A পৃষ্ঠা ৪০
- English Word atelier Bengali definition [অ্যাটেলিএই America(n) অ্যাট্লি্এই] (noun) (ফরাসী) শিল্পশালা; শিল্পগৃহ।
- English Word atheism Bengali definition [এইথিইজাম্] [Uncountable noun] নিরীশ্বরবাদ; অনীশ্বরবাদ; নাস্তিক্য। atheist [এইথিইস্ট্] (noun) নিরীশ্বরবাদী; নাস্তিক। atheistic [এইথিসটিক্] (adjective) নিরীশ্বরবাদী; নাস্তিক্যবাদী।
- English Word Athenaeum Bengali definition [অ্যাথানিআম্] (noun) আথেনি দেবীর মন্দির; প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয়বিশেষ; বিদ্যামন্দির।
- English Word athlete Bengali definition [অ্যাথলীট্] (noun) শরীরচর্চা এবং দ্বারবহিঃস্থ খেলাধুলায় প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তি; মল্ল; ক্রীড়াবিদ।
- English Word athletic Bengali definition [আথ্লেটিক্] (adjective) (১) মল্লক্রীড়া বা মল্লক্রীড়াবিদ সম্বন্ধীয়; মল্ল-: an athletic competition, মল্ল প্রতিযোগিতা। (২) শরীরকাণ্ড ও অঙ্গসমূহের সুষম অনুপাতসহ দৈহিকভাবে শক্তিমান; মল্লবীরসুলভ: an athletic-looking young man.
- English Word athletics Bengali definition [অ্যাথলেটিক্স্] (noun) (plural) (সাধারণত singular verb–সহ) শরীরচর্চা ও খেলাধুলা, বিশেষত দৌড়ঝাঁপ ইত্যাদির অনুশীলন; মল্লক্রীড়া।
- English Word athome Bengali definition [আটহোম্] দ্রষ্টব্য home 1 (১).
- English Word athwart Bengali definition [আথোয়োট্] (adverb), (preposition) athwart (of) (নৌচালনবিদ্যা) এক পাশ থেকে অন্য পাশে; আড়াআড়ি (ভাবে)।
- English Word atishoo Bengali definition [অটিশূ] (interjection) (হাস্যরসাত্মক) হ্যাঁচ্চো!
- English Word Atlantic Ocean Bengali definition [অ্যাটলান্টিক ওউশন্] (noun) আটলান্টিক মহাসাগর। এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর। এর আয়তন ১০৬.৪ মিলিয়ন বর্গকিলোমিটার বা ৪১.১ মিলিয়ন বর্গমাইল: The river stretches from the Andes to the Atlantic and takes eight days to paddle.
- English Word atlas Bengali definition [অ্যাট্লাস্] (noun) মানচিত্রাবলি; ভূচিত্রাবলি।
- English Word atmosphere Bengali definition [অ্যাট্মাস্ফিআ(র্)] (noun) (১) [Uncountable noun] বিশেষত the atmosphere বায়ুমণ্ডল; আবহমণ্ডল। (২) [Uncountable noun] (যেকোনো স্থানের) বায়ু; হাওয়া। (৩) [Uncountable noun] স্থান বা পরিবেশবিশেষে মনে ভালোমন্দ ইত্যাদি যেসব অনুভূতির উদয় হয়; ভাব; আবহ।
- English Word atmospheric Bengali definition [অ্যাট্মাস্ফেরিক্] (adjective) বায়ুমণ্ডলীয়: atmospheric conditions. atmospheric pressure বায়ুমণ্ডলীয় চাপ। atmospherics (noun) (plural) বায়ুমণ্ডলে ঘটিত বৈদ্যুতিক বিচ্ছুরণ, যেজন্য বেতার গ্রাহকযন্ত্রে পটপট শব্দ শোনা যায়; আবহতড়িৎ।
- English Word atoll Bengali definition [অ্যাটল্] (noun) উপহ্রদ (লেগুন)–এর চারদিকে (আংশিক বা সম্পূর্ণ) বলয়াকার প্রবালপ্রাচীর; অ্যাটল।
- English Word atom Bengali definition [অ্যাটম্] (noun) (১) মৌলের ক্ষুদ্রতম একক, পরমাণু। দ্রষ্টব্য electron, দ্রষ্টব্য neutron, দ্রষ্টব্য nucleus, দ্রষ্টব্য proton. atombomb = atomic bomb, পারমাণবিক বোমা। (২) অতি ক্ষুদ্র অংশ; কণা; লেশ: blow something to atom, বিস্ফোরণে চূর্ণবিচূর্ণ করা; an atom of truth. সত্যের লেশ।
- English Word atomic Bengali definition [অটমিক্] (adjective) পারমানবিক। atomicbomb পারমাণবিক বোমা। atomic energy পারমাণবিক শক্তি। atomicpile দ্রষ্টব্য reactor. atomic weight পারমাণবিক ওজন। দ্রষ্টব্য nuclear.
- English Word atomize Bengali definition [অ্যাটামাইজ্] (verb transitive) পরমাণুতে পরিণত করা। atomizer (noun) তরল পদার্থকে (যেমন সুগন্ধিদ্রব্য) সূক্ষ্মাণুসূক্ষ্ম কণায় সিঞ্চিত করার জন্য যন্ত্রবিশেষ; শীকরীকরণযন্ত্র।
- English Word atonal Bengali definition [এইটৌন্ল্] (adjective) (সঙ্গীত) কোনো স্বরগ্রাম পদ্ধতির সঙ্গেই সঙ্গতিপূর্ণ নয় এমন; অস্বরিক।
- English Word atone Bengali definition [আটোন্] (verb transitive) atone (for) শোধরানো; প্রতিকার করা; প্রায়শ্চিত্ত করা: atone (for) an offence by doing something. atonement [Uncountable noun] প্রতিকার; প্রায়শ্চিত্ত: make atonement for a fault. the Atonement যিশুর দুঃখভোগ ও মৃত্যু।
- English Word atop Bengali definition [আটপ্] (adverb) atop (of) (America(n)) উপরে।
- English Word atrocious Bengali definition [আট্রোশাস্] (adjective) (১) নৃশংস; পাপ: an atrocious crime. (২) (কথ্য) জঘন্য: an atrocious dinner; an atrocious performance. atrociously (adverb) নৃশংসভাবে।
- English Word atrocity Bengali definition [আট্রআটি] (noun) (plural atrocities) বর্বর বা নিষ্ঠুর কাজ; নৃশংসতা; দারুণ নিষ্ঠুরতা।
- English Word atrophy Bengali definition [অ্যাট্রাফি] [Uncountable noun] (শরীরের বা শরীরের অংশবিশেষের কিংবা (লাক্ষণিক) নৈতিক কোনো গুণের) ক্ষয়; ক্ষয়িষ্ণুতা। □ (verb transitive), (verb intransitive) ক্ষয় করা; ক্ষয় পাওয়া।
- English Word attach Bengali definition [আট্যাচ্] (verb transitive), (verb intransitive) (১) attach something (to something) সংযুক্ত করা; যোজিত করা; লাগানো; সংবদ্ধ করা: attach a document to a letter; a room with an attached bath; attached you will find/attached please find, ….(ব্যবসায়িক শৈলী), এই পত্রের সঙ্গে …..সংযুক্ত করা হলো। (২) attach oneself to যোগ দেওয়া: attach oneself to a political party. (৩) be attached to সংযুক্ত/ আসক্ত/অনুরক্ত হওয়া: He is deeply attached to his mother. (৪) attach something to something আরোপ করা; দেওয়া: I do not attach much importance to his opinion. (৫) attach to বর্তানো: আরোপ্য হওয়া: No blame will attach to you. (৬) (আইন সম্বন্ধীয়) ক্রোক করা। (৭) attached to (সামরিক) বিশেষ দায়িত্ব পালনের জন্য অন্য কোনো বাহিনীতে নিয়োজিত; আসঞ্জিত: an artillery officer attached to an armoured division. attachment (noun) (১) [Uncountable noun] সংযোজন; যোজনা। (২) [Countable noun] সংযোজিত বস্তু; সংযোজন। (৩) [Countable noun] আসক্তি; অনুরাগ; ভক্তি; স্নেহ। (৪) [Uncountable noun] (আইন সম্বন্ধীয়) ক্রোক। (৫) on attachment to (অস্থায়ীভাবে) নিয়োজিত; আসঞ্জিত। (৬) [আটাচমান্ট্] (noun) ই-মেইল করার সময় বিভিন্ন ফরম্যাটের যে ফাইল, ছবি বা ভিডিও সংযুক্ত থাকে; অ্যাটাচমেন্ট: please open my attach.
- English Word attaché Bengali definition [আট্যাশেই America(n) অ্যাটাশেই] (noun) কোনো রাষ্ট্রদূতের অধীনস্থ কর্মচারীমণ্ডলীর সঙ্গে সংযুক্ত ব্যক্তি; আতাশে: the naval/military/press attaché. attaché case [আট্যাশি কেইস্] (noun) দলিলপত্র রাখার জন্য ছোট অনুচ্চ আয়তকার আধারবিশেষ।
- English Word attack Bengali definition [আট্যাক্] (noun) (১) [Countable noun, Uncountable noun] আক্রমণ। (২) [Countable noun] বিরুদ্ধ সমালোচনা; আক্রমণ: The opposition members made a concerted attack on/against the minister’s speech. (৩) [Countable noun] (রোগ ইত্যাদির) আক্রমণ: a heart attack; an attack of paralysis. (৪) [Uncountable noun] কোনো কাজ শুরু করার সুনিশ্চিত ভঙ্গি, যেমন বাদ্যযন্ত্রে সুর বাজানো বা ক্রিকেটে ব্যাটিং করার সময়। □ (verb transitive) আক্রমণ করা। attacker (noun) আক্রমণকারী।
- English Word attain Bengali definition [আটেইন্] (verb transitive), (verb intransitive) (১) অর্জন করা; সিদ্ধ করা; লাভ করা: attain one’s goal/hopes. (২) attain to উপনীত হওয়া; পৌঁছা: attain to maturity/power. attainable [আটেইনআব্ল্] (adjective) অর্জনীয়; অধিগম্য: It is not an attainable object. attainment (noun) (১) [Uncountable noun] অর্জন; সিদ্ধি; প্রাপ্তি: easy/difficult/impossible of attainment. (২) [Countable noun] (সাধারণত plural) যা অর্জিত হয়েছে; জ্ঞান ইত্যাদির কোনো শাখায় বিশেষ দক্ষতা, ব্যুৎপত্তি ইত্যাদি; নৈপুণ্য; সিদ্ধি: artistic/scientific/linguistic attainments.
- English Word attainder Bengali definition [আটেইন্ডা(র্)] (noun) (আইন সম্বন্ধীয়) মৃত্যুদণ্ডাদেশ বা ন্যায়রক্ষণ বহিষ্করণের ফলে সম্পত্তি বাজেয়াপ্ত এবং নাগরিক অধিকার বাতিলকরণ; স্বত্বহানি। Bill of Attainder বিচার ব্যতিরেকে উক্ত শাস্তিদানের সংসদীয় বিল; স্বত্বহানি ব্যবস্থা।
- English Word attar Bengali definition [অ্যাটা(র্)] [Uncountable noun] আতর; সুগন্ধ; পুষ্পসার। attar of rose, গোলাপ ফুলের আতর।
- English Word attempt Bengali definition [আটেম্প্ট্] (verb transitive) (১) (কোনো কিছু করার) চেষ্টা/উপক্রম/যত্ন/উদযোগ করা; প্রবৃত্ত হওয়া: He attempted an impossibility. I attempted to break the silence. (২) attempt somebody’s life (প্রাচীন প্রয়োগ) প্রাণনাশের চেষ্টা করা। □ (noun) (১) [Countable noun] attempt to do something; attempt at (doing) something উদযোগ; চেষ্টা; উপক্রম; প্রযত্ন; উদ্যম: His first attempt to solve the problem failed. I made no attempt to escape my responsibility. (২) attempt at অসার্থক প্রয়াস: My attempt at a one–act play fell to the ground. (৩) attempt on/upon হামলা; আক্রমণ; অতিক্রমণ: make an attempt on somebody’s life. জীবননাশের চেষ্টা করা; an attempt on the record of the marathon.