A পৃষ্ঠা ২৯
- English Word apocalypse Bengali definition [আপকালিপ্স্] (noun) (১) (জগতের ভবিষ্যৎ পরিণতি বিষয়ে) বিশেষত ঈশ্বরলব্ধ জ্ঞানের প্রকাশ। (২) কোনো বিপদসংকুল ও ভয়াবহ পরিস্থিতি যার ফলে মৃত্যু বা মারাত্মক ক্ষতি হতে পারে: The recent cyclone caused a colossal loss of life and property. All charitable organizations including the government rushed relief to the survivors of the apocalypse. the Apocalypse বাইবেলের শেষ অধ্যায়, এই অধ্যায়ে রোজকেয়ামত বিষয়ে St John– এর ঈশ্বরলব্ধ দিব্যজ্ঞান লিপিবদ্ধ আছে। apocalyptic [আপকালিপ্টিক্] (adjective) বাইবেলের শেষ অধ্যায়বিষয়ক বা বাইবেলের শেষ অধ্যায়তুল্য; মহাপ্রলয়ের আগাম বার্তাবাহক; মহাপ্রলয়তুল্য: This book embodies an apocalypse vision.
- English Word Apocrypha Bengali definition [আপক্রিফা] (noun) (plural) (singular verb-সহ) Old Testament–এর যে সব অংশের রচনা সম্পর্কে ইহুদিরা সংশয় পোষণ করে, Reformation–এর সময়ে বাইবেল থেকে এই অংশগুলো বাদ দেওয়া হয়। apocryphal [আপক্রিফ্ল্] (adjective) সত্যতা বা শুদ্ধতা সম্পর্কে সন্দেহ জাগে এমন রচনা প্রভৃতি বিষয়ক; সন্দেহজনক; প্রশ্নসাপেক্ষ।
- English Word apogee Bengali definition [অ্যাপাজী] (noun) (১) (জ্যোতির্বিদ্যা) পৃথিবী থেকে (কক্ষপথে চন্দ্র বা অন্য যেকোনো গ্রহের) দূরতম অবস্থান। (২) (লাক্ষণিক) শীর্ষবিন্দু; শিখর।
- English Word apolitical Bengali definition [এইপালিটিক্ল্] (adjective) রাজনীতিতে আগ্রহ নেই বা জড়িত নয় এমন; রাজনীতিবিমুখ।
- English Word apologetic Bengali definition [আপলাজেটিক্] (adjective) (ত্রুটি ইত্যাদির জন্য) দুঃখজ্ঞাপক; (ত্রুটি বা অক্ষমতার জন্য) কৈফিয়তমূলক: He was apologetic about/for not being able to come. I wrote an apologetic letter. apologetically [আপলাজেটিক্লি] (adverb) apologetics (noun) (সাধারণত singular verb–সহ) আত্মপক্ষসমর্থনবিদ্যা। apologist [আপলাজিস্ট্] (noun) আত্মপক্ষসমর্থনকারী।
- English Word apologize Bengali definition [আপলাজাইজ্] (verb intransitive) apologize (to somebody) (for something) (ত্রুটি ইত্যাদির জন্য) দুঃখ প্রকাশ করা বা অনুতপ্ত হওয়া: He apologized for being late.
- English Word apology Bengali definition [আপলাজি] (noun) (১) [Countable noun] apology (to somebody) (for something) (ভুলত্রুটির জন্য) দুঃখ প্রকাশ; (ত্রুটি, অক্ষমতা ইত্যাদির জন্য) দুঃখজ্ঞাপক কথা: offer/make/accept an apology. (২) [Countable noun] আপন বিশ্বাস; মতাদর্শ ইত্যাদির সমর্থনে প্রদত্ত বক্তব্য বা রচনা; আত্মপক্ষসমর্থন। (৩) an apology for তুচ্ছ বা অকিঞ্চিৎকর নমুনা: an apology for a meal, নামেমাত্র খাবার।
- English Word apophthegm, apothegm Bengali definition [অ্যাপাথেম্] [Countable noun] প্রবচন; নীতিবাক্য; সারগর্ভ কথা।
- English Word apoplexy Bengali definition [অ্যাপাপ্লেক্সি] [Uncountable noun] সন্ন্যাস রোগ, এতে মস্তিষ্কের রক্তনালীতে আঘাতজনিত কারণে চেতনাশক্তি ও চলার ক্ষমতা লোপ পায়। apoplectic [অ্যাপাপ্লেক্টিক্] (adjective) (১) সন্ন্যাসরোগ সংক্রান্ত; সন্ন্যাসরোগগ্রস্ত: an apoplexy fit. (২) (কথ্য) রক্তবদন; লালমুখো; সহজে রেগে যায় এমন।
- English Word apostasy Bengali definition [আপস্টাসি] [Uncountable noun] স্বমত বা স্বধর্ম বা স্বপক্ষত্যাগ; [Countable noun] এরূপ ত্যাগের দৃষ্টান্ত। apostate [আপস্টেইট্] (noun), (adjective) স্বমত বা স্বধর্ম বা স্বপক্ষত্যাগী (ব্যক্তি)।
- English Word apostle Bengali definition [আপস্ল্] (noun) (১) যিশু তাঁর বাণী প্রচারের জন্য যে বারোজন শিষ্যকে (the Twelve Apostles) বেছে নিয়েছিলেন তাঁদের যেকোনো একজন; খ্রিষ্টধর্মের আদি প্রচারকদের একজন, যথা St Paul. (২) ধর্ম বা সমাজসংস্কারক; নতুন ধর্ম বা আন্দোলনের নেতা বা গুরু। apostolic [অ্যাপাস্টলিক্] (adjective) (১) খ্রিস্টের দ্বাদশ শিষ্য বা তাঁদের কাল সম্বন্ধীয়। (২) Pope সম্বন্ধীয়।
- English Word apostrophe 1 Bengali definition [আপস্ট্রাফি] (noun) ’ চিহ্ন (ঊর্ধ্বকমা), এই চিহ্ন অক্ষর বা সংখ্যা বাদ দিতে (cannot–এর জন্য can’t, 1989–এর জন্য ’89), সম্বন্ধ পদের জন্য (যথা Kamal’s father) এবং অক্ষরের বহুবচন বোঝানোর জন্য (যথা There are two s’s in ‘boss’) ব্যবহৃত হয়। দ্রষ্টব্য পরি ৬.
- English Word apostrophe 2 Bengali definition [আপস্ট্রাফি] (noun) বক্তৃতা, কবিতা ইত্যাদির যে অংশ কোনো বিশেষ ব্যক্তির উদ্দেশে রচিত বা সংযোজিত হয় (উদ্দিষ্ট ব্যক্তি মৃত বা অনুপস্থিত হতে পারে); সম্বোধন–অলংকার। apostrophize [আপস্ট্রাফাইজ্] (verb transitive) (কারো উদ্দেশ্য) এরূপ সম্বোধন–অলংকার প্রয়োগ করা।
- English Word apothecary Bengali definition [আপথিকারি America(n) আপথিকেরি] (noun) (প্রাচীন প্রয়োগ কিন্তু 'Scot' এ প্রচলিত) ওষুধ ও চিকিৎসা সামগ্রীর প্রস্তুতকারক ও বিক্রেতা। apothecaries’ weight (noun) ওষুধ প্রস্তুত কাজে ব্যবহৃত পরিমাপ।
- English Word apothegm Bengali definition দ্রষ্টব্য apophthegm.
- English Word apotheosis Bengali definition [আপথিওউসিস্] (noun) (১) (মানুষ) দেবত্ব বা ঋষিত্ব আরোপ; দেবত্ব বা ঋষিত্ব অর্জন: The apotheosis of a great leader. (২) পার্থিব জীবন থেকে মুক্তিলাভ; মোক্ষ। (৩) মহিমান্বিতকরণ; মহিমান্বিত আদর্শ।
- English Word app Bengali definition [অ্যাপ] (noun) (plural apps) [Countable noun] application শব্দের সংক্ষেপ। (কম্পিউটার) নির্দিষ্ট কাজের জন্য তৈরি সফটওয়্যার: Apparently there are these new apps that will actually read your emails to you.
- English Word appal Bengali definition (America(n) অপিচ 'appall') [আপোল্] (verb transitive) আতঙ্কিত করা; বিতৃষ্ণ করা; মর্মাহত করা: The whole nation was appalled at the massacre of innocent children. appalling (adjective): an appalling injustice. appallingly (adverb)
- English Word appanage Bengali definition দ্রষ্টব্য apanage.
- English Word apparatus Bengali definition [অ্যাপারেইটাস্ America(n) অ্যাপার্যাটাস্] [Countable noun] (১) কোনো উদ্দেশ্যে সন্নিবেশিত যন্ত্রপাতি: a drilling apparatus. (২) স্বাভাবিক প্রক্রিয়া সম্পাদনকারী দেহযন্ত্র: the digestive apparatus.
- English Word apparel Bengali definition [আপ্যারাল্] [Uncountable noun] (প্রাচীন প্রয়োগ বা সাহিত্যিক) পোশাক; আবরণ। apparel (verb transitive) পোশাক পরানো; আবরণ দেওয়া।
- English Word apparent Bengali definition [আপ্যারান্ট্] (adjective) (১) স্পষ্ট দেখা যায় বা বোঝা যায় এমন; স্পষ্টত প্রতীয়মান: It was apparent to me that ..., স্পষ্ট দেখতে/বুঝতে পারলাম যে ...। (২) বাহ্যত বা আপাতদৃষ্টিতে প্রতীয়মান; দেখে মনে হয় এমন: In spite of its apparent thinness, আপাতদৃষ্টিতে সরু মনে হলেও। apparently (adverb)
- English Word apparition Bengali definition [অ্যাপারিশ্ন্] [Countable noun] বিশেষত ভূতপ্রেত বা মৃতব্যক্তির আত্মার আবির্ভাব; অপচ্ছায়া; ভূত।
- English Word appeal Bengali definition [আপীল্] (verb intransitive) appeal (to somebody) (against/for/from something) (১) সনির্বন্ধ আবেদন করা: The old woman appealed to us for help. (২) (আইন সম্বন্ধীয়) (উচ্চতর আদালত ইত্যাদিতে) পুনর্বিচার প্রার্থনা করা: appeal to a higher court. (৩) (কারো কাছে) সিদ্ধান্ত কামনা করা (ফুটবল ইত্যাদিতে): appeal to the linesman. (৪) আকর্ষণ করা; অনুভূতিতে নাড়া দেওয়া: This song will certainly appeal to the teenagers. □ (noun) (১) an appeal for সনির্বন্ধ অনুরোধ বা আবেদন: make an appeal for help. (২) [Countable noun] (আইন সম্বন্ধীয়) (উচ্চতর আদালত ইত্যাদিতে) পুনর্বিচার প্রার্থনা; [Uncountable noun] to give notice of appeal. (৩) [Countable noun] (বিশেষত ক্রীড়ায়) (কারো) সিদ্ধান্ত কামনা: an appeal to the referee. (৪) [Uncountable noun] আগ্রহ; আকর্ষণক্ষমতা: She has lost much of her appeal. (৫) [Uncountable noun] মিনতি; কাতর প্রার্থনা: He had a look of appeal on his face. appealing (adjective) (১) মর্মস্পর্শী; অনুভূতিতে নাড়া দেয় এমন। (২) আকর্ষণীয়। appealingly (adverb)
- English Word appear Bengali definition [আপিআ(র্)] (verb intransitive) (১) দৃষ্টিগোচর হওয়া; দৃশ্যমান হওয়া: The sun set and the stars appeared in the sky. (২) উপস্থিত হওয়া: He appeared here at seven in the morning. (৩) (ক) (অভিনেতা, গায়ক, বক্তা ইত্যাদি সম্বন্ধে) জনসমক্ষে অবতীর্ণ হওয়া: He appeared in almost every play staged by the Dhaka Theatre last year. (খ) (বই সম্বন্ধে) প্রকাশিত হওয়া: His last novel appeared in 1 9 6৪. (গ) (আইন সম্বন্ধীয়) প্রকাশ্যে হাজির হওয়া: The accused was summoned to appear before the court. (৪) মনে হওয়া; বোধ হওয়া: She appeared depressed; The room appears (to be) full of people; It appears that…, মনে হয় যেন...।
- English Word appearance Bengali definition [আপিআরান্স্] (noun) (১) [Countable noun] দৃষ্টিগোচরতা; উপস্থিতি; উদয়; আবির্ভাব: His sudden appearance there struck me as unusual; make one’s first appearance, (অভিনেতা, গায়ক ইত্যাদি) জনসমক্ষে প্রথম আত্মপ্রকাশ করা। put in an appearance মুখ দেখানো; নিজেকে উপস্থিত দেখানো; (সভা-সমিতিতে) উপস্থিত হওয়া: Mr Zakir managed to put in an appearance at the party. (২) যা দেখা যায়; কাউকে বা কোনো কিছু দেখে যা মনে হয়: He had the appearance of being a wealthy man. One shouldn’t judge by appearances, বাইরেরটা দেখে বিচার করা উচিত নয়। Keep up appearances বাইরের ঠাট বজার রাখা। in appearance দৃশ্যত; বাহ্যত: In appearance, he is a strong man. to/by/from all appearance(s) যতদূর দেখা যায়/বোঝা যায়: His career is to all appearance(s) finished.
- English Word appease Bengali definition [আপীজ্] (verb transitive) শান্ত বা প্রশমিত করা; মেটানো: appease somebody’s anger/hunger. appeasement [Uncountable noun] শান্ত বা প্রশমিতকরণ: policy of appease.
- English Word appellant Bengali definition [আপেলান্ট্] (adjective) (আইন সম্বন্ধীয়) পুনর্বিচার প্রার্থনা বা আপিলবিষয়ক। appellant (noun) (আইন সম্বন্ধীয়) যে ব্যক্তি উচ্চতর আদালতে আপিল করে।
- English Word appellation Bengali definition [অ্যাপালেইশ্ন্] [Countable noun] (আনুষ্ঠানিক) নাম; পদবি; খেতাব; আখ্যা; নামপদ্ধতি সংজ্ঞাপদ্ধতি।
- English Word append Bengali definition [আপেন্ড্] (verb transitive) append something (to) (আনুষ্ঠানিক) লেখায় বা ছাপায় সংযুক্ত করা; (কোনো কিছু) পরিশেষে যোগ করা: append a clause to a treaty.