s পৃষ্ঠা ৪৮
- English Word spinnish Bengali definition [স্পিনিশ্] (noun) ('Spin' আর 'English' মিলে তৈরি) (১) মিডিয়ার সামনে মুখপাত্রের ভাষা (বিশেষত কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক নেতার)। (২) কোনো গভীর বিষয় কোনো কর্পোরেট মুখপাত্র যে ভাষায় বোঝানোর চেষ্টা করেন: He speaks so much spinnish.
- English Word spinster Bengali definition [স্পিন্স্টা(র্)] (noun) (সাধারণত আনুষ্ঠানিক বা আইনগত ব্যবহার) অবিবাহিতা মহিলা; চিরকুমারী। spinsterhood [স্পিন্স্টা(র্)হুড্] (noun) চিরকুমারিত্ব।
- English Word spiral Bengali definition [স্পাইআরাল্] (adjective), (noun) পেঁচালো, পেঁচানো বা সর্পিল গতি, আকৃতি ইত্যাদি: A snail’s shell is spiral. The rocket went up in a spiral. □ (verb intransitive) ঘুরে ঘুরে বা প্যাঁচিয়ে প্যাঁচিয়ে উপরের দিকে উঠা: The smoke spiralled up.
- English Word spire Bengali definition [স্পাইআ(র্)] (noun) (বিশেষত গির্জার) মোচাকার চূড়া।
- English Word spirit Bengali definition [স্পিরিট্] (noun) (১) [countable noun, uncountable noun] আত্মা; মানুষের নৈতিক বা মানসিক দিক: He was wounded in spirit, অন্তরে আঘাত পেয়েছিল; the spirit and the flesh, দেহ ও মন। the Holy Spirit খ্রিষ্টানদের পবিত্র ত্রিমূর্তির (the Trinity) তৃতীয় পুরুষ। (২) [countable noun] দেহ থেকে স্বতন্ত্র বিবেচিত আত্মা; বিদেহী আত্মা: the abode of spirits, আত্মার নিবাস, believe in spirits, প্রেতাত্মায় বিশ্বাস করা। (৩) [countable noun] ভূত; প্রেত; প্রেতাত্মা। (৪) [uncountable noun] নিরাকার চৈতন্য; অতিলৌকিক বা অতিপ্রাকৃত শক্তি বা সত্তা: God is pure spirit. (৫) [countable noun] (সর্বদা বিশেষণসহযোগে) নৈতিক, মানসিক বা হৃদয়ানুভূতির দিক থেকে বিবেচিত ব্যক্তি: What a generous spirit he is! moving spirit কোনো ধ্যানধারণা, প্রকল্প-পরিকল্পনা ইত্যাদির সৃজক ও বাহক; চালিকাশক্তি। (৬) সাহসিকতা; তেজস্বিতা; সজীবতা প্রভৃতি গুণ: Put a little more spirit into your work. He has the spirit of a guerrilla leader. (৭) (শুধু singular) মনোভাব: They did it in a spirit of cooperation. (৮) [uncountable noun] (আক্ষরিক অর্থের বিপরীতে) আইন, বিধান, নীতি, নির্দেশ প্রভৃতির অন্তর্নিহিত অর্থ বা অভিপ্রায়: We obeyed the spirit, not the letter of the law. (৯) (plural) মানসিক অবস্থা: in high spirits, উচ্ছ্বসিত; in poor/low spirits, out of spirits, মনমরা; বিষণ্ণ; keep up one’ s spirits, মেজাজ ঠিক রাখা, মন চাঙ্গা করা বা চাঙ্গা রাখা। (১০) (শুধু singular)) প্রভাব বা প্রবণতা: Very few can escape the spirit of the times, সময়ের প্রভাব। (১১) [uncountable noun] চোলাই-করা তরল পদার্থ; কোহল; স্পিরিট। spirit-lamp/ spirit-stove (noun) স্পিরিটের সাহায্যে যে বাতি জ্বলে; স্পিরিট-ল্যাম্প; স্পিরিটের সাহায্যে যে চুলা জ্বলে; স্পিরিটি-চুলা। spirit-level (noun(s)) কোনোকিছুর উপরিভাগ অনুভূমিক বা সমতল কি না দেখানোর জন্য বায়ু-বুদ্বুদসংবলিত পানি বা কোহল দ্বারা আংশিকভাবে পূর্ণ কাচের টিউব বা নল। (১২) (plural) কোহলে দ্রবণীয় পদার্থ: spirits camphor/turpentine. (১৩) (সাধারণত plural) কড়া মদ; a glass of spirits and water. I drink no spirit but rum. □ (verb transitive) spirit somebody/something away/off কাউকে/কোনোকিছুকে গোপনে বা রহস্যজনকভাবে দ্রুত সরিয়ে নেওয়া; অদৃশ্য করে দেওয়া: We turned round and saw no trace of the man; It was as though he had been spirited away to a distant land. spirited [স্পিরিটিড্] (adjective) (১) সজীব; সতেজ; প্রাণবন্ত; সাহসী: a spirited defence; a spirited conversation. (২) (যৌগশব্দে): high/-low-/poor-spirited, উচ্ছ্বসিত/বিষণ্ণ। spiritless (adjective) নিষ্প্রাণ; নির্জীব; সাহসহীন; মনমরা; বিষণ্ণ।
- English Word spiritual Bengali definition [স্পিরিচুআল্] (adjective) (১) আত্মিক বা আধ্যাত্মিক বা অন্তর্জাগতিক; ধর্মীয়; অপার্থিব; ঐশ্বরিক: He was concerned about her spiritual well-being, তার আধ্যাত্মিক কল্যাণের বিষয়ে উদ্বিগ্ন ছিল। (২) ভৌতিক; অতিপ্রাকৃত। (৩) গির্জাবিষয়ক, যাজকীয়: Lords spiritual, (British/Britain) লর্ডসভার রাজকীয় সদস্য। □ (noun) (Negro) spiritual যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গদের গাওয়া ধর্মীয় সংগীত। spiritually [স্পিরিচুআলি] (adverb) spirituality [স্পিরিচুঅ্যালাটি] (noun) [uncountable noun] আধ্যাত্মিক গুণ; আধ্যাত্মিকতা।
- English Word spiritualism Bengali definition [স্পিরিচুআলিজাম্] (noun) [uncountable noun] মৃতের আত্মার কাছ থেকে বার্তালাভ সম্ভব- এই বিশ্বাস; এই বিশ্বাসের অনুবর্তী সাধনা। spiritualist [স্পিরিচুআলইস্ট্] (noun) যে ব্যক্তি এই বিশ্বাস পোষণ করে। spiritualistic [স্পিরিচুআলিসটিক্] (adjective) উক্ত বিশ্বাস বা তার অনুসারী ব্যক্তিবিষয়ক।
- English Word spiritualize, spiritualise Bengali definition [স্পিরিচুআলাইজ্] (verb transitive) পবিত্র করা; আত্মার বিশুদ্ধতা দান করা; আধ্যাত্মিকতা অর্পণ করা। spiritualization, spiritualisation [স্পিরিচুআলাইজেইশ্ন্ America(n) স্পিরিচুআলিজেশ্ন্] (noun) [uncountable noun]
- English Word spirituous Bengali definition [স্পিরিটিউআস্ America(n) স্পিরিচুআস্] (adjective) (তরল) কোহল বা সুরাযুক্ত: spirituous liquors, হুইস্কি জাতীয় চোলাই-করা মদ।
- English Word spirt Bengali definition [স্পাট্] (verb intransitive), (noun)= spurt.
- English Word spit 1 Bengali definition [স্পিট্] (noun) (১) যে লম্বা সরু ধাতব শলাকায় বিঁধিয়ে মাংস ঝলসানো বা পোড়ানো হয়; শিককাবাব তৈরিতে ব্যবহৃত শিক। (২) যে ক্ষুদ্র সংকীর্ণ স্থলভাগ শলাকার আকারে জলভাগে প্রবেশ করেছে। □ (verb transitive) মাংসখণ্ড ইত্যাদিতে শিক বেঁধানো; তলোয়ার, বর্শা ইত্যাদির অগ্রভাগ দিয়ে বিদ্ধ করা।
- English Word spit 2 Bengali definition [স্পিট্] (verb transitive), (verb intransitive) (১) spit (at/on/upon somebody/something) থুতু ফেলা; অবজ্ঞা বা ঘৃণা প্রদর্শনে এরকম থুতু ফেলা: You shouldn’t spit in public places. He spat at the man. (২) spit something (out) মুখ থেকে নির্গত করা বা থু করে ফেলা; (লাক্ষণিক) কড়া বা রাগতস্বরে কিছু বলা: He spat out the meat pie. The sick man spat a lot of blood this morning. spit it out (কথ্য) যা বলার আছে চট করে বল। (৩) (আগুন, মোমবাতি, বন্দুক ইত্যাদি) নির্গত করা; থুতু ফেলার শব্দ করা: The engine was spitting. The guns were spitting fire. spitfire (noun) রগচটা মানুষ। (৪) (বৃষ্টি বা তুষার) হালকাভাবে পড়া: It is not raining heavily, only spitting. □ (noun) [uncountable noun] থুতু। spit and polish সৈন্যদের অস্ত্রশস্ত্র পরিষ্কারের কাজ। (৩) The dead spit of; the spit and image of; the spitting image of অবিকল প্রতিমূর্তি বা চেহারা: She is the dead spit, the spitting image of her mother. (৪) কোনো কোনো কীটপতঙ্গের দেহনিঃসৃত (এবং লতাপাতায় দৃষ্ট) ফেনিল রস।
- English Word spit 3 Bengali definition [স্পিট্] (noun) এক কোদাল পরিমিত গভীরতা: Dig the ground three spit(s) deep.
- English Word spite Bengali definition [স্পাইট্] (noun) (১) [uncountable noun] অশুভ ইচ্ছা; বিদ্বেষ; আক্রোশ: He did it out of spite. (২) (indefinite article- সহযোগে) অসন্তোষ: have a spite against somebody. (৩) (prepositional phrase) in spite of সত্ত্বেও: In spite of all our efforts we failed. □ (verb transitive) বিদ্বেষ বা আক্রোশবশে উত্ত্যক্ত বা জ্বালাতন করা: The neighbours let their radio blare every afternoon just to spite us. spiteful [স্পাইট্ফ্ল্] (adjective) বিদ্বেষপূর্ণ। spitefully [স্পাইট্ফা্লি্] (adverb) spitefulness (noun)
- English Word spittle Bengali definition [স্পিট্ল্] (noun) [uncountable noun] থুতু; লালা।
- English Word spittoon Bengali definition [স্পিটূন্] (noun) পিকদানি।
- English Word spiv Bengali definition [স্পিভ্] (noun) (British/Britain অপশব্দ) যে ব্যক্তির নিয়মিত কর্মসংস্থান নেই অথচ যে ব্যক্তি সন্দেহজনক পন্থায় অর্থ উপার্জন করে এবং কেতাদুরস্ত পোশাক পরে মজা করে বেড়ায়।
- English Word splash Bengali definition [স্প্ল্যাশ্] (verb transitive), (verb intransitive) (১) splash something (about) (on/over something); splash something/somebody (with something) (তরল পদার্থ) ছিটানো বা ছিটিয়ে দেওয়া; (কাউকে/কোনোকিছুকে) ভিজিয়ে দেওয়া: splash water on the floor; splash the floor with water; splash water about. (২) ছড়িয়ে পড়া: fountains splashing in front of public buildings. (৩) এমনভাবে পড়া যাতে পানি ইত্যাদি ছিটিয়ে উঠে; পানি ইত্যাদি ছিটাতে ছিটাতে চলা: They splashed (their way) across the stream. Young boys and girls were splashing about in the swimming pool. The spacecraft splashed down in the Pacific. এর থেকে, splash-down (noun) মহাশূন্যযানের সমুদ্রবক্ষে অবতরণ। (৪) splash money/news about টাকা/খবর ছড়ানো। □ (noun) [countable noun] (১) (তরল) ছড়ানো বা ছিটানোর শব্দ বা দাগ: He jumped into the river with a splash. She had splashes of mud on her saree. (২) রঙের ছোপ: The dog is black with white splashes. (৩) (কথা) তার সোডামেশানো পানি বা সোডাওয়াটার ইত্যাদি: a whisky and splash. (৪) make a splash (কথ্য, লাক্ষণিক) বিশেষত টাকাপয়সা ছড়িয়ে মানুষের দৃষ্টি-আকর্ষণ করা।
- English Word splay Bengali definition [স্প্লেই] (verb transitive), (verb intransitive) (কোনো ফাঁক, প্রভৃতির) বিপরীত প্রান্ত বা পার্শ্বদ্বয়কে পরস্পর থেকে সরিয়ে বা ছড়িয়ে দেওয়া; চালু করা বা চালু হওয়া; (ফাঁক, ছিদ্র) ঢালুভাবে নির্মিত হওয়া: a splayed window, খুব পুরু দেওয়ালে স্থাপিত জানালা, এর ভিতর বা বাইরের দিকটি একে অপরের থেকে প্রশস্ততর হয়। □ (noun) জানালার ফোকর ইত্যাদির ঢালু দিক। □ (adjective) (বিশেষত পা) চওড়া, চ্যাপটা ও উপরের দিকে উলটানো। এর থেকে splay-foot (noun) এরকম পা। splay-footed (adjective) এ রকম পাওয়ালা।
- English Word spleen Bengali definition [স্প্লীন্] (noun) (১) [countable noun] প্লীহা; পিলে। (২) [uncountable noun] অবসাদ; চড়া মেজাজ; রাগ: in a fit of spleen.
- English Word splendid Bengali definition [স্প্লেন্ডিড্] (adjective) (১) জমকালো; চমৎকার: a splendid house. (২) (কথ্য) অত্যন্ত তৃপ্তিকর; অত্যন্ত সন্তোষজনক: a splendid dinner. splendidly adverb.
- English Word splendiferous Bengali definition [স্প্লেন্ডিফারাস্] (adjective) (কথ্য) (প্রায়ই বিদ্রূপ বা রসিকতার ছলে) চমৎকার।
- English Word splendour Bengali definition (America(n)= splendor) [স্প্লেন্ডা(র্)] (noun) (১) [uncountable noun] চমৎকারিত্ব; উজ্জ্বলদীপ্তি: The splendour of a diamond necklace. (২) (কখনো কখনো plural) মহিলা; গৌরব।
- English Word splenetic Bengali definition [স্প্লিনেটিক্] (adjective) বদমেজাজি; খিটখিটে।
- English Word splice Bengali definition [স্প্লাইস্] (verb transitive) (১) (দুই গাছি দড়ি) পাকিয়ে একত্র করা; (দুই খণ্ড কাঠ বা চুম্বক ফিতা বা ফিল্ম) জোড়া দিয়ে একত্র করা। (২) get spliced (অপশব্দ) গাঁটছড়া বাঁধা; বিয়ে বসা। □ (noun) জোড়া দেওয়ার ফলে সৃষ্ট গাঁট বা গ্রন্থি। splicer (noun) দুই টুকরা কাগজ বা চুম্বক-ফিতা বা ফিল্ম জোড়া দেওয়ার কল।
- English Word splint Bengali definition [স্প্লিন্ট্] (noun) ভাঙা হাড় যথাস্থানে আটকে রাখতে হাত, পা ইত্যাদির সঙ্গে বাঁধা কাঠের পাত: Put an arm in splints.
- English Word splinter Bengali definition [স্প্লিন্টা(র্)] (noun) (ধাতব পদার্থ, কাচ, কাঠ ইত্যাকার) কঠিন বস্তুর তীক্ষ্ণ টুকরা: get a splinter into one’s finger. a splinter group/party (রাজনীতিতে) দল ভেঙে বেরিয়ে আসা সদস্যবৃন্দ; দলছুট গোষ্ঠী। splinter-proof (adjective) ভেঙে টুকরা হবে না এমন (কাচ); বোমা বিস্ফোরণে ছুটে আসা তীক্ষ্ণ ধাতব টুকরা কিংবা কাচের ভাঙা টুকরা থেকে রক্ষা করে এমন। □ (verb transitive), (verb intransitive) splinter (off) ভেঙে ছোট ছোট তীক্ষ্ণ টুকরায় পরিণত হওয়া; তীক্ষ্ণ টুকরা হয়ে ভেঙে আসা। splintery (adjective) ভেঙে ছোট ছোট তীক্ষ্ণ টুকরায় পরিণত হতে পারে এমন; এ রকম টুকরায় পূর্ণ; এ রকম টুকরার মতো।
- English Word split Bengali definition [স্প্লিট্] (verb transitive), (verb intransitive) (১) split (into) বিশেষত লম্বালম্বিভাবে ভেঙে টুকরা হওয়া বা টুকরা করা: He was splitting logs. It requires plenty of skill to split slate into layers. (২) split (open) ফেটে ভাগ হয়ে যাওয়া: a coat that has split at the seams. (৩) split (up) (into) মৌলিক অংশ বা উপাদানসমূহে বিশ্লিষ্ট করা বা বিশ্লিষ্ট হওয়া; টুকরা টুকরা হয়ে ভেঙে যাওয়া বা টুকরা টুকরা করে ভেঙে ফেলা; ভাগ হওয়া বা ভাগ করা; আলাদা হওয়া বা আলাদা করা: split the atom; split (up) a compound into its parts. The party split up into small groups. Let’s split (আধুনিক কথ্য) চল, (পার্টি ইত্যাদি) ছেড়ে দিই; They split the cost of the meal, খাবারের দাম ভাগাভাগি করে নিল; He and she have split up, (দম্পতি) আলাদা হয়ে গেছে, ছাড়াছাড়ি হয়েছে, বিয়ে ভেঙে গেছে। split the difference (দরদাম ইত্যাদির ব্যাপারে) আপসরফা করা। a splitting headache প্রচণ্ড মাথাধরা। split hairs চুলচেরা তর্ক করা। এর থেকে, hair-splitting (adjective) অতিসূক্ষ্ম; চুলচেরা। split an infinitive to এবং infinitive- এর মাঝখানে adverb বসানো, যথা: to hurriedly leave a place (এখানে to এবং Infinitive leave-এর মাঝখানে adverb ‘hurriedly’ বসিয়ে to leave এই infinitive- টিকে বিভক্ত (split) করা হয়েছে)। split level (adjective) (বাসগৃহ বা গৃহনির্মাণ) মধ্যতল, এতে পাশাপাশি এক বা একাধিক কক্ষ বাড়ির অন্যান্য অংশের দুটি তলায় মধ্যবর্তী অবস্থানে নির্মাণ করা হয়। a split mind/personality আচার-আচরণে, আবেগ-অনুভূতিতে দ্বিধাবিভক্ত, অর্থাৎ পরস্পরবিরোধী সত্তাবিশিষ্ট ব্যক্তি। split peas ভাঙা (মুগ, মটর, মসুরি প্রভৃতি) ডাল। a split ring চাবি ঝুলিয়ে রাখার চেরা আংটি বা বলয়। a split second ভগ্ন মুহূর্ত; নিমেষমাত্র। split one’s sides (with laughter) হেসে কুটি কুটি হওয়া। এর থেকে, side-splitting (adjective) (৪) split (on somebody) (অপশব্দ) (সাধারণত অপকর্মের সহযোগীর) গোপন কথা ফাঁস করে দেওয়া; এমন সহযোগী সম্পর্কে তথ্য প্রদান করা। (৫) (America(n) অপশব্দ) (কোনো জায়গা ছেড়ে) চলে যাওয়া। □ (noun) [countable noun] (১) বিভাজন; বিভাজনসৃষ্ট ফাটল বা চিড়: sew up a split in a seam. (২) ভাঙন; দলাদলি: a split in the ruling party. (৩) (কথ্য) আধা-বোতল সোডা-ওয়াটার বা অনুরূপ হালকা পানীয়। (৪) the splits (দড়াবাজিতে) দুই পা সোজা দুই পাশে সম্পূর্ণ ছড়িয়ে শিরদাঁড়া সোজা রেখে মাটিতে বসে পড়ার কৌশল: do the splits.
- English Word splosh Bengali definition [স্প্লশ্] (verb transitive) = aplash (৪).
- English Word splotch Bengali definition [স্প্লচ্], splodge [স্প্লজ্] (noun(s)) [countable noun] (কালি, ময়লা ইত্যাদির) প্রলেপ বা দাগ বা ছোপ; (আলো, রং ইত্যাদির) অনিয়মিত ছোপ।