B পৃষ্ঠা ১৮
- English Word betimes Bengali definition [বিটাইম্জ্] (adverb) যথাসময়ে: Everybody should get up betimes for picnic; (প্রাচীন প্রয়োগ) প্রত্যুষে; ভোরে।
- English Word betoken Bengali definition [বিটোকান্] (verb transitive) (প্রাচীন প্রয়োগ) সংকেত দেখানো; লক্ষণ প্রকাশ করা: The depression in the bay betokens high winds.
- English Word betook Bengali definition [বিটূক্] দ্রষ্টব্য betake.
- English Word betray Bengali definition [বিট্রেই] (verb transitive) অবাধ্য হওয়া; প্রতারণামূলক আচরণ করা; বিশ্বাস ভঙ্গ করা; বিশ্বাসঘাতকতাপূর্বক পরিত্যাগ করা বা ধরিয়ে দেওয়া; প্রলোভন দেখিয়ে ছলনা করা: One shouldn’t betray one’s friend; অজ্ঞাতসারে সত্য প্রকাশ করা: Your face betrays that you are tired. betrayal (noun) [Uncountable noun] betrayer (noun) [Countable noun] বিশ্বাসঘাতক।
- English Word betroth Bengali definition [বিট্রোদ] (verb transitive) বিয়ের জন্য বাগদান করা। betrothal (noun) বিয়ের জন্যে বাগদান। betrothed (adjective), (noun) বাগদত্ত; বাগদত্তা: Seema was betroth to Rana.
- English Word better 1 Bengali definition [বেটা(র্)] (adjective) ('good' ও 'best' এর 'comparative'): Vegetable is better than meat for your health. Reba is better than Mati. Better than one’s word স্বীয় প্রতিশ্রুতির চেয়ে উদার। (do something) against one’s better judgement সঠিক হবে না জেনেও। no better than একই রকম। the better part of অধিক অংশ: Affection is the better part of love. (to) see better days অপেক্ষাকৃত সচ্ছল হওয়া। one’s better feelings নৈতিক অনুভূতি। better half (কথ্য) স্ত্রী। I feel much better today. পূর্বদিন অপেক্ষা শারীরিক অবস্থা ভালো: better off অপেক্ষাকৃত সচ্ছল।
- English Word better 2 Bengali definition [বেটা(র্)] (adverb) (well ও best-এর comparative): The more you read, the better you understand. You know him better than I do. be better off: I hope to be better off in next July; কোনো বিষয়ে সুনির্দিষ্ট সংশয় প্রকাশ করা: He said he was not responsible, but I know better; সঠিক বিষয়ে মনোযোগ দেওয়া: You had better mind your won business.
- English Word better 3 Bengali definition [বেটা(র্)] (noun) বয়োজ্যেষ্ঠ ব্যক্তি; অধিকতর জ্ঞানী ব্যক্তি: Try to follow what your elders and betters say. get the better of somebody or something জয় করা; পরাস্ত করা: this eloquence got the better of the argument. for better (or) for worse সৌভাগ্যে ও দুর্ভাগ্যে; উভয়ত।
- English Word better 4 Bengali definition [বেটা(র্)] (verb transitive) অধিকতর ভালো করা; অপেক্ষাকৃত উৎকর্ষসাধন করা: The new sewerage system will better the health conditions; This is alright, but try to better it. betterment (noun)
- English Word bettor Bengali definition [বেট্য(র্)] (noun) যে বাজি ধরে (punter অধিকতর প্রচলিত)।
- English Word between 1 Bengali definition [বিটুয়িন] (adverb) মধ্যে; মধ্যবর্তী স্থানে; The contract is between you and me. It’s a matter to be discussed between ourselves. few and far between দীর্ঘ বিরতিতে; অনেক ফাঁক ফাঁক স্থানে। between whiles মধ্যবর্তী সময়ে।
- English Word between 2 Bengali definition [বিটুয়িন] (preposition(al)) (১) মধ্যে; (স্থান): Comilla is between Dhaka and Chittagong. (২) (পদ, মর্যাদা) A Joint Secretary ranks between a Deputy Secretary and an Additional Secretary. (৩) (সময়): between the two world wars; between 1 O’clock and 2 O’clock; between youth and middle age. (৪) (দূরত্ব পরিমাণ): between ten and eleven miles; between fifty and sixty tons. (৫) (গতিবিধি) এদিক-ওদিক: This liner sails between Chittagong and Dhaka Ports. (৬) (সংযোগ): After all there has been between us (আমাদের আগের বন্ধুত্ব, অভিজ্ঞতা ইত্যাদির আলোকে)। (৭) (দুজনের মধ্যে ভাগাভাগি বোঝাতে): Share the money between you/between ourselves. (৮) (দুই বা দুজনের অধিক ব্যক্তির মধ্যে সমন্বয় বোঝাতে): The first five batsmen scored 273 runs between them. (৯) between something and something: My time is fully taken up between writing and reading. (১০) (সম্পর্ক): The relation between father and son; between right and wrong.
- English Word betwixt Bengali definition [বিটুয়িক্স্ট্] (preposition(al)), (adverb) মধ্যে (প্রাচীন প্রয়োগ): betwixt and between (কথ্য) অনির্দিষ্ট; এটাও হয় ওটাও হয় এমন।
- English Word bevel Bengali definition [বেভ্ল্] (noun) ঢাল; ঢালু। bevel gear দাঁতালো উপরিতলের দুটি গিয়ারের কোনো একটি। □(verb transitive) ঢালু করা।
- English Word beverage Bengali definition [বেভারিজ্] (noun) [Countable noun] (আনুষ্ঠানিক) সুরাবিশেষ; পানি বাদে দুধ, চা, মদ, বিয়ার প্রভৃতি যেকোনো ধরনের পানীয়।
- English Word bevy Bengali definition [বেভি] (noun) সম্মিলন; সমবেত সভা; (পাখির) ঝাঁক।
- English Word bewail Bengali definition [বিওয়েইল্] (verb transitive) (কাব্যিক) শোক জানানো; বিলাপ করা (প্রধানত মৃতের জন্য)।
- English Word beware Bengali definition [বিওয়্যা(র্)] (verb transitive), (verb intransitive) সতর্ক হওয়া: beware of dogs; beware of pick pockets in the bus.
- English Word bewilder Bengali definition [বিউইলডা(র্)] (verb transitive) হতভম্ব করা; বিভ্রান্ত করা: I felt simply bewildered at the extremity of the situation. bewildering (adjective) bewilderingly (adverb) bewilderment (noun)
- English Word bewitch Bengali definition [বিউইচ্] (verb transitive) (past tense, past participle bewitched) জাদু দ্বারা বশ করা; সম্মোহিত করা; মুগ্ধ করা; মোহনীয়ভাবে আকর্ষণ করা: The young woman has a bewitching charm. bewitching সম্মোহক। bewitchingly (adverb) bewitchment (noun)
- English Word bey Bengali definition [বেই] (noun) প্রশাসক (তুর্কি শব্দ): Bey of Tunis.
- English Word beyond 1 Bengali definition [বিয়ন্ড্] (adverb) পেরিয়ে; কোনো বিশেষ দুরত্বের চেয়ে আরও দূরে: Traveller travelling beyond Jessore must change at Ishurdi.
- English Word beyond 2 Bengali definition [বিয়ন্ড্] (preposition(al)) ধারে; পেছনে; দূরে; পার হয়ে যেতে হয় এমন: It is beyond the station; সময়সীমা বোঝাতে: You must not hold it beyond 15th of this month; অতিক্রম করে: This perversity is beyond condemnation; You should not expend beyond what you earn; নেতিবাচক অর্থে: He has nothing beyond his family name.
- English Word bezique Bengali definition [বিজীক্] (noun) দুজন বা চারজন খেলে এমন বিশেষ রকমের তাস খেলা।
- English Word bhadralok Bengali definition [ভদ্রোলোক্] [Countable noun] (পুরাতনী) উনিশ-বিশ শতকের বাংলাদেশে শিক্ষিত ও সচ্ছল ব্যক্তি। bhadramahila [ভদ্রোমোহিলা] (noun) সম্ভ্রান্ত নারী; ভদ্রমহিলা।
- English Word Bhagavatgita Bengali definition [ভগোবত্গীতা] (অপিচ Gita [গীতা]): (noun) (singular) মহাভারতের অংশবিশেষ, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ধর্মোপদেশ দিয়েছেন; ভগবদগীতা– স্বতন্ত্র গ্রন্থরূপে এটি হিন্দুদের কাছে পবিত্র বিবেচিত।
- English Word Bhagwan Bengali definition [ভগোআন্/বান্] (noun) (১) ঈশ্বর; ভগবান। (২) অবতার বা ধর্মগুরুর উপাধি: Bhagwan Sree Krishna.
- English Word bhakti Bengali definition [ভোকতি্] [Uncountable noun] (হিন্দুধর্মে) গভীর মনোযোগের সঙ্গে ধর্মীয় বিধিনিষেধ পালন; ভক্তি। the bhakti movement (noun) মধ্যযুগে ভারতবর্ষে উদ্ভূত মতবাদ, যে মতবাদে বর্ণবৈষম্যের অসারতা এবং প্রার্থনার গুরুত্ব স্বীকৃত। bhaktiyoga [Uncountable noun] ভক্তির উপর গুরুত্বারোপ করা আধ্যাত্মিক সাধনা।
- English Word bhang Bengali definition [ভাঙ্] [Uncountable noun] শণজাতীয় গাছের পাতা, যা মাদকরুপে খাওয়া যায়: সিদ্ধি; ভাং; ভাংয়ের শরবত।
- English Word Bharat Bengali definition [ভারোত্] (noun) ভারত। Bharatmata (noun) মাতৃরুপীভারত। Bharat Ratna (noun) ভারত সরকার প্রদত্ত সর্বোচ্চ সম্মানজনক খেতাব।