• Bengali Word apple English definition [অ্যাপ্‌ল্] (noun) আপেল ফল; এই ফলের গাছ।
    the apple of one’s eye (প্রবাদ) অতিপ্রিয় ব্যক্তি বা বস্তু; চোখের মণি: Bushra is the apple of Saimum’s eye. apple of discord কলহের কারণ। upset the/somebody’s apple-cart কারো/সমস্ত পরিকল্পনা বানচাল করা। in apple-pie order (অনানুষ্ঠানিক) যেখানে যা থাকা উচিত সেখানে তা-ই আছে; নিখুঁত শৃঙ্খলাপূর্ণ। applejack (noun) (America(n)) ব্র্যান্ডি জাতীয় মদবিশেষ। applesauce (America(n) = apple sauce) (noun) (ক) আপেলের আচার বা চাটনি। (খ) (America(n) কথ্য) আবোলতাবোল; আজেবাজে কথা; তোষামোদ। Adam’s apple, দ্রষ্টব্য Adam.