Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word anticyclone Bengali definition [অ্যান্‌টিসাইক্লোউন্] [Countable noun] (আবহবিদ্যা) যে অঞ্চলের বায়ুচাপ পার্শ্ববর্তী অঞ্চলের তুলনায় উঁচু এবং যার বায়ুপ্রবাহ বহির্গামী হয়, ফলে আবহাওয়া শান্ত ও স্থির থাকে। দ্রষ্টব্য depression (৪)
  • English Word antidepressant Bengali definition [অ্যান্‌টিডিপ্রেস্‌ন্‌ট্‌] (noun), (adjective) (চিকিৎসাশাস্ত্র) মানসিক বিষণ্ণতার প্রতিক্রিয়া লাঘব করার জন্য ব্যবহৃত; (ওষুধ)। দ্রষ্টব্য depression (১).
  • English Word antidote Bengali definition [অ্যান্‌টিডোউট্] [Countable noun] বিষ বা রোগ প্রতিষেধক ওষুধ: an antidote against/for/to snakebite/cholera.
  • English Word antifreeze Bengali definition [অ্যান্‌টিফ্রীজ্] [Uncountable noun] অন্য এক তরল পদার্থের হিমাঙ্ক নামিয়ে আনতে যে (সাধারণত তরল) পদার্থ মেশানো হয়, যথা মোটরগাড়ির রেডিয়েটরে ব্যবহৃত রাসায়নিক তরল
  • English Word antihero Bengali definition [অ্যান্‌টিহিআরোউ] (noun) (নাটক-উপন্যাসে) সাহস ও মর্যাদাবোধের মতো নায়কোচিত বৈশিষ্ট্যহীন নায়ক
  • English Word antihistamine Bengali definition [অ্যান্‌টিহিস্‌টামীন্] [Countable noun, Uncountable noun] অ্যালার্জির চিকিৎসায় ব্যবহৃত ওষুধবিশেষ
  • English Word antiknock Bengali definition [অ্যানটিনক্] [Uncountable noun] মোটরগাড়ির শব্দ কমানোর জন্য জ্বালানিতে ব্যবহৃত পদার্থবিশেষ। দ্রষ্টব্য knock 2 (৩).
  • English Word antilogarithm Bengali definition [অ্যান্‌টিলগারিদম্] (noun) কোনো লগারিদম যে সংখ্যার সাথে যুক্ত, সেই সংখ্যা: ৩, ২ ও ১–এর লগারিদম ১০০০, ১০০ ও ১০
  • English Word antimony Bengali definition [অ্যানটিমানি America(n) অ্যানটিমোউনি] (noun) খাদ, বিশেষত ছাপার অক্ষর তৈরির কাজে ব্যবহৃত ভঙ্গুর রুপালি সাদা ধাতু (প্রতীক Sb).
  • English Word antipathy Bengali definition [অ্যান্‌টিপাথি] (noun) antipathy (to/towards/against) (দুজনের মধ্যে 'between') [Uncountable noun] পারস্পরিক বিদ্বেষ; [Countable noun] যে ব্যক্তি বা বস্তু বিদ্বেষের পাত্র।
  • English Word antipodes Bengali definition [অ্যানটিপাডীজ্] (noun), (plural) (সাধারণত the antipodes) ভূপৃষ্ঠের (পরস্পর) বিপরীত দিকে অবস্থিত (দুটি) স্থান, বিশেষত আমাদের বিপরীত বিন্দুস্থ অঞ্চল; উলটা পিঠ
  • English Word antiquarian Bengali definition [অ্যান্‌টিকোএআরিআন্] (adjective) প্রাচীন নিদর্শনের পাঠ, সংগ্রহ বা বিক্রির সঙ্গে সম্পর্কযুক্ত: an antiquarian shop. antiquarian (noun) antiquary.
  • English Word antiquary Bengali definition [অ্যান্‌টিকোআরি America(n) অ্যান্‌টিকোএরি] (noun) প্রাচীন নিদর্শনের পাঠক, সংগ্রাহক বা বিক্রেতা
  • English Word antiquated Bengali definition [অ্যান্‌টিকোএইটিড্] (adjective) অপ্রচলিত; সেকেলে; (ব্যক্তি) পুরনো ধ্যানধারণা ও চালচলনবিশিষ্ট।
  • English Word antique Bengali definition [অ্যান্‌টীক্] (adjective) প্রাচীন; প্রাচীনকাল থেকে বিদ্যমান বা বর্তমান; প্রাচীন রীতিবিশিষ্টantique (noun) (আসবাব, শিল্পকর্ম ইত্যাকার) অতীতের নিদর্শন (যুক্তরাজ্যে কমপক্ষে ৫০ বছরের পুরনো, যুক্তরাষ্ট্রে ১০০ বছরের)। the antique শিল্পকলায় প্রাচীন রীতি। তুলনীয় second–hand, অপেক্ষাকৃত সাম্প্রতিক বস্তু সম্পর্কে।
  • English Word antiquity Bengali definition [অ্যান্‌টিকোআটি] (noun) (১) [Uncountable noun] প্রাচীনকাল, বিশেষত মধ্যযুগের পূর্বে; মহৎ যুগ: The heroes of antiquity. (২) প্রাচীনকালের নিদর্শন: Greek antiquities.
  • English Word antirrhinum Bengali definition [অ্যান্‌টিরাইনাম্] (noun) (উদ্ভিদবিদ্যা) উদ্ভিদের শ্রেণীবিশেষ; ড্রাগনের মুখের মতো ফুলবিশিষ্ট উদ্ভিদ
  • English Word antiseptic Bengali definition [অ্যান্‌টিসেপ্‌টিক্] (noun), (adjective) বিশেষত জীবাণু নাশ করে ক্ষত ইত্যাদির পচন রোধ করতে পারে এমন (রাসায়নিক পদার্থ)।
  • English Word antisocial Bengali definition [অ্যান্‌টিসোউশ্‌ল্] (adjective) (১) সমাজবিরোধী(২) জনস্বার্থের পরিপন্থী(৩) অসামাজিক; অমিশুক
  • English Word antitank Bengali definition [অ্যান্‌টিট্যাঙ্‌ক্‌] (adjective) ট্যাঙ্কবিধ্বংসী: antitank guns.
  • English Word antithesis Bengali definition [অ্যান্‌টিথাসিস্] (noun) (১) [Uncountable noun] সরাসরি বিপরীত বস্তু: Despotism is a direct antithesis of/to democracy. (২) [Uncountable noun] (এক বস্তুর সঙ্গে অন্য বস্তুর, পরস্পর দুটি বস্তুর) বৈপরীত্য; [Countable noun] এরূপ বৈপরীত্যের ক্ষেত্র বা দৃষ্টান্ত; পরস্পরবিরোধী ভাবধারার সন্নিবেশ, বিরোধালংকার, যথা ‘United we stand divided we fall.’ antithetic [অ্যান্‌টিথাটিক্], antithetical [অ্যান্‌টিথাটিক্‌ল্] (adjective(s)) antithetically [অ্যান্‌টিথাটিক্লি] (adverb)
  • English Word antitoxin Bengali definition [অ্যান্‌টিটক্‌সিন্] (noun) বিষক্রিয়া বা রোগনাশক পদার্থ (সাধারণত সিরাপ); প্রতিবিষ
  • English Word antitrade Bengali definition [অ্যান্‌টিট্রেইড্] (adjective) antitrade wind বাণিজ্যতরির প্রতিকূল বায়ুপ্রবাহantitrade (noun) (সাধারণত plural) antitrade wind.
  • English Word antler Bengali definition [অ্যান্‌ট্‌লা(র্)] (noun) শাখাবিভক্ত শিং; (হরিণ-) শিঙের শাখা।
  • English Word antonym Bengali definition [অ্যানটানিম্] [Countable noun] বিপরীত শব্দ: Big is the antonym of small.
  • English Word anus Bengali definition [এইনাস্] (noun) (ব্যবচ্ছেদবিদ্যা) গুহ্যদেশ; মলদ্বার
  • English Word anvil Bengali definition [অ্যান্‌ভিল্] (noun) (১) কামারের নেহাই(২) (ব্যবচ্ছেদবিদ্যা) কর্ণমূলের হাড়; কর্ণাস্থি
  • English Word anxiety Bengali definition [অ্যাঙ্‌জাইআটি] (১) [Uncountable noun] ভবিষ্যৎ বিষয়ে ভয় ও অনিশ্চয়তাবোধ; উদ্বেগ; দুশ্চিন্তা: Her unpredictable nature caused us great anxiety. (২) [Countable noun] এরূপ উদ্বেগের অবস্থা: His recent fortune has removed all his anxieties about a decent future. (৩) [Uncountable noun] তীব্র কামনা; আকাঙ্ক্ষা: his anxiety to please his wife.
  • English Word anxious Bengali definition [অ্যাঙ্‌ক্‌শাস্] (adjective) (১) anxious (about/at/for) উদ্বিগ্ন; চিন্তিত: I am anxious about my daughter’s safety. (২) উদ্বেগপূর্ণ; শঙ্কাকুল: to have had an anxious time. anxious to/for/about/that তীব্রভাবে চাইছে এমন; প্রত্যাশী: I am anxious to meet you. anxiously (adverb)
  • English Word any 1 Bengali definition [এনি] (adjective) (১) [দ্রষ্টব্য some 1 (১) (negative(ly) interrogative বাক্যে এবং clauses of condition প্রভৃতিতে)] কিছু(২) কোনো (নাবোধক affirmative(ly) বাক্যে, যথা ‘prevent’–জাতীয় verb সহযোগে, preposition(al) ‘without’–এর পরে, ‘hardly’-জাতীয় adverb(s)–এর পরে): without any difficulty; hardly any profit; to prevent any loss. (৩) যেকোনো (সাধারণত stressed; সাধারণত affirmative(ly) বাক্যে): any day, যেকোনো দিন; at any hour, যেকোনো সময় (সব সময়); any excuse. যেকোনো কৈফিয়ত(৪) in any case যা–ই হোক না কেনat any rate অন্তত; নিদেনপক্ষে। (৫) (কথ্য, এক বা একটি বোঝাতে singular common noun(s)-সহ affirmative(ly) ও negative(ly) বাক্যে ব্যবহৃত হয়): I don’t see any pencil in this box.