Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word skim Bengali definition [স্কিম্] (verb transitive), (verb intransitive) (১) skim (off) (from) (তরল পদার্থের উপরিভাগ থেকে) ভাসমান পদার্থ সরিয়ে নেওয়া: skim milk; (সর, নোংরা দূষিত তৈলাক্ত পরদা ইত্যাদি) তরল পদার্থের উপবিভাগ থেকে সরিয়ে নেওয়া: skim the cream from the milk. skimmed-milk (noun) ননিতোলা বা সরতোলা দুধ। (২) স্পর্শ না-করে অথবা কদাচিৎ হালকাভাবে স্পর্শ করে কোনোকিছুর উপর দিয়ে আলতোভাবে চলে যাওয়া বা উড়ে যাওয়া: The heron was skimming (over) the water. (৩) skim (through) something শুধু প্রধান বিষয়গুলো খেয়াল করে দ্রুত পড়ে যাওয়া; চোখ বুলিয়ে যাওয়া: skim (through) the evening paper.skimmer (noun) (১) ননি ইত্যাদি তোলার জন্য ছিদ্রযুক্ত হাতা(২) দীর্ঘ পাখাওয়ালা জলচর পাখি
  • English Word skimp Bengali definition [স্কিম্‌প্‌] (verb transitive), (verb intransitive) কৃপণ হাতে দেওয়া; কৃপণ হাতে ব্যবহার করা: skimp the material when making a dress, পোশাক বানাতে গিয়ে কাপড় কম দেওয়া। skimpy (adjective) (১) কৃপণহস্ত; কৃপণ(২) (পোশাক) অপর্যাপ্ত বা কম কাপড় দিয়ে তৈরি; খুব ছোট; খুব কষাskimpily [স্কিম্‌প্‌হলি] (adverb): a skimpily made dress.
  • English Word skin Bengali definition [স্কিন্] (noun) (১) [uncountable noun] গায়ের চামড়া; ত্বক: wet to the skin. (ভারী বৃষ্টিতে যেমন) গায়ের চামড়া পর্যন্ত ভেজা; ভিজে সার। skin and bone ভীষণ রোগা; অস্থিচর্মসার: He was all skin and bone when I last saw him. by the skin of one’s teeth অল্পের জন্য (রক্ষা.) কোনোমতে। get under one’s skin (লাক্ষণিক) বিরক্ত/উত্ত্যক্ত/ক্রুদ্ধ করা; মোহাবিষ্ট করা। get somebody under one’s skin কারো প্রতি মোহাবিষ্ট হওয়া। have a thin skin পায়ের চামড়া পাতলা হওয়া, অর্থাৎ, অত্যন্ত স্পর্শকাতর হওয়া। have a thick skin গায়ে গণ্ডারের চামড়া থাকা, অর্থাৎ, মান, অপমান নিন্দা অপবাদ গায়ে না-লাগা। এর থেকে, thin-/ thick-skined (adjective) save one’s skin নিজের পিঠ বাঁচানো; আঘাত ইত্যাদি এড়িয়ে যাওয়া; অক্ষত অবস্থায় নিস্তার পাওয়া। skin-deep (adjective) (সৌন্দর্য, অনুভূতি ইত্যাদি সম্বন্ধে) ভাসা-ভাসা; অত্যন্ত অগভীর; ক্ষণস্থায়ী। skin-diving (noun) এক ধরনের জলক্রীড়া, এতে ডুবুরির পোশাক না-পরে, শুধু চোখ বাঁচানোর চশমা ও কৃত্রিম শ্বাসযন্ত্র নিয়ে ডুব দিয়ে পানির নিচে সাঁতার কাটা হয়। skinflint (noun) কৃপণ। skingame (noun) যে জুয়া খেলায় প্রতারণা থাকে; জুয়াচুরি; প্রতারণা। skin-graft (noun) (শল্যচিকিৎসায়) (পুড়ে যাওয়া ইত্যাদি কারণে) দেহের ক্ষতিগ্রস্ত চামড়ার স্থলে একই দেহের অন্য অংশের বা অন্য দেহের চামড়া এনে জোড়া দেওয়া। skinhead (noun) (৭০- এর দশকের প্রথমদিকে British/Britain-তে) মাথার চুল ছোট করে ছাঁটা অল্পবয়সী মস্তানskin-tight (adjective) দেহের সঙ্গে সেঁটে থাকে এমন (পোশাক)। (২) [countable noun] (লোমহীন বা লোমসহ) পশুচামড়া: hare skins. (৩) [countable noun] তরল পদার্থ সঞ্চয়নের বা বহনের জন্য কোনো পশুর গোটা চামড়া দিয়ে তৈরি আধার: wine skins. (৪) [countable noun, uncountable noun] চামড়াসদৃশ ফলের খোসা বা গাছের বাকল: banana skin. (৫) ফোটানো দুধের উপর পড়া পাতলা সরের পরদা। □ (verb transitive), (verb intransitive) (১) চামড়া ছাড়ানো: skin a hare. keep one’s eyes skinned (কথ্য) সতর্ক হওয়া; সজাগদৃষ্টি রাখা। (২) (কথ্য) ঠকানো; চামড়া ছুলে ফেলা, অর্থাৎ, সমস্ত টাকাপয়সা ঠকিয়ে নেওয়া: be skinned of all one’s money by tricksters. (৩) skin over চামড়ায় ঢেকে যাওয়া: His wound soon skinned over. skinny (adjective) চর্মসার; (কথ্য) নিচুমনা; কৃপণ।
  • English Word skint Bengali definition [স্কিন্‌ট্‌] (adjective) (British/Britain অপশব্দ) কপর্দকশূন্য
  • English Word skip 1 Bengali definition [স্কিপ্‌] (verb intransitive), (verb transitive) (১) চট করে হালকাভাবে লাফানো; skip over a brook; লাফালাফি করা: lambs skipping about in the field. (২) মাথার উপর দিয়ে ও পায়ের নিচ দিয়ে ঘুরিয়ে আনা দড়ির উপর দিয়ে লাফানো; স্কিপিং করাskipping-rope (noun) স্কিপিং করার দড়ি। (৩) দ্রুত কিংবা হেলাভরে এক জায়গা থেকে অন্য জায়গায় অথবা (লাক্ষণিক) এক বিষয় থেকে অন্য বিষয়ে গমন করা: He skipped over to Tangail for the weekend. She skipped from one subject to another. (৪) না পড়ে বাদ দিয়ে যাওয়া: I skipped the last two chapters of the book. □ (noun) [countable noun ] হাল্কা লাফানি।
  • English Word skip 2 Bengali definition [স্কিপ্‌] (noun) খনি প্রভৃতিতে মানুষ বা মালপত্র ওঠানো ও নামানোর খাঁচা বা খুপরি; অপ্রয়োজনীয় নির্মাণসামগ্রী ইত্যাদি বহন করে নিয়ে যাওয়ার ধাতব আধার
  • English Word skipper Bengali definition [স্কিপা(র্‌)] (noun) বিশেষত ছোট বাণিজ্যতরি বা মাছ ধরার নৌকায় অধিনায়ক বা ক্যাপটেন; (কথ্য) ফুটবল বা ক্রিকেট দলের অধিনায়ক।
  • English Word skirmish Bengali definition [স্কিমিশ্] (noun) [countable noun] সেনাবাহিনী বা নৌবাহিনীর ছোট ছোট অংশের মধ্যে (প্রায়ই পূর্বপরিকল্পনাহীন) বিচ্ছিন্ন লড়াই; এর থেকে, সংক্ষিপ্ত আকারের বিতর্ক বা বুদ্ধির প্রতিযোগিতা। □ (verb intransitive) বিচ্ছিন্ন লড়াইয়ে লিপ্ত হওয়া; সংক্ষিপ্ত বিতর্ক বা বুদ্ধির প্রতিযোগিতায় অবতীর্ণ হওয়া। skirmisher (noun) বিচ্ছিন্ন লড়াইয়ে অংশগ্রহণকারী সৈনিক, বিশেষত সেনাবাহিনীর মূল অংশের চলাচল আড়াল করার জন্য বা শত্রুসৈন্যের গতিবিধি সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য পাঠানো সেনাদলের সদস্য।
  • English Word skirt Bengali definition [স্কাট্] (noun) (১) মহিলাদের পোশাকবিশেষ; ঘাগরা(২) (লম্বা কোট বা শার্টের মতো) পোশাকের যে অংশ কোমরের নিচে ঝুলে থাকে(৩) (plural) (= outskirts) প্রান্তদেশ; প্রত্যন্ত অঞ্চল: on the skirt of a town. □ (verb transitive), (verb intransitive) প্রান্তবর্তী হওয়া; প্রান্ত ঘেঁষে যাওয়া: Our road skirted the bazaar. skirt round something কোনোকিছুর পাশ কাটিয়ে যাওয়া; কোনো কিছু এড়িয়ে যাওয়া: She skirt round the subject of her divorce. skirting-board (noun) ঘরের মেঝে ঘেঁষে দেওয়ালে লাগানো সারিবদ্ধ বোর্ড বা কাঠের ফালি।
  • English Word skit Bengali definition [স্কিট্] (noun) [Countable noun] ক্ষুদ্র ব্যঙ্গরচনা; ক্ষুদ্র ব্যঙ্গ নাটিকা: a skit on Wagner.
  • English Word skittish Bengali definition [স্কিটিশ্‌] (adjective) (ঘোড়া) চঞ্চল; অস্থির; সতেজ; সহজে বশ মানে না এমন; (ব্যক্তি) প্রাণোচ্ছল ও রঙ্গপ্রিয়; প্রণয়বিলাসী; রঙ্গিলা। skittishly (adverb) skittishness (noun)
  • English Word skittle Bengali definition [স্কিট্‌ল্] (noun) (plural skittles singular verb -সহ) এক ধরনের খেলা, এতে বাঁধা পথ দিয়ে বল ছুড়ে দেওয়া হয়, পথের প্রান্তে অনেকগুলো কাঠের বোতল (skittles) সাজানো থাকে, ছুড়ে দেওয়া বলের সাহায্যে কে কতটা কাঠের বোতল ফেলে দিতে পারে, সেটাই এ খেলার উপজীব্য। (all) beer and skittles মজা; ইয়ারকি: Life is not all beer and skittles. □ (verb transitive) skittle out (ক্রিকেট) সহজে আউট করে দেওয়া: The whole side was skittled out for 100 runs.
  • English Word skivvy Bengali definition [স্কিভি] (noun) (British/Britain অপশব্দ) (অপকর্ষসূচক) চাকর
  • English Word skua Bengali definition [স্কিউআ] (noun) বৃহদাকার শঙ্খচিল
  • English Word skulk Bengali definition [স্কাল্‌ক্‌] (verb intransitive) কাজে ফাঁকি দিতে বা ভীরুতাবশত লুকিয়ে বেড়ানো অথবা অসৎ উদ্দেশ্যে ঘোরাফেরা করা
  • English Word skull Bengali definition [স্কাল্‌] (noun) মাথার খুলি; করোটিhave a thick skull মাথা মোটা হওয়া; নির্বোধ হওয়া। skull and cross-bones একটি মাথার খুলি, তার নিচে আড়াআড়ি পাতা একজোড়া ঊরুর হাড়- এই ছবি; এককালে জলদস্যুদের পতাকায় এই ছবি আঁকা থাকতো, এখনো মৃত্যু বা বিপদের প্রতীকচিহ্ন হিসেবে এই ছবি ব্যবহৃত হয়। skull-cap (noun) পোপ ও কার্ডিনালদের, ঘরের ভিতরে বৃদ্ধ ও টেকোদের ব্যবহৃত মাথায় লেগে থাকা (প্রায়ই ভেলভেট কাপড়ে তৈরি) টুপি। skulled (পূর্বে adjective ব্যবহৃত) suffix: thick-skulled, মাথা-মোটা বা মোটা বুদ্ধি।
  • English Word skullduggery Bengali definition [স্কাল্‌ডাগারি] (noun) (কথ্য) ধূর্ত প্রতারণা; দক্ষ চাতুরী
  • English Word skunk Bengali definition [স্কাঙ্‌ক্‌] (noun) (১) [countable noun] উত্তর আমেরিকার ভোঁদড়জাতীয় প্রাণিবিশেষ; [uncountable noun] এই প্রাণীর লোম(২) অত্যন্ত নোংরা বা ঘৃণ্য লোক
  • English Word sky Bengali definition [স্কাই] (noun) (১) (কোনো adjective দ্বারা বিশেষিত হলে সাধারণত the sky; a sky হয়, একই অর্থে প্রায়ই plural হতে পারে) আকাশ; গগন; আসমান: under the open sky, খোলা আকাশের নিচে; a clear, blue-sky. praise/extol/laud somebody to the skies কাউকে প্রশংসা করে আকাশে তোলা। sky-blue (adjective), (noun) আকাশি নীল (রং) sky-high (adverb) আকাশ ছুঁয়ে: The tower was built sky high. Skylark (noun) ভরতপাখি। sky-light (noun) ঢালু ছাদে বসানো জানালা। skyline (noun) দিগন্তে ফুটে ওঠা গাছপালা, ঘরবাড়ি ইত্যাদির রূপরেখা: The skyline of Dhaka. sky pilot (noun) (অপশব্দ) (বিশেষত যুদ্ধজাহাজে দায়িত্বপালনকারী) যাজক; পুরুত; মোল্লা। sky-rocket (verb intransitive) (মূল্য) আকাশে চড়া; অত্যধিক বৃদ্ধি পাওয়া। sky-scraper (noun) গগনচুম্বী ইমারত। sky-writing (noun) [uncountable noun] বিমান থেকে নিগত ধূম্ররেখা দ্বারা আকাশপটে শব্দ নির্মাণ করা। (২) (প্রায়ই plural) আবহাওয়া: The sunny skies of Bangladesh. □ (verb transitive) (বল ইত্যাদি) লাথি মেরে বা আঘাত করে অত্যন্ত উঁচুতে ওঠানো। skyward(s) [স্কাইওআড্(জ্)] (adjective), (adverb) আকাশের দিক; আকাশের দিকে; উপরের দিক; উপরের দিকে।
  • English Word Skype Bengali definition [স্কাইপ] (noun) স্কাইপ একটি ভিওআইপি সেবা ও সফটওয়্যার অ্যাপ্লিকেশন যার মাধ্যমে ব্যবহারকারী নিজের স্কাইপ আইডি থেকে অন্য যেকোনো স্কাইপ ইউজারের সঙ্গে ফ্রি কল, ভিডিও কল, মেসেজ পাঠানোসহ চ্যাটিং করতে পারে। স্কাইপ মোবাইল ফোন ও কম্পিউটার দুটোতেই চলে; স্কাইপ: I have used multiple versions of Skype. □ (verb) স্কাইপ করা বা স্কাইপেতে কথা বলা।
  • English Word slab Bengali definition [স্ল্যাব] (noun) পাথর, কাঠ বা অন্য কোনো কঠিন পদার্থের পুরু মসৃণ (এবং সাধারণত বর্গাকার বা আয়তাকার) খণ্ড: A courtyard paved with slabs of stone.
  • English Word slack 1 Bengali definition [স্ল্যাক্] (adjective) (১) কর্তব্যকর্মে অমনোযোগী; নির্জীব: He’s perpetually slack at his work. I feel slack this morning. (২) নিথর; নিষ্ক্রিয়; মন্দা: Business has been slack because of the war in the gulf. (৩) শিথিল; ঢিলা: a slack rope. keep a slack rein on something অবহেলাভরে কোনোকিছু নিয়ন্ত্রণ করা (লাক্ষণিক) অবহেলাভরে শাসন করা। (৪) ধীরগতি; মন্থর: periods of slack water, জোয়ারভাটার মাঝামাঝি সময়। □ (verb intransitive) (১) slack (off) কাজে ঢিলা দেওয়া: slack off in one’s studies. (২) slack up গতি কমানো: He slacked up as he approached the turn in the road . (৩) slack off/away [দড়ি ইত্যাদি] ঢিলে/শিথিল/আলগা করে দেওয়াslacker (noun) (কথ্য) অলস ব্যক্তি; ফাঁকিবাজ। slackly (adverb) slackness (noun)
  • English Word slack 2 Bengali definition [স্ল্যাক্] (noun) (১) the slack দড়ি প্রভৃতির ঢিলা অংশtake up the slack দড়ি টান করে ধরা; দড়িতে টান দেওয়া; (লাক্ষণিক) শিল্পকে এমনভাবে নিয়ন্ত্রণ করা যাতে তা সক্রিয় ও উৎপাদনশীল হয়। (২) (plural) ঢিলা পাজামা বা ট্রাউজার(৩) [uncountable noun] কয়লার গুঁড়া
  • English Word slacken Bengali definition [স্ল্যাকান্] (verb transitive), (verb intransitive) (১) গতি কমানো; কাজে ঢিলা দেওয়া: slacken the speed of a car. (২) শিথিল হওয়া বা শিথিল করা; ঢিলা করে দেওয়া বা ঢিলা হওয়া; slacken the reins. slacken away/off! দড়ি আলগা করার নির্দেশ দিতে ব্যবহৃত হয়।
  • English Word slacktivism Bengali definition [স্ল্যাকটিভিজ্‌ম্‌] (noun) (বিকল্প বানান 'slactivism' বা 'slackervism', অনানুষ্ঠানিক) ('slacker' আর 'activism' মিলে তৈরি) স্ল্যাকটিভিজম; ভালো কাজের জন্য ইন্টারনেট ব্যবহার; সামাজিক কোনো ইস্যুতে অনলাইন আবেদনে স্বাক্ষর, ব্লগ পোস্ট কপি করা অথবা সামাজিক নেটওয়ার্কিং গ্রুপে যুক্ত হওয়া; লোক দেখানো তৎপরতার পরিবর্ত অনলাইনে ভালো কাজ করা: Such email alerts make slacktivism easy.
  • English Word slag Bengali definition [স্ল্যাগ্] (noun) [uncountable noun] আকর থেকে ধাতু আলাদা করে নেওয়ার পর যে বর্জিত পদার্থ অবশিষ্ট থাকে; ধাতুমলslag-heap (noun) এ রকম বর্জিত পদার্থের স্তূপ।
  • English Word slain Bengali definition [স্লেইন্‌] slay- এর past participle
  • English Word slake Bengali definition [স্লেইক] (verb transitive) (১) (তৃষ্ণা, প্রতিহিংসা ইত্যাদি) প্রশমন করা(২) পানি যোগ করে (চুনের) রাসায়নিক প্রকৃতি পরিবর্তন করা
  • English Word slalom Bengali definition [স্লা:লাম্] (noun) পতাকা-লাগানো লাঠি পুঁতে রাখা আঁকাবাঁকা বরফঢাকা পথে স্কি প্রতিযোগিতা
  • English Word slam Bengali definition [স্ল্যাম্] (verb transitive), (verb intransitive) (১) slam (to) সজোরে ও সশব্দে বন্ধ করা; দড়াম করে বন্ধ করা: slam the door shut; slam the door in somebody’s face, কারো মুখের উপর দড়াম করে দরজা বন্ধ করে দেওয়া। (২) slam (to) সজোরে বন্ধ হওয়া: The door slammed (to). (৩) সজোরে রাখা বা ছুড়ে দেওয়া বা আঘাত করা; He slammed the book on the table. The batsman slammed the ball over the fence. □ (noun) (১) কোনোকিছু সজোরে বন্ধ করার বা বন্ধ হওয়ার শব্দ: I heard the slam of a door downstairs. (২) (ভাল খেলায়) a grand slam ১৩টি দান বা পিট নেওয়াa small slam২টি দান বা পিট নেওয়া