• Bengali Word bean English definition [বীন্‌] (noun) ১ শিম; কড়াইশুঁটি; মটরশুঁটি ইত্যাদি (এসবের গাছকেও বোঝায়) beanstalk (noun) লম্বা জাতের বিভিন্ন ধরনের শিম, মটরশুটি ইত্যাদির বৃন্ত।
    (২) অন্যান্য গাছের বীজ যেগুলির আকৃতি শিম, মটরশুঁটি ইত্যাদির মতো (বিশেষত coffee beans)। (৩) (অশিষ্ট) be without/not have a bean পয়সাকড়ি না-থাকা। full of beans প্রাণবন্ত; উদ্দীপ্ত। give somebody bean কাউকে শাস্তি দেওয়া বা ভর্ৎসনা করা। spill the beans যে তথ্য জানানো উচিত নয় তেমন তথ্য ফাঁস করা। beanfeast, beano (noun(s)) (কথ্য) ভোজ; উৎসব; আনন্দময় সময়। beanpole (কৌতুক) খুব লম্বা-পাতলা মানুষ।