B পৃষ্ঠা ১৫
- English Word belligerent Bengali definition [বিলিজারান্ট্] (adjective), (noun) (ব্যক্তি, জাতি ইত্যাদি) যুদ্ধরত; যুধ্যমান: The belligerent powers.
- English Word bellow Bengali definition [বেলো] (verb intransitive), (verb transitive) (১) গুরুগম্ভীর গর্জন করা; ষাঁড়ের মতো চিৎকার করা। (২) bellow (out) জোরে বা রাগতস্বরে চিৎকার করা: They bellowed out a drinking song.
- English Word bellows Bengali definition [বোলোজ] (noun) (plural) a pair of bellows. (১) হাপর; ভস্ত্রা। (২) হারমোনিয়াম, অরগ্যান প্রভৃতি বাদ্যযন্ত্রের বায়ুপ্রবাহিকা। (noun) bellows fish পটকা মাছ।
- English Word belly 1 Bengali definition [বেলি] (noun) (১) (কথ্য) পেট; উদর। belly flop (noun) শরীরের সম্মুখভাগ দিয়ে পানিতে লাফ দেওয়া। belly laugh (noun) কর্কশ হাসি; অট্টহাসি। (২) পাকস্থলী: with an empty belly ক্ষুধার্ত। belly ache (কথ্য) পেটব্যথা। belly button (noun) (কথ্য) নাভি। (৩) কোনো কিছুর অভ্যন্তর বা গর্ভ। belly landing (noun) পেটের উপর ভর দিয়ে বিশেষ অবস্থায় বিমানের অবতরণ (কোনোরুপ গোলযোগ দেখা দিলে)।
- English Word belly 2 Bengali definition [বেলি] (verb intransitive), (verb transitive) belly (out) ফুলে ওঠা বা ফেঁপে ওঠা (পেটের মতো): The wind bellied out the sail.
- English Word belong Bengali definition [বিলঙ্, America(n) বিলোঙ্] (verb intransitive) স্বত্বাধীন হওয়া; অংশস্বরূপ হওয়া বা অঙ্গীভূত অনুভব করা: This plot of land belongs to Mr Ali. Do you belong to this class? With my long association; I feel I belong to this organisation. belongings (plural) বিবিধ বস্তু বা অস্থাবর সম্পত্তি: Arrange all your belongings quickly.
- English Word beloved Bengali definition [বিলাভড্] (predicatively adjective) অত্যন্ত প্রিয়: She is beloved by all in the school. □(adjective) [বিলাভিড্]: a beloved daughter.
- English Word below Bengali definition [বিলো] (adverb) (১) নীচে; নিচস্থ; নিম্নোক্ত (উপর-এর বিপরীতার্থক শব্দ): From the window of the aeroplane I found the green fields below. I enlist all my complaints below. (২) (preposition(al)) পদে; মর্যাদায় নীচে: A captain in the Army ranks below a captain in the Navy.
- English Word belt Bengali definition [বেল্ট্] (noun) কোমরবন্ধ; কটিবন্ধ; মেখলা; বলয়; চামড়া, ফোম বা কাপড়ের তৈরি এমন বস্তু যা দিয়ে পরিধেয় বস্তুকে কোমরের সঙ্গে শক্ত করে বেঁধে রাখা যায়। hit below the belt অশোভনভাবে আঘাত করা। tighten one’s belt অভুক্ত থাকা; অত্যন্ত মিতব্যয়ী হওয়া। fanbelt লম্বাটে বন্ধনী বা ফিতা যা চাকা ঘোরানো বা যন্ত্রচালানোর জন্য ব্যবহৃত হয়, যেমন মোটরগাড়িতে। the commuter belt বিরাট শহরের সীমানায় আবাসিক এলাকা, যেখানকার বসবাসকারীরা কার্যোপলক্ষে প্রতিদিন এই শহরে যাতায়াত করে। The Cotton belt বিশেষ এলাকা যেখানে প্রচুর পরিমানে তুলা উৎপন্ন হয়। green belt সবুজ এলাকা; প্রধানত শহরের প্রচুর গাছগাছালিময় এলাকা সীমানায়। hold the belt কুস্তি, মুষ্টিযুদ্ধ প্রভৃতি প্রতিযোগিতায় সর্বোচ্চ স্থান দখল করা বা বিশেষ কৃতিত্বের অধিকারী হওয়া। □(verb transitive) কোনো কিছু বেঁধে নেওয়া; ছড়ি বা চাবুক দ্বারা প্রহার করা। belting (noun) প্রহার: good belting. belt along (কথ্য) দ্রুতগতিতে ধাবমান হওয়া। belt out উচ্চৈঃস্বরে গান গাওয়া। belt up কথাবার্তা বন্ধ করা।
- English Word belvedere Bengali definition [বেল্ভিডিয়্যা(র্)] (noun) উঁচু ভবনের শীর্ষদেশ যেখান থেকে পরিপার্শ্বের দৃশ্য দেখা যায়, গ্রীষ্মাবাস।
- English Word bemoan Bengali definition [বিমোউন্] (verb transitive) শোক প্রকাশ করা: I only can bemoan at such a grief of yours.
- English Word bemused Bengali definition [বিমিউজ্ড্] (predicatively adjective) হতবুদ্ধি হওয়া।
- English Word ben 1 Bengali definition [বেন] (noun) দুই কক্ষবিশিষ্ট বাড়ির ভিতরের ঘর (স্কটল্যান্ডে প্রচলিত)।
- English Word ben 2 Bengali definition [বেন্] (noun) পর্বতচূড়া (যেমন Ben Nevis, স্কটল্যান্ডে প্রচলিত)।
- English Word benami Bengali definition [বেনামি] (adjective) (আইন সম্বন্ধীয়) অন্য কোনো ব্যক্তিকে দিয়ে ব্যবসাবাণিজ্য বা বিষয়সম্পত্তি তদারকি করিয়ে নিজের পরিচয় গোপন রাখে এমন; বেনামি।
- English Word Benarasi Bengali definition [বেনারোশি] (adjective) বেনারস শহরে জাত; বেনারসি: Benarasi sari, এক ধরনের রেশমি কাপড়, উপমহাদেশে ঐতিহ্যিকভাবে যা বিয়ের কনেকে পরানো হয়।
- English Word bench Bengali definition [বেন্চ্] (noun) বেঞ্চি; লম্বা কাঠের আসন; শ্রেণিকক্ষে, আদালতে বা পার্কে সাধারণের ব্যবহারের জন্য লম্বাটে আসন। back-benches কক্ষের পিছন দিকের আসন (সাধারণত সংসদের আসন বোঝাতে ব্যবহৃত)। cross-benches নিরপেক্ষ সদস্যদের জন্য বিশেষ আসন। front-benches মন্ত্রী ও নেতাদের জন্য নির্দিষ্ট আসন। bench seat মোটরগাড়িতে দুই-তিনজনের আসন; বিচারকের আসন; বিচারপীঠ। bench clerk পেশকার। full bench প্রধান বিচারালয়ের বিচারপতিদের সম্মিলিত সভা। high bench ডেস্কসহ উঁচু বেঞ্চি। on the high bench বিচারক বা ধর্মগুরুর পদে আসীন। raise to the bench বিচারক বা বিশপের পদ প্রদান করা। bencher বিচারালয়ের সদস্য। bench mark ১ মানচিত্র প্রস্তুত করতে অনুভূমিক রেখার বিবিধ সুনির্দিষ্ট বিন্দু যা দ্বারা দূরত্ব ও উচ্চতাসূচক তীরচিহ্ন দেখানো হয়। (২) (লাক্ষণিক) (মান) যার বিপরীতে অন্য কিছুর পরিমাপ করা যায় বা মূল্যায়ন সম্ভব।
- English Word bend 1 Bengali definition [বেন্ড্] (verb transitive), (verb intransitive) (past tense, past participle bent/bended) বাঁকানো; বাঁকা করা; বক্রাকৃতি করা; নোয়ানো; আনমিত করা বা হওয়া: The acrobat bends his body in a full circle. (লাক্ষণিক) You cannot bend him a little in this issue. She prayed to God on bended knees. (কথ্য) A powerful person bends a rule according to his will. The branches have bent down with ripe mangoes. (লাক্ষণিক) Don’t always look up, bend down a little, you’ll know what is what. All eyes are bent on Sunil Gavaskar for his 32nd century. I had to bend to his strong-willed proposal. I am bent on obtaining a first class. bended বক্র, আনত। round the bend (কথ্য) পাগল; উন্মাদ। to the top of one’s bent নিজ অন্তরের ইচ্ছানুযায়ী। to follow one’s bent যে কাজে আনন্দ পাওয়া যায় তা করা। bend wood চেয়ার বা অনুরুপ আসবাব তৈরি করতে বিশেষভাবে বাঁকানো কাঠ।
- English Word bend 2 Bengali definition [বেনড্] (noun) বাঁক বা মোড়: Take care, there is a sharp bend ahead; নাবিকদের ব্যবহৃত এক ধরনের দড়ির গ্রন্থি; (কথ্য) গাঁটের ব্যথা।
- English Word bender Bengali definition [বেনডা(র্)] (noun) (singular) (১) একবারে অতিরিক্ত মদপানকারী: I’m going to go on a bender when the exam finish. (২) সমকামীদের উদ্দেশ্যে ব্যবহৃত অপমানসূচক শব্দ।
- English Word beneath Bengali definition [বিনীথ] (preposition(al)), (adverb) নিচে; নিম্নে; ভিতরে; গভীরে; আড়ালে; অন্তরালে; যোগ্যতা নেই এমন: Te police behaviour in this issue in beneath contempt.
- English Word benedick Bengali definition [বেনিডিক্] (America(n) benedict) (noun) সদ্যবিবাহিত যিনি দীর্ঘদিন অবিবাহিত ছিলেন।
- English Word benedictine Bengali definition [বেনিডিক্টিন্] (adjective) - ৫২৯ খ্রিষ্টাব্দে সাধু বেনেডিক্ট প্রতিষ্ঠিত ধর্মীয় মতের অনুসারী। □(noun) অনুরূপ মতাবলম্বী সন্ন্যাসী বা সন্ন্যাসিনী; এই ধর্মমতে বিশ্বাসী সাধুদের তৈরি মদ।
- English Word benediction Bengali definition [বেনিডিক্শন্] (noun) আশীর্বাদ (প্রধানত চার্চের বিশেষ প্রার্থনাসভা অনুষ্ঠানের পর যে আশীর্বাদ উচ্চারিত হয়): pronounce the benediction.
- English Word benefaction Bengali definition [বেনিফ্যাকশ্ন্] (noun) উপকারসাধন; জনহিতকর দান বা বৃত্তি। benefactor [বেনিফ্যাক্ট(র্)] (noun) জনহিতকারী; দাতা; মহৎ ব্যক্তি। benefactress (feminine)
- English Word benefice Bengali definition [বেনিফিস্] (noun) খ্রিষ্টীয় যাজকের জীবনধারণে নিয়মিত অর্থবৃত্তি দিতে দানকৃত সম্পত্তি। beneficed (adjective)
- English Word beneficence Bengali definition [বেনিফিসন্স] [Countable noun] হিতসাধন; মঙ্গলকরণ; বদান্য। beneficent (adjective)
- English Word beneficial Bengali definition [বেনিফিশ্ল্] (adjective) লাভজনক; মঙ্গলজনক; হিতকর: The holidays may prove beneficial for the progress of the work.
- English Word beneficiary Bengali definition [বেনিফিশারি] [Countable noun] (plural beneficiaries) জমিদারের কাছ থেকে প্রজাস্বত্ববলে জমির অধিকার ভোগকারী ব্যক্তি; যাজকবৃত্তিভোগী; দান বা বৃত্তির প্রাপক; কোনো সূত্র হতে উপকারভোগকারী ব্যক্তি: He is a beneficiary of the new law.
- English Word benefit Bengali definition [বেনিফিট্] (noun) উপকার; লাভ; মঙ্গল; সুবিধা; সুফল: benefit of doubt always goes for the accused. On top of his salary he will receive benefits of different kinds. benefit performance কারো সাহায্যার্থে আয়োজিত অনুষ্ঠান: You will have the benefit of good breeding in future, শুভ প্রক্রিয়া: medical/risk benefit, ভাতা। □ (verb transitive) উপকার করা; মঙ্গল করা: I am benefited by your advice.