• Bengali Word after 1 English definition [আ:ফ‌্টা(র্) America(n) অ্যাফ্‌টা(র্‌)] (adjective) (কেবল attributive(ly)) ১ পরবর্তী; পরেকার।
      (২) (নৌচালনবিদ্যা) জাহাজের পশ্চাদ্ভাগস্থ; পশ্চাৎ-; পশ্চাদ্‌-: the after cabin; the aftermast, পশ্চাৎ-মাস্তুল।
    • Bengali Word after 2 English definition [আ:ফ‌্টা(র্) America(n) অ্যাফ্‌টা(র্‌)] (adverb) পরবর্তীকালে; তারপর; পিছনে; পরে: Soon after (afterwards অধিক প্রচলিত রূপ) he sailed to India
    • Bengali Word after 3 English definition [আ:ফ‌্টা(র্) America(n) অ্যাফ্‌টা(র্‌)] (conjunction) পর; পরে: He entered the room after you had gone upstairs
    • Bengali Word after 4 English definition [আ:ফ‌্টা(র্) America(n) অ্যাফ্‌টা(র্‌)] (preposition(al)) ১ পরে: after five O’clock; after that, তারপর।
      (২) (ক্রমানুসারে) পরে: Set this chair after that one. (৩) পশ্চাতে; পিছে: He shut the door after him when he left the house. (৪) ফলে; তারপর: She will never come to see you after what you’ve done to her. (৫) after all (ক) সব সত্ত্বেও: after all his efforts, he could not save her life. (খ) তবু; তা সত্ত্বেও: You missed the train after all. (৬) (noun after noun প্যাটার্নে পারম্পর্য-সূচক) পর: day after day; time after time, বারবার। one (damned) thing after another একটার পর একটা অপ্রীতিকর ঘটনা ইত্যাদি। (৭) রীতিতে: a painting after Rubens. (do something) after a fashion; a man after my own heart, দ্রষ্টব্য fashion (১), heart (২). (৮) (verb’s-সহ, অনুসরণ, অনুসন্ধান-নির্দেশক): ran after the burglar. The visitors asked after you, আপনার সম্বন্ধে। be/get after somebody তিরস্কার, শাস্তিদান ইত্যাদি উদ্দেশ্যে খোঁজা: The police are after you. দ্রষ্টব্য look after, দ্রষ্টব্য name somebody after, দ্রষ্টব্য take after যথাক্রমে = look 1 (৬), = name 2 (১) এবং = take (১৬) ভুক্তিতে। (৯) (আইরিশ প্রয়োগরীতি) gerund-এর আগে বসে perfect tense-এর কাজ করে: He’s after drinking=has been drinking.
    • Bengali Word after- English definition [আ:ফ‌্টা(র্) America(n) অ্যাফ্‌টা(র্‌] prefix – উত্তর; পরবর্তী।
      after-care, [Uncountable noun] অসুস্থ ব্যক্তি, কারামুক্ত অপরাধী প্রভৃতির জন্য পরবর্তীকালীন পরিচর্যা; উত্তরকালীন সেবা। afterdamp (noun) কয়লার খনিতে গ্যাসের বিস্ফোরণোত্তর বিভিন্ন গ্যাসের বিষাক্ত মিশ্রণ। after-effect (noun) পরিণাম; বিলম্বিত ক্রিয়া। afterglow (noun) সন্ধ্যারাগ। (the) afterlife (noun) (ক) পরকাল; পরলোক। (খ) (বিশেষত কোনো বিশেষ ঘটনার পর) উত্তরজীবন। aftermath [আ:ফ‌্টা(র্)ম্যাথ্] (noun) (ঘাস সম্বন্ধে) (বিচালি কাটার পর) দ্বিতীয় দফার ফসল; (লাক্ষণিক) ফলাফল; পরিণাম: The aftermath of floods. afterthought [Uncountable noun] পরবর্তীকালীন অনুধ্যান; অনুচিন্তন; [Countable noun] অনুচিন্তা; অনুধ্যান।