Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word any 2 Bengali definition [এনি] adverb of degree (না কিংবা সংশয় বোঝায় এমন negative(ly), interrogative ও conditional বাক্যে comparative-সহ ব্যবহৃত হয়। তুলনীয় no ও none–এর একই জাতীয় ব্যবহার) মোটেই; আদপেই; আদৌ; কিছুমাত্র: Is your new job any better? I am unable to get any further. If it’s any good. I’ll give you as much money as you want for it. '(not) any the better/the worse (for) আদৌ/কিছুমাত্র ভালো/মন্দ: Are you any the better for joining the civil service? She left teaching but isn’t any the worse for it.
  • English Word any 3 Bengali definition [এনি] (pronoun) দ্রষ্টব্য some 2.
  • English Word anybody Bengali definition [এনিবডি] (noun), (pronoun) (১) (negative(ly), interrogative প্রভৃতি বাক্যে: দ্রষ্টব্য somebody, someone). (২) (affirmative(ly) বাক্যে) যে কেউ: Anybody who saw him remembered him afterwards. That’s anybody’s guess, (কথ্য) বেশ অনিশ্চিত। anybody else, দ্রষ্টব্য else. (৩) গুরুত্বপূর্ণ ব্যক্তি; বড় মানুষ; হোমরাচোমরা লোক: I don’t think he was anybody before he became a minister. You will never be anybody.
  • English Word anyhow Bengali definition [এনিহাউ] (adverb) (১) যেকোনোভাবে; সম্ভব যেকোনো প্রকারে; যেমন করে হোক: We must do it anyhow. (২) অযত্নে; শৃঙ্খলাহীনভাবে: It was done all anyhow. (৩) (adverb or conjunction) যা–ই হোক; অন্তত; নিদেনপক্ষে: Anyhow, you can try, যা–ই হোক; চেষ্টা করে দেখতে পারো।
  • English Word anyone Bengali definition [এনিওয়ান্] (noun), (pronoun) = anybody.
  • English Word anyplace Bengali definition [এনিপ্লেইস্] (adverb) (বিশেষত যুক্তরাষ্ট্রে) = anywhere.
  • English Word anything Bengali definition [এনিথিঙ্] (noun), (pronoun) (১) (negative(ly), interrogative প্রভৃতি বাক্যে: দ্রষ্টব্য something) (উদ্ধৃত বাক্যে adjective–এর অবস্থান লক্ষণীয়) Did you notice anything unusual? (২) যা হয় কিছু; যেকোনো কিছু: Anything might happen any time. be anything but অবশ্যই নয়: He is anything but honest. (৩) (কোনো অর্থকে জোরালো করার জন্য ক্রিয়াবিশেষণরূপে ব্যবহৃত হয়): We were chased by a mad elephant and we ran like anything. as easy as anything (কথ্য) খুব সোজা।
  • English Word anyway Bengali definition [এনিওএই] (adverb) = anyhow (৩).
  • English Word anywhere Bengali definition [এনিওএআ(র্) America(n) এনিহোএআ(র্)] (adverb) (১) (negatively), interrogative প্রভৃতি বাক্যে: দ্রষ্টব্য somewhere : I am prepared to go anywhere (that) you may suggest. Are you going anywhere (in) particular? (২) (prepositional) object হিসেবে ব্যবহারে): I am without anywhere to put my head in. (৩) যেকোনোখানে: Go anywhere you like.
  • English Word aorta Bengali definition [এইওটা] (noun) হৃৎপিণ্ডের বাম দিক থেকে রক্তবহনকারী প্রধান ধমনী
  • English Word apace Bengali definition [আপেইস্] (adverb) (প্রাচীন প্রয়োগ বা সাহিত্যিক) দ্রুত; তাড়াতাড়ি: rumours spread apace.
  • English Word apanage Bengali definition (also appanage) [অ্যাপানিজ্] [Uncountable noun] (১) স্বাভাবিক অনুষঙ্গ; যে বস্তু আবশ্যিকভাবে অন্য বস্তুর অনুসরণ করে(২) জন্ম বা কর্মসূত্রে প্রাপ্ত সম্পত্তি, বৃত্তি ইত্যাদি
  • English Word apart Bengali definition [আপা:ট্‌] (adverb) (১) দূর: The two towns are no less than 50 miles apart. (২) একান্তে; একদিকে: I took him apart to speak to him alone. All his life he stood apart, (অন্যদের থেকে) দূরে থাকতেন; একান্তে (নিজেকে নিয়ে) থাকতেন। joking/jesting apart রসিকতা বাদ দিয়ে, কাজের কথা বলতে গেলে। set/put (something/somebody) apart (from) (কাউকে/কোনো কিছু) একদিকে সরিয়ে রাখা, (বিশেষ উদ্দেশ্যে) তুলে রাখা; (কাউকে) বিশিষ্ট করে তোলা: His fearlessness set him apart from his colleagues. (৩) আলাদা (ভাবে): I have never been able to get these two things apart, কোনোদিন আলাদা করতে পারিনিapart from বাদে; ছাড়া; ব্যতিরেকে: apart from these reasons. tell/know two things or persons apart আলাদা করে চেনা বা বোঝা। দ্রষ্টব্য come (১৫), দ্রষ্টব্য pull 1 (৭), দ্রষ্টব্য take 1 (১৬).
  • English Word apartheid Bengali definition [আপা:ট্‌হেইট্‌] (noun) (দক্ষিণ আফ্রিকা) বর্ণবৈষম্য (নীতি); বর্ণবাদ (নীতি); ইউরোপীয় এবং অ–ইউরোপীয়দের পৃথকীকরণ
  • English Word apartment Bengali definition [আপা:ট্‌মান্‌ট্‌] (noun) (১) কোনো বাড়ির অভ্যন্তরে স্বয়ংসম্পূর্ণ কক্ষ(২) (plural) সপ্তাহ বা মাসের ভিত্তিতে ভাড়া করা বা ভাড়া দেওয়া এই ধরণের কক্ষের সমষ্টি(৩) (America(n)) (an apartment house বলে কথিত) বড় ভবনের একই তলায় অবস্থিত একই ধরনের কক্ষসমূহ। (America(n) apartment = British/Britain flat; America(n) apartment house = British/Britain block of flats; America(n) apartment hotel = British/Britain service flats) দ্রষ্টব্য tenement.
  • English Word apathy Bengali definition [অ্যাপাথি] [Uncountable noun] সমবেদনা বা আগ্রহের অভাব; (কারো/কোনো কিছুর প্রতি) উদাসীনতা বা অনীহা। apathetic [অ্যাপাথেটিক্] (adjective) সমবেদনা বা আগ্রহহীন; উদাসীন। apathetically [অ্যাপাথেটিক্লি] (adverb)
  • English Word ape Bengali definition [এইপ্] (noun) (১) (গরিলা, শিম্পাঞ্জি প্রভৃতি) লেজবিহীন বানর; উল্লুক(২) যে ব্যক্তি অন্যের নকল করে(৩) (কথ্য) অপরিপাটি; অমার্জিত ব্যক্তিape (verb transitive) অন্যের নকল করা।
  • English Word aperient Bengali definition [আপিআরিআন্‌ট্‌] (noun), (adjective) বিরেচক (পদার্থ)।
  • English Word aperitif Bengali definition [আপেরাটিফ্‌ America(n) আপেরটীফ্] (noun) খাবার আগে পান করার মদ্যবিশেষ
  • English Word aperture Bengali definition [অ্যাপাচা(র্)] (noun) (বিশেষত আলো প্রবেশ করতে পারে এমন) রন্ধ্র; ফাঁক; ফাটল; ছিদ্র
  • English Word apex Bengali definition [এইপেক্‌স্‌] (noun) (plural 'apexes' বা 'apices' [এইপিসীজ্]) উচ্চতম বিন্দু; শীর্ষবিন্দু: the apex of a triangle; the apex of one’s career/fortunes.
  • English Word aphasia Bengali definition [আফেইজিআ America(n) আফেইজা] (noun) (প্যাথলজি) (মস্তিষ্কে আঘাতের ফলে) কথা বলা বা বোঝার ক্ষমতার লোপ; বাকশক্তি লোপ
  • English Word aphid Bengali definition [এইফিড্] (noun) = aphis.
  • English Word aphis Bengali definition [এইফিস্‌] (noun) (plural aphides [এইফিডীজ্‌]) গাছপালার রস শুষে বেঁচে থাকা অতি ক্ষুদ্র কীট; ছিট-পোকা
  • English Word aphorism Bengali definition [অ্যাফারিজাম্] [Countable noun] সংক্ষিপ্ত জ্ঞানগর্ভ বাণী; প্রবচন
  • English Word aphrodisiac Bengali definition [আফ্রাডিজিঅ্যাক্] (noun), (adjective) [Countable noun, Uncountable noun] কামোদ্দীপক (বস্তু)।
  • English Word apiary Bengali definition [এইপিআরি America(n) এইপিইএরি] (noun) মৌমাছি লালনের স্থান; মধুমক্ষিকাশালাapiarist [এইপিআরিস্‌ট্‌] (noun) মৌমাছিপালক। apiculture [এইপিকালচা(র্)] (noun) মৌমাছির চাষ।
  • English Word apiece Bengali definition [আপীস্] (adverb) (কোনো ব্যক্তি বা বস্তুসমষ্টির) প্রতিটিতে বা প্রতিটির জন্য; প্রতিজনে বা প্রতিজনের জন্য; জনপ্রতি; খানাপ্রতি: These cost a taka apiece.
  • English Word apish Bengali definition [এইপিশ্] (adjective) বানরের মতো; বানরতুল্য; নির্বোধভাবে অনুকরণসর্বস্ব
  • English Word aplomb Bengali definition [আপ্লম্‌] [Uncountable noun] আত্মবিশ্বাস; (কথায় বা ব্যবহারে) দৃঢ়তা বা ঋজুতা: He spoke with great aplomb.