• Bengali Word blow 1 English definition [ব্লোউ] (verb intransitive), (verb transitive) (past tense blew [ব্লু] past participle blown [ব্লোউন্‌]) ১ (বায়ু বা বাতাস) প্রবাহিত হওয়া; বওয়া: Tonight the wind is blowing hard.
      (২) উড়িয়ে নিয়ে যাওয়া: The wind blows off my hat. (৩) (বস্তু) বায়ু বা বাতাসের প্রবাহ দ্বারা তাড়িত বা চালিত হওয়া: My hat blew off. (৪) ফুঁ দেওয়া: blow dust off a book; blow one’s food to make it cold. (৫) ফুঁ দিয়ে বাতাস প্রবাহের মাধ্যমে কোনো কিছু তৈরি করা বা কোনো আকার দেওয়া। blow buddles ফুঁ দিয়ে বুদ্বুদ তৈরি করা। blow glass গলিত কাচে বাতাস প্রবাহিত করে কোনো রূপ দেওয়া। (৬) বায়ুতরঙ্গ সৃষ্টি করা। blow bellows হাপরের সাহায্যে বাতাস প্রবাহিত করা। (৭) বাতাস প্রবাহিত করে বাজানোর বাদ্যযন্ত্র (ট্রাম্পেট, বাঁশি ইত্যাদি) বাজানো: blow an organ/a whistle. (৮) উত্তেজিত হওয়ার ফলে অথবা দৌড়ানো বা পরিশ্রমের ফলে জোরে জোরে দম ফেলা, শ্বাস নেওয়া বা হাঁপানো: He was puffing and blowing after climbing the stairs. (৯) তিমি মাছ-কর্তৃক নাসারন্ধ্র দিয়ে জলের ফোয়ারা নির্গত করা বা সজোরে প্রবাহিত করা। (১০) blow (out) মাত্রাতিরিক্ত বিদ্যুৎপ্রবাহের ফলে ফিউজের তার জ্বলে বা গলে যাওয়া। (১১) (অপশব্দ) পরিণাম না-ভেবে (টাকা) খরচ করা; বোকামির ফলে গচ্চা দেওয়া। (১২) (অপশব্দ, সুভাষণরীতি) (অভিশাপোক্তি) Damn! অর্থে: Blow it! I’ve lost again. (১৩) (অপশব্দ) হঠাৎ এবং দ্রুত নিষ্ক্রান্ত হওয়া: Let’s blow before the police comes. (১৪) blow hot and cold (লাক্ষণিক) দ্বিধাগ্রস্ত হওয়া; একবার অনুকূল আর একবার প্রতিকূল হওয়া। blow one’s nose নাক ঝাড়া। blow one’s top ক্রুদ্ধ হওয়া। blow one’s own trumpet/horn (লাক্ষণিক) নিজেই নিজের প্রশংসা বা গুণগান করা। (১৫) (যৌগশব্দ) blow dry (verb transitive) গরম বা তাপ প্রবাহিত করে (বিশেষত চুল ইত্যাদি) শুষ্ক করা। blow fly (noun) যে মাছি কাটা মাংস বা ক্ষতের উপর বসে। blowhole (noun) (ক) সুড়ঙ্গাদির মধ্যে বাতাস ঢোকা বা ধোঁয়া বের হওয়ার পথ; (খ) বরফের মধ্যে এমন গর্ত যেখানে জলজ প্রাণীরা শ্বাস নিতে আসে; (গ) সমুদ্রতীরবর্তী পর্বত বা গুহার গায়ে এমন ছিদ্র যার মধ্য দিয়ে বাতাস ও পানি সজোরে প্রবাহিত হয়; (ঘ) তিমি মাছের নাসারন্ধ্র। blowlamp, blowtorch (noun(s)) এক ধরনের যন্ত্র যার মাধ্যমে গ্যাস এবং বাতাস মিশিয়ে তীব্র অগ্নিশিখা প্রয়োগ করা হয়। blow pipe (noun) (ক) যে নলের মধ্য দিয়ে বায়ুপ্রবাহ সঞ্চালন করে অগ্নিশিখার তাপ বাড়ানো হয়; (খ) আদিম অধিবাসীদের ফুঁ দিয়ে বিষাক্ত তীর নিক্ষেপের জন্য চোঙানল। (১৬) (adverbial particle ও preposition(al) সহ বিশেষ ব্যবহার) blow back নলের মধ্যে গ্যাস, ইত্যাদি বিস্ফোরিত হওয়া। সুতরাং, blow back (noun) নলের মধ্যে গ্যাসের বিস্ফোরণ। blow in/into (কথ্য) হঠাৎ; হৈচৈ করে; উচ্ছলতার সঙ্গে আবির্ভূত হওয়া। blow off steam বকাঝকা বা তর্জনগর্জন করে মনের রাগ মেটানোর বা কমানো। blow out ফুঁ দিয়ে নিভিয়ে দেওয়া; বায়ু প্রবাহের ফলে নিভে যাওয়া। blow itself out নিঃশেষিত হওয়া। blow one’s some/somebody’s brains out মাথায় গুলি করে কাউকে হত্যা করা। blowout (noun) (ক) প্রচুর পানীয় ও খাদ্যসহযোগে কোলাহলময় ও উচ্ছল পার্টি বা সমাগম; (খ) বাষ্প, গ্যাস, বায়ু ইত্যাদির চাপে কোনো পাত্র বা আধার বিস্ফোরিত হওয়ার ঘটনা; (গ) তীব্র চাপ বা কারিগরি ত্রুটির ফলে গ্যাস বা তেলকূপ থেকে গ্যাস বা তেলের সবেগ উৎসরণ। blow over (ঝড়) থেমে যাওয়া: The storm has blown over; (বিপদ) কেটে যাওয়া: I hope your troubles will soon blow over. (অপবাদ, গ্লানি) বিস্মৃত হওয়া: Don’t worry! The scandal will soon blow over. Blow up (ক) বিস্ফোরিত হওয়া: The explosive container blew up. (খ) উত্থিত হওয়া: According to weather reports, a storm is blowing up in the sea. (গ) মেজাজ ঠিক রাখতে না-পারা; হঠাৎ ক্রুদ্ধ হওয়া: Her father blew up when she came back home late at night. blow somebody up (কথ্য) কাউকে কঠিনভাবে তিরস্কার করা: The teacher blew the students up for not doing their homework. blow something up (ক) বিস্ফোরক ব্যবহার করে কোনো কিছু ধ্বংস করা বা উড়িয়ে দেওয়া: blown up the bridge. (খ) বাতাস বা গ্যাস দিয়ে স্ফীত করা: blow up a ballon (গ) পরিবর্ধন বা বড় করা: blow up a photograph; (ঘ) অতিরঞ্জিত করা; ফাঁপিয়ে বলা। blowup (noun) (ক) বিস্ফোরণ; (খ) ক্রোধান্বিত অবস্থা; (গ) পরিবর্ধিত; বৃহদাকার ছবি: There was a blowup of the actress on the cover page of the magazine.
    • Bengali Word blow 2 English definition [ব্লোউ] (noun) ঝাড়ন: Give your nose a good blow.
      have/go for a blow নির্মল বাতাসে শ্বাস নিতে বাইরে যাওয়া।
    • Bengali Word blow 3 English definition [ব্লোউ] (noun) ১ কিল, ঘুষি অথবা কোনো কিছুর আঘাত: a blow on the head; at one blow; at a (single) blow, এক আঘাতে, এক চোটে।
      come to blows, exchange blows মারামারি করতে শুরু করা; হাতাহাতি করা। get a blow in আঘাত করতে সমর্থ হওয়া। strike a blow for/against কোনো কিছুর পক্ষে বা বিপক্ষে কোনো কাজ করা। without striking a blow বিনাযুদ্ধে। a blow-by-blow account খুঁটিনাটি বা বিশদ বিবরণ (বিশেষত মুষ্টিযুদ্ধের)। (২) আঘাত বা দুর্ভাগ্য: His father’s death come as a blow to him.
    • Bengali Word blow 4 English definition [ব্লোউ] (verb intransitive) (প্রধানত past participle রূপে) পরিপূর্ণভাবে প্রস্ফুটিত: a full-blown rose.
    • Bengali Word blower English definition [ব্লোআ(র্‌)] (noun) ১ সবেগে বাতাস প্রবাহিত করার যন্ত্রবিশেষ।
      (২) যে লোক ফুঁ দিয়ে বায়ু প্রবাহিত করে দ্রব্যাদি প্রস্তুত করে: a glass blower; যে লোক কোনো কিছুর মধ্যে বাতাস প্রবেশ করায়: an organ blower. (৩) (কথ্য) কথা বলার নল বা চোঙা: (British/Britain অপশব্দ) টেলিফোন।