B পৃষ্ঠা ২৫
- English Word blither Bengali definition [ব্লিদা(র্)] (verb intransitive) (কথ্য) অর্থহীন বকবক করা; বাচালতা প্রকাশ করা। blithering [ব্লিদারিঙ্] (adjective) (গালি) বাক্যবাগীশ; প্রগলভ; বাচাল; চরম; চূড়ান্ত: a blithering idiot.
- English Word blitz Bengali definition [ব্লিট্স্] (noun) (বিশেষত আকাশপথে) হঠাৎ ক্ষিপ্র ও প্রচণ্ড আক্রমণ; এ ধরনের আক্রমণের কাল বা সময়। □ (verb transitive) এ ধরনের আক্রমণে ক্ষতি বা ধ্বংস করা। blitzkrieg [ব্লিট্স্ক্রিগ্] (noun) বিদ্যুদ্গতি যুদ্ধ; দ্রুত জয় পেতে প্রচণ্ড আক্রমণ; ঝটিকা অভিযান; দ্বিতীয় মহাযুদ্ধে জার্মানির এ ধরনের আক্রমণ (German Blitz = lightning. Krieg = war)
- English Word blizzard Bengali definition [ব্লিজাড্] [Countable noun] ভয়ংকর ও প্রবল তুষারঝড়।
- English Word bloat Bengali definition [ব্লোট্] (verb transitive), (verb intransitive) স্ফীত করা বা হওয়া; ধোঁয়া দিয়ে মাছ আংশিকভাবে শুকানো। bloated [ব্লোটিড্] (past participle), (adjective) (১) স্ফীত; গর্বিত: bloated with pride. (২) অতিপ্রকাণ্ড। (৩) ধোঁয়া দিয়ে আংশিকভাবে শুকানো হয়েছে এমন: bloated herring. bloater [ব্লোটা(র্)] (noun) ধোঁয়ায় ঈষৎ শুকানো হেরিং বা অন্য কোনো মাছ।
- English Word blob Bengali definition [ব্লব] (noun) এক ফোঁটা তরল; ফুটকি; শূন্য; গুজবেরি ফল বা অনুরূপ তুলতুলে কোনো বস্তু। (২) দূরের অস্পষ্ট জিনিস: The top of the building is just a distant blob.
- English Word bloc Bengali definition [ব্লক্] (noun) একই উদ্দেশ্যে বা সাধারণ স্বার্থে বিভিন্ন জাতি, রাজনৈতিক দল ইত্যাদির সমন্বয়ে গঠিত গোষ্ঠী বা সংঘ: the American bloc; the Soviet bloc. enbloc [অনব্লক্] (adverb) (ফরাসী) একযোগে; সবাই একসঙ্গে।
- English Word block 1 Bengali definition [ব্লক্] (noun) (১) বড় ও নিরেট কাঠের টুকরা, পাথর ইত্যাদি। building blocks ছেলেমেয়েদের খেলনা ঘর তৈরিতে ব্যবহৃত কাঠের চৌকোনা খণ্ডসমূহ; (লাক্ষণিক) কোনো বস্তু সৃষ্টির মৌলিক উপাদানসমূহ। (২) সিলিন্ডার ও ভাল্ভ সমন্বয়ে গঠিত পেট্রোল ইনজিনের মূল অংশ। (৩) the block প্রাচীনকালে শিরশ্ছেদে ব্যবহৃত ফোকড়ওয়ালা মাথা গলানোর কাষ্ঠখণ্ড। go/be sent to the block এভাবে মৃত্যুবরণ করা। (৪) টুপি তৈরির ছাঁচ। (৫) কপিকল। (৬) (ছাপা) খোদাই করা কাঠ বা ধাতুর ফলক। (৭) (বিশেষত (America(n)) চারদিকে রাস্তা দিয়ে আবদ্ধ দালানকোঠা বা দোকান; অফিস বা ফ্ল্যাটবাড়ির সমাবেশ: The supermarket is two blocks away from here. blockbuster [ব্লক্বাস্টা(র্)] (noun) শক্তিশালী বিস্ফোরক বা বোমা যা একসঙ্গে অনেক দালানকোঠা ধ্বংস করতে পারে; (লাক্ষণিক) কোনো ঘটনার ফল আকস্মিকভাবে প্রভাবিত করতে পারে এমন প্রবল কোনো বস্তু; (বিশেষত America(n)) এমন ব্যক্তি যে ভয় দেখিয়ে বা প্রতারণার মাধ্যমে কোনো এলাকার লোকজনকে তাদের বাড়িঘর বিক্রি করে অন্যত্র চলে যেতে বাধ্য করে। (৮) রঙ্গালয়ে আসনসমূহের ভাগ; ব্যবসাবাণিজ্যে বিরাটসংখ্যক শেয়ারের সমষ্টি। (৯) বাধা বা প্রতিবন্ধক। roadblock তল্লাশি চালানোর জন্য আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক স্থাপিত প্রতিবন্ধক। (১০) block grant স্থানীয় কর্তৃপক্ষকে কোনো কাজের জন্য প্রদত্ত অর্থের অনুদান। block capitals/letters/writing বড় হাতের অক্ষর। (১১) (ক্রিকেট) বল মারার আগে ব্যাটসম্যান যেখানে ব্যাট রাখে। (১২) (অপশব্দ) মাথা।
- English Word block 2 Bengali definition [ব্লক্] (verb transitive) (১) চলাচল বা যাতায়াতে বিঘ্ন সৃষ্টি বা তা অসম্ভব করে তোলা। (২) বাধা দেওয়া; প্রতিরোধ করা, কোনো কাজ কঠিন বা অসম্ভব করে তোলা। (৩) কোনো বিশেষ মুদ্রা ব্যবহারে বাধা সৃষ্টি করা: blocked currency. (৪) গড়া। (৫) block in/out কোনো পরিকল্পনার নকশা আঁকা। (৬) (ক্রিকেট) উইকেটের সামনে ব্যাট দিয়ে বল থামিয়ে দেওয়া বা আটকানো; ব্লক করা।
- English Word blockade Bengali definition [ব্লকেইড্] (noun) সৈন্য বা জাহাজ ইত্যাদি দ্বারা কোনো স্থান অবরোধ। □(verb transitive) অনুরূপ অবরোধ সৃষ্টি করা: break a blockade, অবরোধ ভেঙে দেওয়া; raise/lift a blockade, অবরোধ তুলে নেওয়া; run a blockade, অবরোধ ভেদ করা।
- English Word blockage Bengali definition [ব্লকেইজ্] [Countable noun] অবরুদ্ধ অবস্থা; বাধা দান করে এমন বস্তু: a blockage in the pipe.
- English Word blockhead Bengali definition [ব্লকহেড্] (noun) নির্বোধ ব্যক্তি; জড়বুদ্ধি ব্যক্তি।
- English Word blockhouse Bengali definition [ব্লক্হাউস্] (noun) সৈন্যদের জন্য নির্মিত গুলি ছোড়ার ছিদ্রবিশিষ্ট কাঠের বা কংক্রিটের দুর্গসম ঘর; শক্তিশালী বিস্ফোরণ বা রকেট উৎক্ষেপণের সময়ে নিরাপদ পর্যবেক্ষণের জন্য নির্মিত মজবুত ঘর।
- English Word blockvote Bengali definition [ব্লকভোট্] (noun) কোনো সম্মেলনে একজন প্রতিনিধি কর্তৃক তার দল বা গোষ্ঠীর পক্ষ থেকে দেওয়া ভোট (এই ভোট সেই দল বা গোষ্ঠীর মোট সদস্যসংখ্যার সমান)।
- English Word blog Bengali definition [ব্লগ] (noun) ব্লগ শব্দটি ইংরেজ blog-এর বাংলা প্রতিশব্দ, যা এক ধরনের অনলাইন ব্যক্তিগত দিনলিপি বা ব্যক্তিকেন্দ্রিক পত্রিকা। blog আবার webblog-এর সংক্ষিপ্ত রুপ। - ১৯৯৭ সালের ১৭ ডিসেম্বর শব্দটা জোম বার্গার প্রথম ব্যবহার করেন: She regularly contributes a blog to the magazine’s website. blogger [ব্লগা(র)] (noun) যিনি ব্লগে পোস্ট করেন বা লেখেন; ব্লগার: Again and again, he promised that the internet and blogs would bring out the youth vote. blogging (noun) ব্লগারের কাজ; ব্লগিং: The two trainers will also be blog and sharing their experiences with everyone.
- English Word bloke Bengali definition [ব্লৌক্] (noun) (অপশব্দ) পুরুষ মানুষ।
- English Word blond Bengali definition [ব্লন্ড্] (noun), (adjective) উজ্জ্বল চুল বা গাত্রবর্ণবিশিষ্ট পুরুষ।
- English Word blonde Bengali definition [ব্লন্ড্] (noun), (adjective) উজ্জ্বল চুল বা গাত্রবর্ণবিশিষ্ট নারী।
- English Word blood 1 Bengali definition [ব্লাড্] [Uncountable noun] (১) রক্ত; শোণিত; রুধির; (লাক্ষণিক) কোনো প্রতিষ্ঠান সজীব করার জন্য নতুন চিন্তাধারাসম্পন্ন ব্যক্তি। let blood শিরা কেটে রক্ত মোক্ষণ। (২) মেজাজ; ক্রোধ; উত্তেজনা: His blood is up (তিনি ক্রুদ্ধ বা উত্তেজিত)। (kill somebody) in cold blood বিনা উত্তেজনায়; ঠাণ্ডা মাথায়; ভাবনাচিন্তা করে (কাউকে খুন করা)। bad blood খারাপ সম্পর্ক: There in no bad blood between me and him. make one’s blood boil কাউকে ভীষণভাবে উত্তেজিত বা ক্রোধান্বিত করা। make one’s blood run cold কাউকে ভয়ে আতঙ্কে হিম বা ঠাণ্ডা করে দেওয়া। (৩) জ্ঞাতিত্ব; আত্মীয়তা: They are of the same blood, একই পরিবার বা বংশের লোক। blue blood (noun) অভিজাত; কুলীন; উচ্চবংশজাত। one’s (own) flesh and blood রক্তসম্পর্কে আত্মীয়। Blood is thicker than water (প্রবাদ) রক্তসম্পর্ক বা জ্ঞাতিত্বের বন্ধনই প্রকৃত বন্ধন। blood feud (noun) হত্যার কারণে দুই পরিবার বা গোষ্ঠীর মধ্যে দীর্ঘস্থায়ী জিঘাংসামূলক বিবাদ। blood-relation (noun) রক্তসম্পর্কে আত্মীয়; বিবাহসূত্রে নয়। (৪) blood and iron পশুবল; সশস্ত্র আক্রমণ। (৫) [Countable noun] (প্রাচীন প্রয়োগ কথ্য) আমোদপ্রিয় ধনী যুবক; কেতাদুরস্ত ব্যক্তি। (১) blood and thunder (attributive(ly)) (adjective) (গল্প বা নাটক) উত্তেজনাপূর্ণ; রোমাঞ্চকর। (২) (যৌগশব্দ)। blood bank চিকিৎসা বা অস্ত্রোপচারের জন্য আহরিত রক্তের ভাণ্ডার। blood bath (noun) রক্তস্নান; (লাক্ষণিক) ব্যাপক হত্যাকাণ্ড (বিশেষত যুদ্ধ বা বিপ্লবকালে)। blood brother (noun) প্রধানত প্রাচীনকালে একজন ব্যক্তি অন্য ব্যক্তির রক্তের সাথে নিজের রক্ত মিশ্রিত করে ভ্রাতৃত্বের যে শপথ নিত সে অনুসারে ভাই। blood count (noun) রক্তে লৌহ ও শ্বেতকণিকার সংখ্যা। blood curdling (adjective) অতিশয় ভীতিপ্রদ। blood-donor (noun) রুগ্ণ বা আহতদের চিকিৎসার জন্য নিজের শরীরের রক্ত দেয় এমন ব্যক্তি। blood group/type (noun) মানুষের শরীরের বিভিন্ন শ্রেণির রক্তের কোনো একটি প্রকার। blood guilt (adjective) হত্যা বা রক্তপাতের অপরাধ। blood heat (noun) মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা ( 3 7°c অথবা 9৪°F প্রায়)। blood hot (adjective) তাজা রক্তের মতো উষ্ণ। blood hound তীক্ষ্ণ ঘ্রাণশক্তিসম্পন্ন বড় এক জাতের কুকুর, যা শরীরের গন্ধ শুকে কোনো মানুষ বা জন্তুকে অনুসরণ করতে পারে; (লাক্ষণিক) গোয়েন্দা। blood letting শিরা কেটে রক্ত মোক্ষণ। blood lust (noun) [Countable noun, Uncountable noun] রক্তলোলুপতা; জিঘাংসা; কাউকে হত্যা করার ইচ্ছা। blood money [Uncountable noun] (ক) হত্যার পুরস্কারস্বরূপ প্রাপ্ত অর্থ; হত্যাকারীকে উদ্দিষ্ট ব্যক্তির সন্ধান দেওয়ার জন্য প্রাপ্ত অর্থ। (খ) (প্রাচীন রীতি অনুসারে) হত্যার দণ্ডস্বরূপ নিহত ব্যক্তির নিকটতম আত্মীয়কে হত্যাকারী যে অর্থ প্রদান করে। blood poisoning [Uncountable noun] ক্ষতস্থান দিয়ে রক্তের মধ্যে দুষিত জীবাণু প্রবেশ করলে যে রোগের সৃষ্টি হয়; রক্তদুষ্টি। blood pressure [Uncountable noun] রক্তচাপ। blood red রক্তের মতো লাল বর্ণবিশিষ্ট। blood relation (noun) রক্তসম্পর্কে আত্মীয়; জ্ঞাতি; এক বংশজাত ব্যক্তি। blood shed (noun) রক্তপাত; হত্যাকাণ্ড; খুনাখুনি। blood shot (adjective) (চক্ষু সম্বন্ধে) আরক্ত; রক্তবর্ণ। blood sports জন্তু অথবা পাখি শিকার। blood stained রক্তমাখা; রক্তাক্ত; রক্তের দাগযুক্ত। blood stock [Uncountable noun] অবিমিশ্র জাতের অশ্বসমূহ। blood sucker (noun) (ক) রক্ত শোষণকারী জীব (বিশেষত জোঁক); রক্তচোষা; (খ) (লাক্ষণিক) যে ব্যক্তি জুলুম করে অর্থ আদায় করে বা অন্যকে শোষণ করে। blood thirsty (adjective) খুন বা রক্তপাত করতে উৎসাহী; রক্তপিপাসু; (লাক্ষণিক) নিষ্ঠুর। blood thirstiness [Uncountable noun], Blood transfusion [Countable noun, Uncountable noun] রক্তসঞ্চালন; চিকিৎসার জন্য একজনের শরীরের রক্ত অন্যের শরীরে সঞ্চালন বা তার ব্যবস্থা। blood vessel (noun) রক্তবাহী শিরা বা ধমনি। bloodless (adjective) রক্তশূন্য; রক্তপাতহীন: a bloodless coup. bloodlessly (adverb) রক্তপাতহীনভাবে। bloodlessness [Uncountable noun] রক্তশূন্যতা।
- English Word blood 2 Bengali definition [ব্লাড্] (verb transitive) শিকারি কুকুরকে প্রথম রক্তের স্বাদ দেওয়া।
- English Word bloody Bengali definition [ব্লাডি] (adjective), (adverb) (১) রক্তাপ্লুত; রক্তাক্ত: a bloody nose. (২) হত্যা ও রক্তপাতসংবলিত: a bloody battle. (৩) (বিশেষত British/Britain অপশব্দ অশিষ্ট) রাগান্বিত অবস্থায় বা অর্থহীনভাবে কথায় জোর দেওয়ার জন্য ব্যবহৃত: I’m bloody sure he’s hiding here. My bloody foot got stuck in the bloody boot. (৪) (তুচ্ছার্থে) গালিরূপে ব্যবহৃত: You’re a bloody fool. (৫) bloody well (অশিষ্ট, অপশব্দ) নিশ্চিত: You know bloody well, I want to see it. (৬) not bloody likely (প্রায়ই রাগ প্রকাশের জন্য) সম্ভাবনা নাই: ‘Will you lend me some money?’ ‘Not bloody likely’. (৭) bloody minded (adjective) (অপশব্দ British/Britain বিশেষত তুচ্ছার্থে) যে অর্থহীনভাবে অন্যের বিরুদ্ধাচরণ করে বা অসহযোগিতা করে: He’s so bloody minded that he wouldn’t give me the book even though he doesn’t need it himself.
- English Word blook Bengali definition [ব্লুক] (noun) (book আর blog মিলে তৈরি) [Countable noun] ব্লগারের লেখা বই; ব্লগিং সর্ম্পকিত বই; কোনো ব্লগে ধারাবাহিকভাবে প্রকাশিত বই; যে মুদ্রিত বই প্রথমে ব্লগে প্রকাশিত হয়েছিল: I’m not really sure why people would buy a blook.
- English Word bloom Bengali definition [ব্লাম্] (১) [Countable noun] গোলাপ, গাঁদা প্রভৃতি ফুল গাছের ফুল। in bloom ফুলের প্রস্ফুটিত অবস্থা: The daffodils are in full bloom now. (তুলনীয় in blossom ঝোপজাতীয় গাছের জন্য)। (২) [Uncountable noun] প্রথম বিকাশের সৌন্দর্য; নবীনতা; তারুণ্য। (৩) [Uncountable noun] গণ্ডরাগ। (৪) [Uncountable noun] পূর্ণ বিকাশ বা চরম উৎকর্ষ লাভের সময়: She is in the bloom of her life now. (৫) [Uncountable noun] ফুল ধরার সময় বা অবস্থা। (৬) [Uncountable noun] সুপক্ব আঙুর, প্লাম ইত্যাদি ফলের উপর এক প্রকর সূক্ষ্ম শ্বেত চূর্ণ। take the bloom off (something) তাজা ভাব বিনষ্ট করা; ম্লান বা শুষ্ক করা। □(verb intransitive) (১) ফুল ধরা বা ফোটা। (২) (লাক্ষণিক) পূর্ণ বিকশিত হওয়া; পূর্ণ সৌন্দর্য বা চরম উৎকর্ষ লাভ করা। blooming (adjective) (১) বিকশিত; প্রস্ফুটিত; উজ্জ্বল; লাবণ্যময়; নবীন যৌবনোচ্ছল। (২) (কথ্য, সুভাষণরীতি) গাধার মতো: a blooming idiot.
- English Word bloomer Bengali definition [ব্লুামা(র্)] (noun) (অপশব্দ) মারাত্মক ভুল।
- English Word bloomers Bengali definition [ব্লামাজ্] (noun) (plural) ব্যায়াম ও খেলাধুলার জন্য বর্তমানে অপ্রচলিত খাটো ও ঢিলেঢালা এক প্রকার পোশাক।
- English Word bloop Bengali definition [ব্লাপ] (verb) (third-person singular simple present bloops, present participle blooping, past tense ও past participle blooped) (১) (ইলেকট্রনিক পণ্য) হালকা শব্দ করে এমন যন্ত্র। (২) ভুল করা; নির্বোধের মতো ভুল করা: I blooped and I’m so ashamed. □(adjective) bloopy □(noun) blooper বিব্রতকর ভুল; লজ্জাজনক ভুল: At the end of a movie they will sometimes show bloopers (humerous mistakes made while filming) .
- English Word blossom Bengali definition [ব্লস্ম্] [Countable noun] ফলবান বৃক্ষ বা ঝোপজাতীয় গাছের ফুল; [Uncountable noun] এ ধরনের গাছের সমারোহ। in blossom ফলবান বৃক্ষ বা ঝোপের প্রস্ফুটিত অবস্থা। (verb intransitive) ফুল ধরা বা ফোটা (বিশেষত ঝোপ বা ফলবান বৃক্ষের)। blossom out বিকশিত হওয়া।
- English Word blot Bengali definition [ব্লট্] (noun) (১) (বিশেষত কালির) দাগ বা ফোঁটা। (২) দোষ, ত্রুটি বা কলঙ্ক: a blot on one’s character. □(verb transitive) (blotted, blotting, blots) (১) কালির দাগ দেওয়া; মসিলিপ্ত করা। blot one’s copy-book (কথ্য) এমন কাজ করা যাতে সুনাম ক্ষুণ্ণ হয়। (২) চোষকাগজ দিয়ে কালি শুষে নেওয়া। (৩) blot out (ক) লিখিত কোনো কিছু কালি দিয়ে ঢেকে ফেলা: Half of your letter has been blotted out. (খ) আড়াল করা; ঢেকে ফেলা: The mist blotted out our view. (গ) ধ্বংস বা নির্মূল করা: His duty was to blot out the enemy. The village was blotted out by the flood. blotting paper (noun) চোষকাগজ; দ্রুত কালি বা তরল শুষে নেয় এমন কাগজ। blotter [ব্লটা(র্)] (noun) (১) বাঁকানো কাঠের খণ্ড যার উপর চোষকাগজ লাগানো থাকে।
- English Word blouse Bengali definition [ব্লাউজ] (noun) মহিলাদের পরিধেয় ছোট জামা; ব্লাউজ।
- English Word blow 1 Bengali definition [ব্লোউ] (verb intransitive), (verb transitive) (past tense blew [ব্লু] past participle blown [ব্লোউন্]) (১) (বায়ু বা বাতাস) প্রবাহিত হওয়া; বওয়া: Tonight the wind is blowing hard. (২) উড়িয়ে নিয়ে যাওয়া: The wind blows off my hat. (৩) (বস্তু) বায়ু বা বাতাসের প্রবাহ দ্বারা তাড়িত বা চালিত হওয়া: My hat blew off. (৪) ফুঁ দেওয়া: blow dust off a book; blow one’s food to make it cold. (৫) ফুঁ দিয়ে বাতাস প্রবাহের মাধ্যমে কোনো কিছু তৈরি করা বা কোনো আকার দেওয়া। blow buddles ফুঁ দিয়ে বুদ্বুদ তৈরি করা। blow glass গলিত কাচে বাতাস প্রবাহিত করে কোনো রূপ দেওয়া। (৬) বায়ুতরঙ্গ সৃষ্টি করা। blow bellows হাপরের সাহায্যে বাতাস প্রবাহিত করা। (৭) বাতাস প্রবাহিত করে বাজানোর বাদ্যযন্ত্র (ট্রাম্পেট, বাঁশি ইত্যাদি) বাজানো: blow an organ/a whistle. (৮) উত্তেজিত হওয়ার ফলে অথবা দৌড়ানো বা পরিশ্রমের ফলে জোরে জোরে দম ফেলা, শ্বাস নেওয়া বা হাঁপানো: He was puffing and blowing after climbing the stairs. (৯) তিমি মাছ-কর্তৃক নাসারন্ধ্র দিয়ে জলের ফোয়ারা নির্গত করা বা সজোরে প্রবাহিত করা। (১০) blow (out) মাত্রাতিরিক্ত বিদ্যুৎপ্রবাহের ফলে ফিউজের তার জ্বলে বা গলে যাওয়া। (১১) (অপশব্দ) পরিণাম না-ভেবে (টাকা) খরচ করা; বোকামির ফলে গচ্চা দেওয়া। (১২) (অপশব্দ, সুভাষণরীতি) (অভিশাপোক্তি) Damn! অর্থে: Blow it! I’ve lost again. (১৩) (অপশব্দ) হঠাৎ এবং দ্রুত নিষ্ক্রান্ত হওয়া: Let’s blow before the police comes. (১৪) blow hot and cold (লাক্ষণিক) দ্বিধাগ্রস্ত হওয়া; একবার অনুকূল আর একবার প্রতিকূল হওয়া। blow one’s nose নাক ঝাড়া। blow one’s top ক্রুদ্ধ হওয়া। blow one’s own trumpet/horn (লাক্ষণিক) নিজেই নিজের প্রশংসা বা গুণগান করা। (১৫) (যৌগশব্দ) blow dry (verb transitive) গরম বা তাপ প্রবাহিত করে (বিশেষত চুল ইত্যাদি) শুষ্ক করা। blow fly (noun) যে মাছি কাটা মাংস বা ক্ষতের উপর বসে। blowhole (noun) (ক) সুড়ঙ্গাদির মধ্যে বাতাস ঢোকা বা ধোঁয়া বের হওয়ার পথ; (খ) বরফের মধ্যে এমন গর্ত যেখানে জলজ প্রাণীরা শ্বাস নিতে আসে; (গ) সমুদ্রতীরবর্তী পর্বত বা গুহার গায়ে এমন ছিদ্র যার মধ্য দিয়ে বাতাস ও পানি সজোরে প্রবাহিত হয়; (ঘ) তিমি মাছের নাসারন্ধ্র। blowlamp, blowtorch (noun(s)) এক ধরনের যন্ত্র যার মাধ্যমে গ্যাস এবং বাতাস মিশিয়ে তীব্র অগ্নিশিখা প্রয়োগ করা হয়। blow pipe (noun) (ক) যে নলের মধ্য দিয়ে বায়ুপ্রবাহ সঞ্চালন করে অগ্নিশিখার তাপ বাড়ানো হয়; (খ) আদিম অধিবাসীদের ফুঁ দিয়ে বিষাক্ত তীর নিক্ষেপের জন্য চোঙানল। (১৬) (adverbial particle ও preposition(al) সহ বিশেষ ব্যবহার) blow back নলের মধ্যে গ্যাস, ইত্যাদি বিস্ফোরিত হওয়া। সুতরাং, blow back (noun) নলের মধ্যে গ্যাসের বিস্ফোরণ। blow in/into (কথ্য) হঠাৎ; হৈচৈ করে; উচ্ছলতার সঙ্গে আবির্ভূত হওয়া। blow off steam বকাঝকা বা তর্জনগর্জন করে মনের রাগ মেটানোর বা কমানো। blow out ফুঁ দিয়ে নিভিয়ে দেওয়া; বায়ু প্রবাহের ফলে নিভে যাওয়া। blow itself out নিঃশেষিত হওয়া। blow one’s some/somebody’s brains out মাথায় গুলি করে কাউকে হত্যা করা। blowout (noun) (ক) প্রচুর পানীয় ও খাদ্যসহযোগে কোলাহলময় ও উচ্ছল পার্টি বা সমাগম; (খ) বাষ্প, গ্যাস, বায়ু ইত্যাদির চাপে কোনো পাত্র বা আধার বিস্ফোরিত হওয়ার ঘটনা; (গ) তীব্র চাপ বা কারিগরি ত্রুটির ফলে গ্যাস বা তেলকূপ থেকে গ্যাস বা তেলের সবেগ উৎসরণ। blow over (ঝড়) থেমে যাওয়া: The storm has blown over; (বিপদ) কেটে যাওয়া: I hope your troubles will soon blow over. (অপবাদ, গ্লানি) বিস্মৃত হওয়া: Don’t worry! The scandal will soon blow over. Blow up (ক) বিস্ফোরিত হওয়া: The explosive container blew up. (খ) উত্থিত হওয়া: According to weather reports, a storm is blowing up in the sea. (গ) মেজাজ ঠিক রাখতে না-পারা; হঠাৎ ক্রুদ্ধ হওয়া: Her father blew up when she came back home late at night. blow somebody up (কথ্য) কাউকে কঠিনভাবে তিরস্কার করা: The teacher blew the students up for not doing their homework. blow something up (ক) বিস্ফোরক ব্যবহার করে কোনো কিছু ধ্বংস করা বা উড়িয়ে দেওয়া: blown up the bridge. (খ) বাতাস বা গ্যাস দিয়ে স্ফীত করা: blow up a ballon (গ) পরিবর্ধন বা বড় করা: blow up a photograph; (ঘ) অতিরঞ্জিত করা; ফাঁপিয়ে বলা। blowup (noun) (ক) বিস্ফোরণ; (খ) ক্রোধান্বিত অবস্থা; (গ) পরিবর্ধিত; বৃহদাকার ছবি: There was a blowup of the actress on the cover page of the magazine.
- English Word blow 2 Bengali definition [ব্লোউ] (noun) ঝাড়ন: Give your nose a good blow. have/go for a blow নির্মল বাতাসে শ্বাস নিতে বাইরে যাওয়া।