A পৃষ্ঠা ৩১
- English Word approach Bengali definition [আপ্রৌচ্] (verb transitive), (verb intransitive) (১) নিকটবর্তী হওয়া: She is approaching puberty (লাক্ষণিক) সমকক্ষ হওয়া: No Bengali writer can approach Rabindranath in greatness. (২) কোনো অনুরোধ বা প্রস্তাব নিয়ে (কারো) দ্বারস্থ হওয়া: I approached him for a loan. The man is rather difficult to approach, তার সঙ্গে সুসম্পর্ক স্থাপন করা সহজ নয়। □ (noun) (১) [Uncountable noun] নিকটে আগমন; অভিগমন: The weather gets colder at the approach of winter. easy/difficult of approach (ক) (স্থান সম্বন্ধে) সুগম/দুর্গম। (খ) (ব্যক্তি সম্বন্ধে) সাক্ষাৎ ও আলাপ করা সহজ/দুঃসাধ্য। make approaches to somebody (ক) কারো আগ্রহ জাগানোর বা মনোযোগ আকর্ষণের চেষ্টা করা। (খ) (কারো সঙ্গে) ব্যক্তিগত সম্পর্ক স্থাপনের চেষ্টা করা (যথা কোনো তরুণীর সঙ্গে কোনো তরুণ)। (২) [Countable noun] নিকটবর্তীকরণ; নিকটে আগমন: an approach to perfection. (৩) [Countable noun] পথ; প্রবেশপথ: All the approaches to the town were blocked by the police. approachable [আপ্রৌচ্আব্ল] (adjective) (ব্যক্তি বা স্থান সম্বন্ধে) সান্নিধ্যে যাওয়া যায় এমন; প্রবেশসাধ্য।
- English Word approbation Bengali definition [অ্যাপ্রবেইশ্ন্] [Uncountable noun] (আনুষ্ঠানিক) অনুমোদন; ক্ষমতা বা অধিকার দান।
- English Word appropriate 1 Bengali definition [আপ্রোপ্রিআট্] (adjective) appropriate (for/to something) যথাযথ; যথোচিত; মানানসই: His style of writing is not appropriate to his subject.
- English Word appropriate 2 Bengali definition [আপ্রোপ্রিএইট্] (verb transitive) (১) বিশেষ উদ্দেশ্যে আলাদা করে রাখা: Tk 5,000.00 has been appropriated for building a community centre. (২) আত্মসাৎ করা: He is suspected of appropriating government funds. appropriation [আপ্রোপ্রিএইশ্ন্] (noun) (১) [Uncountable noun] আত্মসাৎকরণ; [Countable noun] আত্মসাতের দৃষ্টান্ত। (২) [Countable noun] বিশেষ কোনো উদ্দেশ্যে গচ্ছিত অর্থ: The municipal authority made an appropriation for building a community centre. Senate appropriations committee. (America(n)) নিরাপত্তা, জনকল্যাণ ইত্যাদির জন্য নির্ধারিত তহবিল পরিচালনাকারী সিনেট কমিটি।
- English Word approval Bengali definition [আপ্রূভ্ল্] (noun) অনুমোদন; সমর্থন: My plans had my father’s approval. He nodded his approval. goods on approval পছন্দ না-হলে ফেরতযোগ্য।
- English Word approve Bengali definition [আপ্রূভ্] (verb transitive), (verb intransitive) (১) approve of something/somebody সমর্থন করা: I don’t approve of criticising a person behind his back. I didn’t approve his conduct. (২) আনুষ্ঠানিকভাবে অনুমোদন করা: The House approved the proposed budget. approved school (British/Britain) যে আবাসিক স্কুলে ম্যাজিস্ট্রেটরা কিশোর–অপরাধীদের বা অসহায় কিশোরদের চরিত্র গঠন ও শিক্ষাদানের উদ্দেশ্যে পাঠান। (America (n) = reformatory. reform school). approvingly (adverb)
- English Word approximate 1 Bengali definition [আপ্রক্সিমাট্] (adjective) approximate to প্রায় সঠিক; যথাযথপ্রায়: a grant approximate to the requirements. The approximate distance of the town is five miles. approximately (adverb)
- English Word approximate 2 Bengali definition [আপ্রক্সিমেইট্] (verb intransitive), (verb transitive) (১) approximate to (বিশেষত গুণে, অবস্থানে বা সংখ্যায়) কাছাকাছি হওয়া বা কাছাকাছি আসা: His account of the event approximated to the truth. A child approximates his parents’ speech. (২) নিকটবর্তী করা বা নিকটবর্তী হওয়া। approximation [আপ্রক্সিমেইশ্ন্] [Countable noun] প্রায় সঠিক পরিমাপ; আসন্ন মান; [Uncountable noun] (গুণ, অবস্থান বা সংখ্যায়) নিকটে আগমন; নিকটবর্তিতা।
- English Word appurtenance Bengali definition [আপাটিনান্স্] (noun) (সাধারণত plural) (আইন সম্বন্ধীয়) আনুষঙ্গিক বস্তু: The house and its appurtenances, বাড়ির মালিকানার সঙ্গে যুক্ত ছোটখাটো অধিকার ও সুযোগ-সুবিধা।
- English Word apricot Bengali definition [এইপ্রিকট্] (noun) কমলা রঙের গোলাকার ফলবিশেষ; খুবানি; এই ফলের গাছ; পাকা অবস্থায় এই ফলের রং।
- English Word April Bengali definition [এইপ্রাল্] (noun) ইংরেজি (গ্রেগরিয়ান) সালের চতুর্থ মাস। April fool ইউরোপীয় প্রথায় All Fools’ day–তে (পয়লা এপ্রিল) যাকে বোকা বানানো হয়।
- English Word apriori Bengali definition [এইপ্রাইওরাই] (adverb), (adjective) (লাতিন) কারণ থেকে কার্য নির্ণায়ক: it has rained so the ground must be wet. দ্রষ্টব্য a posteriori.
- English Word apron Bengali definition [এইপ্রান্] (noun) (১) পোশাক পরিষ্কার রাখার জন্য দেহের সামনের অংশ ঢেকে রাখা ঢিলে বস্ত্রবিশেষ; সজ্জাবরণী; এ জাতীয় যেকোনো আবরণী। tied to his mother’s/wife’s apron-strings মায়ের/স্ত্রীর আঁচলে বাঁধা বা একান্ত অনুগত। (২) বিমানক্ষেত্রের শানবাঁধানো অংশ। (৩) apron stage (কতিপয় রঙ্গমঞ্চে) মঞ্চের যে অংশ দর্শক আসনের দিকে ধনুকাকারে সম্প্রসারিত। দ্রষ্টব্য proscenium.
- English Word apropos Bengali definition [অ্যাপ্রপো] (adverb), (predicative adjective) এ প্রসঙ্গে; এ সম্পর্কিত; যথোচিত; যথাযথ: apropos what you said yesterday, I think you are right. apropos of (preposition(al)) বিষয়ে; প্রসঙ্গে; সম্পর্কে।
- English Word apse Bengali definition [অ্যাপ্স্] (noun) বিশেষত গির্জার পূর্বপ্রান্তে ধনুক বা গম্বুজাকৃতি ছাদের অর্ধবৃত্তাকার বা বহুভুজবিশিষ্ট গৃহকোণ।
- English Word apt Bengali definition [অ্যাপ্ট্] (adjective) তীক্ষ্ণবুদ্ধি; তীক্ষ্ণধী: He is one of our aptest politicians; দক্ষ: She is apt at inventing stories. (২) সঙ্গত; যথোচিত; যথাযথ: an apt remark. (৩) apt to do something কোনো বিশেষ প্রবণতাসম্পন্ন: He is apt to make fun of his elders. aptly (adverb) যথাযথভাবে; সঠিকভাবে; সঙ্গতভাবে: aptly said. aptness (noun)
- English Word aptitude Bengali definition [অ্যাপ্টিটিঊড্ America(n) অ্যাপ্টিটূড্] [Uncountable noun] aptitude (for) স্বাভাবিক বা অর্জিত ক্ষমতা; প্রবণতা: She shows great aptitude for music. [Countable noun] He has a remarkable aptitude for language teaching. aptitude test দক্ষতা নিরূপণ পরীক্ষা।
- English Word aqualung Bengali definition [অ্যাকোআলাঙ্] (noun) ডুবুরিদের ব্যবহৃত শ্বাসযন্ত্র।
- English Word aquamarine Bengali definition [অ্যাকোআমারীন্] [Countable noun, Uncountable noun] নীলাভ–সবুজ (মুক্তা, পান্না)।
- English Word aquaplane Bengali definition [অ্যাকোআপ্লেইন্] (noun) একজাতীয় কাঠের ফলক বা তক্তা– পানিতে ভাসমান অবস্থায় এই তক্তার উপর আরোহী দাঁড়িয়ে থাকে ও দ্রুতগামী মোটরবোট তাকে টেনে নিয়ে যায়। □ (verb transitive) এরূপ তক্তায় চড়া।
- English Word aquarium Bengali definition [আকোএআরিআম্] (noun) জীবন্ত মাছ ও জলজ উদ্ভিদ সংরক্ষণ ও প্রদর্শনের কৃত্রিম জলাধার; মৎস্যাধার।
- English Word Aquarius Bengali definition [আকোএআরিআস্] (noun) রাশিচক্রের একাদশতম রাশি; কুম্ভরাশি।
- English Word aquatic Bengali definition [আকোঅ্যাটিক্] (adjective) (১) জলজ উদ্ভিদ, প্রাণী ইত্যাদি বিষয়ক। (২) জলে অনুষ্ঠিত ক্রীড়া (যথা সাঁতার, নৌকাচালনা ইত্যাদি) বিষয়ক।
- English Word aquatint Bengali definition [অ্যাকোআটিন্ট্] [Uncountable noun] অ্যাসিড প্রয়োগ করে তামার উপর চিত্র খোদাই করার প্রক্রিয়া; [Countable noun] এভাবে খোদাই করা চিত্র।
- English Word aquavit Bengali definition [অ্যাকোআভিট্] [Uncountable noun] কড়া স্ক্যানডিনেভীয় মদবিশেষ।
- English Word aqueduct Bengali definition [অ্যাক্যুইডাক্ট] (noun) পানি সরবরাহের কৃত্রিম প্রণালি বা নালা, বিশেষত যে নালা পাথর বা ইট দিয়ে তৈরি ও চারপাশের জমি থেকে উঁচু।
- English Word aqueous Bengali definition [এইক্যুইআস্] (adjective) জলীয় বা জলের মতো: an aqueous solution.
- English Word aquiline Bengali definition [অ্যাক্যুইলাইন্] (adjective) ঈগল সম্পর্কিত বা ঈগলের মতো: an aquiline nose, ঈগলের ঠোঁটের মতো বাঁকানো।
- English Word Arab Bengali definition [অ্যারাব্] (noun) আরব দেশের লোক; আরবিভাষী লোক।
- English Word Arab spring Bengali definition [অ্যারাব্ স্প্রিং] (noun) আরব স্প্রিং বা আরব বসন্ত; ২০১০ সালের শুরু থেকে আরব বিশ্বের বিভিন্ন দেশে বয়ে যাওয়া গণবিপ্লবের ঝড়কে পশ্চিমা সাংবাদিকরা আরব বসন্ত আখ্যা দেন: Arab spring was a pro-democracy uprising.