• Bengali Word south English definition [সাউথ্‌] (noun) ১ দক্ষিণ দিক; কোনো স্থান, দেশ ইত্যাদির দক্ষিণস্থ অংশ: The south of Bangladesh২ (attributive(ly)) দক্ষিণ: South America; the South pole.
    □ (adverb) দক্ষিণ দিকে; দক্ষিণ অভিমুখে: The ship was sailing due south. southeast, southwest (সংক্ষেপ SE, SW) (noun(s)), (adjective(s)), (adverb(s)) (কখনো-কখনো বিশেষত নৌচালনবিদ্যা, sou’-west [সাউ ওয়েস্‌ট্‌], sou’-east [সাউ ঈস্‌ট্‌] দক্ষিণ-পূর্ব, দক্ষিণ-পশ্চিম (অঞ্চল)। south- south east, south- south west (সংক্ষেপ SSE, SSW) (noun(s), (adjective(s), (adverb(s) কখনো কখনো বিশেষত নৌচালনবিদ্যা sou’-sou’-east, sou’-sou’-west) দক্ষিণ-দক্ষিণ-পূর্ব, দক্ষিণ-দক্ষিণ-পশ্চিম। southeaster (noun) [countable noun] দক্ষিণ-পূর্ব দিক থেকে প্রবাহিত ঝড়ো বাতাস। southeasterly (adjective) (বাতাস) দক্ষিণ-পূর্ব দিক থেকে আগত; (দিক) দক্ষিণ-পূর্ব (দিক) অভিমুখ। southwester, sou’-wester [সাউওয়েস্ট(র্‌)] (ক) দক্ষিণ-পশ্চিম থেকে প্রবাহিত ঝড়ো বাতাস। (খ) (সর্বদা sou’ wester) পানিনিরোধক কাপড়ে তৈরি ঘাড় ঢেকে-রাখা টুপি। southwesterly (adjective) (বায়ুপ্রবাহ) দক্ষিণ-পশ্চিম দিক থেকে আগত; (দিক) দক্ষিণ-পশ্চিম (দিক) অভিমুখ। southeastern [সাউথ্‌ঈস্টান্‌] (adjective) দক্ষিণ-পূর্ব দিক বিষয়ক; দক্ষিণ-পূর্ব দিক থেকে আগত; দক্ষিণ-পূর্বে অবস্থিত। southwestern [সাউথ্‌ওয়েস্টান্‌] (adjective) দক্ষিণ-পশ্চিম দিকসংক্রান্ত; দক্ষিণ-পশ্চিম দিক থেকে আগত; দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। southward(s) [সাউথ্‌ওআড্‌জ্‌] (adverb) দক্ষিণ দিকে; দক্ষিণ অভিমুখে।