Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word Bharatanatyam Bengali definition [ভারত্‌নাট্‌টোম্‌] [Uncountable noun] দক্ষিণ ভারতের ধ্রুপদী নৃত্যকলাবিশেষ; ভারতনাট্যম
  • English Word bhikshu Bengali definition [ভিকখূ/ভিকষূ] (অপিচ bhikkhu [ভিকখূ]) (noun) বৌদ্ধ সন্ন্যাসীবিশেষ, যারা ভিক্ষার সাহায্যে জীবন চালায়
  • English Word bi- Bengali definition [বাই] উপসর্গ; দুই বোঝাতে; নির্দিষ্ট সময়সীমার মধ্যে দুইবার ঘটে এমন: bilateral, biped etc.
  • English Word biannual Bengali definition [বাইঅ্যানিউআল্‌] (adjective) অর্ধবার্ষিক; ষাণ্মাসিক
  • English Word bias Bengali definition [বাইঅ্যাস্‌] (noun) (১) পক্ষপাত; বিশেষ দুর্বলতা; প্রবণতা; ঝোঁক: You should accept the thing without any bias. (২) cut on the bias (সেলাই) বাঁকা করে কাটা(৩) (খেলায় বল প্রভৃতির) দিক বা গতি পরিবর্তনের প্রবণতা। □(verb transitive) (past tense, past participle biased or biased). bias (towards/against): He is bias(s)ed towards/against the plan. He is clearly bias(s)ed.
  • English Word bib Bengali definition [বিব্‌] (noun) বাচ্চার মুখ থেকে ঝরা লালা ধারণ করতে গলার সঙ্গে যে মোটা বস্ত্রখণ্ড বাঁধা হয়
  • English Word bibi Bengali definition [বিবি] (অপিচ beebe, beebi [বীবি]) (noun) (১) ভদ্রমহিলা; বিবিসাহেব(২) কোনো ব্যক্তির স্ত্রী(৩) (সেকেলে) (ক) অবৈধ সম্পর্ক স্থাপনকারী নারী। (খ) বারবনিতা।
  • English Word Bible Bengali definition [বাইব্‌ল্‌] (noun) খ্রিষ্ট্রীয় ধর্মগ্রন্থbible puncher ধর্মপ্রচারক (কথ্য)। biblical (adjective) বাইবেল সংক্রান্ত। biblical style বাইবেলে (প্রধানত Authorized Version) ব্যবহৃত রচনাশৈলীর অনুরুপ। biblDcism (noun) [Uncountable noun] বাইবেলের রচনারীতির প্রয়োগ।
  • English Word bibliography Bengali definition [বিবলিওগ্রাফি] (noun) [Countable noun] কোনো একজন লেখক বা নির্দিষ্ট বিষয়ের গ্রন্থ ও রচনার তালিকা। □(noun) [Uncountable noun] লেখকের প্রামাণিকতা; সংস্করণ; প্রকাশনা সম্বন্ধীয় পঠনপাঠন। bibliographer (noun) যিনি এই কাজ করেন।
  • English Word bibliophile Bengali definition [বিবলিওফাইল্‌] (noun) গ্রন্থমনস্ক বা গ্রন্থপ্রিয় ব্যক্তি
  • English Word bibulous Bengali definition [বিবিউলাস্‌] (adjective) (কৌতুকাত্মক) অত্যধিক পানাসক্ত
  • English Word bicameral Bengali definition [বাইক্যামারাল্‌] (adjective) দুই কক্ষযুক্ত: bicameral legislature.
  • English Word bicarbonate Bengali definition [বাইকা:বোনেইট্‌] (noun) কার্বনিক এসিডের লবণ
  • English Word bicentenary Bengali definition [বাইসেনটিনারী] (noun) দ্বিশতবার্ষিকী
  • English Word bicentennial Bengali definition [বাইসেনটেনিআল্‌] (adjective) প্রতি দুই শ বছর বিরতিতে ঘটে এমন; দ্বিশতবার্ষিক উৎসবসংক্রান্ত। □(noun) দ্বিশতবার্ষিকী উৎসব।
  • English Word biceps Bengali definition [বাইসেপ্‌স্‌] (noun) (plural অপরিবর্তিত) দুই শিরাবিশিষ্ট মাংসপেশি (বাহুর ঊর্ধ্বভাগে)।
  • English Word bicker Bengali definition [বিকা(র্‌)] (verb intransitive) খুঁটিনাটি বা গুরুত্বহীন বিষয় নিয়ে ঝগড়া করা: You have always a love for bickering; No more bickering.
  • English Word bicycle Bengali definition [বাইসিকল] (noun) সাইকেল; দুই চাকাঅলা গাড়ি যা প্যাডেলচালিতbicyclist (noun) সাইকেলচালক।
  • English Word bid 1 Bengali definition [বিড্‌] (verb transitive) (past tense bade, past participle bidden) আদেশ করা। My father bade me to go home. bidding (noun) হুকুম; আদেশ। do somebody’s bidding হুকুম বা আদেশ মান্য করা।
  • English Word bid 2 Bengali definition [বিড্‌] (verb transitive), (verb intransitive) আমন্ত্রণ করা; আহ্বান জানানোbid for (নিলাম ডাকা): Who will bid 5 million? The traders are earnestly bidding for winning favour. His bid for power was frustrated. bid on (America(n)) নিলামে নতুন দর প্রস্তাব। bid fair to সম্ভাবনা আছে এমন: Our plans bid fair to succeed. make a bid for প্রতিশ্রুতির বিনিময়ে কিছু পাওয়ার চেষ্টা করা। bid defiance to (প্রাচীন প্রয়োগ) শত্রুকে দৃঢ়ভাবে মোকাবিলার ঘোষণা। biddable (adjective) (কথ্য) সহজে নিয়ন্ত্রণযোগ্য; মেনে নিতে প্রস্তুত। bidding [Uncountable noun] আদেশ। bidder (noun) যে আদেশ দেয় বা ডাক দেয়।
  • English Word bid 3 Bengali definition [বিড্‌] (noun) নিলাম ডাকে দর ঘোষণা: What is the highest bid? Is it the last bid? (America(n)) কোনো কাজের জন্য দরপত্রের ঘোষণা: bids are invited for the work. Do you want to make a bid for power? তাস খেলায় জেতার জন্য বিভিন্ন চালের ঘোষণা: a bid for two hearts.
  • English Word bide Bengali definition [বাইড্‌] [সাহিত্যিক, প্রাচীন প্রয়োগ] সুযোগের সন্ধানে থাকা (abide শব্দের অপ্রচলিত রূপ)। bide one’s time অনুকূল সময়ের জন্য অপেক্ষা করা
  • English Word bidet Bengali definition [বীডেই] (noun) (ফরাসী) দু পাশে পা ঝুলিয়ে বসা যায় এমন জলশৌচের পাত্র
  • English Word bidi Bengali definition [বিডি] (noun) বিড়ি
  • English Word biennial Bengali definition [বাইএনিআল্‌] (adjective) দুই বছর অন্তর ঘটে এমন; দুই বছরব্যাপী। (noun) দুই বছর বাঁচে ও দ্বিতীয় বছরে ফুল ফোটে ও বীজ ধরে এমন উদ্ভিদ। biennially (adverb)
  • English Word bier Bengali definition [বিআ(র্‌)] (noun) শবাধার বা মৃতদেহ রাখা যায় এমন স্থানান্তরযোগ্য কাঠের পাটাতন; শবযান
  • English Word biff Bengali definition [বিফ] (noun) তীব্র আঘাত: Mend your manners or I will give you a biff. □ (verb transitive) (অপশব্দ/অশি) অনুরূপ আঘাত করা।
  • English Word bifocal Bengali definition [বাইফোউক্‌ল্‌] (adjective) দূরের ও কাছের উভয় দৃষ্টির জন্য তৈরি লেন্সবিশিষ্ট (চশমার কাচসম্পর্কিত)।
  • English Word bifoliate Bengali definition [বাইফোলিএট্‌] (adjective) দ্বিপত্রী; দুটি পাতাবিশিষ্টbifoliation (noun) দ্বিপত্রবিন্যাস।
  • English Word bifurcate Bengali definition [বাইফাকেইট] (verb transitive), (verb intransitive) দুটি শাখায় বিভক্ত করা (রাস্তা, নদী, বাগান, গাছ ইত্যাদির ক্ষেত্রে)। □ (adjective) (অপিচ bifurcated) দুই শাখায় বিভক্তbifurcation (noun)