• Bengali Word peg 1 English definition [পেগ্‌] (noun) ১ কাঠ বা লোহার পেরেক যার দ্বারা যেকোনো দুটি অংশকে একত্রে যুক্ত করা হয়।
    a square peg in around hole পদমর্যাদার সঙ্গে বেমানান কোনো ব্যক্তি। (২) দড়ি বা রজ্জুকে ভূমির সঙ্গে নির্দিষ্ট করে রাখতে ব্যবহৃত পেরেক (a tent-peg); দরজা বা দেওয়ালের সঙ্গে গেঁথে রাখার পেরেক (hat and coat pegs); কোনো স্থান বা সীমানা চিহ্নিত করার পেরেক। (buy something) off the peg (কথ্য) তৈরি পোশাক কেনা। (৩) clothes-peg যার সাহায্যে লন্ড্রিতে এক সারিতে কাপড় ঝুলিয়ে রাখা হয়। (৪) (লাক্ষণিক) মূলভাব, পটভূমি বা অজুহাত: a peg to justify one’s position. (৫) বেহালার ছড় শক্ত বা আলগা করে বাঁধতে ব্যবহৃত কাঠের স্ক্রু। take somebody down a peg (or two) কোনো ব্যক্তিকে আনত করা। (৬) পিপের ছিদ্র বন্ধ করতে ব্যবহৃত কাঠের টুকরা। (৭) (কথ্য) কাঠের পা। (৮) কীলক; ক্রিবিজ প্রভৃতি খেলায় পয়েন্ট হিসাব করার জন্য ব্যবহৃত পেরেক বা পিন।