Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word blow 3 Bengali definition [ব্লোউ] (noun) (১) কিল, ঘুষি অথবা কোনো কিছুর আঘাত: a blow on the head; at one blow; at a (single) blow, এক আঘাতে, এক চোটে। come to blows, exchange blows মারামারি করতে শুরু করা; হাতাহাতি করা। get a blow in আঘাত করতে সমর্থ হওয়া। strike a blow for/against কোনো কিছুর পক্ষে বা বিপক্ষে কোনো কাজ করা। without striking a blow বিনাযুদ্ধে। a blow-by-blow account খুঁটিনাটি বা বিশদ বিবরণ (বিশেষত মুষ্টিযুদ্ধের)। (২) আঘাত বা দুর্ভাগ্য: His father’s death come as a blow to him.
  • English Word blow 4 Bengali definition [ব্লোউ] (verb intransitive) (প্রধানত past participle রূপে) পরিপূর্ণভাবে প্রস্ফুটিত: a full-blown rose.
  • English Word blower Bengali definition [ব্লোআ(র্‌)] (noun) (১) সবেগে বাতাস প্রবাহিত করার যন্ত্রবিশেষ(২) যে লোক ফুঁ দিয়ে বায়ু প্রবাহিত করে দ্রব্যাদি প্রস্তুত করে: a glass blower; যে লোক কোনো কিছুর মধ্যে বাতাস প্রবেশ করায়: an organ blower. (৩) (কথ্য) কথা বলার নল বা চোঙা: (British/Britain অপশব্দ) টেলিফোন।
  • English Word blown Bengali definition [ব্লোউন্‌] blow-র past participle দ্রষ্টব্য blow 4. (adjective) পরিশ্রমের ফলে হাঁপিয়ে উঠেছে এমন।
  • English Word blowy Bengali definition [ব্লোয়ি] (adjective) ঝড়ো বাতাসপূর্ণ: a blowy day.
  • English Word blowzy Bengali definition [ব্লাউজি] (adjective) (সাধারণত তুচ্ছার্থে) মোটাসোটা ও লালচে নোংরা ও আলুথালু পোশাকে সজ্জিত (স্ত্রীলোক)।
  • English Word blubber 1 Bengali definition [ব্লাবা(র্‌)] [Uncountable noun] তিমি অথবা অন্য কোনো সামুদ্রিক প্রাণীর চর্বি
  • English Word blubber 2 Bengali definition [ব্লাবা(র্‌)] (verb intransitive), (verb transitive) (সাধারণত তুচ্ছার্থে) শব্দ করে কাঁদাStop blubbering! I can’t hear what you’re saying. blubber (something) out ফুপিয়ে কাঁদা ও সেইসঙ্গে কিছু বলা।
  • English Word bludgeon Bengali definition [ব্লাজান্‌] (noun) মুগুর; গদা; ডাণ্ডাবিশেষ। □(verb transitive) মুগুরপেটা করা; এ ধরনের অস্ত্র দিয়ে বারবার আঘাত করা; নিদারুণ পেটানো। bludgeon somebody into doing something (লাক্ষণিক) কাউকে কোনো কিছু করতে বাধ্য করা।
  • English Word blue 1 Bengali definition [ব্লু] (adjective) (bluer, bluest) নীল: blue eyes; নীল পোশাক: the girl in blue (dress). blueblood (ed) (adjective), (noun) অভিজাত; উচ্চ বংশজাত। blue chips (noun), (adjective) (১) (অর্থ.) নির্ভরযোগ্য ও মূল্যবান (ব্যক্তি) (শিল্প শেয়ার)। (২) (লাক্ষণিক) উচ্চমূল্য বা মর্যাদাসম্পন্ন বস্তুblue film (noun) অশ্লীল চলচ্চিত্র যা সাধারণ্যে প্রদর্শিত হয় না। blue jokes অশোভন ঠাট্টা বা তামাশা। Blue Peter নীল রঙের মাঝখানে সাদা চতুর্ভুজসংবলিত যে পতাকা বন্দরত্যাগের আগে জাহাজে ওড়ানো হয়। blue ribbon কোনো প্রতিযোগিতায় প্রথম হলে যে পুরস্কার দেওয়া হয়(২) সম্ভ্রান্ত ব্যক্তিদের মর্যাদাসূচক ফিতা; সম্মানচিহ্নlook blue (অপশব্দ) (ব্যক্তি বা আবহাওয়া) বিষণ্ন বা বিমর্ষ হওয়া: He is looking blue today. once in a blue moon কদাচিৎ: He comes here once in a blue moon.
  • English Word blue 2 Bengali definition [ব্লু] (noun) (১) নীল বর্ণ(২) আকাশ(৩) সমুদ্র(৪) বিশ্ববিদ্যালয়ে ক্রীড়াদক্ষ ছাত্রকে প্রদত্ত প্রতীক: Oxford blue. (৫) out of the blue অপ্রত্যাশিতভাবে; অজানা উৎপত্তিস্থল থেকে: appeared out of the blue. (৬) a bolt from the blue বিনা মেঘে বজ্রপাত; আকস্মিক বিপদ: The news of his father’s death come to him as a bolt from the blue. (৭) a ture blue আনুগত্যে অনড় ব্যক্তি (বিশেষত ব্রিটেনের রক্ষণশীল দলের)। (৮) (plural) (America(n)) দক্ষিণ আমেরিকার নিগ্রোদের এক ধরনের ধীরগতি ও বিষাদময় সংগীত(৯) washing blue (ধৌত কাপড় বিশেষত সাদা) উজ্জ্বল করতে ব্যবহৃত নীল বর্ণের দ্রব্য(১০) blue eyed boy প্রিয়পাত্রblue sky laws স্টক বা শেয়ার বিক্রির ক্ষেত্রে প্রতারণা রোধ করার আইন। (১১) (যৌগশব্দ) bluebaby (noun) যে শিশু জন্মগ্রহণ করার পর হৃৎযন্ত্রের ক্রিয়া স্বাভাবিক না-হওয়ার কারণে নীলবর্ণ ধারণ করেbluebell (noun) দক্ষিণ ইংল্যান্ডের নীল রঙের ঘণ্টাসদৃশ ফুল। blueberry (noun) উত্তর আমেরিকার এক ধরনের ফল। bluebird (noun) উত্তর আমেরিকার নীল রঙের এক প্রকার গায়ক পাখি। bluebook (noun) নীল মলাটে বাঁধানো বই; (বিশেষত British/Britain) প্রিভি কাউন্সিল ও আইন পরিষদের কার্যবিবরণীসংবলিত নীল মলাটে বাঁধানো বই। blue bottle (noun) নীল দেহবর্ণবিশিষ্ট ভনভনে বড় মাছি; মাংসের উপর যে মাছি বসে। bluebreast/throat (noun) বুলবুলজাতীয় পাখি যাদের বুকে বা গলায় নীল ছোপ রয়েছে। bluecheese (noun) bluecheese (noun) নীল দাগওয়ালা পনির। bluecoat (noun) নীল কোট পরা ব্যক্তি; (বিশেষত America(n)) আমেরিকার গৃহযুদ্ধের সময়ে উত্তরাঞ্চলের সৈনিক যারা নীল রঙের কোট পরিধান করত। blue coller (adjective) (শ্রমিক) যারা কলকারখানায় বা অন্য কোনো পেশায় কায়িক পরিশ্রমের মাধ্যমে জীবিকা নির্বাহ করে এবং সর্বাঙ্গ আবরণকারী এক প্রকার (বিশেষত নীল) পোশাক পরিধান করে: Miners and brick layers are blue-collar workers (তুলনীয় white collar). blue pencil (verb transitive) কোনো লেখা পড়ে আপত্তিকর অংশ নীল পেনসিলে দাগ দেওয়া; কেটে দেওয়া বা বাদ দেওয়া; সম্পাদনা করে শুদ্ধ করা: I will have to blue-pencil your essay. blue print (noun) (১) আলোকচিত্রের সাহায্যে অঙ্কিত নীলবর্ণের কাগজের উপর সাদা রেখাবিশিষ্ট নকশা (বিশেষত দালানকোঠার জন্য)। (২) (লাক্ষণিক) পরিকল্পনাbluesheep (noun) হিমালয় অঞ্চলের নীলগাই। bluestocking (noun) পাণ্ডিত্যের অধিকারিণী বলে বিবেচিত বিদুষী স্ত্রীলোক। bluewater (noun) বহিঃসমুদ্র। bluewhale (noun) নীলতিমি। blueish (adjective) নীলাভ; ঈষৎ নীল। blueness [Uncountable noun].
  • English Word blue 3 Bengali definition [ব্লু] (verb transitive) (১) নীলবর্ণে রঞ্জিত করা(২) blue one’s nomey (অপশব্দ) বেপরোয়াভাবে অর্থ ব্যয় করা
  • English Word bluff 1 Bengali definition [ব্লাফ্‌] (noun) (১) নদী বা সাগরের তীরের খাড়া, উচ্চ ও দুরারোহ কূল। □(adjective) (১) খাড়া সম্মুখভাগবিশিষ্ট (পর্বতগাত্র ইত্যাদি)। (২) রুক্ষ কিন্তু সরল ও স্পষ্টবাদী (ব্যক্তি)। bluffly (adverb) bluffness (noun)
  • English Word bluff 2 Bengali definition [ব্লাফ্‌] (verb transitive), (verb intransitive) ভান করে কাউকে প্রতারণা করা; ধোঁকাবাজি করা: bluff somebody into doing something. bluff in out ছলনা বা ভান করে কঠিন অবস্থা পাড়ি দেওয়া। bluff one’s way out of something ধাপ্পাবাজি বা প্রতারণা করে বিপদ থেকে উদ্ধার পাওয়া: call one’s bluff ধাপ্পা, ধোঁকা বা ফাঁকি সপ্রমাণের জন্য অহ্বান জানানো। bluffer (noun) ধাপ্পাবাজ; ধোঁকাবাজ।
  • English Word blunder Bengali definition [ব্লান্‌ডা(র্‌)] (verb intransitive), (verb transitive) (১) অন্ধের মতো অনিশ্চিতভাবে চলা; পথ হাতড়ে চলা(২) বোকার মতো ভুল করা। □ [Countable noun] বোকার মতো ভুল; গুরুতর ভুল। make a blunder গুরুতর ভুল করা। blunder into/on/upon ভুল করে বা হঠাৎ সম্মুখীন হওয়া: The thieves blundered into/on/upon the policemen. Blunder (noun) ভুল করে এমন ব্যক্তি।
  • English Word blunderbuss Bengali definition [ব্লান্‌ডাবাস্‌] (noun) গুলি করার বড়ো ছিদ্রওয়ালা এক ধরনের সেকেলে বন্দুক যা থেকে অনেকগুলো গুলি একসঙ্গে স্বল্প দুরত্বে নিক্ষেপ করা যেত
  • English Word blunt Bengali definition [ব্লানট্‌] (adjective) (blunter, bluntest) (১) ভোঁতা: a blunt knife. (২) স্পষ্টবাদী(৩) নীরস; স্থূলবুদ্ধি; কাটখোট্টা। □(verb transitive) ভোঁতা করা। bluntly (adverb) অভদ্রভাবে; খোলাখুলি: to speak bluntly. bluntness (noun).
  • English Word blur Bengali definition [ব্লা(র্‌)] (noun) (১) কালি বা অনুরুপ বস্তুর দাগ; ছিটা বা প্রলেপ(২) দুর্বোধ্য বা অস্পষ্ট ছাপ(৩) দৃষ্টির অস্পষ্টতা(৪) কলঙ্ক(৫) (লাক্ষণিক) অস্পষ্ট কিছু: My memory of the incident is only a blur now. □ (verb transitive) (verb intransitive) (blurred, blurring, blurs) (১) কালি বা অনুরূপ বস্তু দ্বারা অস্পষ্ট বা দুর্বোধ্য করা(২) ঝাপসা করা বা হওয়া: Mists blurred the view of the mountain.
  • English Word blurb Bengali definition [ব্লাব্‌] (noun) পুস্তকের বহিরাবরণে প্রকাশক কর্তৃক পুস্তক সম্পর্কে বর্ণনা ও প্রশংসাপূর্ণ বিবৃতি
  • English Word blurt Bengali definition [ব্লাট্‌] (verb transitive) blurt something out বোকার মতো হঠাৎ কোনো গুপ্ত বিষয় বলে ফেলা
  • English Word blush Bengali definition [ব্লাশ্‌] (verb intransitive) (১) আরক্তিম হওয়া; নম্রতা, লজ্জা প্রভৃতির কারণে মুখমন্ডল লালাভ হওয়া(২) (লাক্ষণিক) লজ্জিত হওয়া। □(noun) (১) লজ্জা ইত্যাদির কারণে মুখের রক্তিমাভা(২) (প্রাচীন প্রয়োগ) দৃষ্টিat the first blush প্রথম দৃষ্টিতে বা নজরে। put someone to blush লজ্জা দেওয়া বা অপ্রতিভ করা: She put me to blush by introducing me as her fiance. spare someone’s blushes কাউকে লজ্জা পাওয়া থেকে রেহাই দেওয়া: You should not praise me like that before others, spare my blushes! blushing (adjective). blushingly (adverb).
  • English Word bluster Bengali definition [ব্লাস্‌টা(র্‌)] (verb intransitive) (verb transitive) (১) (বাতাস, ঢেউ ইত্যাদি সম্বন্ধে) প্রবল বেগে প্রবাহিত হওয়া; তুমুল শব্দে প্রবাহিত হওয়া; ঝড়ের ন্যায় প্রবাহিত হওয়া(২) (লোক সম্বন্ধে) তর্জনগর্জন করা; তর্জনগর্জনসহ বলা(৩) bluster out (লাক্ষণিক) অতিশয় ক্রুদ্ধ হওয়া। □ (Uncountable noun) (১) বাত্যা; সশব্দ ঝাপ্টা; বাতাস বা ঢেউয়ের গর্জন; ঝড়ো আবহাওয়ার শব্দ(২) (লাক্ষণিক) তর্জনগর্জন; শাসানি; ভীষণ ক্রোধ; দম্ভপূর্ণ ভাষাblusterer (noun) দাম্ভিক। blustering (noun) দম্ভোক্তি। blusterous (adjective) ঝড়ো; কোলাহলময়; দাম্ভিকতাপূর্ণ। blusteringly (adverb) দাম্ভিকভাবে।
  • English Word bo(h) Bengali definition [বোউ] (interjection) কাউকে চমকানো বা ভয় দেখানোর জন্য যে শব্দ করা হয়। দ্রষ্টব্য boo.
  • English Word boa Bengali definition [বোউআ] (noun) (১) (অপিচ boa constrictor) দক্ষিণ আমেরিকার আজগরজাতীয় বড়ো সাপ যা তার শিকারকে জড়িয়ে, পেঁচিয়ে, দুমড়িয়ে হত্যা করে(২) মহিলাদের সর্পাকৃতি গলাবন্ধ
  • English Word boar Bengali definition [বো(র্‌)] (noun) (১) বন্য মর্দা শূকর(২) প্রজনন ক্ষমতাসম্পন্ন পালিত মর্দা শূকর। দ্রষ্টব্য hog. দ্রষ্টব্য sow 2. boarish নৃশংস; একগুয়ে।
  • English Word board 1 Bengali definition [বোড্‌] (noun) (১) লম্বা, পাতলা ও সমতল তক্তা বা কাঠ যা দেওয়াল, মেঝে, নৌকা বা জাহাজের পাটাতন তৈরিতে লাগে(২) বিশেষ কাজে ব্যবহৃত অনাবৃত অথবা কাপড় বা চামড়া দ্বারা আবৃত সমতল কাঠখণ্ড বা তক্তা: sign board, notice board, diving board, ironing board. (৩) দাবা বা ঐ ধরনের খেলার জন্য নকশা করা বোর্ড: chess board. (৪) (plural-এ) the boards মঞ্চের পাটাতন, রঙ্গমঞ্চ: on the boards, মঞ্চাভিনেতা। (৫) (জাহাজের পাটাতন, ডেক বা মেঝেসম্পর্কিত অর্থে) on the board জাহাজে। go on board জাহাজ বা অন্য কোনো পোতে আরোহণ করা ((America(n)-এ ট্রেন সম্পর্কেও)। (৬) (জুয়ার টেবিলসম্পর্কিত) above board সৎ, খোলামেলা, প্রতারণাহীন: His dealings are always above board (সন্দেহের ঊর্ধ্বে)। sweep the board বাজির সমস্ত কার্ড বা টাকা জিতে নেওয়া। ২ (লাক্ষণিক) সম্পূর্ণ সফল হওয়া; পুরোপুরি জেতা: Our party has swept the board in the election. (৭) (টেবিলসম্পর্কিত অর্থে) পরিচালক পরিষদ বা সমিতি: the Board of Governors of a school; Secondary Education Board, মাধ্যমিক শিক্ষা পরিষদ; a Selection Board, আবেদনকারীদের মধ্য থেকে চাকরি বা অন্য কোনো কাজের জন্য প্রার্থী নির্বাচন করার বোর্ড বা পরিষদ। across the board সকল সদস্য বা কর্মচারীদের জন্য: There was a 10% increase in wages across the board. (৮) (Uncountable noun) (খাবার টেবিল সম্পর্কিত) কাজের বিনিময়ে প্রদত্ত দৈনন্দিন আহার: The workers will get their salary and free board. board and lodging বাসস্থানের ব্যবস্থাসহ খাদ্য সরবরাহ: Board and lodging is available on payment of fees. (৯) মোটা শক্ত কাগজে বা কাপড়ে মোড়া বইয়ের মলাট: board binding. (১০) (যৌগশব্দ) boardroom (noun) যে কক্ষে পরিচালকমণ্ডলী ইত্যাদির সভা অনুষ্ঠিত হয়boardwalk (noun) (American(n))সমুদ্রতীরবর্তী রাস্তার পাশে কাঠের তক্তা বিছানো ফুটপাথ বা পায়ে হাঁটার রাস্তা।
  • English Word board 2 Bengali definition [বোড্‌] (verb transitive), (verb intransitive) (১) তক্তা দিয়ে ঢাকা: People boarded up the windows. (২) সপ্তাহ মাস ভিত্তিতে নির্দিষ্ট মূ্ল্যে খাদ্য সরবরাহ করা বা পাওয়া (সাধারণত তৎসহ থাকার ব্যবস্থা): She makes a living by boarding students. He is boarding with a friend/at a friend’s house. (৩) জাহাজ, ট্রেন, বাস, প্লেন বা অন্য কোনো যানে আরোহণ করাboarder (noun) (ক) যে ব্যক্তি নির্দিষ্ট অর্থের বিনিময়ে কারো গৃহে আহার গ্রহণ করে। (খ) যে বালক বা বালিকা কোনো আবাসিক বিদ্যালয়ে থেকে পড়াশোনা করে। (গ) (প্রাচীন প্রয়োগ) যারা নৌযুদ্ধের সময়ে শত্রুর জাহাজে লাফিয়ে পড়ে। boarding [Uncountable noun] (ক) তক্তা দ্বারা আবৃত করার কাজ। (খ) আহার বা বাসস্থান যোগানোর বা গ্রহণ করার ব্যবস্থা। boarding card (noun) বিমান বা জাহাজে আরোহণকালে যাত্রীদের আরোহণের যে অনুমতিপত্র দেখাতে হয়। boarding house টাকা দিয়ে থাকা ও খাওয়া যায় এমন আবাস। boarding school যে বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের আহার ও বাসস্থানের ব্যবস্থা আছে; আবাসিক বিদ্যালয়।
  • English Word boast Bengali definition [বোউস্‌ট্‌] [Countable noun] (১) (তুচ্ছার্থে) দম্ভোক্তি বা দম্ভ: His boast that he is the richest man in the area is not true. (২) (তুচ্ছার্থে নয়) গর্বের বিষয় বা বস্তু: It was his boast that he always stood first in the examination. □ (verb transitive), (verb intransitive) (১) (তুচ্ছার্থে) অহংকার করা, দম্ভ করা (boast of/about): He boasts of being the best football player in the team. He often boasts about his wealth. (২) (সাধারণত ব্যক্তি সম্বন্ধে নয়) গর্ব করা যায় এমন কিছু থাকা: The town can boast of having a nice park. boaster (noun) দাম্ভিক। boastful (adjective) (লোক সম্বন্ধে) দাম্ভিক; (উক্তি সম্বন্ধে) দম্ভপূর্ণ; আত্মম্ভরিতাপূর্ণ। boasting (noun) দম্ভোক্তি; বড়াই। boastfully (adverb) দম্ভভরে।
  • English Word boat Bengali definition [বৌট্‌] (noun) (১) নৌকা; তরি; তরণীrowing boat দাঁড়বাওয়া নৌকা। sailing boat পালতোলা নৌকা। motorboat ইনজিনচালিত নৌকা। fishing boat মাছধরা নৌকা। (২) (অনানুষ্ঠানিক) জাহাজ বা পোত: Are you going by boat or air? (৩) খাবার টেবিলে তরল খাদ্যদ্রব্য পরিবেশনের জন্য নৌকাকৃতির তৈজসপত্র: a gravy boat. be (all) in the same boat একই বা সমঅবস্থাসম্পন্ন; সমভাবে বিপন্ন। burn one’s boat প্রত্যাবর্তনের পথ বিনষ্ট করা: I’ve burnt my boat by giving up my job. push the boat out কোনো ঘটনা উপলক্ষে প্রচুর অর্থ ব্যয় করা। rock the boat এমন কোনো মত ব্যক্ত করা, যা প্রচলিত ধারণা বদলে দিতে পারে: They rock the boat by refusing to come to the firm’s Christmas dinner. take to the boats বিপন্ন জাহাজ থেকে উদ্ধার পাওয়ার জন্য জাহাজে রক্ষিত নৌকাসমূহ ভাসানো ও তাতে ওঠা: We took to the boats when the ship began to sink. boathook (noun) নৌকা টেনে কাছে আনা বা দূরে নিতে লোহার আংটাযুক্ত দণ্ডবিশেষ। boathouse (noun) নদীতীরবর্তী স্থানে নৌকা রাখার ঘর বা চালা। boatman (noun) (plural men) মাঝি বা দাঁড়ি; নৌকা ভাড়ায় চালায় এমন ব্যক্তি। boat-race (noun) নৌকাবাইচ; দাঁড়টানা নৌকার প্রতিযোগিতা। boat-song (noun) মাঝিদের গাওয়া গান। boat train (noun) যাত্রীজাহাজের সাথে সংযোগকারী ট্রেন বা রেলগাড়ি। □(verb transitive) নৌকায় ভ্রমণ; নৌবিহার। go boating নৌবিহার করা।
  • English Word boater Bengali definition [বোউটা(র্‌)] (noun) শক্ত খড়ের টুপি