A পৃষ্ঠা ১৯
- English Word alter ego Bengali definition [অ্যাল্টার ঈগৌউ 'America(n) ও:ল্টার ঈগৌউ] (noun) (লাতিন) আত্মস্বরূপ; অভিন্নহৃদয় বন্ধু।
- English Word altercation Bengali definition [ওল্টাকেইশ্ন্] [Uncountable noun] (আনুষ্ঠানিক) কলহ; বিবাদ; [Countable noun] ঝগড়া; কথা কাটাকাটি।
- English Word alternate 1 Bengali definition [ওল্টানাট্] (adjective) পালা করে; পর্যায়ক্রমিক: He has duties on alternate days, একদিন পরপর কাজে যায়। alternately (adverb) পর্যায়ক্রমিকভাবে।
- English Word alternate 2 Bengali definition [ওল্টানেইট্] (verb intransitive), (verb transitive) (১) পর্যায়ক্রমে একটার পর আর একটা সংঘটিত করা বা হওয়া: Most farmers alternate crops, একটার পর আর একটা ফসল লাগায়। (২) alternate between দুটি অবস্থার মধ্যে পর্যায়ক্রমে আবর্তিত হওয়া: He alternated between buoyancy and depression. alternate with পালাক্রমে আসা: Wet days alternated with sunny days. alternating current নিয়মিত বিরতিতে দিক পরিবর্তনকারী বিদ্যুৎপ্রবাহ। alternation [ওল্টানেইশ্ন্] (noun).
- English Word alternative Bengali definition [ওল্টানাটিভ্] (adjective) পরস্পর পরিবর্তনসাপেক্ষ; বৈকল্পিক: There is an alternative answer to the problem. alternative (noun) (১) [Countable noun] বিকল্প: There was no alternative to what he proposed. (২) দুইয়ের অধিক সম্ভাব্য জিনিসের মধ্যে কোনো একটি। alternatively (adverb) বিকল্পরূপে: a fine of Tk 10,000 or alternatively six months imprisonment.
- English Word although Bengali definition [ওল্দোউ] (conjunction) দ্রষ্টব্য though.
- English Word altimeter Bengali definition [অ্যাল্টিমীটা(র্) America(n) আলটিমাটার্] (noun) সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা নিরূপক এক প্রকার ব্যারোমিটার, এই যন্ত্র সাধারণত বিমানে ব্যবহৃত হয়।
- English Word altitude Bengali definition [অ্যাল্টিটিঊড America(n) অ্যালটিটূড্] (noun) (১) সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা। (২) (সাধারণত plural) সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচু কোনো জায়গা: It is difficult to breathe at these altitudes. (৩) (জ্যোতির্বিদ্যা) দিগন্তরেখার উপরে জ্যোতির্মণ্ডলীয় কোনো বস্তুর কৌণিক দূরত্ব।
- English Word alto Bengali definition [অ্যাল্টোউ] (noun) (১) মুদারা ও তারার মধ্যবর্তী পুরুষকণ্ঠ; একই সুরের নারীকণ্ঠ (contralto). (২) একই সুরের বাদ্যযন্ত্র: alto saxophone.
- English Word altogether Bengali definition [ওল্টাগেদা(র্)] (adverb) (১) সর্বাংশে; সম্পূর্ণত: The report is based altogether on facts. (২) সবটা নিয়ে; সব মিলিয়ে: His debts amounted to 50,000 altogether. (৩) মোটের উপর; সব দিক বিবেচনা করে: The salary is low and the office is too far away-altogether, it isn’t a satisfactory job.
- English Word altruism Bengali definition [অ্যাল্ট্রুইজাম্] [Uncountable noun] পরার্থবাদ; পরহিতব্রত; স্বার্থহীনতা; [Countable noun] পরহিতব্রত বা নিঃস্বার্থতার দৃষ্টান্ত। altruist [অ্যাল্ট্রুইস্ট্] (noun) পরহিতব্রতী; পরার্থবাদী। altruistic [অ্যাল্ট্রুইস্টিক্] (adjective) পরার্থসম্মত। altruistically [অ্যাল্ট্রুইজাম্ক্লি] (adverb) পরার্থসম্মতভাবে।
- English Word alum Bengali definition [অ্যালাম্] [Uncountable noun] ফিটকিরি। aluminous [অ্যালূমিনাস্] (adjective) ফি্টকিরিঘটিত।
- English Word aluminium Bengali definition [অ্যালিউমিনিআম্ America(n) = aluminum আলূমিনাম্] [Uncountable noun] এক প্রকার হালকা রুপালি ধাতু; অ্যালুমিনিয়াম।
- English Word alumna Bengali definition [আলাম্না] (noun) (America(n)) স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী।
- English Word alumnus Bengali definition [আলাম্নাস্] (noun) (plural alumni) (America(n)) স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র।
- English Word alveolar Bengali definition [অ্যাল্ভিওউলা(র্), অ্যাল্ভিআলা(র্)] (noun), (adjective) (ধ্বনিবিজ্ঞান) দন্তমূলীয় ব্যঞ্জনধ্বনি, যথা: t, d, s.
- English Word always Bengali definition [ওল্ওয়েইজ্] (adverb) (১) ব্যতিক্রমহীনভাবে সর্বদা: The sun always rises in the east. (২) (সাধারণত চলমান কালসমূহের সঙ্গে ব্যবহার্য) বারংবার; ক্রমাগত: She was always complaining of lack of money.
- English Word am 1 Bengali definition [‘I’-এর পরে ম্; অন্যথায় আম্; জোরালো উচ্চারণের ক্ষেত্রে: অ্যাম্] দ্রষ্টব্য be 1.
- English Word am 2, a.m. Bengali definition [এই এম্] (লাতিন ante meridiem–এর সংক্ষিপ্ত রূপ) রাত বারোটার পর থেকে পরের দিন দুপুর বারোটা পর্যন্ত সময়: 12.10 am, রাত বারোটা দশ মিনিট; 5 am, ভোর পাঁচটা; 8.15 am, সকাল সোয়া আটটা।
- English Word amadavat Bengali definition [অ্যামড্যাভাট্] (noun) দোয়েল পাখি।
- English Word amalgam Bengali definition [আমাল্গাম্] (noun) (১) পারদমিশ্র। (২) পোকায় খাওয়া দাঁতের গর্ত ভরাট করতে যে নরম উপাদান লাগে।
- English Word amalgamate Bengali definition [আম্যাল্গামেইট্] (verb transitive), (verb intransitive) (শ্রেণী, সমাজ, জাতি, ব্যবসায়িক প্রতিষ্ঠান) মেশানো; যুক্ত করা; মিলিত করা। amalgamation [আমাল্গামেইশ্ন্] [Uncountable noun] একত্রীকরণ; সংযুক্তিকরণ। [Countable noun] সংযোগ; মিলন।
- English Word amanuensis Bengali definition [আম্যানিউএনসিস্] (noun) লিপিকার; শ্রুতিলেখক বা অনুলেখক; কলমচি।
- English Word amaranth Bengali definition [অ্যামার্যান্থ্] (noun) যে ফুল কখনো শুকায় না; পারিজাত। amaranthine [অ্যামার্যান্থান্/অ্যামার্যান্থিন্] (adjective) চিরঅম্লান; রক্তবর্ণ।
- English Word amaryllis Bengali definition [অ্যামারিলিস্] (noun) রজনীগন্ধা–গোত্রীয় বৃক্ষলতাদি।
- English Word amass Bengali definition [আম্যাস্] (verb transitive) রাশীকৃত করা; পুঞ্জীভূত করা।
- English Word amateur Bengali definition [অ্যামটা(র্)] (noun) শৌখিন চিত্র বা সংগীত বা নাট্যশিল্পী; অপেশাদার ক্রীড়াবিদ: an amateur singer. amateurish [অ্যামটারিশ্] (adjective) আনাড়ি; ত্রুটিপূর্ণ। amateurism [অ্যামটার্ইজাম্] (noun)
- English Word amatory Bengali definition [অ্যামাটারি America(n) অ্যামাটোরি] (adjective) (আনুষ্ঠানিক) (বিশেষত যৌন) প্রেমঘটিত বা (যৌন) প্রেমউদ্দীপক; প্রণয়ীবিষয়ক; যৌনমিলনঘটিত।
- English Word amaze Bengali definition [আমেইজ্] (verb transitive) বিস্ময়াভিভূত করা: You amaze me; I was amazed to hear that … . amazing (participial adjective) বিস্ময়বিহ্বল করে তোলে এমন। amazingly (adverb) বিস্ময়করভাবে: The picture is amazingly life-like. amazement [Uncountable noun] প্রচণ্ড বিস্ময়: caused amazement among his friends.
- English Word amaze-balls Bengali definition [অ্যামেজবল্স্] (adjective) (অশিষ্ট) চমৎকার; উপভোগ্য; আকর্ষণীয়; বিস্ময়কর: The atmosphere was nothing special but the food was amaze-ball.