Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word benelux Bengali definition [বিনেলাক্‌স্‌] (noun) বেলজিয়াম, নেদারল্যান্ডস ও লুক্সেমবার্গ- এই তিন দেশের সমন্বয়ে জোট
  • English Word benevolence Bengali definition [বিনেভালান্‌স্‌] [Uncountable noun] হিতসাধনের ইচ্ছা বা সংকল্প: All the brothers possess the quality of benevolence.
  • English Word benevolent Bengali definition [বিনেভালান্ট্‌] (adjective) benevolent to/towards দয়ালু; সদাশয়benevolently (adverb)
  • English Word Bengali, Bengalee Bengali definition [বেন্‌গোলি] (adjective) বাংলাদেশ ও বাংলা ভাষাবিষয়ক। (noun) বাঙালি জাতি, বাংলা ভাষা।
  • English Word benighted Bengali definition [বিনাইটিড্‌] (participial adjective) নৈতিকতা বা জ্ঞানের অভাবে অন্ধকারাচ্ছন্ন; (প্রাচীন প্রয়োগ) অন্ধকারে পথহারা পথিক।
  • English Word benign Bengali definition [বিনাইন্‌] (adjective) (১) (ব্যক্তি) সদয়; সহৃদয়; নম্র; ভদ্র(২) (আবহাওয়া ইত্যাদি) শান্ত; অনুকূল(৩) (ব্যাধি) বিপজ্জনক বা ঝুঁকিপূর্ণ নয় এমন: a benign tumour. দ্রষ্টব্য malignant (২). benignly (adverb)
  • English Word benignant Bengali definition [বিনিগ্‌নান্ট] (adjective) দয়াবান; সজ্জনbenignantly (adverb)
  • English Word benignity Bengali definition [বিনিগ্‌নাটি] (noun) (আনুষ্ঠানিক) [Uncountable noun] সহৃদয়তা; মঙ্গলকর কাজ; আনুকূল্য; [Countable noun] সদয় আচরণ; অনুগ্রহ।
  • English Word bent 1 Bengali definition [বেন্‌ট্‌] (noun) ইচ্ছা; দক্ষতা: Seema has a bent for singing. Follow one’s bent নিজের পছন্দের কাজটি করা। to the top of one’s bent চূড়ান্তরূপে ইচ্ছাপূরণ। bent on কোনো উদ্দেশ্যসাধনে দৃঢ়সংকল্প হওয়া: He is bent on success at any cost.
  • English Word bent 2 Bengali definition [বেন্‌ট্‌] past tense & past participle of, দ্রষ্টব্য bend (verb transitive), (verb intransitive).
  • English Word benumb Bengali definition [বিনাম] (verb transitive) অসাড় বা শক্তিহীন হওয়া
  • English Word benumbed Bengali definition [বিনাম্‌ড্‌] (predicatively adjective) যাকে নিঃসাড় করে দেওয়া হয়েছে; নির্জীব বা অনুভূতিহীন করা হয়েছে এমন: a face benumbed with cold.
  • English Word benzedrine Bengali definition [বেনজড্রীন্‌] (noun) মেদ কমানোর এক ধরনের ওষুধ
  • English Word benzene Bengali definition [বেন্‌জীন্‌] [Uncountable noun] বর্ণহীন পেট্রোলিয়ামজাত তরল পদার্থ যা বিভিন্ন রাসায়নিক দ্রব্য তৈরিতে ব্যবহৃত হয়
  • English Word benzine Bengali definition [বেনজীন্‌] (noun) [Uncountable noun] অশোধিত পেট্রল থেকে প্রাপ্ত তরল দাহ্য পদার্থবিশেষ
  • English Word benzol Bengali definition [বেন্‌জল্‌] [Uncountable noun] benzene-এর শব্দান্তর
  • English Word bequeath Bengali definition [বিক্যুঈদ] (verb transitive) উইলের মারফত কাউকে কিছু দান করা: My father bequeathed me his property. (লাক্ষণিক) Tradition always bequeaths various concepts to the succeeding age.
  • English Word bequest Bengali definition [বিক্যোয়েস্‌ট্‌] [Uncountable noun] উইলমারফত দান; [Countable noun] উইল দ্বারা অর্পিত সম্পত্তি; অর্পিত দায়িত্ব।
  • English Word berate Bengali definition [বিরেইট্‌] (verb transitive) তীব্র ভর্ৎসনা করা
  • English Word bereave Bengali definition [বিরীভ] (verb transitive) (past tense, past participle bereft of bereaved) বঞ্চিত হওয়া/বিছিন্ন হওয়া (বিমূর্ত কোনো কিছু থেকে): I am bereft of all expectations; মৃত্যুর ফলে বিচ্ছিন্ন হওয়া: the bereaved mother. (২) bereavement (noun) [Uncountable noun] মৃত্যু বা তজ্জনিত শোক: All of us share your pain in your bereavement.
  • English Word bereft Bengali definition [বিরেফ্‌ট্‌] দ্রষ্টব্য bereave.
  • English Word beret Bengali definition [বিরেই] (noun) গরম বা সুতি কাপড়ের চ্যাপটা টুপিবিশেষ (খেলাধুলা বা ভ্রমণের সময় ব্যবহৃত হয়, সামরিক বাহিনীর সদস্যরাও পরিধান করে)।
  • English Word berg Bengali definition [বাগ্‌] (noun) দ্রষ্টব্য iceberg.
  • English Word beri-beri Bengali definition [বেরিবেরি] [Uncountable noun] শরীরের জন্য অতি প্রয়োজনীয় ভিটামিনের অভাবের ফলে সৃষ্ট শারীরিক ব্যাধি
  • English Word berkelium Bengali definition [বাক্‌লিআম] [Uncountable noun] (রসায়ন) আমেরিসিয়াম থেকে আহৃত এক ধরনের কৃত্রিম ধাতব পদার্থ
  • English Word berry Bengali definition [বেরি] (noun) (past indefinite berries) (১) ক্ষুদ্র রসালো ফল: black berry; straw berry; rasp berry. (২) কফির বিচি
  • English Word berserk Bengali definition [বাসাক্‌] (predicatively adjective) নিয়ন্ত্রণবহির্ভূতভাবে উত্তেজিত বা ক্ষিপ্ত। □(noun) নরওয়ে দেশীয় যুদ্ধোন্মাদ সৈনিক। be/go/send somebody berserk অকস্মাৎ ক্ষিপ্ত হওয়া: The dismissed policeman went berserk and killed his children and wife.
  • English Word berth Bengali definition [বা:থ] (noun) ট্রেন, জাহাজ বা বিমানে নিদ্রার স্থান; জেটিতে জাহাজ বেঁধে রাখার স্থানgive a wide berth to সান্নিধ্য এড়িয়ে চলা: After that incident I always give a wide berth to Selim. □(Verb transitive) নোঙর ফেলা। find a snug berth সহজ ও মনের মতো কাজ পাওয়া।
  • English Word beryl Bengali definition [বেরল্‌] (noun) মূল্যবান পাথর (সাধারণত সবুজ)।
  • English Word berylium Bengali definition [বারিলিআম্‌] [Uncountable noun] সাদা ধাতব পদার্থ যা মিশ্র ও অধিক শক্তিধর ধাতব পদার্থ তৈরির জন্য ব্যবহৃত হয়