A পৃষ্ঠা ৩০
- English Word appendage Bengali definition [আপেন্ডিজ্] [Countable noun] যা কোনো বৃহত্তর বস্তুর সঙ্গে যুক্ত করা হয়েছে; কোনো বৃহত্তর বস্তুর অঙ্গ; আনুষঙ্গিক বস্তু; উপাঙ্গ।
- English Word appendix Bengali definition [আপেনডিক্স্] (noun) (১) [Countable noun] (plural appendices [আপেনডিসীজ]) বিশেষত বইয়ের শেষে সংযোজিত অংশ; পরিশিষ্ট। (২) [Countable noun] দেহের কোনো অঙ্গের উপরিভাগে উদ্গত উপাঙ্গ; বিশেষত বৃহদন্ত্রের কীটসদৃশ উপাঙ্গ (vermiform appendix). দ্রষ্টব্য alimentary. appendicitis [আপেন্ডিসাইটিস্] (noun) vermiform appendix-এর রুগ্ণ অবস্থা, ক্ষেত্রবিশেষ এ অবস্থায় অস্ত্রোপচার লাগে। appendectomy [আপেন্ডেক্টামি] (noun) অস্ত্রোপচার দ্বারা vermiform appendix–এর অপসারণ।
- English Word appertain Bengali definition [অ্যাপাটেইন্] (verb intransitive) appertain to (আনুষ্ঠানিক) অধিকাররূপে সম্পর্কযুক্ত হওয়া বা সংশ্লিষ্ট থাকা; যথার্থ হওয়া: duties appertaining to one’s office.
- English Word appetite Bengali definition [অ্যাপিটাইট্] [Uncountable noun] (বিশেষত খাদ্যের জন্য) জৈব আকাঙ্ক্ষা; ক্ষুধা: Fresh air increases appetite. (লাক্ষণিক) I have no appetite for stories. [Countable noun] এরূপ ক্ষুধার দৃষ্টান্ত: Morning walk gave me a good appetite. appetizer [অ্যাপিটাইজা(র্)] (noun) ক্ষুধাবর্ধক বা রুচিকর বস্তু। appetizing (adjective) ক্ষুধাবর্ধক; রুচিকর: an appetite flavour.
- English Word applaud Bengali definition [আপ্লোড্] (verb intransitive), (verb transitive) (১) করতালি দিয়ে অভিনন্দন বা সমর্থন জানানো বা প্রশংসা করা: The audience rose to its feet and applauded. (২) সমর্থন জানানো: He applauded my plan.
- English Word applause Bengali definition [আপ্লোজ্] [Uncountable noun] সমর্থন বা অভিনন্দনজ্ঞাপক তুমুল হর্ষধ্বনি বা করতালি: greet with applause.
- English Word apple Bengali definition [অ্যাপ্ল্] (noun) আপেল ফল; এই ফলের গাছ। the apple of one’s eye (প্রবাদ) অতিপ্রিয় ব্যক্তি বা বস্তু; চোখের মণি: Bushra is the apple of Saimum’s eye. apple of discord কলহের কারণ। upset the/somebody’s apple-cart কারো/সমস্ত পরিকল্পনা বানচাল করা। in apple-pie order (অনানুষ্ঠানিক) যেখানে যা থাকা উচিত সেখানে তা-ই আছে; নিখুঁত শৃঙ্খলাপূর্ণ। applejack (noun) (America(n)) ব্র্যান্ডি জাতীয় মদবিশেষ। applesauce (America(n) = apple sauce) (noun) (ক) আপেলের আচার বা চাটনি। (খ) (America(n) কথ্য) আবোলতাবোল; আজেবাজে কথা; তোষামোদ। Adam’s apple, দ্রষ্টব্য Adam.
- English Word applepick Bengali definition [অ্যাপল্পিক্] (verb) Apple কোম্পানির তৈরি ডিভাইস যেমন iPhone, iPod, iPad চুরি বা ছিনতাই করা; অ্যাপললিক: Don’t get applepicked, be alert always. applepick (noun) apple picking. এটা iCrime নামেও পরিচিত।
- English Word appliance Bengali definition [আপ্লাইআন্স্] [Countable noun] যন্ত্র বা যন্ত্রপাতি: an appliance for sinking a tubewell; household appliances, গৃহস্থালিতে ব্যবহৃত ছোটখাটো যন্ত্রপাতি।
- English Word applicable Bengali definition [অ্যাপ্লিকাব্ল্] (adjective) applicable (to) প্রয়োগযোগ্য; প্রযোজ্য; মানানসই ও যথার্থ: it is not applicable to his case.
- English Word applicant Bengali definition [অ্যাপ্লিকান্ট্] (noun) applicant (for) (বিশেষত কোনো পদের জন্য) আবেদনকারী; পদপ্রার্থী।
- English Word application Bengali definition [অ্যাপ্লিকেইশ্ন্] (noun) (১) [Uncountable noun] application (to somebody) (to something) আবেদন: Advance payment can be made on application (to the general manager); [Countable noun] (বিশেষত লিখিত) আবেদন: The director received as many as fifty applications for the post. application from আবেদনপত্র। (২) [Uncountable noun] application (of something) (to something) প্রয়োগ: This ointment is for external application only. [Countable noun] প্রয়োগকৃত বা ব্যবহৃত বস্তু বা পদার্থ: The doctor advised hot and cold applications for the pain. (৩) [Uncountable noun] application (of something) (to something) কোনো মামলায় কোনো বিশেষ বিধির প্রয়োগ: The application of this rule to this case. বাস্তবক্ষেত্রে প্রয়োগ: The application of scientific methods to agricultural production. (৪) [Uncountable noun] প্রয়াস; পরিশ্রম; মনোনিবেশ: He showed considerable application in the management of the company’s finances. যথেষ্ট পরিশ্রম করেছে। The work demands close application, গভীর মনোনিবেশ দাবি করে।
- English Word applied Bengali definition দ্রষ্টব্য apply
- English Word appliqué Bengali definition [অ্যাপ্লীকেই America (n) অ্যাপ্লিকেই] [Uncountable noun] (বিশেষত পোশাক তৈরিতে) এক জাতের বা রঙের উপাদান অন্য জাতের বা রঙের উপাদানের উপর খাটিয়ে তৈরি করা নকশার কাজ (যথা জরির কাজ)। □ (verb transitive) এভাবে নকশার কাজ করা।
- English Word apply Bengali definition [আপ্লাই] (verb transitive), (verb intransitive) (১) apply (to somebody) (for something) (আনুষ্ঠানিকভাবে) আবেদন করা: apply to the government for a grant. (২) প্রয়োগ করা: apply antiseptic to a wound; (লাক্ষণিক) apply economic sanctions against a country, অর্থনৈতিক অবরোধ প্রয়োগ করা। (৩) apply (to something) প্রাসঙ্গিক হওয়া: The restrictions to vehicular movements do not apply to this party of the city. (৪) apply oneself/one’s mind/one’s energies (to something/to doing something) কোনো কাজে মনোনিবেশ করা: কোনো কিছুতে সমস্ত শক্তি ও মনোযোগ ঢেলে দেওয়া: apply your mind to your work. (৫) (গবেষণা, আবিষ্কার) কাজে লাগানো। applied (participial adjective) ব্যবহারিক; ফলিত: applied physics.
- English Word appoint Bengali definition [আপয়ন্ট্] (verb transitive) (১) appoint something (for something) (সময়, তারিখ ইত্যাদি) ঠিক করা; ধার্য বা নির্দিষ্ট করা: Let us appoint a time for our next meeting. (২) appoint somebody (to something) কর্মে বা পদে নিয়োগ করা বা বহাল করা: They appointed her headmistress; সদস্য নিয়োগ বা নির্বাচন করে গঠন করা: We appointed a committee. (৩) (আনুষ্ঠানিক বা প্রাচীন প্রয়োগ) বিধান বা নির্দেশ দেওয়া: appoint that the widow shall have right to half the property of the deceased. (৪) well/badly appointed যথাযথ সাজসরঞ্জামে সজ্জিত/সজ্জিত নয়। appointee [আপয়ন্টী] (noun) কোনো কর্মে বা পদে নিযুক্ত ব্যক্তি।
- English Word appointment Bengali definition [আপয়ন্ট্মান্ট্] (noun) (১) [Uncountable noun] (সময়, তারিখ ইত্যাদি) ধার্য বা নির্দিষ্টকরণ: meet somebody by appointment, নির্ধারিত সময় ও স্থান অনুযায়ী সাক্ষাৎ করা। (২) [Countable noun] সাক্ষাতের জন্য স্থান-কাল ধার্যকরণ; সাক্ষাৎসূচি: make an appointment with somebody; keep/break an appointment. (৩) [Countable noun] পদ বা চাকরী: an appointment as director. (৪) (plural) সাজসরঞ্জাম; আসবাবপত্র।
- English Word apportion Bengali definition [আপোশ্ন্] (verb transitive) apportion (among/to) ভাগ করে দেওয়া; বিলি করা; অংশ হিসেবে দেওয়া: This land is to be apportioned only among the landless.
- English Word apposite Bengali definition [অ্যাপাজিট্] (adjective) যথাযথ; যথোপযুক্ত: an apposite remark. appositely (adverb)
- English Word apposition Bengali definition [অ্যাপাজিশ্ন্] [Uncountable noun] (ব্যাকরণ) কোনো এক শব্দ বা শব্দসমষ্টির ব্যাখ্যা হিসেবে অন্য এক শব্দ বা শব্দসমষ্টির সংযোজন, যেমন– Jute, the golden fiber of Bangladesh.
- English Word appraise Bengali definition [আপ্রেইজ্] (verb transitive) মূল্য নির্ধারণ করা; ক্ষমতা বা যোগ্যতা নিরূপণ করা: appraise the ability of the students; appraise income for taxation. appraisal [আপ্রেইজ্ল্] (noun) মূল্যায়ন।
- English Word appreciable Bengali definition [আপ্রীশাব্ল্] (adjective) দেখা যায়; পরিমাপ করা যায় বা অনুভব করা যায় এমন; উপলব্ধিযোগ্য: We noticed an appreciable change in her manners. appreciably [আপ্রীশাব্লি] (adverb)
- English Word appreciate Bengali definition [আপ্রীশিএইট্] (verb transitive), (verb intransitive) (১) সঠিকভাবে মূল্যায়ন করা: Only a trained person is able to appreciate modern painting; উপলব্ধিপূর্বক উপভোগ করা: Everybody appreciates a break after a long spell of hard work. (২) প্রভূত মূল্য দেওয়া: We greatly appreciate your opinions regarding education of children. (৩) (জমি, পণ্যদ্রব্য ইত্যাদি) মূল্যবৃদ্ধি পাওয়া: Because of import restrictions certain foreign goods have appreciated greatly. (৪) উপলব্ধি করা: They are beginning to appreciate the full cost.
- English Word appreciation Bengali definition [আপ্রীশিএইশ্ন্] (noun) (১) [Countable noun, Uncountable noun] মূল্যায়ন: Attempt a critical appreciation of Rabindranath’s plays; উপলব্ধি: He shows no appreciation of classical music. (২) [Uncountable noun] যথাযথ উপলব্ধি ও তজ্জনিত স্বীকৃতি: I offer my thanks in sincere appreciation of your help. (৩) [Uncountable noun] (জমি, পণ্যদ্রব্য, শেয়ার ইত্যাদির) মূল্যবৃদ্ধি। appreciative [আপ্রীশিআটিভ্] (adjective) যথার্থ মূল্য বুঝতে বা দিতে বা দেখানে সক্ষম: an appreciative audience. appreciatively [আপ্রীশিআটিভ্লি] (adverb)
- English Word apprehend Bengali definition [অ্যাপ্রিহেন্ড্] (verb transitive) (১) বুঝতে পারা: We often fail to apprehend the real nature of change. (২) (আনুষ্ঠানিক) আশঙ্কা করা: Do you apprehend any difficulty? (৩) (আইন সম্বন্ধীয়) গ্রেফতার করা; পাকড়াও করা: apprehend a thief. apprehensible [অ্যাপ্রিহেন্সাব্ল্] (adjective) বোঝা যায় এমন; বোধ্য।
- English Word apprehension Bengali definition [অ্যাপ্রিহেন্শ্ন্] (noun) (১) [Uncountable noun] উপলব্ধি; চেতনা; বোধ: apprehension of truth. (২) [Countable noun, Uncountable noun] আশঙ্কা; ভবিষ্যৎ বিষয়ে উৎকণ্ঠার অনুভূতি: filled with apprehension; an apprehension of failure. (৩) [Uncountable noun] (আইন সম্বন্ধীয়) গ্রেফতার: the apprehension of a thief.
- English Word apprehensive Bengali definition [অ্যাপ্রিহেন্সিভ্] (adjective) উদ্বিগ্ন; উৎকণ্ঠিত; শঙ্কিত: apprehensive of failure; apprehensive for somebody’s safety.
- English Word apprentice Bengali definition [আপ্রেন্টিস্] (noun) শিক্ষানবিশ। □ (verb transitive) (to) শিক্ষানবিশিতে ভর্তি করা বা গ্রহণ করা: He was apprenticed to a sculptor. apprenticeship [আপ্রেন্টিস্শিপ্] (noun) শিক্ষানবিশি; শিক্ষানবিশির কাল।
- English Word apprise Bengali definition [আপ্রাইজ্] (verb transitive) apprise to (আনুষ্ঠানিক) অবহিত করা; জানানো: I was apprised of his plans.
- English Word appro Bengali definition [অ্যাপ্রৌ] (noun) on appro (বাণিজ্য অপশব্দ) উৎকৃষ্ট বলে বিবেচনাসাপেক্ষে: goods on appro, পছন্দ না-হলে ফেরতযোগ্য।