s পৃষ্ঠা ৪৭
- English Word spelt 1 Bengali definition [স্পেল্ট্] spell ক্রিয়াপদের past tense ও past participle- এর বিকল্প রূপ।
- English Word spelt 2 Bengali definition [স্পেল্ট্] (noun) [uncountable noun] এক জাতীয় গম, এ থেকে অত্যন্ত মিহি ময়দা হয়।
- English Word spend Bengali definition [স্পেন্ড্] (verb transitive), (verb intransitive) (১) money (on something) (কোনোকিছুতে) টাকা খরচ করা; ব্যয় করা: He spent all his money. She spends too much money on cosmetics. spendthrift (noun) অমিতব্যয়ী বা অপব্যয়ী লোক। (২) spend something (on something/in doing something) ব্যবহার করে ফুরিয়ে ফেলা; নিঃশেষ করা: spend all one’s energies; spend a lot of time (in) explaining the need for a change of method. (৩) অতিবাহিত করা: We are going to spend the weekend in Rangamati. I spend my spare time reading. spender (noun) যে ব্যক্তি (উল্লিখিত বিশেষণ নির্দেশিত পন্থায়) টাকা খরচ করে: He is an extravagand spender. spent (adjective হিসেবে past participle) পরিশ্রান্ত; নিঃশেষিত: a spent horse, যে ঘোড়ার শক্তি নিঃশেষিত হয়ে গেছে।
- English Word sperm Bengali definition [স্পাম্] (noun) [uncountable noun] শুক্র; বীর্য। sperm-whale (noun) এক ধরনের তৈলাক্ত পদার্থ উৎপাদনকারী তিমিবিশেষ।
- English Word spermaceti Bengali definition [স্পামাসেটি] (noun) এক জাতের তিমি মাছের মাথায় দ্রবীভূত আকারে প্রাপ্ত সাদা, মোমের মতো তৈলাক্ত পদার্থ- বিভিন্ন ধরনের মলম, মোমবাতি ইত্যাদি তৈরিতে এই পদার্থ ব্যবহৃত হয়।
- English Word spermatazoon Bengali definition [স্পামাটাজোআন্] (noun) শুক্রাণু।
- English Word spew Bengali definition [স্পিউ] (verb transitive), (verb intransitive) বমি করা।
- English Word sphagnum Bengali definition [স্ফ্যাগ্নাম] (noun) জলাভূমিতে উৎপন্ন শ্যাওলা জাতীয় বস্তু, প্যাকিংকর্ম ও ওষুধ হিসেবে এটি ব্যবহৃত হয়।
- English Word sphere Bengali definition [স্ফিআ(র্)] (noun) (১) যেকোনো সম্পূর্ণ গোলাকার বস্তু; গোলক; বর্তুল। music of the spheres (পুরাণ) সতত সঞ্চরমাণ গ্রহনক্ষত্রের সৃষ্ট মানুষের অশ্রুত সংগীত; দিব্য-সংগীত। (২) ভূগোলক বা খগোলক। (৩) কোনো ব্যক্তির আগ্রহের বা কর্মের ক্ষেত্র, পরিবেশ ইত্যাদি: a man who is distinguished in many spheres, বিভিন্ন ক্ষেত্রে/বিচিত্র কর্মক্ষেত্রে প্রসিদ্ধি লাভকারী ব্যক্তি। (৪) সীমা; ব্যাপৃতি; বলয়: a sphere of influence, প্রভাব বলয়। spherical [স্ফেরিক্ল্] (adjective) গোলকাকার। spheroid [স্ফিআরফড্] (noun) প্রায় গোলকাকার বস্তু; উপগোলক।
- English Word sphinx Bengali definition [স্ফিঙ্ক্স্] (noun) (বিশেষত the Sphinx) (verb transitive) মসলা মাখানো; মসলা দিয়ে সুস্বাদু করা: spiced foo মিসরের পিরামিডসংলগ্ন বিশাল পাথরের মূর্তি, এর দেহ সিংহের এবং মাথা মানুষের মতো; যে ব্যক্তি তার উদ্দেশ্য, মনোভাব গোপন রাখে; রহস্যময় ব্যক্তি।
- English Word spice Bengali definition [স্পাইস্] (noun) (১) [countable noun, uncountable noun] মসলা: a dealer in spice. (২) [uncountable noun] (indefinite article- সহযোগে) (লাক্ষণিক) চিত্তাকর্ষক গুণ বা বৈশিষ্ট্য, স্বাদুতা, ইঙ্গিত বা চিহ্ন: The story lacks spice. He has a spice of wildness in his character. □ (verb transitive) মসলা মাখানো; মসলা দিয়ে সুস্বাদু করা: spiced food; spiced cake; (লাক্ষণিক) চিত্তাকর্ষক বা মনোগ্রাহী কোনো বস্তু যোগ করা: spiced with humour. spicy (adjective) মসলাযুক্ত; সুগন্ধ; ঝাঁজালো; (লাক্ষণিক) (কিঞ্চিৎ অশোভন বা অশালীন বলেই) চিত্তাকর্ষক বা মনোগ্রাহী: spicy details of a film star’s love life. spicily [স্পাইস্ইলি] (adverb) spiciness (noun)
- English Word spick Bengali definition [স্পিক্] (adjective) (একমাত্র প্রয়োগ) spick and span পরিষ্কার-পরিচ্ছন্ন; ফিটফাট।
- English Word spider Bengali definition [স্পাইডা(র্)] (noun) মাকড়সা। spidery (adjective) (বিশেষত হাতের লেখা) সূক্ষ্ম দীর্ঘ আঁচড়যুক্ত; মাকড়সার পায়ের মতো।
- English Word spied Bengali definition [স্পাইড্] spy ক্রিয়াপদের past tense, past participle
- English Word spiel Bengali definition [স্পীল্ America(n) স্পীল্] (verb intransitive), (verb transitive) (অপশব্দ) ইনিয়েবিনিয়ে বলা। □ (noun) (কাউকে প্ররোচিত করতে) ইনিয়ে-বিনিয়ে বলা কথা।
- English Word spigot Bengali definition [স্পিগাট্] (noun) (১) কাঠের ছিপি। (২) ট্যাংক, পিপা ইত্যাদি থেকে পানি বা অন্য কোনো তরল পদার্থের প্রবাহ নিয়ন্ত্রণ করার কল; কপাটক।
- English Word spike Bengali definition [স্পাইক্] (noun) (১) তীক্ষ্ণ, সুচালো আগা বা মুখ; সুচিমুখ ধাতব কীলক বা খুঁটা spike heel (বিকল্প নাম stiletto heel) (মহিলাদের) জুতার সুচ্যগ্র গোড়ালি বা হিল। (২) শস্যের শিষ; ফুলের গুচ্ছ: spikes of lavender. □ (verb transitive) (১) কীলক লাগানো: spiked runnig-shoes. (২) কীলক দিয়ে বিদ্ধ করা বা আহত করা; (আগেকার দিনে কামান) বারুদের ছিদ্রপথে কীলক গুঁজে দিয়ে অকেজো করে দেওয়া। এর থেকে, spike somebody’s guns কারো পরিকল্পনা পণ্ড করা। spiky (adjective) কীলক, খুঁটা বা সুচালো আগাযুক্ত; (লাক্ষণিক ব্যক্তি) ঘাড়ত্যাড়া।
- English Word spikenard Bengali definition [স্পাইক্না:ড্] (noun) [uncountable noun] দীর্ঘদেহ; দীর্ঘায়ু সুগন্ধি বৃক্ষ, এই বৃক্ষ থেকে একদা প্রস্তুত দামি মলম।
- English Word spill 1 Bengali definition [স্পিল] (verb transitive), (verb intransitive) (১) (তরল বা চূর্ণ) (পাত্রের কানা বেয়ে) ছলকে ফেলা বা ছলকে পড়া: She spilt/ spilled the milk. spill the beans, দ্রষ্টব্য bean. spill blood খুন বা জখম করা; রক্তপাত ঘটানো। (২) উলটে ফেলে দেওয়া; উলটে পড়া: The horse spilt/ spilled the rider. □ (noun) ঘোড়া, গাড়ি ইত্যাদি থেকে পতন: He had a nasty spill. spillover (noun) (প্রায়ই attributive(ly)) (জনসংখ্যা) অতিরিক্ত: The government is planning a new town for Dhaka’s spillover (population). spillway (noun) নদী, জলাধার ইত্যাদি থেকে বাড়তি পানি নির্গমনের পথ।
- English Word spill 2 Bengali definition [স্পিল্] (noun) [countable noun] মোমবাতি, লণ্ঠন ইত্যাদি জ্বালানোর জন্য কিংবা পাইপের তামাক অথবা অনুরূপ কিছুতে আগুন ধরানোর জন্য ব্যবহৃত কাঠের পাতলা ছিলকা বা কাগজের পেঁচানো বা মোচড়ানো টুকরা।
- English Word spilt Bengali definition [স্পিল্ট্] spill ক্রিয়াপদের past tense ও past participle -এর বিকল্প রূপ।
- English Word spin Bengali definition [স্পিন্] (verb transitive), (verb intransitive) (১) spin (into/from) সুতা কাটা: spinning thread. spinning jenny (noun) একসঙ্গে কয়েক গাছা সুতা কাটার জন্য গোড়ার দিকে প্রচলিত সুতা-কাটা যন্ত্র। spinning-wheel (noun) চরকা। (২) সুতা কেটে তৈরি করা: Spiders are spinning their webs. (৩) (লাক্ষণিক.) সৃষ্টি করা; (কাহিনি) বয়ন করা; (গল্প) রচনা করা। spin a yarn গল্প বলা: He loved to spin yarns about his life in Africa. spin something out যত দীর্ঘ সময় সম্ভব টিকিয়ে রাখা: I am economizing in order to make my money spin out until I find another job. (৪) কোনোকিছু ক্রমাগত ঘোরানো বা পাক খাওয়ানো: spin a top. spin-drier (noun) কেন্দ্রাতিগ শক্তি ব্যবহার করে (ইস্তিরি-করা কাপড়ের মতো) কোনোকিছু শুকানোর যন্ত্র। spin-dry (verb transitive) উক্ত যন্ত্রের সাহায্যে কোনোকিছু শুকানো। spin-off (noun) (বৃহত্তর কোনো উদ্যোগ থেকে প্রাপ্ত) আনুষঙ্গিক লাভ বা বাড়তি সামগ্রী। (৫) দ্রুত ঘুরতে থাকা: The top spun on and on. The blow sent him spinning to the door. (৬) spun glass (উত্তপ্ত অবস্থায় ঘুরিয়ে ঘুরিয়ে) সুতায় পরিণত করা কাচ। spun silk বর্জিত নিম্নমানের রেশমের সঙ্গে তুলা মিশিয়ে তৈরি-করা সস্তা রেশমি বস্ত্র। □ (noun) (১) [uncountable noun] ঘোরানো; ঘূর্ণন। (২) মোটরগাড়ি, সাইকেল ইত্যাদিতে করে সংক্ষিপ্ত প্রমোদভ্রমণ। (৩) খাড়াভাবে অবতরণকালে (বিশেষত যুদ্ধ-) বিমানের চক্রাকারে ঘূর্ণায়মান গতি: get into/out of a spin. in a flat spin আতঙ্কে; আতঙ্কিত অবস্থায়।
- English Word spinach Bengali definition [স্পিনিজ্ America(n) স্পিইচ্] (noun) [uncountable noun] সবজি হিসেবে ব্যবহৃত বাগানে চাষ-করা উদ্ভিদবিশেষ; এক ধরনের পালং শাক।
- English Word spinal Bengali definition [স্পাইন্ল্] (adjective) মেরুদণ্ডগত; মেরুদণ্ডসংক্রান্ত: the spinal cord; a spinal injury.
- English Word spindle Bengali definition [স্পিন্ড্ল্] (noun) (১) (বয়ন) সুতাকাটার টাকু। (২) যে দণ্ড বা আলপিনের উপর কোনোকিছু ঘোরে; ঘূর্ণ্যমান দণ্ড বা আলপিন; ধুরা; নেমি। spindle-legged/shanked (adjective) লম্বা সরু পা-ওয়ালা। spindle-shanks (noun) লম্বা সরু পায়ের লোক। spindle-berry/ spindle-tree (noun(s)অবস্থায় বইয়ের শিরোনামসহ যে অংশ চোখে পড়ে। spineless (adjective) মেরুদণ্ডহীন; (লাক্ষণিক) কাপুরুষোচিত; ভীরু। spiny (adjective) কণ্টকযুক্ত; কণ্টকিত। spindleberry / spindletree (noun) বৈঁচি জাতীয় ফল; এই ফলের ক্ষুদ্রাকার গাছ, এ গাছের শক্ত কাঠ থেকে নেমি তৈরি হয়। spindly [স্পিন্ড্লি] (adjective) লম্বা ও সরু; অত্যন্ত লম্বা ও কৃশকায়।
- English Word spindrift Bengali definition [স্পিন্ড্রিফ্ট্] (noun) [uncountable noun] সমুদ্রের উপর ভাসমান ফেনা।
- English Word spine Bengali definition [স্পাইন্] (noun) (১) মেরুদণ্ড। (২) (নাগফণীর মতো কোনো কোনো) বৃক্ষের বা (শজারুর মতো কোনো কোনো) প্রাণীর দেহের কাঁটা। (৩) খাড়া অবস্থায় বইয়ের শিরোনামসহ যে অংশ চোখে পড়ে। spineless (adjective) মেরুদণ্ডহীন; (লাক্ষণিক) কাপুরুষোচিত; ভীরু। spiny (adjective) কণ্টকযুক্ত; কণ্টকিত।
- English Word spinet Bengali definition [স্পিনেট্ America(n) স্পিনিট্] (noun) (ষোড়শ থেকে অষ্টাদশ শতক পর্যন্ত প্রচলিত) পিয়ানোজাতীয় বাদ্যযন্ত্র।
- English Word spinnaker Bengali definition [স্পিনাকা(র্)] (noun) ইয়ট নামে এক ধরনের বাইচের নৌকায় প্রধান মাস্তুলের উপর প্রধান পালের বিপরীত দিকে সংযোজিত বড় ত্রিকোণাকার পাল।
- English Word spinney Bengali definition [স্পিনি] (noun) ঝোপ; বিশেষত (ইংল্যান্ডে) শিকারের পশুপাখির আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত ছোট বন।