Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word alluvial Bengali definition [আলূভিআল্] (adjective) পাললিক; পলিমাটিজাত: alluvial soil/deposits.
  • English Word ally Bengali definition [আলাই] (verb transitive) (১) ally (oneself) to চুক্তিসূত্রে বা বিবাহ দ্বারা মৈত্রীসম্পর্ক স্থাপন করা: Great Britain was allied with the United States in both the World Wars; এই অর্থে The Allied Powers, মিত্রশক্তি: দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়ন, ফ্রান্স, ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের মৈত্রী জোট। (২) allied to (বস্তু) সম্বন্ধযুক্ত; সম্পর্কিত: Turkey is trying to allied herself to the EU. ally (noun) [অ্যালাই] সহযোগী; মিত্র; সহায়তা বা সমর্থনদানকারী ব্যক্তি।
  • English Word Alma Mater Bengali definition [অ্যালমা মা:টা(র্)] (noun) (লাক্ষণিক) গুরুসদন; যে শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ছাত্র শিক্ষালাভ করে কৃতবিদ্য হয়ে উঠেছে সেই প্রতিষ্ঠান; (America(n)) স্কুলে ব্যবহৃত বিদ্যালয়গীতি।
  • English Word almanac Bengali definition [ওল্‌মান্যাক্] (noun) বর্ষপঞ্জি; পঞ্জিকা
  • English Word almighty Bengali definition [ওল্‌মাইটি] (adjective) সর্বশক্তিমান; বিশেষত সর্বশক্তিমান ঈশ্বর: Almighty God. almighty (noun) the Almighty, আল্লাহ; পরমেশ্বর।
  • English Word almirah, almira Bengali definition [আল্‌মীরা:] (noun) জিনিসপত্র রাখার জন্য কপাট ও তাকযুক্ত আধারবিশেষ; আলমারি
  • English Word almond Bengali definition [আ:মান্‌ড্‌] (noun) কাঠবাদাম; খুবানিground almonds ভেঙ্গে গুঁড়া করা বাদাম। shelled almonds খোসা ছাড়ানো বাদাম। almond-eyed (adjective) পটোলচেরা চোখের অধিকারী। almond-oil (noun) বাদাম তেল।
  • English Word almoner Bengali definition [আ:মানা(র্) America(n) অ্যাল্‌মানা(র্)] (noun) (১) (পূর্বে প্রচলিত) যে কর্মচারী দরিদ্রদের মধ্যে অর্থ ও অন্যান্য সাহায্য বিতরণ করত(২) (Grate British/Britain) রোগীদের জন্য সমাজসেবামূলক কাজের দায়িত্বে নিয়োজিত হাসপাতালকর্মী
  • English Word almost Bengali definition [ওল্‌মোউস্‌ট্‌] (adverb) (১) (verb’s, adverb’s, adjective’s–সহ) প্রায়: Please wait, we’ve almost finished. (২) (no, none, nothing, never- সহ) প্রায় কিছুই; প্রায় কেউই: He is known as a scholar, though he has contributed almost nothing to his branch of knowledge.
  • English Word alms Bengali definition [আ:ম্‌জ্‌] (noun) (singular বা' plural) ভিক্ষা: give alms to somebody; ask/beg (an) alms of somebody. alms-box (noun) দানবাক্স। alms-giving (noun) ভিক্ষাদান। alms-house (noun) (প্রাচীন প্রয়োগ) সেবাশ্রম; মুসাফিরখানা।
  • English Word aloe Bengali definition [অ্যালোউ] (noun) (১) ঘৃতকুমারী গাছ(২) bitter aloes ঘৃতকুমারী পাতার রস– এই রস কবিরাজি ঔষধে লাগে
  • English Word aloft Bengali definition [আলফ্‌ট্‌ America(n) আলোফ্‌ট্‌] (adverb) উঁচুতে; কোনো কিছুর (বিশেষত জাহাজের মাস্তুলের) শীর্ষে।
  • English Word alone Bengali definition [আলোউন্‌] (predicatively adjective), adverb দ্রষ্টব্য lonely. (১) (= by oneself/itself) নিজে নিজে; একা একা; কারো সাহায্য ছাড়া: We found her sitting alone. She can’t do the cooking alone. (২) শুধু একা; নিজে: He knows what happened there. (৩) (in-সহ predicative(ly)-এ): We are not alone in thinking that. (৪) let alone দূরের কথা; দূরে থাক: He does not even trust his children, let alone his neighbours. let/leave somebody/something alone কাউকে/ কোনো কিছুকে না-ছোঁয়া/না-ঘাঁটানো: Let me alone please. let well alone বাড়াবাড়ি না করা; যেটুকু পাওয়া গেছে তাতে সন্তুষ্ট থাকা।
  • English Word along Bengali definition [আলঙ্ America(n) আলোঙ্] (adverb) (১) সম্মুখগামিতা বোঝাতে (verb’s- এর সঙ্গে ব্যবহৃত): He showed me the papers, as we went along. (২) (ঘনিষ্ঠদের মধ্যে আমন্ত্রণ জানানোর জন্য ব্যবহৃত; এক্ষেত্রে বিকল্প শব্দ over, across, up, down): Come along and see me sometime. (৩) all along দ্রষ্টব্য all 2 (১). get along, দ্রষ্টব্য get(১৭)। □ (preposition(al)) (১) কোনো কিছুর একপ্রান্ত থেকে আরেক প্রান্ত: They walked along the road. (২) along here এই দিকে; এই পথেalongside [আলঙ্‌সাইড্] (adverb), (preposition(al)) পাশাপাশি; ধার ঘেঁষে।
  • English Word aloof Bengali definition [আলূফ্‌] (adverb) আলাদাভাবে; পৃথকভাবেstand/hold/keep (oneself) aloof (from) দূরে দূরে থাকা; অংশ না-নেওয়া: He is young and shy and keeps aloof from his colleagues. aloof (adjective) নিরুত্তাপ; উদাসীন; আগ্রহহীন: He was polite But aloof. aloofness (noun)
  • English Word alopecia Bengali definition [অ্যালোউপাসিআ] (noun) (চিকিৎসাশাস্ত্র) ইন্দ্রলুপ্ত বা মাথায় টাক পড়ার অসুখ
  • English Word aloud Bengali definition [আলাউড্] (adverb) (১) অন্যে শুনতে পায় এমনভাবে; Please read the poem aloud. (২) দূর থেকে শোনা যায় এমন জোরে: Somebody called aloud for help.
  • English Word alp Bengali definition [অ্যাল্‌প্‌] (noun) (১) গিরিশৃঙ্গ; উঁচু পর্বত(২) the Alps ফ্রান্স ও ইতালির মাঝখানে অবস্থিত পর্বতমালা(৩) সুইজারল্যান্ডে পার্বত্য উপত্যকায় পশু চারণভূমি
  • English Word alpaca Bengali definition [অ্যাল্‌প্যাকা] (noun) (১) [Countable noun] মেষসদৃশ প্রাণী, এদের দক্ষিণ আমেরিকার পেরুতে দেখা যায়(২) [Uncountable noun] এই প্রাণীর লোমে তৈরি: an alpaca coat.
  • English Word alpana Bengali definition [আল্‌পনা] (noun) উৎসব-অনুষ্ঠান উপলক্ষে মেঝে, দেওয়াল, সিঁড়ি, রাস্তা প্রভৃতি স্থানে চালের গুঁড়ো, ফলের রস বা অন্য কোনো সাদা রং দিয়ে আঁকা লোকচিত্রকলা; আলপনা
  • English Word alpenstock Bengali definition [অ্যাল্‌পান্‌স্টক্] (noun) পর্বতারোহণে ব্যবহৃত এক রকম লোহার তৈরি আঁকশি
  • English Word alpha Bengali definition [অ্যাল্‌ফা] (noun) গ্রিক বর্ণমালার প্রথম বর্ণAlpha and Omega শুরু এবং শেষ। Alpha particle আলফা-কণা; উচ্চগতি হিলিয়াম নিউক্লিয়াস।
  • English Word alphabet Bengali definition [অ্যাল্‌ফাবেট্‌] (noun) (কোনো ভাষার লিখন পদ্ধতিতে) বর্ণ বা অক্ষরের অনুক্রম; বর্ণমালা: the Bengali alphabet (অর্থাৎ অ, আ, ক, খ ইত্যাদি); the English alphabet (অর্থাৎ A, B C ইত্যাদি)। alphabetical [অ্যাল্‌ফাবেটিক্‌ল্‌] (adjective) বর্ণানুক্রমিক। The words in any dictionary are printed in alphabetical order. alphabetically [অ্যাল্‌ফাবেট্‌ক্লি] (adverb) বর্ণানুক্রমিকভাবে।
  • English Word alpine Bengali definition [অ্যাল্‌পাইন্‌] (adjective) (১) আল্‌প্‌স পর্বতমালাবিষয়ক; যেকোনো পর্বত বা গিরিশৃঙ্গবিষয়ক: alpine plants. (২) অত্যন্ত উঁচু: alpine height. alpinist [আল্‌পিনিস্‌ট্‌] (noun) পর্বতারোহী।
  • English Word already Bengali definition [ওল্‌রেডি] (adverb) (সাধারণত ক্রিয়াপদের সঙ্গে বসে, তবে জোর দেওয়ার প্রয়োজনে বাক্যের অন্যত্র বসতে পারে)। (১) এই সময়ের বা ঐ সময়ের মধ্যে: He has already been there. (২) (নেতিবাচক ও প্রশ্নবোধক বাক্যে সাধারণত already–র পরিবর্তে yet ব্যবহৃত হয়। এই দুই প্রকার বাক্যে already বিস্ময় প্রকাশের জন্য ব্যবহৃত হয়ে থাকে): Have you got your ticket already? Is it 10 O’clock already? (৩) ইতিপূর্বে: I have been there already, so I don’t like to go there again.
  • English Word alright Bengali definition [ওল্‌রাইট্] = all right, দ্রষ্টব্য all 2 (১).
  • English Word Alsatian Bengali definition [অ্যাল্‌সেইশ্‌ন্‌] (noun) (America(n) = German shepherd) নেকড়ের মতো দেখতে এক জাতের বড় কুকুর, পুলিশি কাজে প্রায়ই এদের ব্যবহার করা হয়
  • English Word also Bengali definition [ওল্‌সোউ] (adverb) আরো; অধিকন্তু; এছাড়া; এমনকি…, ও (কথ্য ইংরেজিতে also-এর পরিবর্তে too এবং as well বেশী ব্যবহৃত): Bikramshila was also a great seat of learning in ancient India. You can also learn French here. Not only…but also শুধু/কেবল যে….ও: I not only saw him but also talked to him. also-ran (noun) (ঘোড়দৌড়) যে ঘোড়া প্রথম তিনটির একটিও নয়; (লাক্ষণিক) প্রতিযোগিতায় অকৃতকার্য ব্যক্তি।
  • English Word altar Bengali definition [ওল্‌টা(র্)] (noun) বেদিlead (a woman) to the alter (কোনো মহিলাকে) বিয়ে করা। altarage (noun) নৈবেদ্য। altar-piece (noun) বেদির পিছনে স্থাপিত চিত্রকর্ম বা ভাস্কর্য।
  • English Word alter Bengali definition [ওল্‌টা(র্)] (verb transitive), (verb intransitive) পরিবর্তন করা বা পরিবর্তিত হওয়া: Still he is pleasant and witty- hasn’t altered much. We must alter our economic policy. I must get my coat altered, it’s too tight for me now. alterable [ওল্‌টার্‌আব্‌ল্‌] (adjective) পরিবর্তনযোগ্য। alteration [ওল্‌টারেইশ্‌ন্] [Uncountable noun] পরিবর্তন; [Countable noun] পরিবর্তনের কাজ; পরিবর্তনের ফলশ্রুতি: There isn’t much alteration in the town, it’s almost the same as it was ten years ago.