• Bengali Word hair English definition [হেআ(র্)] (noun) ১ [uncountable noun] (collective singular) চুল; লোম: He has fine curly hair.
    a dog with a black coat of hair; [countable noun] একগাছি চুল: find a hair in the soup. get somebody by the short hairs (অপশব্দ) কাউকে বাগে পাওয়া। keep your hair on (অপশব্দ) মাথা ঠাণ্ডা রাখো। let one’s hair down (মহিলা) চুলের/খোপার বাঁধন খুলে দেওয়া; (লাক্ষণিক) ভদ্রতা করার পর হাত-পা ছড়িয়ে আরাম করা। lose one’s hair (ক) টেকো হওয়া। (খ) মাথা গরম করা। make one’s hair stand on end ভয়ে মাথার চুল খাড়া করানো; আতঙ্কিত করা। put one’s hair up মাথার উপর চুল খোপা করে বাঁধা। split hairs চুলচেরা বিচার করা। এই সূত্রে। hair splitting (noun) চুলচেরা বিচার। tear one’s hair (রাগে, দুঃখে) নিজের মাথার চুল ছেঁড়া। not turn a hair একটি চুলও না নড়ানো, বিচলিত হওয়ার কোনো লক্ষণ না দেখানো। to a hair (কোনো কিছুর বর্ণনা সম্বন্ধে) যথাযথ; হুবহু। (২) (যৌগশব্দে) hair(’s)-breadth (noun) চুল-পরিমাণ ব্যবধান; escape by a hair’s breadth; a hair-breadth escape, কোনোমতে/অল্পের জন্য রক্ষা। hairbrush (noun) চুল আঁচড়ানোর বুরুশ। haircloth (noun) সুতা ও পশুর লোম মিশিয়ে তৈরি করা কাপড়। haircut (noun) চুলছাঁটাই বা চুলছাঁটাইয়ের ধরন। hairdo (noun) (কথ্য) চুলছাঁটাই। hairdresser (noun) চুলছাঁটাই ও কেশবিন্যাস যে ব্যক্তির পেশা। hairdye (noun) চুলে মাখার রং; কেশরঞ্জক। hairline (noun) কপালের যে অংশ থেকে মাথার চুলের শুরু; একটি চুলের বিস্তার; (attributive(ly)) অত্যন্ত সরু: a hair line fracture. hairnet (noun) চুল বেঁধে রাখার জাল; কেশজাল। hair-oil (noun) চুলে মাখার তেল; কেশতৈল। hairpiece (noun) নকল চুলের বেণী; পরচুলা। hairpin (noun) (মহিলাদের) চুলের কাঁটা। hairpin bend (noun) রাস্তার খাড়া (U-আকারের) বাঁক। hair raising (adjective) ভয়ংকর। hair-shirt (noun) সুতা ও পশুর লোম মিশিয়ে তৈরি যোগী-তপস্বীদের পরিধেয় আরামহীন জামা। hair slide (noun) চুলের ক্লিপ। hairspring (noun) পকেট বা হাতঘড়িতে ব্যবহৃত অত্যন্ত সূক্ষ্ম স্প্রিং। hairstyle (noun) চুলছাঁটাইয়ের ধরন। hairstylist (noun) = hairdresser. hair-trigger (noun) ন্যূনতম চাপে যে ট্রিগার গুলি ছুড়তে পারে। hair trigger temper (noun) এমন মেজাজ যা অতি সহজে খারাপ হয়; He has a hair trigger temper. hairless (adjective) চুলহীন; টেকো। hairlike (adjective) চুলের মতো। hairy (adjective) চুলসম্পর্কিত বা চুলের মতো; চুলে ঢাকা; কেশাবৃত: a hairy chest. hairiness (noun)