• Bengali Word tight English definition [টাইট্] (adjective) (tighter, tightest) ১ কষা; আঁটা; কড়া; শক্ত; দৃঢ়।
    tight-lipped (adjective) দুই ঠোঁট দৃঢ়ভাবে বদ্ধ করে রেখেছে এমন; সাঁটা-ঠোঁট; খুব কম কথা বলে কিংবা কিছুই বলে না এমন; (লাক্ষণিক) করালদর্শন; ভীষণ। (২) দৃঢ়বদ্ধ; ঠাসা: a tight joint; (বিশেষত যৌগশব্দে) এমনভাবে তৈরি যাতে পদার্থবিশেষ ঢুকতে বা বের হতে পারে না: water tight, জলরোধী; air tight, বায়ুরোধী। (৩) ঠাসা: The suitcases are packed tight. (৪) (কথ্য) অত্যধিক সুরাজাতীয় পানীয় পান করেছে এমন: বোঝাই; টইটম্বুর: get tight every Friday. (৫) পুরাপুরি টানটান করা: a tight rope. tight-rope (noun) যে টানা দড়ির উপর দড়িবাজরা কসরত দেখায়; টানা-দড়ি। (৬) চাপপ্রসূত; অসুবিধাজনক। in a tight corner/spot (সাধারণত লাক্ষণিক) কঠিন বা বিপজ্জনক পরিস্থিতিতে। tight schedule যে সময়সূচি মেনে চলা কঠিন; ঠাসা সময়সূচি। tight squeeze ঠাসাঠাসি। (৭) (অর্থ) সহজলভ্য নয় এমন, যেমন ব্যাংকঋণ; অপ্রতুল। (৮) tight-fisted (adjective) কৃপণ; হাতটান; ব্যয়কুণ্ঠ। tight-laced (adjective) = strait-laced, দ্রষ্টব্য strait 1. tight-wad [টাইট্ওয়াড্] (noun) (অপশব্দ) কৃপণ। □(adverb)= tightly: squeeze/hold something tight. sit tight, দ্রষ্টব্য sit (১). (উল্লেখ্য যে plural- এর tight adverb ব্যবহৃত হয় না; এখানে অবশ্যই tightly ব্যবহার করতে হবে)। tightly (adverb) কষে; ঠাসাঠাসি করে; ঠেসে ইত্যাদি: tightly packed together; hold something tightly. tightness (noun) কষাকষি; ঠাসাঠাসি; টানাটানি; আঁটসাঁট; আঁটুনি। tighten (noun) [টাইট্‌ন্] (verb transitive), (verb intransitive) কষানো; টানটান হওয়া; কষা করা বা হওয়া; আঁটা; টেনে কষানো। tighten one’s belt (খাদ্যাভাবের সময়) উপবাস করা; পেটে পাথর বাঁধা; হিসাবি হওয়া।