• Bengali Word wink English definition [উইঙ্‌ক্‌] (verb intransitive), (verb transitive) ১ wink (at) (চোখ) পিটপিট করা; পিটপিটিয়ে (চোখ থেকে পানি) সরিয়ে দেওয়া বা ফেলে দেওয়া: He winked at me, চোখ পিটপিট করে ইশারা করল; She winked a tear away.
    wink at something না-দেখার ভান করা। (২) (তারা, আলো ইত্যাদি) মিটমিট করে জ্বলা; থেমে থেমে জ্বলা: The stars were winking in the clear night sky.  (noun) (১) বিশেষ সংকেত বা ইঙ্গিতবাহী (চোখের) পিটপিটানি। tip somebody the wink (কথ্য) কাউকে বিশেষ তথ্য দেওয়া; কাউকে গোপনে সতর্ক করে দেওয়া। A wink is as good as a nod চোখের ইশারাতেও কাজ হয়। (২) পলক; নিমেষ: I didn’t have a wink of sleep, এক পলকও ঘুমাইনি। forty winks বিশেষত দিনের বেলায় সংক্ষিপ্ত ঘুম।