A পৃষ্ঠা ১৭
- English Word alive Bengali definition [আলাইভ্] (predicatively adjective) (১) জীবিত; জ্যান্ত: We are lucky that we are still alive. (২) বলবৎ; বিদ্যমান: Old beliefs are still alive in our country. (৩) সচেতন: be alive to the dangers of something. (৪) সক্রিয়; প্রাণবন্ত: She is very much alive. (৫) alive with পূর্ণ: Ditches in our country become alive with the croaking of frogs in the rainy season.
- English Word alkali Bengali definition [অ্যাল্কালাই] (noun) ক্ষার; ক্ষারজাতীয় রাসায়নিক। alkaline [অ্যাল্কালাইন্] (adjective) ক্ষারযুক্ত; ক্ষারধর্মী।
- English Word all 1 Bengali definition [ওল্] (adjective) (১) সমস্ত; সকল; যাবতীয়; সম্পূর্ণ। of all people বিশেষভাবে; নির্দিষ্টভাবে: Of all people you don’t have betrayed us. of all the idiots/nitwits বোকার মতো আচরণ করায় কারো প্রতি বিরক্তি প্রকাশক উক্তি। on all fours দ্রষ্টব্য four. (২) সম্পূর্ণ সময়: He spends all his time in looking after his family. (৩) প্রত্যেকে এবং সকলে: When the chancellor entered the convocation hall, all stood up. (৪) একটুও; বিন্দুমাত্র; কোনো: beyond all doubt/question, বিন্দুমাত্র সন্দেহ ব্যতিরেকে; প্রশ্নাতীতভাবে: He hates all criticism of his work, তিনি তার কাজের কোনো সমালোচনা সহ্য করেন না। (৫) with all speed/haste যতদূর সম্ভব। (৬) All Fools’ Day ১লা এপ্রিল। All Hallows’ Day. All Saints’ Day ১লা নভেম্বর (খ্রিষ্টান পর্ববিশেষ)। All Souls’ Day ২রা নভেম্বর (খ্রিষ্টান পর্ববিশেষ)।
- English Word all 2 Bengali definition [ওল্] (adverb) (১) সম্পূর্ণভাবে; পুরাপুরি: In those days of power cuts, our house goes all dark quite often; দারুণভাবে: I am all confused. all alone (ক) সম্পূর্ণ একাকী; (খ) একা একা; কারো সাহায্য ছাড়া নিজেই। all along (ক) সবটা জুড়ে; They were shown black flags all along from Dhaka to Narayanganj. (খ) সারাক্ষণ ধরে; শুরু থেকে: I knew all along that they wouldn’t marry. all clear, দ্রষ্টব্য clear 1 (৪). all for (কথ্য) জোরালোভাবে (কোনো কিছুর) পক্ষে: They are all for a secular system of education. all the same তৎসত্ত্বেও: The guests didn’t arrive, we had our dinner all the same. all the same to কোনো অসুবিধা হয় না এমন: All the same to the government whether the opposition attends parliament or boycotts it. all one to একই ব্যাপার: It’s is all one to me whether you stay or go away. all in (কথ্য) অত্যন্ত পরিশ্রান্ত: After such heated discussion, I am all in. all out (কথ্য) সর্বশক্তি নিয়োগ করে: He is making an all-out effort. all-over (ক) সর্বত্র; সবখানে: He has travelled all over the world. (খ) শেষ প্রান্তে; শেষ দশায়: It’s all over with him. all right, (America(n) alright (ক) সন্তোষজনক; সন্তোষজনকভাবে; সুস্থ ও নিরাপাদ; সুশৃঙ্খল অবস্থায়: Are you feeling all right? (খ) (কোনো প্রশ্ন বা প্রস্তাবের উত্তরে) হ্যাঁ; ঠিক আছে। all there (কথ্য) মাথা ঠিক রেখে; মানসিকভাবে সজাগ। not all there (কথ্য) মানসিকভাবে ঠিক প্রকৃতিস্থ নয়; মানসিক প্রতিবন্ধী। all told সবসমেত; সর্বমোট: There were ten people all told (= in all). all up (with) শেষ প্রান্তে; শেষ অবস্থায়: When the leader was arrested, it was all up with the gang. (২) all the + comparative adjective বেশ; কতো যে: You’ll be all the better for a holiday, ছুটি নিলে তোমার জন্য বেশ/কত যে ভালো হবে!
- English Word all 3 Bengali definition [ওল্] (noun) my/his/their, etc all আমার/তার/তাদের যা কিছু আছে; সর্বস্ব: The captain expects that players will give their all in the game.
- English Word all 4 Bengali definition [ওল্] (যৌগ শব্দে) (১) (adjective ও present participle সমূহের আগে যুক্ত হয়ে) সর্বোচ্চ মাত্রায়; অপরিসীম: all-powerful; all-embracing. (২) all-mains (attributively adjective) (বেতার যন্ত্র সম্বন্ধে) সব রকম ভোলটেজেই চলে এমন: an all-mains set. all-round (adjective) বিভিন্ন বিষয়ে দক্ষ: an all-round sportsman. এই অর্থে all-rounder (noun). an all-star cast সকল মুখ্য চরিত্র তারকা-অভিনেতা/অভিনেত্রী দ্বারা রূপায়িত এমন নাটক, ছায়াছবি ইত্যাদি। all-time high/low (noun) (কথ্য) জানামতে সর্বোচ্চ/সর্বনিম্ন অঙ্ক, মাত্রা, পর্যায় ইত্যাদি। all-up weight উড্ডীন অবস্থায় চালকবৃন্দ, যাত্রীবৃন্দ ও মালামালসহ বিমানের সর্বমোট ওজন।
- English Word all 5 Bengali definition [ওল্] (pronoun) (১) সবকিছু: That’s all I can tell you about the affair. (২) all of প্রত্যেকে; সবটা: All of the girls complained against the superintendent. (৩) সবাই; সব: We all should share the expenses. Take it all. (৪) (অব্যবহিত পরে that উহ্য রেখে আশ্রিত বাক্যাংশ বসে): Please give me another chance, that’s all I want. (৫) (prepositional phrase সমূহে) above all, দ্রষ্টব্য above 2(৩). after all, দ্রষ্টব্য after. (not) at all [আটোল্] আদৌ (না): If you are at all worried; not at all suitable for our purpose. Not at all ধন্যবাদ জ্ঞাপনের উত্তরে ব্যবহৃত সৌজন্যমূলক কথা। for all (his wealth/great learning) সত্ত্বেও। for all I know/care, etc (অজ্ঞতা বা অনীহা প্রকাশক উক্তি): He may be dead for all know. in all, দ্রষ্টব্য in 2(১৩). and all ইত্যাদি সব: She ate the whole packet, and all of them. once (and) for all শেষবারের মতো এই একটি বার। It was all I/he, etc could do not to (laugh, etc) না (হেসে ইত্যাদি) আমার/তার উপায় ছিল না। all in all সর্বেসর্বা: He is all in all in this matter. (taking it) all in all সবকিছু বিবেচনা করে। not as/so + adjective/adverb + as all that ততোটা: It is not so difficult as all that. not all that + adjective, adverb (কথ্য বা অশিষ্ট): It isn’t all that cheap, অতোটা সস্তা নয়।
- English Word Allah Bengali definition [আল্লাহ] (noun) আল্লাহ; খোদা; মুসলমানদের উপাস্য সর্বশক্তিমান ঈশ্বর।
- English Word allay Bengali definition [আলেই] (verb transitive) (ভয়, উত্তেজনা ইত্যাদি) লাঘব করা।
- English Word allege Bengali definition [আলেজ্] (verb transitive) অভিযোগ করা; সপক্ষে বা বিপক্ষে যুক্তি দেখানো; নজির দেখানো: An alleged thief, চোর হিসেবে কথিত ব্যক্তি। allegation [অ্যালাগেইশ্ন্] [Uncountable noun] অভিযোগ; [Countable noun] (অভিযোগের) প্রমাণবিহীন বিবৃতি: You have made serious allegations, but can you prove them? allegedly [অ্যালাগেইড্লি] (adverb)
- English Word allegiance Bengali definition [আলীজান্স্] [Uncountable noun] (ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রতি) কর্তব্য; নিষ্ঠা; বিশ্বস্ততা; আনুগত্য: The President administered the oath of allegiance to the Prime Minister.
- English Word allegory Bengali definition [অ্যালাগারি America(n) অ্যালাগোরি] [Countable noun] (আলংকারিক অর্থ) রূপক বর্ণনা; প্রতীকাশ্রয়ী কাহিনী: Bunyan’s book “Pilgrim’s Progress” is an allegory. allegoric [অ্যালগরিক্ America(n) অ্যালগোরিক্], allegorical [অ্যালগরিক্ল্] (adjective(s)).
- English Word allegro Bengali definition [আলেগ্রোউ, আলেইগ্রোউ] (noun), (adjective), (adverb) (সঙ্গীত) প্রাণবন্ত; চঞ্চল; দ্রুতলয় সম্পন্ন।
- English Word alleluia Bengali definition [আলিলূইআ] (interjection) = hallelujah, ঈশ্বরের প্রশংসামূলক ধর্মীয় সঙ্গীত।
- English Word allergen Bengali definition [অ্যালাজেন্] (noun) (চিকিৎসাশাস্ত্র) অ্যালার্জি–উৎপাদক দ্রব্যাদি। allergic [আলাজিক্] (adjective) অ্যালার্জিজাত; অ্যালার্জির ফলে উদ্ভূত। allergic to ১ কোনো বস্তুর প্রতি অ্যালার্জিপ্রবণ হওয়া: She is allergic to beef. (২) (কথ্য) কোনো ব্যক্তি বা বস্তুর প্রতি বিরূপ মনোভাবাপন্ন হওয়া: I don’t know why he is so allergic to me.
- English Word allergy Bengali definition [অ্যালাজি] [Countable noun] (চিকিৎসাশাস্ত্র) অ্যালার্জি।
- English Word alleviate Bengali definition [আলীভিএইট্] (verb transitive) (যন্ত্রণা, কষ্ট ইত্যাদি) লাঘব করা; উপশম করা। alleviation [আলীভিএইশ্ন্] (noun)
- English Word alley Bengali definition [অ্যালি] (১) [Countable noun] সরুগলি। blind alley কানাগলি; (লাক্ষণিক) যে কাজে বা পেশায় ভবিষ্যৎ উন্নতির পথ বন্ধ। (২) বাগানে বা পার্কে বেড়ানোর সরুপথ; বীথিকা; কুঞ্জপথ।
- English Word alliance Bengali definition [আলাইআন্স্] (noun) (১) [Uncountable noun] মৈত্রী। in alliance (with) মৈত্রীবন্ধনে আবদ্ধ; জোটভুক্ত। (২) [Countable noun] বৈবাহিক সূত্রে ব্যক্তির সঙ্গে ব্যক্তির বা পরিবারের সঙ্গে পরিবারের কিংবা চুক্তির মাধ্যমে রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের মৈত্রীবন্ধন।
- English Word alligator Bengali definition [অ্যালিগেইটা(র্)] (noun) একজাতীয় কুমির, চীনে ও আমেরিকায় দেখা যায়, এদের মুখ কম লম্বাটে এবং কিছুটা ভোঁতা। alligator pear (noun) এক জাতীয় নাশপাতি।
- English Word alliteration Bengali definition [আলিটারেইশ্ন্] [Uncountable noun] (ব্যাকরণ) অনুপ্রাস: safe and sound; rough and ready, kith and kin. alliterative [আলিট্রাটিভ্ America(n) আলিটারেইটিভ্] (adjective) অনুপ্রাসযুক্ত। alliteratively (adverb)
- English Word allocate Bengali definition [অ্যালাকেইট্] (verb transitive) allocate (to/for) ভাগ করে দেওয়া। allocation [অ্যালাকেইশ্ন] (noun) (১) [Uncountable noun] বণ্টন। (২) [Countable noun] allocate (to/for) কোনো কাজের জন্য বা কোনো ব্যক্তিকে বণ্টন।
- English Word allot Bengali definition [আলট্] (verb transitive) allot something (to) অংশ বণ্টন করে দেওয়া; দায়িত্ব ইত্যাদি ন্যস্ত করা: allot rooms to all the students. allotment ১ [Uncountable noun] বিভাজন; অংশ বণ্টন। (২) [Countable noun] অংশ, বিশেষত (British/Britain-তে) সবজি বাগান হিসেবে ইজারা দেওয়া ক্ষুদ্র আয়তনের সরকারি জমি। allot tee (noun) বণ্টিত অংশের প্রাপক।
- English Word allotropy Bengali definition [আলাট্রাপি] (noun) কোনো রাসায়নিক দ্রব্যের দুই বা ততোধিক দৈহিক রূপের অস্তিত্ব; বহুরূপতা; রূপবৈচিত্র্য। allotropic (adjective) বহুরূপী; বিচিত্ররূপী।
- English Word allow Bengali definition [আলাউ] (verb transitive), (verb intransitive) (১) অনুমতি দেওয়া: Please allow me to say a few words. (২) দেওয়া; প্রদান করা: He allows his son Tk 50 every month for books. (৩) (আইন সম্বন্ধীয়) কোনো কিছু বিধিসম্মত বা ন্যায়সঙ্গত বলে গ্রহণ করা: The judge allowed the claim. (৪) স্বীকার করা (বর্তমানে প্রচলিত শব্দ admit): I allow that for lack of time we couldn’t pay attention to all the aspects of the problem. (৫) allow for বিবেচনা করা: He ran quite fast, allowing for his recent illness. allow of মেনে নেওয়া; গ্রহণ করা: The situation allows of no delay (admit of এক্ষেত্রে অধিক প্রচলিত)।
- English Word allowance Bengali definition [আলাউআন্স্] (noun) (১) [Countable noun] ভাতা: a book allowance of Tk 1200 a year. (২) [Countable noun] রিবেট; ছাড়; ডিসকাউন্ট। (৩) (singular বা plural) make allowance(s) for বিবেচনা করা: We ought to make allowance(s) for his physical disabilities.
- English Word alloy Bengali definition [অ্যালয়] [Countable noun, Uncountable noun] ধাতব সংমিশ্রণ; খাদ: alloy steel. □ (verb transitive) [আলয়] খাদ মেশানো; (লাক্ষণিক) নষ্ট করা; দুর্বল করা।
- English Word allude Bengali definition [আলূড্] (verb intransitive) allude to পরোক্ষভাবে উল্লেখ করা; ইঙ্গিত করা: In his speech he alluded to Mr. Karim’s speech without naming him.
- English Word allure Bengali definition [আলুআ(র্)] (verb transitive) প্রলুব্ধ করা; মুগ্ধ করা। □(Countable noun, Uncountable noun] (সাহিত্যিক) মুগ্ধ বা প্রলুব্ধ করার মতো ক্ষমতা; সম্মোহন। alluring (participial adjective) মুগ্ধকর; জাদুকরী।
- English Word allusion Bengali definition [আলূজ্ন্] [Countable noun] allusion to পরোক্ষ উল্লেখ: Eliot’s Waste Land is difficult because it is full of allusions to past beliefs and ideas. allusive [আলূসিভ্] (adjective) পরোক্ষ উল্লেখসংবলিত।