• Bengali Word first 1 English definition [ফাস্‌ট্‌] (adjective) ১ (সংক্ষেপ 1st) প্রথম; পয়লা; আদি; আদ্য: first principles, মূল সূত্রাবলি।
    at first sight প্রথম দৃষ্টিতে; আপাতদৃষ্টিতে। in the first place প্রথমত; প্রথম কথা। first thing প্রথম কাজ/পদক্ষেপ। first things first সবচেয়ে জরুরি কাজ সবার আগে। not to know the first thing about something (কোনো বিষয়ে) কিছুই না-জানা। (২) (যৌগশব্দে বিশিষ্ট প্রয়োগ) first aid (noun) [uncountable noun] প্রাথমিক চিকিৎসা। first base (বেইসবল) মাঠে প্রথম বেইস দ্রষ্টব্য base 1 (৬). get to first base (লাক্ষণিক) সাফল্যের সঙ্গে শুরু করা। first class (noun) (জাহাজ, ট্রেন, বিমান ইত্যাদিতে) প্রথম শ্রেণি। দ্রষ্টব্য class (৭).first class (adjective) প্রথম শ্রেণির; উৎকৃষ্ট: a first class degree. □ (adverb) প্রথম শ্রেণিতে: travel first-class. first cost (noun) (বাণিজ্য) মুনাফা বাদে খরচ। first degree, দ্রষ্টব্য degree. first floor (noun) (British/Britain) দোতলা; (America(n)) নিচের তলা। first form (noun) (British/Britain) মাধ্যমিক বিদ্যালয়ের সর্বনিম্ন শ্রেণি। first-fruits (noun) (plural) মৌসুমের প্রথম ফসল; (লাক্ষণিক) কাজের প্রাথমিক ফল। first gear সর্বনিম্ন গিয়ার gear (১) দ্রষ্টব্য. firsthand (adjective), (adverb) সরাসরি(ভাবে) ; প্রত্যক্ষসূত্রে (প্রাপ্ত):firsthand information. at first hand সরাসরি; প্রত্যক্ষভাবে first lady (America(n)) রাষ্ট্রপ্রধান বা কোনো রাজ্যের গভর্নরের পত্নী first name (noun) (পারিবারিক নামের সঙ্গে বৈপরীত্যক্রমে) প্রদত্ত নাম; প্রথম নাম। first night (noun) (নাটক, অপেরা ইত্যাদি মঞ্চায়নের) প্রথম রজনী। সুতরাং, first-nighter (noun) যে ব্যক্তি নিয়মিতভাবে নাটক ইত্যাদির প্রথম রজনীতে দর্শক হিসেবে উপস্থিত থাকে। first mate (noun) দ্রষ্টব্য mate (২)। first of fender যে অপরাধী পূর্বে কখনো দণ্ডিত হয়নি; প্রথম অপরাধী। first person (ব্যাকরণ) উত্তম পুরুষ। first-rate (adjective) সর্বোৎকৃষ্ট শ্রেণির; শ্রেষ্ঠ; অত্যুত্তম; a first rate novel. □(adverb) (কথ্য) চমৎকারভাবে: getting on first rate . firstly (adverb) প্রথমত; সর্বপ্রথমে।