Bengali Word cold 1English definition [কোউল্ড্] (adjective) ১ ঠাণ্ডা; শীতল; নিরুত্তাপ।
give somebody the cold shoulder (লাক্ষণিক) কারো সংসর্গ অপছন্দ করা; কাউকে ধমক দিয়ে দাবিয়ে রাখা।
cold shoulder (verb transitive) ধমক দিয়ে দাবিয়ে রাখা।
have cold feet ঝুঁকিপূর্ণ কোনো কাজ করতে ভয় পাওয়া বা পিছপা হওয়া।
leave one cold কারো মনের উপর দাগ কাটতে বা মন গলাতে ব্যর্থ হওয়া।
coldcomfort দুর্বল সান্ত্বনা।
coldcream গাত্রত্বক পরিষ্কার বা নরম করতে ব্যবহৃত মলম।
coldwar প্রকৃত যুদ্ধ ছাড়া প্রতিপক্ষের বিরুদ্ধে অপপ্রচার; অর্থনৈতিক ব্যবস্থা গ্রহণ ইত্যাদির মাধ্যমে শ্রেষ্ঠত্বের লড়াই; ঠাণ্ডা লড়াই।
coldblooded (adjective) (লাক্ষণিক) অনুভূতিহীন; নিষ্ঠুর: coldblooded murder.
(২) (লাক্ষণিক) (ক) সৌজন্যহীন; আন্তরিকতাহীন; নিষ্প্রাণ: cold reception.(খ) উত্তেজনাহীন; আবেগহীন।
(৩) (রং) নিষ্প্রাণ (যথা ধূসর ও নীল)।
coldly (adverb)
coldness (noun)
Bengali Word cold 2English definition [কোউল্ড্] (noun) ১ [uncountable noun] (the) cold নিম্ন তাপমাত্রা; শৈত্য।
(be left) out in the cold (লাক্ষণিক) উপেক্ষিত বা অবহেলিত হওয়া।
(২) [uncountable noun] (পদার্থবিদ্যা) পানির হিমাঙ্ক বা তার নিচের তাপমাত্রা।
(৩) [countable noun, uncountable noun] সর্দি: catch/have a cold.
(৪) cold turkey (অপশব্দ British/Britain) কোনো অপ্রীতিকর ঘটনার সত্যভাষণ বা সত্যতা প্রকাশ।
(৫) cold fish (noun) কোনো বিষয়কে অনুমোদিত করার ব্যাপারে নিরুৎসাহ ও বন্ধুত্বশূন্য ভাবপ্রদর্শন।
□ (noun) যে ব্যক্তি খিস্তিখেউড় করে; ভর্ৎসনাকারী।
scolding (noun) [countable noun] খিস্তিখেউড়; খিটিমিটি; খিচিমিচি; কঠোর ভর্ৎসনা; বকুনি: give somebody/get a scolding for making a mistake.