blended, past participle blended, blent) মিশানো; মিশ্রণ করা; মিশ্রিত হওয়া: Oil and water do not blend. □ [Countable noun] চা, তামাক প্রভৃতির মিশ্রণ; মিশ্র পদার্থ। blender [ব্লেনডা(র্‌)] [Countable noun] একাধিক দ্রব্য মিশ্রিত করে এমন যন্ত্র; ঘূর্ণায়মান চাকতি বা দণ্ডের দ্বারা দ্রুতবেগে আঘাতের মাধ্যমে ফল ইত্যাদি দ্রব্যের রস বের করে এমন যন্ত্র [America(n) = liquidizer]; মিশ্রণকারী।
  • English Word blent Bengali definition [ব্লেন্‌ট্‌] দ্রষ্টব্য blend.
  • English Word bless Bengali definition [ব্লেস্‌] (verb transitive) (past tense, past participle blessed or blest) (১) আশীর্বাদ করা; সৃষ্টিকর্তার অনুগ্রহ প্রার্থনা করা: The priest blessed the child. May God bless you! (২) কারো সুখ প্রার্থনা করা: Bless you, my boy! (৩) পবিত্র করা: The priest blessed the bread and the wine. (৪) be blessed with সৌভাগ্যশালী হওয়া: She was blessed with a child. (৫) প্রশংসা করা; পবিত্র বলে ঘোষণা করা: We bless your holy name, our Lord. (৬) (কথ্য) (বিস্ময় প্রকাশ করতে): Bless me! He has done it! blessed [ব্লেসিড্‌] (adjective) (১) পবিত্র; মহিমান্বিত: The Blessed Virgin, পবিত্র কুমারী (যিশুখ্রিস্টের মাতা, মেরি)। (২) সৌভাগ্যবান: Blessed are those who are happy. (৩) The Blessed সৃষ্টিকর্তার সঙ্গে যারা স্বর্গে বাস করেনblessedness [ব্লেসিড্‌নিস্‌] [Uncountable noun] সুখে আছে এমন অবস্থা। blessing (noun) (১) আশীর্বাদ; দান: Let God’s blessings be upon you! (২) (অনানুষ্ঠানিক) সম্মতি; পৃষ্ঠপোষকতাask a blessing; দ্রষ্টব্য grace; খাবার শুরু করার আগে বা পরে সৃষ্টিকর্তার প্রতি ধন্যবাদসূচক প্রার্থনা। a blessing in disguise আপাতদৃষ্টিতে বা প্রাথমিকভাবে মন্দ বা দুর্ভাগ্যজনক মনে হলেও যা পরবর্তীকালে সৌভাগ্যজনক বলে প্রমাণিত হয়।
  • English Word blew Bengali definition [ব্লা] দ্রষ্টব্য blow.
  • English Word blight Bengali definition [ব্লাইট] [Uncountable noun] (১) উদ্ভিদের এক প্রকার রোগ যার ফলে আক্রান্ত অংশ শুষ্ক ও বিবর্ণ হয়ে যায়(২) (লাক্ষণিক) অনিষ্ট; ক্ষতি; ধ্বংস; অনিষ্টের কারণ। □(verb transitive) ক্ষতি বা ধ্বস করা; রোগাক্রান্ত করা; (লাক্ষণিক) মনোভঙ্গ করা: His hopes were blighted by the sudden death of his father. blighter (noun) (British/Britain অপশব্দ) (১) অপছন্দনীয় বা বিরক্তিকর ব্যক্তি(২) বোকা
  • English Word Blighty Bengali definition [ব্লাইটি] (noun) ব্রিটেন। এটা ব্রিটিশ ইংরেজির একটি অপভাষা। উর্দু বিলায়েতি থেকে শব্দটির উৎপত্তি। উর্দু বিলায়েতি মানে বিদেশি, ব্রিটিশ, ইউরোপিয়ান: Here in good old Blighty however, the weather’s not so good.
  • English Word blimey Bengali definition [ব্লাইমি] (interjection) (British/Britain অপশব্দ) ঈশ্বর আমাকে অন্ধ করে দাও
  • English Word blind 1 Bengali definition [ব্লাইন্‌ড্‌] (adjective) (১) অন্ধ; দৃষ্টিশক্তিহীন(২) blind (to) বুঝতে বা বিচার করতে অসমর্থ: Parents are often blind to the faults of their children; অদূরদর্শী: He is blind to the consequences of his actions. (৩) বেপরোয়া; বিচারবুদ্ধিহীন; অবিবেচনাপ্রসূত: blind faith. (৪) উদ্দেশ্যহীন; কারণবর্জিত; যুক্তিহীন: blind forces of nature. blind alley কানাগলি। blind date অপরিচিত নারীপুরষ বা ছেলেমেয়ের মধ্যে সম্পর্ক স্থাপনের উদ্দেশ্যে দেখাসাক্ষাৎ। blind drunk (অপশব্দ) পাঁড় মাতাল। blind flying কুয়াশায় ঢাকা বা মেঘাচ্ছন্ন আকাশে শুধু যন্ত্রপাতির উপর নির্ভর করে বিমান চালনা। blind turning রাস্তার বাঁক যার অপর প্রান্ত দেখা যায় না। turn a/one’s blind eye to something না-দেখার ভান করা। blind spot চোখের যে অংশ আলোর প্রতি সংবেদনশীল নয়; (লাক্ষণিক) এমন কোনো বিষয় যা কোনো ব্যক্তির বোধগম্য নয়। blind man’s buff কানামাছি খেলা।
  • English Word blind 2 Bengali definition [ব্লাইন্‌ড্‌] (verb transitive) (১) (সাময়িক বা স্থায়ীভাবে) দৃষ্টিহীন করা; অন্ধ করা; চোখ ঝলসে দেওয়া; (লাক্ষণিক) বিচারবুদ্ধিহীন করা: Lust for power blinded him to matters right and wrong. blinder (noun) (বিশেষত খেলাধুলায়) অসাধারণ; অদ্ভুত: That catch was a blinder. blinders (noun) (plural) (America(n)) দ্রষ্টব্য blinkers. blindness (noun) অন্ধত্ব; (লাক্ষণিক) বিবেচনাহীনতা; নির্বুদ্ধিতা। blindly (adverb) অন্ধবৎ; (লাক্ষণিক) বিবেচনাশূন্য হয়ে; বেপরোয়াভাবে।
  • English Word blind 3 Bengali definition [ব্লাইন্‌ড্‌] [Countable noun] জানালার খড়খড়ি বা পরদা: Venetian blinds. (২) (লাক্ষণিক) ভুল ধারণা দিতে সত্য গোপন করার কৌশল: His job was a blind, his real business was smuggling. (৩) (America(n)) যে স্থান থেকে গোপনে পশুপাখির গতিবিধি লক্ষ করা যায় বা তাদের ছবি তোলা যায়
  • English Word blindfold Bengali definition [ব্লাইন্‌ড্‌ ফৌল্‌ড্‌] (verb transitive) রুমাল, কাপড় বা ব্যান্ডেজ দিয়ে এমনভাবে চোখ বাঁধা যাতে সে দেখতে না পারে। □ [Countable noun] এ ধরনের আবরণ। blindfolded (adjective) এমন অবস্থাযুক্ত।
  • English Word blindworm Bengali definition [ব্লাইন্‌ড্‌ওআম্‌] (noun) কেঁচোজাতীয় ক্ষুদ্র প্রাণী
  • English Word bling Bengali definition [ব্লিঙ্‌] (noun) (সাধারণত অলঙ্কার ও পোশাক)। [Countable noun] দামি ও জাঁকালো: A giant diamond ring is an example of bling.
  • English Word blink Bengali definition [ব্লিঙ্‌ক্‌] (verb intransitive), (verb transitive) (১) চোখ পিটপিট করা(২) (দূরবর্তী আলো) মিটমিট করে জ্বলা(৩) (America(n)) দ্রষ্টব্য wink. (৪) blink the fact that (British/Britain অনানুষ্ঠানিক) সত্য গোপন করা বা সে সম্পর্কে চিন্তা করতে না-চাওয়া। □ [Countable noun] (১) ক্ষণিক দৃষ্টিপাত(২) আলোর ক্ষণিক চমকblinking (কথ্য, সুভাষণরীতি) দ্রষ্টব্য bloody 3.
  • English Word blinkers Bengali definition [ব্লিঙ্‌কাজ্‌] (noun) (plural) (America(n)=blinders) ঘোড়ার চোখে পরানোর ঠুলি। দ্রষ্টব্য (America(n)) winkers.
  • English Word blip Bengali definition [ব্লিপ্‌] (noun) (১) রাডারের পরদায় ভেসে-ওঠা আলোর কণিকা(২) সংক্ষিপ্ত যান্ত্রিক ধ্বনি, তুলনীয় bleep.
  • English Word bliss Bengali definition [ব্লিস্‌] [Uncountable noun] পরম সুখ; স্বর্গসুখblissful [ব্লিস্‌ফুল্‌] (adjective) পরম সুখময়। blissfully [ব্লিস্‌ফুলি] (adverb) blissfulness (noun) [ব্লিস্‌ফুল্‌নিস্‌] পরম সুখাবস্থা।
  • English Word blister Bengali definition [ব্লিস্‌টা(র্‌)] [Countable noun] (১) ফোসকা; ফুসকুড়ি(২) ধাতব দ্রব্য, গাছের পাতা, রঙ্গের প্রলেপ দেওয়া কাষ্ঠখণ্ড ইত্যাদিতে অনুরূপ উদ্ভেদ। □(verb transitive), (verb intransitive) ফোসকা পড়া; (লাক্ষণিক) বাক্যবাণে বিদ্ধ করা। blistery (adjective) ফোসকায় ভরা। blistering (adjective) অত্যন্ত উষ্ণ: The blistering heat of the desert.
  • English Word blithe Bengali definition [ব্লাইদ্‌] (adjective) (কাব্যিক) হাসিখুশি; প্রফুল্ল; আনন্দিতblithely (adverb) blithesome (adjective) হাসিখুশি; প্রাণবন্ত।