Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word bimetallic Bengali definition [বাইমেট্যালিক্‌] (adjective) দ্বিধাতুমান বিশিষ্ট; দুই ধরনের ধাতুর মানসম্পর্কিত
  • English Word bimetallism Bengali definition [বাইমেটালিজাম্‌] (noun) মুদ্রা তৈরির উপাদান হিসেবে দুই ধাতুর (যথা সোনা ও রুপা) মিশ্রিত ব্যবহার
  • English Word bin Bengali definition [বিন্‌] (noun) (১) শস্যাধার; শস্য, কয়লা, ময়দা; রুটি ইত্যাদি রাখার জন্য ঢাকনাযুক্ত শক্ত আধার(২) বিবিধ প্রকার পদার্থ বা আবর্জনা জমা করার পাত্র: dustbin, litterbin.
  • English Word binary Bengali definition [বাইনারি] (adjective) যুগ্ম; যুগল; দুই ভাগবিশিষ্ট; একটি সাধারণ কেন্দ্রীয় নক্ষত্রকে বৃত্ত করে ঘূর্ণ্যমান নক্ষত্রযুগল; দুই সংখ্যাবিশিষ্ট; দুই উপাদানে গঠিতbinary no tation/system গণনার যে রীতিতে ০ এবং ১ কম্পিউটারে ভিত্তিরূপে ব্যবহার করা হয়
  • English Word bind Bengali definition [বাইন্‌ড্‌] (verb transitive), (verb intransitive) (past tense, past participle bound) বাঁধা; বন্ধন করা; গ্রন্থ/খাতা বাঁধাই করা: bind a thing with a rope. Tradition is the factor that binds the two nations till this day. I am in duty bind. ছিন্ন বস্তুর প্রান্তভাগ জুড়ে দেওয়া: bind the two ends of the torn tape. কোনো কিছু পেঁচিয়ে বাঁধা: bind up the place of wound immediately. You should bind the book in leather. Cement and iron bound together make strong roof. bound (adjective): This ship is London-bound. To bind one over পরবর্তীকালে অপরাধী সাব্যস্ত হলে বিচারকের সামনে উপস্থিত হওয়ার আদেশ দেওয়া। to bind one in love/affection স্নেহ/প্রীতির বন্ধনে আবদ্ধ করা। to bind oneself to do কোনো কিছু করার প্রতিশ্রুতি দেওয়া। to bind over শর্তাবদ্ধ করা। binder (noun) গ্রন্থবাঁধাইকার। binding (noun) বাঁধাই; শর্ত। □(noun) (অনানুষ্ঠানিক) বিরক্তিকর বা কষ্টকর অবস্থা: It’s a real bind having to look after children.
  • English Word bindweed Bengali definition [বাইনড্‌-উঈড্‌] (noun) পুষ্পলতাবিশেষ
  • English Word bine Bengali definition [বাইন্‌] noun বিভিন্ন ধরনের লতানো গাছের কাণ্ড
  • English Word binge Bengali definition [বিন্‌জ্‌] (noun) মদ্যপানের আনন্দ-উৎসব। □(verb intransitive) একসঙ্গে প্রচুর মদ্যপান করে আনন্দে মেতে ওঠা: we have a binge; let’s go on the binge.
  • English Word binge-watch Bengali definition [বিন্‌জ্‌-ওঅচ] (verb) (কোনো একক প্রদর্শনী বা ধারাবাহিক নাটক সর্ম্পকিত) অতিমাত্রায় টিভি দেখা; বিঞ্জ-ওয়াচ। এটা binge-view নামেও পরিচিত: We binge-watched two seasons of the show in two days.
  • English Word bingo Bengali definition [বিঙ্‌গাউ] (noun) জনপ্রিয় জুয়া খেলা; হাউজি খেলা: bingo club, bingo room, bingo halls.
  • English Word binnacle Bengali definition [বিনাক্‌ল্‌] (noun) (নৌচালনবিদ্যা) অচুম্বকীয় খুঁটি যার উপর কোনো জাহাজের কম্পাস রাখা হয় (সাধারণত জাহাজের সামনে বা পিছনে)।
  • English Word binoculars Bengali definition [বিনক্যুলাজ] (noun) বিভিন্ন রকম ব্যবহারিক কাজে সহায়ক উভয় চোখ দিয়ে দেখার যন্ত্র; দুচোখে ব্যবহারযোগ্য দুরবিন যা দূরবর্তী বস্তুকে নিকটবর্তী দেখায়
  • English Word binomial Bengali definition [বাইনাউমিআল্‌] (adjective) দুই সংখ্যাবিশিষ্ট (গণিত); বীজগাণিতিক সংজ্ঞা যা + অথবা – দ্বারা যুক্ত (eg a 2- 3b).
  • English Word biochemistry Bengali definition [বাইওউকেমিস্‌ট্রি] (noun) প্রাণরসায়ন
  • English Word biodata Bengali definition [বাইওউড্যাটা] (noun) জীবনবৃত্তান্ত; ব্যক্তিগত জীবনসংক্রান্ত তথ্য
  • English Word biodegradable Bengali definition [বাইওউডিগ্রেইডা্‌ব্‌ল্‌] (adjective) বীজাণু দ্বারা ক্ষত হতে পারে এমন বস্তুসংক্রান্ত
  • English Word biofuel Bengali definition [বাইওউফিঊআল] (noun) জৈবজ্বালানি; জৈবিক উপাদান থেকে পাওয়া জ্বালানি: biofuel market is set to expand, according to datamonitor.
  • English Word biogas Bengali definition [বাইওউগ্যাস্‌] [Uncountable noun] প্রাণিদেহের বর্জ্য পদার্থ থেকে তৈরি এক ধরনের গ্যাস, যা কলকারখানা ও চুলায় জ্বালানিরূপে ব্যবহার করা যায়
  • English Word biography Bengali definition [বাইওউগ্রাফি] (noun) জীবনী; জীবনইতিহস; বিভিন্ন ব্যক্তির জীবনকথাবিষয়ক সাহিত্যের বিশেষ শাখাbiographer (noun) জীবনীকার। biographic, biogra-phical (adjective(s))
  • English Word biohazard Bengali definition [বাইওউহ্যাজাড্‌] (noun) যে রোগবাহী জৈবজীবাণু পরীক্ষাগারের পরিবেশের পাশাপাশি মানুষ ও পরিবেশের বিপদ ডেকে আনতে পারে; জৈব-ঝঞ্ঝাট: Here are the reasons for the professional removal of biohazard removal.
  • English Word biology Bengali definition [বাইঅলাজি] (noun) জীববিদ্যাbiological (adjective) জীববিজ্ঞানসংক্রান্ত। biologically (adverb) জীববিজ্ঞানের ভিত্তিতে। biologist (noun) জীববিজ্ঞানী।
  • English Word biomass Bengali definition [বাইওউম্যাস্‌] (noun) জৈবিকভর; জ্বালানি হিসেবে ব্যবহৃত উদ্ভিজ্জ বা প্রাণিজ আবর্জনা: Biomass can be stored in the form of wood chips.
  • English Word biomechanics Bengali definition [বাইওমিক্যানিক্‌স] (noun) দৈহিক ব্যায়ামকালে জৈব ও বিশেষত পেশি সঞ্চালন বা ক্রিয়ার বলবিদ্যা; জীবের চলনবিধি; জীবের অঙ্গ সঞ্চালনবিধির অনুশীলনbiomechanical (adjective); biomechanically (adverb)
  • English Word bionic Bengali definition [বাইঅনিক্‌] (adjective) (বিশেষত সায়েন্স ফিকশনে) বিদ্যুতের সাহায্যে চালিত যে অঙ্গ জীবকে অতি মানবীয় শক্তি জোগায়: It can even become the basis of artificial sight – bionic eyes. (কথ্য) ব্যতিক্রমী বা দানবীয় শক্তি, ক্ষমতা বা সামর্থ্য অর্জন: She is working out in gyms in an attempt to become bionic women. bionically (adverb) It is possible bionic.
  • English Word biophysics Bengali definition [বাইওফিজিক্স] (noun) প্রাণপদার্থবিদ্যা
  • English Word biopsy Bengali definition [বাইঅপ্‌সি] (noun) (চিকিৎসাশাস্ত্র) শরীর থেকে গ্রথিত কোষ কেটে নিয়ে পরীক্ষা। তুলনীয় autopsy.
  • English Word bioscope Bengali definition [বাইওউস্‌কাউপ্‌] (noun) সিনেমা (দক্ষিণ আফ্রিকায়/ভারতীয় উপমহাদেশে প্রাচীন প্রয়োগ)।
  • English Word biosphere Bengali definition [বাইওস্‌ফিয়্যা(র্‌)] (noun) জীবমণ্ডল; প্রাণিমণ্ডল
  • English Word biotechnology Bengali definition [বাইওউটেক্‌নলাজি] (noun) জৈবিক প্রযুক্তিবিদ্যা; যন্ত্র ও ভেষজশিল্পে চাহিদামাফিক পদার্থ তৈরিতে জীববিদ্যায় অনুসৃত পদ্ধতিসমূহের প্রয়োগ: The biotechnology field is changing rapidly, and new studies are pouring in all the time. biotechnological (adjective); biotechnologically (adverb)
  • English Word bipartisan Bengali definition [বাইপা:টিজ্যান America(n) বাইপা:রটিজ্‌ন্‌] (adjective) দুই বিরোধীপক্ষ দ্বারা সমর্থিত; দুটি বিরোধীদল দ্বারা গঠিত; দুই বিরোধীদলের অভিমতসংবলিত