Bengali Word gall 1English definition [গোল্] (noun) [uncountable noun] ১ পিত্ত।
gall-bladder (noun) (ব্যবচ্ছেদবিদ্যা) পিত্তাশয়; পিত্তকোষ।
gall-stone (noun) পিত্তের পাথরি।
(২) তিক্ত অনুভূতি; বিদ্বেষ; কটূতা; গরল: with a pen dipped in gall.ও (কথা) ধৃষ্টতা।
Bengali Word gall 2English definition [গোল্] (noun) [countable noun] (অশ্বসজ্জা ইত্যাদি) ঘর্ষণের দরুন প্রাণীর বিশেষত ঘোড়ার শরীরে কষ্টদায়ক স্ফীতি; ঘষার ফলে অনাবৃত স্থান; ঘষটানি।
□ (verb transitive) (১) ঘষে ছাল তোলা।
(২) (লাক্ষণিক) মনঃপীড়া দেওয়া; ছোট করা; অবমাননা করা: gall somebody with one’s remarks.
Bengali Word gall 3English definition [গোল্] (adjective), (noun) ওক প্রভৃতি গাছের গায়ে কীটপতঙ্গজনিত অস্বাভাবিক বৃদ্ধি; বৃক্ষস্ফোট।
Bengali Word gallantEnglish definition [গ্যালইন্ট্] (adjective) ১ (পুরাতনী) সাহসিক; দুঃসাহসিক; অকুতোভয়; উদারচেতা: a gallant general; gallant deeds.
(২) চমৎকার; জমকালো; মহীয়ান: a gallant-booking ship.
(৩) (অপিচ [গইল্যান্ট্] স্ত্রীলোকের প্রতি বিশেষ সম্মান ও সৌজন্য প্রদর্শন করে এমন; স্ত্রী উপাসক; রমণীমোহন।
□ (অপিচ [গ্যাল্যান্ট্]) (noun) কেতাদুরস্ত এবং বিশেষত স্ত্রীলোকদের প্রতি বিশেষ আগ্রহী ও মনোযোগী যুবক; নাগর।
gallantly (adverb) অকুতোভয়ে; বীরের মতো।
gallantry (noun) (১) [uncountable noun] সাহস; বীরত্ব।
(২) [uncountable noun] স্ত্রীলোকের প্রতি বিশেষ আনুগত্য ও শিষ্টাচারপূর্ণ মনোযোগ।
(৩) [countable noun] (plural gallantries) কোনো নারীর উদ্দেশে বিস্তৃতভাবে মার্জিত বা প্রণয়পূর্ণ আচরণ বা ভাষণ; প্রণয়ভাষণ; নাগরালি।
Bengali Word galleonEnglish definition [গ্যালিআন্] (noun) উঁচু পশ্চাদ্ভাগবিশিষ্ট (১৫ থেকে ১৭ শতকের) স্পেনীয় পালতোলা জাহাজ।