• Bengali Word four English definition [ফো(র্)] (noun), (adjective) চার: a coach and four, চার ঘোড়ার গাড়ি; the four corners of the earth, পৃথিবীর সুদূরতম প্রান্ত।
    দ্রষ্টব্য পরি. ৪। four-letter word চার বর্ণের শব্দ, যা অশ্লীল বলে বিবেচিত (যেমন shit)। on all fours হামাগুড়ি দিয়ে; চার হাত পায়ে। be on all fours (with) হুবহু/অবিকল এক রকম হওয়া। a four চার মাল্লার বাইচের নৌকা; (ক্রিকেট) চার রানের মার। four in-hand (noun) সামনে অশ্বারোহী উপরক্ষ ছাড়া চার ঘোড়ার গাড়ি। four-part (adjective) (সংগীত) চার কণ্ঠের উপযোগী। four-pence [ফোপান্‌স্‌] (noun)' ৪ পেনি। fourpenny [ফোপ্‌নি America(n) ফোপেনি] (adjective) চার পেনি দামের: a four penny loaf. four-ply (adjective) (পশম, কাঠ ইত্যাদি) চার সুতার। four-poster (noun) পরদা বা চাঁদোয়া টানানোর জন্য চার খুঁটিওয়ালা খাট। four-pounder (noun)' ৪ পাউন্ড ওজনের গোলা নিক্ষেপের উপযোগী কামান। fourscore (adjective), (noun) চার কুড়ি আশি। four-square (adjective) বর্গাকার; (লাক্ষণিক) স্থির; সূদৃঢ়। four-wheeler (noun) চার চাকার ছেকড়া গাড়ি। fourfold [ফোফোউলড্] (adjective), (adverb) চারগুণ; চার ভাগে বিভক্ত। foursome [ফোসাম্‌] (noun) দুই যুগলের মধ্যে (বিশেষত গল্‌ফ) খেলা: a mixed foursome, প্রত্যেক জোড়ায় একজন পুরুষ এবং একজন মহিলাসহ। four-teen [ফোটীন্‌] (noun), (adjective) চৌদ্দ, চতুর্দশ, দ্রষ্টব্য পরি. ৪। fourteenth [ফোটীন্‌থ্‌] (noun), (adjective) চৌদ্দতম; চতুর্দশ, দ্রষ্টব্য পরি. ৪। fourth [ফোথ্‌] (noun), (adjective) চতুর্থ, দ্রষ্টব্য পরি. ৪। fourth of July (America(n)) স্বাধীনতা ঘোষণা দিবস (১৭৭৬)।