• Bengali Word pile 3 English definition [পাইল্] (verb transitive), (verb intransitive) ১ পাইল প্রস্তুত করা; পাইলের মতো স্তূপাকার করা: pile up dust; pile up books on the table; pile arms, (সাধারণত) চারটি রাইফেল একত্র করে মাটিতে এমনভাবে রাখা যাতে তাদের অগ্রভাগ পরস্পরকে স্পর্শ করে।
    pile it on (কথ্য) ফেনিয়ে তোলা; একই কথা বারবার বলা। pile on the agony (কথ্য) কোনো বেদনাদায়ক ঘটনার অতিরিক্ত ভারাক্রান্ত বর্ণনা। (২) pile up (ক) জড়ো করা: duties are being piled up. (খ) অনেক গাড়ি একত্রে একই জায়গায় দুর্ঘটনায় পতিত হওয়া। (৩) pile into/out of something অত্যন্ত বিশৃঙ্খল অবস্থার মধ্যে প্রবেশ করা; অনুরূপ অবস্থায় ফেলে যাওয়া: Students pile up into the auditorium.