s পৃষ্ঠা ৪৯
- English Word splurge Bengali definition [স্প্লজি্] (verb intransitive), (noun) (কথ্য) জাহির করা; জাহির।
- English Word splutter Bengali definition [স্প্লাটা(র্)] (verb intransitive), (verb transitive) (১) (উত্তেজনা ইত্যাদির ফলে) দ্রুত ও অসংলগ্নভাবে কথা বলা। (২) splutter something (out) দ্রুত, অসংলগ্ন ও অস্পষ্টভাবে বলা: splutter out a few words. (৩) ফুত ফুত শব্দ করা; থুতু ফেলার মতো শব্দ করা: The diver came spluttering to the surface of the water. □ (noun) [uncountable noun] থুতু বা ফুত ফুত শব্দ।
- English Word spoil Bengali definition [স্পয়ল্] (verb transitive), (verb intransitive) (১) অকেজো করা; ক্ষতিগ্রস্ত করা; নষ্ট করা: fruit spoilt by insects; a cricket match spoilt by rain; spoil one’s appetite by taking too much tea. Don’t spoil your vote by marking the ballot paper in the wrong place. spoil-sport (noun) যে ব্যক্তি অন্যদের আনন্দ-উপভোগ বাদ সাধে। (২) অতিরিক্ত প্রশ্রয় দিয়ে স্বভাব নষ্ট করা: She is not one of those parents who spoil their children. (৩) (কারো) সুখস্বাচ্ছন্দ্য, ইচ্ছা-অনিচ্ছার প্রতি সারাক্ষণ লক্ষ রাখা: I would like to have a wife who would spoil me.৪ খাদ্য ইত্যাদি) নষ্ট হয়ে যাওয়া; ব্যবহারের অনুপযোগী হওয়া: Some kinds of food soon spoil. (৫) be spoiling for (মুখ্যত লড়াই, মারামারি ইত্যাদির জন্য) উন্মুখ হওয়া। (৬) spoil somebody (of something) (প্রাচীন প্রয়োগ অথবা সাহিত্যিক; এক্ষেত্রে past tense ও past participle সর্বদা spoiled, কখনো spoilt নয়) লুণ্ঠন করা; গোপনে বঞ্চিত করা বা বলপূর্বক কেড়ে নেওয়া: spoil somebody of his money. (noun) (plural) [uncountable noun] লুটের মাল: The robbers divided up the spoil(s). (২) (plural) লাভ; রাজনৈতিক ক্ষমতার সূত্রে প্রাপ্ত সুযোগ-সুবিধা: the spoils of office, পদাধিকারবলে প্রাপ্ত সুযোগ সুবিধা; the spoils system, (কতিপয় দেশে) ক্ষমতা লাভকারী রাজনৈতিক দলের সমর্থকদের বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধাসহ সরকারি চাকরি প্রদান করার রীতি। (৩) [uncountable noun] খননকালে কিংবা ময়লা নিষ্কাশনকালে উপরে নিক্ষিপ্ত মাটি, আবর্জনা ইত্যাদি।
- English Word spoke 1 Bengali definition [স্পোক্] (noun) (১) চাকার শিক; স্পোক: put a spoke in somebody’s wheel, কাউকে বাধাগ্রস্ত করা; কারো কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করা। (২) মইয়ের ধাপ।
- English Word spoke 2 Bengali definition [স্পোক্], spoken [স্পোকান্] যথাক্রমে speak ক্রিয়াপদের past tense ও past participle
- English Word spokesman Bengali definition [স্পোক্স্মান্] (noun) মুখপাত্র।
- English Word spoliation Bengali definition [স্পোলিএইশ্ন্] (noun) [uncountable noun] যুদ্ধরত দেশ কর্তৃক নিরপেক্ষ দেশের বাণিজ্যিক জাহাজ লুণ্ঠন।
- English Word sponge Bengali definition [স্পান্জ্] (noun) (১) [countable noun] সহজে পানি শুষে নিতে পারে এমন ছোট ছোট ছিদ্রযুক্ত স্থিতিস্থাপক পদার্থ দ্বারা গঠিত কতিপয় সরলদেহ সামুদ্রিক প্রাণী; এ রকম প্রাণীর যেকোনোটি অথবা ধোয়ামোছার কাজে ব্যবহৃত অনুরূপ গঠনের কোনো বস্তু (যথা সচ্ছিদ্র রাবার)। pass the sponge over মুছে ফেলা, (বিদ্যমান তিক্ততা, অপমান, অসম্মান ইত্যাদি) ভুলে যেতে রাজি হওয়া। throw up/in the sponge পরাজয় বা ব্যর্থতা স্বীকার করা। (২) শল্যচিকিৎসায় ব্যবহৃত বিশোষক বস্তু, যথা গজ (gauze), স্পঞ্জ; বন্দুকের নল ইত্যাদি পরিষ্কার করার জন্য বিশোষক বস্তু দিয়ে তৈরি উপকরণবিশেষ। (৩) sponge-cake (noun) ময়দা, ডিম ও চিনি দিয়ে তৈরি নরম হালকা হলদে পিঠা বা কেক। □ (verb transitive), (verb intransitive) (১) sponge something (out) স্পঞ্জ বা বিশোষক বস্তু দিয়ে ধোয়া, মোছা বা পরিষ্কার করা: sponge a wound; sponge out a bad memory, তিক্ত স্মৃতি মুছে ফেলা। (২) sponge something (up) স্পঞ্জ দিয়ে (তরল পদার্থ) তুলে নেওয়া বা শুষে নেওয়া: sponge up the spilt ink. (৩) sponge on/upon somebody (কথ্য) কারো ঘাড়ে চেপে খাওয়া, তার কাছ থেকে অর্থ গ্রহণ করা, কিন্তু বিনিময়ে কিছু না-দেওয়া: sponge (up) on one’s friends. sponge something (from somebody) কারো কাছ থেকে কোনোকিছু বাগিয়ে নেওয়া: sponge a lunch from an old friend. sponger (noun) যে ব্যক্তি কারো ঘাড়ে চেপে খায়দায়, টাকা নেয়; পরজীবী। spongy (adjective) স্পঞ্জের মতো নরম, সচ্ছিদ্র ও স্থিতিস্থাপক। sponginess (noun)
- English Word sponsor Bengali definition [স্পন্সা(র্)] (noun) (১) যে ব্যক্তি অন্যের দায়িত্ব গ্রহণে প্রতিশ্রুতিবদ্ধ হয়। (২) যে ব্যক্তি কোনো প্রস্তাব সর্বপ্রথম উত্থাপন করে বা সর্বপ্রথম তার জামিনদার হয়; যে ব্যক্তি বা প্রতিষ্ঠান (আপন সামগ্রীর বিজ্ঞাপনের বিনিময়ে) কোনো বেতার বা টিভি অনুষ্ঠানের ব্যয়ভার বহন করে। □ (verb transitive) কারো দায়িত্বগ্রহণে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া; (বেতার বা টিভি অনুষ্ঠান জাতীয়) কোনোকিছুর ব্যয়ভার বহন করা।
- English Word spontaneous Bengali definition [স্পন্টেইনিআস্] (adjective) স্বতঃস্ফূর্ত: make a spontaneous offer of help. spontaneous combustion বাইরে থেকে অগ্নিসংযোগ দ্বারা নয়, পদার্থের অভ্যন্তরে রাসায়নিক পরিবর্তনের ফলে সৃষ্ট দহন; স্বতোদহন। spontaneously (adverb) spontaneousness, spontaneity [স্পন্টানীআটি] (noun(s))
- English Word spoof Bengali definition [স্পূফ্] (verb transitive), (noun) (অপশব্দ) ধাপ্পা (দেওয়া); জুয়াচুরি (করা); ঠকানো: You have been spoofed, তোমাকে ঠকিয়েছে।
- English Word spook Bengali definition [স্পূক্] (noun) (রসাত্মক) ভূত। spooky (adjective) ভুতুড়ে: a spooky house, ভুতুড়ে বাড়ি।
- English Word spool Bengali definition [স্পূল্] (noun) (সুতা, তার, ফিল্ম, টাইপ রাইটারের ফিতা ইত্যাদি গুটিয়ে রাখার) নাটাই, টাকু বা কাটিম।
- English Word spoon 1 Bengali definition [স্পূন্] (noun) চামচ; tea/table spoon. be born with a silver spoon in one’s mouth, দ্রষ্টব্য silver (১). spoon-feed (verb transitive) (ক) (শিশু ইত্যাদিকে) চামচ দিয়ে খাওয়ানো। (খ) (লাক্ষণিক) (কাউকে) মাত্রাতিরিক্ত সাহায্য করা বা সবকিছু বুঝিয়ে-পড়িয়ে-শিখিয়ে দেওয়া: Some students expect their teachers to spoon-feed them. □ (verb transitive) spoon something out/up চামচে করে দেওয়া/নেওয়া: spoon out the curry. Spoon up your soup. spoonful [স্পূন্ফুল্] (noun) এক চামচ পরিমাণ।
- English Word spoon 2 Bengali definition [স্পূন্] (verb intransitive) (সেকেলে কথ্য) এমন আচরণ করা যাতে মনে হয় আলোচ্য ব্যক্তি প্রেমাসক্ত হয়ে পড়েছে; প্রণয়াবিষ্ট আচরণ করা।
- English Word spoonerism Bengali definition [স্পূনারিজাম] (noun) [countable noun] প্রারম্ভিক ধ্বনির ভ্রান্ত বিন্যাসের ফলে সৃষ্ট শব্দবিপর্যয়, যথা: well-oiled bicycle-এর স্থলে well-boiled icicle.
- English Word spoor Bengali definition [স্পূআ(র্)] (noun) [countable noun] কোনো বন্যপ্রাণীর পথরেখা, এই পথরেখা ধরে প্রাণীটিকে অনুসরণ করা যায়।
- English Word sporadic Bengali definition [স্প্যার্যাডিক্] (adjective) এখানে-সেখানে বা মাঝে মাঝে ঘটে কিংবা দেখা যায় এমন; বিক্ষিপ্ত: sporadic firing. sporadically [স্প্যার্যাডিক্লি] (adverb)
- English Word spore Bengali definition [স্পো(র্)] (noun) [countable noun] যে বীজাণু বা রেণুর সাহায্যে শেওলাজাতীয় অপুষ্পক উদ্ভিদ বংশবিস্তার করে; বীজগুটি।
- English Word sporran Bengali definition [স্পরান্] (noun) স্কটল্যান্ডের পার্বত্যাঞ্চলে পুরুষদের ঘাগরার সামনের দিকে পরিহিত ছোট পশমি থলি বা বটুয়া।
- English Word sport Bengali definition [স্পোট্] (noun) (১) [uncountable noun] আমোদ; মজা; ঠাট্টা; কৌতুক: say something in sport, ঠাট্টার ছলে কিছু বলা; make sport of somebody, কাউকে নিয়ে মজা করা, অর্থাৎ তাকে বোকা বানানো। (২) [uncountable noun] বহিরঙ্গন ক্রীড়া; খেলাধুলা; স্পোর্ট; [countable noun] নির্দিষ্ট ধরনের বহিরঙ্গন ক্রীড়া বা খেলা: fond of sport; athletic sports. (৩) (plural) ক্রীড়া প্রতিযোগিতা: The school sports. (৪) (যৌগশব্দ) sports-car (noun) মোটরদৌড়-প্রতিযোগিতায় ব্যবহারের জন্য বিশেষভাবে নির্মিত উঁচু গতিসম্পন্ন ছোট মোটরগাড়ি। sport-coat/-jacket বিশেষত ক্রীড়াচর্চায় ব্যবহৃত এক ধরনের কোট। sport-editor (noun) সংবাদপত্রের ক্রীড়াবিভাগের সম্পাদক। sportsman [মান্] (noun) (ক) ক্রীড়াবিদ; খেলোয়াড়, স্পোর্টসম্যান। (খ) যে ব্যক্তি খেলতে গিয়ে অসদুপায় অবলম্বন করে না, ঝুঁকি নিতে প্রস্তুত থাকে এবং হেরে গেলেও মনোবল হারায় না; খেলোয়াড়ি মনোবৃত্তিসম্পন্ন। এর থেকে, sportsmanship [স্পোট্ শিপ্] (noun) sportsmanlike (adjective) খেলোয়াড়োচিত, খেলোয়াড়সুলভ; খেলোয়াড়ি মনোবৃত্তিসম্পন্ন। (৫) (কথ্য) খেলোয়াড়, সহজ; অমায়িক লোক: Come on, be a sport!৬ অস্বাভাবিক উদ্ভিদ বা প্রাণী। □ (verb intransitive), (verb transitive) (১) খেলা করা; মজা করা: The children are sporting about in the rain. (২) মানুষকে গর্ব ভরে দেখানোর জন্য রাখা বা পরা: He sported a walrus moustache. She sported a diamond ring. sporting (adjective) (১) খেলাধুলাসংক্রান্ত; খেলাধুলায় আগ্রহী। (২) পরাজয়ের ঝুঁকি নিতে ইচ্ছুক; পরাজয়ের ঝুঁকিসম্পন্ন: make somebody a sporting offer; give somebody a sporting chance. (৩) খেলোয়াড়োচিত: It was very sporting of him to give me such an advantage. sportingly (adverb)
- English Word sportive Bengali definition [স্পোটিভ্] (adjective) কৌতুকপ্রিয়; হাসিখুশি। sportively (adverb) sportiveness (noun)
- English Word spot Bengali definition [স্পট্] (noun) (১) ক্ষুদ্র (বিশেষত গোল) দাগ; The leopard has spots. (২) ময়লা দাগ: He had spots of mud on his trousers. (৩) গায়ের চামড়ার উপর ক্ষুদ্র লাল দাগ; ফুসকুড়ি; She had spots on her face. (৪) (লাক্ষণিক) কলঙ্ক: There isn’t a spot on his career. (৫) ফোঁটা: I felt a few spots of rain. (৬) নির্দিষ্ট স্থান বা অঞ্চল; অকুস্থল: This is the very spot where he was assassinated. TV/radio spot টিভি/রেডিও অনুষ্ঠানের মধ্যবর্তী বিজ্ঞাপনের স্থান। (৭) (phrase-সমূহ) a spot check তাৎক্ষণিক তদন্ত। a tender spot (লাক্ষণিক) ব্যক্তিবিশেষের জন্য স্পর্শকাতর বিষয়। in a spot সংকটপূর্ণ অবস্থানে; কঠিন পরিস্থিতিতে। knock spots off somebody কাউকে সহজেই ছাড়িয়ে যাওয়া। on the spot (ক) অকুস্থলে; যেখানে দরকার ঠিক সেইখানে: The police were on the spot in less than ten minutes of the incident. (খ) তক্ষুনি; তৎক্ষণাৎ: He fell dead on the spot. (গ) (অপশব্দ) সংকটাপন্ন অবস্থা। the person on the spot স্থানীয় লোক (যিনি স্থানীয় অবস্থা, ঘটনাবলি ইত্যাদি সম্পর্কে ওয়াকিবহাল এবং সেগুলো মোকাবিলায় সক্ষম): We left the matter to the people on the spot. put somebody on the spot (ক) কাউকে বিপদে ফেলা: They put him on the spot there, he couldn’t say no to their last request. (খ) (মাস্তান) খুনের সিদ্ধান্ত নেওয়া (যেমন প্রতিদ্বন্দী মাস্তানের বেলায় হতে পারে)I put one’s finger on/find somebody’s weak spot কারো (স্বভাব, চরিত্র, মন ইত্যাদির) দুর্বল স্থানটি চিহ্নিত করা। (৮) (বাণিজ্য) spot cash মান সরবরাহের সঙ্গে সঙ্গে মূল্য প্রদান। spot prices এরকম বাণিজ্যিক লেনদেনে উদ্ধৃত মূল্যতালিকা। (৯) (British/Britain কথ্য) স্বল্প পরিমাণ: a spot of work, সামান্য কিছু কাজ; a spot of brandy, সামান্য পরিমাণ ব্র্যান্ডি। (verb transitive), (verb intransitive) (১) ফোঁটা ফোঁটা দাগ দেওয়া; ফোঁটা ফোঁটা দাগ লাগা: The table was spotted with ink. (২) (অনেকের মধ্য থেকে একজনকে বা অনেক কিছুর মাঝ থেকে একটিকে) বেছে নেওয়া; চিনতে পারা; দেখা। (৩) (কথা) হালকা বৃষ্টি হওয়া: It’s beginning to spot with rain. spotted (adjective) ফোঁটা ফোঁটা দাগযুক্ত, যেমন চিতাবাঘ কিংবা কতিপয় শ্রেণির পাখি বা ছিটকাপড়। spotted fever এক ধরনের মেনিনজাইটিস বা টাইফয়েড রোগ। spotless (adjective) দাগহীন; নিঙ্কলঙ্ক; পরিষ্কার: a spotless wall; a spotless reputation. spotlessly (adverb) নিঙ্কলঙ্কভাবে; পরিষ্কারভাবে। spotty (adjective) (১) দাগযুক্ত: a spotty complexion. (২) অসম গুণের: a spotty piece of work, পুরোটা একইভাবে করা হয়নি এমন কাজ। spotter (noun) যে ব্যক্তি চিহ্নিত করে, যেমন aircraft-spotter, যে (যুদ্ধে) বিভিন্ন ধরনের বিমানের দিকে নজর রাখে এবং সেগুলোর ধরন চিহ্নিত করে।
- English Word spotlight Bengali definition [স্পট্লাইট্] (noun) [countable noun] কোনো নির্দিষ্ট স্থান বা ব্যক্তির উপর নিবন্ধ তীব্র আলো (নাট্যমঞ্চে যেমনটি ব্যবহৃত হয়); এরকম আলো প্রক্ষেপক বস্তু বা প্রজেক্টর: She likes to be in the spotlight, (লাক্ষণিক) (লোকচক্ষুর মধ্যমণি/কেন্দ্রবিন্দু হতে চায়। □ (verb transitive) এ রকম আলো প্রক্ষেপ করা।
- English Word spouse Bengali definition [স্পাউজ্ America(n) স্পাউস] (noun) (আইন সম্বন্ধীয় বা পুরাতনী) স্বামী বা স্ত্রী।
- English Word spout Bengali definition [স্পাউট্] (noun) [countable noun] (১) তরল পদার্থ নির্গমনের নল বা মুখ (যেমন ছাদের পানি নির্গমনের জন্য ব্যবহৃত নল, চা-দানি বা টিপট থেকে চা ঢেলে দেওয়ার নলাকৃতি মুখ)। (২) প্রবল বেগে নির্গত বা উৎসারিত জলস্রোত বা অনুরূপ কোনো পদার্থ। (৩) up the spout (অপশব্দ) (ক) বন্ধক অবস্থায়। (খ) কঠিন অবস্থায়, ভগ্ন দশায় ইত্যাদি। (গ) গর্ভবতী। □ (verb transitive), (verb intransitive) (১) spout (out) (তরল) প্রবলবেগে নির্গত করা বা হওয়া: water spoutআing from a plastic hose. (২) (কথ্য) সাড়ম্বরে বলা বা আবৃত্তি করা: She is in the habit of spouting unwanted advice.
- English Word sprain Bengali definition [স্প্রেইন্] (verb transitive) মচকানো: sprain one’s ankle. □ (noun) [countable noun] মচকানি: sprained knee.
- English Word sprang Bengali definition [স্প্র্যাঙ্] spring ক্রিয়াপদের past tense
- English Word sprat Bengali definition [স্প্র্যাট্] (noun) খাদ্য হিসেবে ব্যবহৃত ছোট জাতের ইউরোপীয় সামুদ্রিক মাছ।
- English Word sprawl Bengali definition [স্প্রোল্] (verb intransitive) (১) হাত-পা ছড়িয়ে শোয়া বা বসা; হাত-পা ছড়িয়ে পড়া: He was sprawling on the floor. (২) (উদ্ভিদ, হাতের লেখা ও লাক্ষণিকভাবে বড় শহর) এলোমেলো ও অসমভাবে ছড়িয়ে পড়া: New suburbs are sprawling out into the countryside. □ (noun) [uncountable noun, countable noun] হাত-পা ছড়িয়ে শয়ন বা উপবেশন বা চলন; বিশেষত এলোমেলোভাবে গড়ে-ওঠা ঘরবাড়ি নিয়ে গঠিত বিস্তৃত এলাকা: Dhaka’s suburban sprawl.