Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word big Bengali definition [বিগ্‌] (adjective) (comparative bigger, superlative biggest) বড়ো; বৃহৎ; বিশাল; আকারে/পরিধিতে/ক্ষমতায়/গুরুত্বে বড় বোঝাতেbig tree লম্বা গাছ। big business বড়ো কাজ; অনেক বড় অঙ্কের টাকার কাজ। big show দর্শনীয় অনুষ্ঠান। big game জটিল বিষয়; টাকার খেলা। big shot গুরুত্বপূর্ণ বা ক্ষমতাবান ব্যক্তি। big talks বড় বড় কথা; অহংকারী কথাবার্তা। big heart হৃদয়বান ব্যক্তি। big news বহুল আলোচিত সংবাদ। big four/five প্রধান চার/পাঁচজনের সমষ্টি। big with child গর্ভবতী। talk big অহংকার প্রকাশ করা। bigwig (noun) (অপশব্দ) খ্যাতিমান ব্যক্তি। big time (অপশব্দ) সর্বোচ্চ স্তরে; চূড়ান্ত অবস্থায়। get/grow too big for one’s boots (কথ্য) দাম্ভিক; অহঙ্কারী। have big ideas উচ্চাভিলাষী। big brother যে ব্যক্তি বা সংস্থা বা ব্যবস্থা কোনো ব্যক্তির জীবন নিয়ন্ত্রণ করে এবং তার স্বাধীনতা ক্ষুণ্ণ করতে প্রয়াসী। big cheese (অনানুষ্ঠানিক) কোনো সংস্থার ক্ষমতাধর ব্যক্তি। biggun প্রভূত ক্ষমতা ও প্রভাবশালী। big-head নিজেকে গুরুত্বপূর্ণ ও বুদ্ধিমান মনে করে এমন। big mouth (কথ্য) যে ব্যক্তির পেট-পাতলা অর্থাৎ গোপন কথা ফাঁস করে দেয় এমন; যাকে বিশ্বাস করা যায় না।
  • English Word big bang Bengali definition [বিগ্‌ ব্যাঙ্‌] (noun) মহাবিস্ফোরণ; বিকট আওয়াজ; বিগ ব্যাং। এটি জ্যোতির্বিজ্ঞানের একটি বহুল আলোচিত তত্ত্ব। এই তত্ত্বমতে বহু কোটি বছর আগে অভাবনীয় উচ্চ তাপমাত্রায় একটি আগ্নেয় গোলকের বিস্ফোরণ থেকে গোটা বিশ্ব-ব্রহ্মাণ্ডের সৃষ্টি। শব্দটি এখন শেয়ারবাজারেও ব্যবহৃত হয়। বিকট আওয়াজ অর্থেও শব্দটির ব্যবহার বাড়ছে: There was a big bang and I turned around to see smoke and flames coming out of my television.
  • English Word big brother Bengali definition [বিগ্‌ ব্রাদা(র)] (noun) বন্ধুত্ব বা জনদরদের আবরণে এক রাষ্ট্রের উপর অন্য রাষ্ট্রের অথবা জনগণের উপর স্বৈরশাসকের প্রবল ও নির্মম খবরদারি এবং নিয়ন্ত্রণ। জর্জ অরওয়েলের সাহিত্যকর্মের একটি চরিত্র অবলম্বনে বিগ ব্রাদার চেতনাটি বিশ্ব রাজনীতিতে ঢুকেছে: big brother attitude impairs global peace.
  • English Word bigamy Bengali definition [বিগামি] [Uncountable noun] একসঙ্গে দুই স্ত্রী বা স্বামী নিয়ে জীবনযাপনbigamous (adjective) দুই বিয়ের জন্য দোষী। bigamist (noun) দুই বিয়ের জন্য দোষী ব্যক্তি।
  • English Word bight Bengali definition [বাইট্‌] (noun) (১) দড়ির ফাঁস বা গ্রন্থি(২) সমুদ্র; নদী প্রভৃতির বাঁক; উপসাগর
  • English Word bigot Bengali definition [বিগাট্‌] (noun) যুক্তিবহির্ভূতভাবে অন্ধ ভক্ত বা বিশ্বাসীbigoted সংকীর্ণতাবাদী বা গোঁড়ামিপূর্ণ: You must leave your bigoted view. Bigotry (noun) [Uncountable noun] গোঁড়ামি।
  • English Word bijou Bengali definition [বীজ্‌] (noun) (ফরাসি) রত্ন; মণি। □(adjective) ক্ষুদ্র অথচ দারুণ সুন্দর।
  • English Word bike Bengali definition [বাইক্‌] (noun) বাইসাইকেল (কথ্য)। □(verb intransitive) সাইকেলে চড়ে যাওয়া: I have to bike no less than ten kilometers. Biker (noun) যে ব্যক্তি মোটরসাইকেল চালায়।
  • English Word bikini Bengali definition [বিকীনি] (noun) সাঁতার বা সূর্যস্নানের জন্য বালিকা বা মহিলাদের ব্যবহৃত স্বল্পবাস (বক্ষবন্ধনী ও জাঙিয়া)।
  • English Word bilabial Bengali definition [বাইলেইবিয়াল্‌] (adjective) দুই ওষ্ঠবিশিষ্ট (উচ্চারণ), যেমন, b, p, m, w ইত্যাদি ধ্বনির ক্ষেত্রে।
  • English Word bilateral Bengali definition [বাইল্যাটারাল্‌] (adjective) দ্বিমুখী; দ্বিপক্ষীয়; দ্বিপার্শ্বিক; দ্বিপাক্ষিক: bilaterally (adverb) bilateralism (noun)
  • English Word bilberry Bengali definition [বিলবারি] (noun) উত্তর ইউরোপে উৎপন্ন কালো-নীল ফল বা ঐ ফলের গাছ
  • English Word bile Bengali definition [বাইল্‌] (noun) পিত্ত, যকৃৎ থেকে নিঃসৃত এক ধরনের পাচক রসdisorder of the bile পেটের অসুখ (মধ্যযুগীয়); ক্ষুদ্রতা; সংকীর্ণতা; বদমেজাজ (আলংকারিক অর্থ)। bile-duct পিত্তনালি।
  • English Word bilge Bengali definition [বিল্‌জ্‌] [Uncountable noun] (১) জাহাজের তলার সবচেয়ে চওড়া অংশ; পিপে বা বৃহদাকার পাত্রের বেড়bilge water জাহাজের তলায় জমা হওয়া নোংরা পানি। (২) (আলংকারিক অর্থ) নির্বোধসুলভ কথাবার্তা বা অর্থহীন রচনা। □(verb intransitive) জাহাজের তলার সবচেয়ে চওড়া অংশে ছিদ্র হওয়া; ফুলে-ফেঁপে ওঠা।
  • English Word bilingual Bengali definition [বাইলিঙ্গুয়াল্‌] (adjective) দ্বিভাষিক; দুই ভাষায় প্রকাশিত: a bilingual dictionary.
  • English Word bilious Bengali definition [বিলিয়াস্‌] (adjective) (১) অধিক পিত্তরস বা পাচকরসের ফলে সৃষ্ট: bilious complaints/headache/attack; এ ধরনের রোগে ভুগছে এমন: bilious patients. (২) বিরক্তিকর; জীবন সম্পর্কে বিষাদঘন ধারণাযুক্তbiliousness (noun)
  • English Word bilk Bengali definition [বিল্‌ক্‌] (verb transitive) প্রাপ্য টাকা ফাঁকি দেওয়া; ঠকানো; প্রতারণা করা (প্রধানত পালিয়ে গিয়ে)।
  • English Word bill 1 Bengali definition [বিল্‌] (noun) কুঠার; কুড়ালbillhook আংটাযুক্ত কুঠারবিশেষ।
  • English Word bill 2 Bengali definition [বিল্‌] (noun) পাখির ঠোঁট বা অনুরূপ আকারের কোনো বস্তু। □(verb intransitive) ঠোঁট দিয়ে আদর করা (পাখিদের ক্ষেত্রে)। bill and coo (আলংকারিক অর্থ) পারস্পরিক আদর করা।
  • English Word bill 3 Bengali definition [বিল্‌] (noun) (১) দ্রব্যসামগ্রী ক্রয় বা পেশাগত সেবার বিনিময়ে ধার্য টাকার লিখিত বিবরণ: Who will pay the bill? (২) লিখিত বা মুদ্রিত কাগজখণ্ড যার দ্বারা বিশেষ বিষয় জ্ঞাপন করা হয়: hand bill; theatre bill. (৩) fit the bill প্রয়োজন অনুসারে কাজ করাtop the bill কোনো বিজ্ঞাপনের বিশেষ অংশকে প্রথম দিকে স্থান দেওয়া। bill of fare হোটেল বা পানশালায় পরিবেশনীয় খাদ্যাতালিকা। bill board যে কাষ্ঠখণ্ডের উপর বিজ্ঞাপন লাগানো হয়। bill sticker যে ব্যক্তি (দেওয়াল ইত্যাদিতে) বিজ্ঞাপনপত্র বা পোস্টার লাগায়। পার্লামেন্টে প্রস্তাবিত আইনের খসড়া: The new security bill was discussed in the lower house. (৪) ব্যাংকনোট (America(n)): a fifty-dollar bill. billfold (America(n)) মানিব্যাগ। (৫) Bill of Exchange হুন্ডি; নির্দিষ্ট দিনে পরিশোধ করার জন্য ব্যাংককে প্রদত্ত নির্দেশ(৬) bill of entry আমদানিকৃত সামগ্রীর চূড়ান্ত সরবরাহের জন্য শুল্কবিভাগ প্রদত্ত সার্টিফিকেটbill of cost উকিলের পাওনা ও খরচের হিসাবপত্র। bill of health চিকিৎসক কর্তৃক প্রদত্ত স্বাস্থ্যপ্রতিবেদন (নাবিকদের ক্ষেত্রে)। bill of lading জাহাজে পাঠানো দ্রব্যসামগ্রী নিরাপদে বহনের জন্য প্রদত্ত প্রতিশ্রুতিপত্র। bill of quantities পরিমাণগত হিসাবের পত্র। bill of sale ব্যক্তিগত সম্পত্তি বিক্রির দলিল। bill of sight মালামাল প্রকৃত পরীক্ষার পূর্বে আমদানিকারক প্রদত্ত রসিদ। bill book পাওনা টাকার হিসাবপত্র বা যে খাতায় সে হিসাব রাখা হয়। bill broker হুন্ডির দালাল। □(verb transitive) বিল তৈরি করে টাকার বা পাওনার অঙ্ক জানানো: We have billed you very modestly; কোনো অনুষ্ঠানের বিষয়সূচি সম্পর্কে ঘোষণা দেওয়া: He was billed to appear as Abdullah.
  • English Word billet 1 Bengali definition [বিলিট্‌] (noun) (১) সৈনিকদের জন্য নির্দিষ্ট আবাস (সাধারণত ব্যক্তিমালিকানাধীন বাড়ির ক্ষেত্রে)। (২) বিশেষ নির্দেশসংবলিত ক্ষুদ্রাকার কাগজখণ্ড(৩) সাক্ষাৎকার; অবস্থান; কাজ (কথ্য)। an easy billet অনায়াসসাধ্য কাজ। □(verb transitive) billet on: The troops were billeted on a large apartment house.
  • English Word billet 2 Bengali definition [বিলিট্‌] (noun) জ্বালানী কাঠের গুঁড়ি
  • English Word billetdoux Bengali definition [বিলেইডূ] (noun) (ফরাসী) প্রেমপত্র; প্রণয়জ্ঞাপক চিঠি
  • English Word billiards Bengali definition [বিলিআড্‌জ্‌] (noun) বিলিয়ার্ড খেলা-লম্বাটে পাতলা কম্বলজাতীয় কাপড়ে ঢাকা টেবিলের উপর শক্ত ভারী বল ও লাঠির সাহায্যে দুইজন খেলোয়াড় এই খেলায় অংশগ্রহণ করে থাকেনbilliards room বিলিয়ার্ড খেলার ঘর। billiards table বিলিয়ার্ড খেলার টেবিল।
  • English Word billion Bengali definition [বিলিআন্‌] (noun) লক্ষ কোটি; Million Millions বা 1012 (British/Britain) শত কোটি One thousand millions বা 109 (America(n)); billionaire (noun) মহাধনবান ব্যক্তি; ধনাঢ্য; ধনকুবের।
  • English Word billow Bengali definition [বিলাউ] (noun) (সাহিত্যিক) উত্তাল তরঙ্গ; বিরাট ঢেউ; (লাক্ষণিক) যা সামুদ্রিক তরঙ্গের ন্যায় ধুয়ে মুছে নিয়ে যায়। □(verb intransitive) তরঙ্গের মতো উঠানামা করা। billowy (adjective) তরঙ্গসংকুল।
  • English Word billy Bengali definition [বিলি] (noun) ঢাকনা ও তারের হাতলওয়ালা টিনের পাত্র (অস্ট্রেলিয়ায়); পিকনিক ইত্যাদিতে কেটলির বিকল্প হিসেবে ব্যবহৃত পাত্র
  • English Word billy-goat Bengali definition [বিলিগোউট্‌] (noun) পুং ছাগল; পাঁঠা
  • English Word biltong Bengali definition [বিল্‌টাঙ্‌] (noun) লম্বা করে কাটা রোদে শুকানো লবণাক্ত মাংস (দক্ষিন আফ্রিকা)।
  • English Word bimbo Bengali definition [বিম্‌বাউ] [Countable noun] (অনানুষ্ঠানিক) সুন্দরী কিন্তু বোকা তরুণী