• Bengali Word some 1 English definition [সাম; weak form (শুধু অনির্দিষ্ট সংখ্যা বা পরিমাণবোধক বিশেষণিক অর্থে ব্যবহার): সম্‌] (adjective) ১ (হ্যাঁ-সূচক বাক্যে ব্যবহৃত; প্রশ্নবোধক ও না-সূচক বাক্যে শর্তাধীন clause বা উপবাক্যে এবং সংশয়াত্মক ও নঞর্থক বাক্যে শব্দটির স্থলে সাধারণত any বসে।
      বস্তুবাচক বিশেষ্যের সঙ্গে অজ্ঞাত বা অনুল্লেখিত পরিমাণ বোঝাতে, গুণবাচক বিশেষ্যের সঙ্গে নির্দিষ্ট কোনো মাত্রা বোঝাতে এবং বহুবাচনিক জাতিবাচক বিশেষ্যের সঙ্গে (তিন বা ততোধিক) কোনো সংখ্যা বোঝাতে some এবং any ব্যবহৃত হয়ে থাকে। some এবং any- এই দুটি শব্দকে a/an –এই সংখ্যাসূচক article- এর বহুবাচনিক প্রতিরূপ হিসেবে গণ্য করা হয়ে থাকে। Please give me some water; There are some books on the table. some (= some people) say that ..., কেউ কেউ বলে যে...। তুলনীয় Have you any sugar? I haven’t any money on me. They haven’t any children. I doubt whether there are any flowers in his garden. There are hardly any shops open at this hour. (২) (বক্তা হাঁ-সূচক উত্তর প্রত্যাশা করলে কিংবা ইঙ্গিত করলে প্রশ্নসংবলিত বাক্যেও some ব্যবহৃত হতে পারবে): Aren’t there some chairs in that room? Didn’t I give you some money? (আমন্ত্রণ বা অনুরোধ প্রকাশ করলে প্রশ্নগঠিত বাক্যেও some ব্যবহৃত হয়): Will you have some tea? (৩) (অনুমান উপস্থাপক if- এর পরে some অথবা any ব্যবহৃত হতে পারে): If I had some/any money, I could buy it. (৪) (more-এর সঙ্গে some এবং any দুটোই ব্যবহৃত হয়): I will have some more. Do you want any more? (৫) (the rest, other(s) ও all- এর সঙ্গে বৈপরীত্য নির্দেশ করতে প্রায়ই some ব্যবহৃত হয়): Some people remember their childhood friends, others do not. All politicians are not bad, some are honest. (৬) (ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদি অজানা হলে কিংবা বক্তা এগুলো সম্পর্কে নির্দিষ্ট করে কিছু বলতে না-চাইলে একবাচনিক জাতিবাচক বিশেষ্যের পূর্বে some ব্যবহৃত হয়, or other শব্দদ্বয় প্রায়ই যোগ করা হয়ে থাকে): He is living at some place in South Korea. I have read that story before in some book or other. (৭) (যথেষ্ট পরিমাণ বা যথেষ্ট সংখ্যা বোঝায় এমন সব বিশেষ্যের সঙ্গে some ব্যবহৃত হয়): I shall be away for some time. বেশ কিছুদিনের জন্য; He spoke at some length, যথেষ্ট সময় ধরে; যথেষ্ট লম্বা করে; The new airport is at some distance from here, অনেকটা দূরে। (৮) (কিছু পরিমাণে বা কিছু মাত্রায় বোঝায় এমন সব বিশেষ্যের সঙ্গেও some ব্যবহার করা হয়): That is some help (অর্থাৎ, কিছু পরিমাণে সহায়ক হয়) towards better understanding between the neighbours. □ (adverb) (সংখ্যার পূবে, ‘প্রায়’ কিংবা ‘কাছাকাছি’ বোঝাতে adverb হিসেবে some ব্যবহৃত হয়): That was some twelve years ago. There were some twenty people there. some few, দ্রষ্টব্য few (৩).
    • Bengali Word some 2 English definition [সাম্] (pronoun) (adjective হিসেবে some ১, ২ ও ৩ সংখ্যক ঘরে যেভাবে ব্যবহৃত হয়েছে, pronoun হিসেবে some সেইভাবে ব্যবহৃত হবে।
      some of এবং any of কে a few of, a little of ও part of- এর সমার্থক হিসেবে দেখা হয়): some of these women lost their husbands in the war.
    • Bengali Word somebody English definition [সাম্‌বাডি], someone [সাম্ওআন] (pronoun) ১ কেউ; (কেউ একজন): There’s somebody at the door.
      (২) (প্রায়ই indefinite article- সহ; বহুবচনেও ব্যবহৃত হয়) গুরুত্বপূর্ণ ব্যক্তি: I hear that he is a somebody in his own locality.
    • Bengali Word somehow English definition [সাম্‌হাউ] (adverb) ১ কোনো-না-কোনোভাবে; যে করেই হোক: I must find money for the trip somehow (or other). He says he will do it somehow.
      He says he will do it somehow. (২) কোনো (অস্পষ্ট) কারণে; যেকোনো কারণেই হোক: Somehow I don’t trust him.
    • Bengali Word someone English definition [সাম্‌ওআন্(] (noun)=somebody