Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word sitar Bengali definition [সিটা:(র্)] (noun) ভারতীয় বাদ্যযন্ত্রবিশেষ; সেতার
  • English Word sitcom Bengali definition [সিট্‌কম্‌] (noun) (plural sitcoms; অনানুষ্ঠানিক) ('situation' আর 'comedy' মিলে তৈরি) পরিস্থিতিনির্ভর কমেডি; পরিস্থিতি বুঝে হাস্যরস নাটক; হাস্যরসাত্মক নাটকের একটি নতুন ধারা; সিটকম। এক সময় সিটকম রেডিওতে প্রচারিত হতো, এখন তা টিভি, সিনেমা ও মঞ্চনাটকে ঠাঁই নিয়েছে: There’s a great sitcom history there.
  • English Word site Bengali definition [সাইট্] (noun) [countable noun] কোনো কিছুর নির্ধারিত স্থান: a building site; a site for a new hotel; যেখানে কোনোকিছু ছিল বা আছে: The site of an old temple.
  • English Word sitter Bengali definition [সিটা(র্‌)] (noun) (১) চিত্রকরের মডেল(২) যে মুরগি ডিমে তা দেয়(৩) যে পাখি বা প্রাণী বসা অবস্থায় আছে এবং কারণে যার দিকে সহজে তীর ছোড়া বা বন্দুকের গুলি করা যায়; সহজশিকার; সহজসাধ্য কাজ(৪) দ্রষ্টব্য baby শব্দে baby. sitter.
  • English Word sitting Bengali definition [সিটিঙ্] (noun) (১) আদালত, সংসদ ইত্যাদির অধিবেশন(২) একটানা কোনো কাজের সময়: I finished (reading) the novel at one sitting. (৩) ছবির মডেল হওয়ার জন্য বসার কাজ: The artist wanted her to give him four sittings. মডেল হয়ে চারবার বসতে বলেছিল। (৪) (খাবার ইত্যাদির জন্য) উপবেশন: I don’t think we can serve more than 10 people at one sitting in our dining-room. (৫) তা দেওয়া ডিম(৬) sitting-room (noun) বসার ঘর
  • English Word situated Bengali definition [সিচুএইটিড্‌] (predicative(ly)) (adjective) (গ্রাম, শহর, ভবন ইত্যাদি) স্থাপিত; অবস্থিত: The Lalbag Port is situated on the bank of the Buriganga. (২) (ব্যক্তি) বিশেষ কোনো পরিস্থিতিতে পতিত: With examination only a week off and no preparation, he is badly situated.
  • English Word situation Bengali definition [সিচুএইশ্‌ন্‌] (noun) [countable noun] (১) (গ্রাম, শহর, ভবন ইত্যাদির) অবস্থান(২) অবস্থা; পরিস্থিতি: be in a difficult situation. (৩) চাকরি; পদ: Situations vacant, Situations wanted, সংবাদপত্রে প্রদত্ত চাকরির বিজ্ঞপ্তির শিরোনামা; be in a situation, চাকরিতে থাকা; be out of a situation, চাকরি না-থাকা।
  • English Word six Bengali definition [সিক্‌স্‌] (noun), (adjective) ছয়, । (It is) six of one and half a dozen of the other দুটোর মধ্যে তফাত বলতে কিছু নেই। in sixes এক সঙ্গে ছয়জন করে। at sixes and sevens বিশৃঙ্খল অবস্থায়। six-footer (noun) (কথ্য) ছয়ফুট লম্বা মানুষ; ছয় ফুট দীর্ঘ জিনিস। sixpence (noun) (ক) প্রাক্তন ব্রিটিশ মুদ্রামান, ১৯৭১- এর আগে ছয় পেনি ( 6d). পরে ২.৫ p। (খ) ছয় পেনির সমষ্টি, হয় 6p না হয় 6d। six penny (adjective) ছয় পেনি মূল্যের। six-shooter (noun) ছয় ঘরওয়ালা রিভলভার। sixfold [সিক্‌স্‌ফোল্‌ড্] (adjective), (adverb) ছয়গুণ। sixteen [সিক্‌স্‌টীন্] (noun), (adjective) ষোলো, ১৬। sixteenth [সিক্‌স্টীন্‌থ্‌] (noun), (adjective) ষোলতম; ১৬তমsixth [সিকসথ] (noun), (adjective) sixth from (noun) [ব্রিটেনের মাধ্যমিক স্কুলে] A –লেভেল (অগ্রবর্তী পর্যায়ের) পরীক্ষার জন্য প্রস্তুতিগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের ক্লাস বা শ্রেণি। দ্রষ্টব্য level 2 ( 3). sixth-former (noun) এই শ্রেণির ছাত্র বা ছাত্রী। sixth sense (noun) যে ক্ষমতা বলে পঞ্চেন্দ্রিয়ের সাহায্য ছাড়াই কোনোকিছু সম্পর্কে ধারণা লাভ করা যায়; ষষ্ঠ ইন্দ্রিয়; স্বতঃলব্ধ জ্ঞান। sixthly (adverb) sixtieth [সিক্‌সটিআথ্‌] (noun), (adjective) ষাটতম; ৬তমsixty [সিক্‌স্‌টি] (noun), (adjective) ষাট, ৬০। the sixties (noun) (plural)' ৬০-৬৯
  • English Word size 1 Bengali definition [সাইজ্‌] (noun) (১) [uncountable noun] আয়তন: the size of a building; of some size, বেশ বড়। that’s about the size of it (কথ্য) ওটি ঘটনার/পরিস্থিতির মোটামুটি যথার্থ বিবরণ। (২) [countable noun] সচরাচর নম্বরযুক্ত যে নমুনা মাপের ভিত্তিতে পোশাক ইত্যাদি তৈরি হয়; সাইজ: a size twelve collar; all sizes of shirts. He takes size eight shoes. □ (verb transitive) (১) মাপ বা সাইজ অনুসারে সাজানো(২) size somebody/something up (কথ্য) কারো/কোনো কিছুর সম্পর্কে ধারণা করা বা সিদ্ধান্তে উপনীত হওয়াsized [সাইজ্‌ড] (suffix) (যৌগশব্দ) নির্দিষ্ট মাপবিশিষ্ট: small-sized. siz(e)able [সাইজ্‌আব্‌ল্] (adjective) বেশ বড়।
  • English Word size 2 Bengali definition [সাইজ্‌] (noun) [uncountable noun] কাপড়চোপড়, কাগজ, প্লাস্টার ইত্যাদিতে চকচকে প্রলেপ দেওয়ার জন্য ব্যবহৃত আঠালো পদার্থ। □ (verb transitive) এ রকম আঠা লাগানো বা মাখানো।
  • English Word sizzle Bengali definition [সিজ্‌ল্] (verb intransitive), (noun) (কথ্য) তেলে ভাজার সময়ে হিসহিস শব্দ হওয়া; এ রকম হিসহিস শব্দ: potato chips sizzling in the pan: (লাক্ষণিক) তাপদগ্ধ করা: a sizzling hot day.
  • English Word skate 1 Bengali definition [স্কেইট্] (noun) (ice-) skate বরফের উপর দিয়ে দ্রুতগতিতে পিছলে চলার জন্য বুটজুতার তলায় লাগানো ইস্পাতের পাত; স্কেট। □ (verb intransitive) স্কেট লাগিয়ে চলা: skate round a delicate problem, অত্যন্ত সতর্কতার সঙ্গে ক্ষণিকের জন্য উল্লেখ করা। skate on thin ice খুব নাজুক কোনো বিষয়ে কথা বলা। skateboard (noun) সামনে-পিছনে রোলার স্কেট চাকা লাগানো সরু (প্রায় ৫০ সেন্টিমিটার) বোর্ড; স্কেট খেলায় ব্যবহৃত স্কেটবোর্ডskateboarder (noun) স্কেটবোর্ড ব্যবহারকারী ব্যক্তি। skateboarding (noun) [uncountable noun] স্কেটবোর্ড ব্যবহারের খেলা। skating (noun) স্কেট ব্যবহারের খেলা; স্কেটিং। skating-rink (noun) স্কেটিংয়ের জন্য বিশেষভাবে তৈরি মসৃণ অঙ্গন। skater (noun) যে ব্যক্তি স্কেটিং করে।
  • English Word skate 2 Bengali definition [স্কেইট্] (noun) সামুদ্রিক মাছবিশেষ
  • English Word skedaddle Bengali definition [স্কিড্যাড্‌ল্‌] (verb intransitive) (British/Britain কথ্য, সাধারণত 'imperative) পালিয়ে যাওয়া; চম্পট দেওয়া
  • English Word skeet Bengali definition [স্কীট্] (noun) উপরের দিকে ছুড়ে দেওয়া চাকতি লক্ষ করে বন্দুক ছোড়া
  • English Word skein Bengali definition [স্কেইন্‌] (noun) [countable noun] সুতা, রেশম, পশম প্রভৃতির ফেটি
  • English Word skeleton Bengali definition [স্কেলিট্‌ন্‌] (noun) [countable noun] (১) প্রাণিদেহের কঙ্কাল; বৃক্ষপত্রের শিরা-কাঠামোreduced to a skeleton (মানুষ বা প্রাণী) ক্ষুধা, রোগ, শোক ইত্যাদির কারণে কঙ্কালে পরিণত; কঙ্কালসার। the skeleton in the cupboard, the family skeleton যে কলঙ্কের কথা পরিবারের সবাই গোপন রাখার চেষ্টা করে। (২) ভবন, সংগঠন, পরিকল্পনা, তত্ত্ব ইত্যাদির কাঠামো, রূপরেখা, নকশা: The steel skeleton of a building; the bare skeleton of a new theory. (৩) (attributive(ly)) skeleton key যে চাবি দিয়ে নানা ধরনের তালা খোলা যায়a skeleton staff/crew/service, etc কাজ চালানোর জন্য প্রয়োজনীয় ন্যূনতম সংখ্যক কর্মচারী/নাবিক/চালক ইত্যাদি।
  • English Word skeptic Bengali definition [স্কেপ্টিক্] দ্রষ্টব্য sceptic.
  • English Word sketch Bengali definition [স্কেচ্] (noun) [Countable noun] (১) নকশা: make a sketch of a face. sketch-book/ sketch-block (noun(s) নকশা আঁকার খাতা। sketch-map যে মানচিত্রে শুধু সাধারণ রূপরেখা থাকে, বিশদ চিত্র বা বর্ণনা থাকে না । (২) সংক্ষিপ্ত বিবরণ বা বর্ণনা; সাদামাটা খসড়া: I gave him a sketch of my plans for the future. (৩) স্বল্পপরিসর হাস্যরসাত্মক নাটক বা রচনা। □ (Verb transitive), (verb intransitive) (১) নকশা তৈরি করাsketch something out সংক্ষিপ্ত পরিকল্পনা প্রদান করা; সাধারণ রূপরেখা তুলে ধরা: sketch out proposals for a new building complex. (২) নকশাচিত্র অঙ্কনের অনুশীলন করা: He went into the country to sketch. sketcher (noun) সংক্ষিপ্ত বিবরণদানকারী বা সাধারণ রূপরেখা প্রণয়নকারী ব্যক্তি। sketchy (adjective) (১) যেনতেনভাবে করা; বিশদবিবরণহীন(২) অসম্পূর্ণ: a sketchy knowledge of history. sketchily [স্কেচ্ইলি] (adverb) sketchiness (noun)
  • English Word skew Bengali definition [স্কিউ] (adjective) বাঁকানো বা একদিকে কাত করা; সরল নয়; তির্যকskew-eyed (adjective) (কথ্য) ট্যারাচোখ; ট্যারা। on the skew (কথ্য) ট্যারা।
  • English Word skewer Bengali definition [স্কিউআ(র্)] (noun) মাংসের কাবাব তৈরিতে ব্যবহৃত শিক। □ (verb transitive) শিক দিয়ে (মাংস) গাঁথা; শিকে গাঁথা।
  • English Word ski Bengali definition [স্কী] (noun) বরফের উপর দিয়ে চলার জন্য পায়ের তলায় বাঁধা কাঠের লম্বা সরু ফালি বা পাত; স্কি: a pair of skis. ski-bob (noun) চাকার বদলে স্কি লাগানো বাইসাইকেলের কাঠামো বা ফ্রেম। ski-jump বরফের ঢালে (স্কি পরে) গতি সঞ্চার করার পর দেওয়া লাফ। ski-lift (noun) পর্বতের গা বেয়ে স্কি-খেলোয়াড়দের বহনের জন্য দোলনাগাড়ি বা লিফট। ski-plane (noun) বরফের উপর অবতরণের জন্য যে বিমানে চাকার বদলে স্কি যোগ করা হয়। □ (verb intransitive) (past tense, past participle ski’d, pres part sking) স্কি ব্যবহার করে বরফের উপর দিয়ে চলা; স্কি করা: go in for sking. skier [স্কিআ(র্)] (noun) স্কি ব্যবহারকারী ব্যক্তি।
  • English Word skid Bengali definition [স্কিড্] (noun) [countable noun] (১) ঢালু বেয়ে নামার সময় গাড়ির চাকা যাতে হড়কে বা পিছলে না-যায় এবং গতি নিয়ন্ত্রিত থাকে তার জন্য চাকার নিচে জোড়া দেওয়া কাঠ বা ধাতুর টুকরা(২) ভারী বস্তু টেনে বা গড়িয়ে নেওয়ার জন্য পাতা কাঠ বা তক্তা(৩) পিচ্ছিল পথে বা অত্যধিক গতিতে মোড় ঘুরতে গিয়ে গাড়ির চাকার পিছলে যাওয়া বা হড়কে যাওয়াskidpan (noun) গাড়ির চাকা সহজে পিছলে যায় এমনভাবে তৈরি স্থান; এখানে যানবাহনের পিছলে যাওয়া নিয়ন্ত্রণের অনুশীলন করা হয়। put the skids under somebody (অপশব্দ) কাউকে তাড়া দেওয়া। □ (verb intransitive) (গাড়ি ইত্যাদি) কাত হয়ে হড়কে চলা; একপাশে কাত হয়ে পিছলে পড়া।
  • English Word skies Bengali definition [স্কাইজ্‌] sky- এর plural আবহাওয়া: The skies of Chittagong is favourable.
  • English Word skiff Bengali definition [স্কিফ্‌] (noun) একজনের হাতে বৈঠা-বাওয়া ছোট হালকা নৌকা
  • English Word skiffle Bengali definition [স্কিফ্‌ল্] (noun) [uncountable noun] জ্যাজ ও লোকসংগীতের মিশ্রণ, এতে তাৎক্ষণিকভাবে উদ্ভাবিত বাদ্যযন্ত্র ও গিটার বা বেঞ্জো হাতে একজন গায়ক থাকেskiffle-group এ রকম গানের দল।
  • English Word skilful Bengali definition (America(n)= skillful) [স্কিল্‌ফ্‌ল্] (adjective) দক্ষ; পটু: She is very skilful at knitting. skilfully [স্কিল্‌ফালি] (adverb)
  • English Word skill Bengali definition [স্কিল্] (noun) [uncountable noun] দক্ষতা: do something with great skill; [countable noun] বিশেষ এক ধরনের দক্ষতা: the practical skills needed in carpentry; technical/management skills.skilled (adjective) (১) প্রশিক্ষণপ্রাপ্ত; অভিজ্ঞ; দক্ষ; skilled workmen. (২) দক্ষতার প্রয়োজন হয় এমন; দক্ষতাপূর্ণ: skilled work.
  • English Word skillet Bengali definition [স্কিলিট্‌] (noun) (১) (রান্নায় ব্যবহৃত) লম্বা হাতল ও (সাধারণত) পাওয়ালা ছোট ধাতব পাত্র(২) (America(n)) কড়াই
  • English Word skilly Bengali definition [স্কিলি] (noun) [uncountable noun] সাধারণত যব ও মাংসের কুচি দিয়ে তৈরি পাতলা ঝোল; এক ধরনের স্যুপ