• Bengali Word beef English definition [বীফ্‌] (noun) ১ [Uncountable noun] গোমাংস; গরুর মাংস।
    beef cattle মাংস সংগ্রহের উদ্দেশ্যে যেসব গরু ইত্যাদি পালন করা হয়। beef tea গোমাংস থেকে বের করে আনা রস (অসুস্থ ব্যক্তিদের পথ্য হিসেবে ব্যবহৃত)। beefsteak (noun) কাবাব ইত্যাদি বানানোর জন্য লম্বা ফালি করা মাংস। beefeater ব্রিটেনের রাজকীয় রক্ষীবাহিনীর সদস্য (সাধারণত টাওয়ার অব লন্ডন বা অন্যত্র প্রহরার কাজে নিয়োজিত। (২) [Uncountable noun] (পুরুষদের ক্ষেত্রে) পেশি; পেশিবল: He has got plenty of beef. (৩) beeves [বীভজ] (noun) [Countable noun] (plural) খাদ্য হিসেবে বিবেচিত খুব মোটা ষাঁড়। □(verb intransitive) (কথ্য) অভিযোগ করা: Stop beefing again and again. beefy (adjective) (ব্যক্তি) বেশ পেশিযুক্ত; সবল।