s পৃষ্ঠা ২৯
- English Word silly Bengali definition [সিলি] (adjective) বোকাটে; দুর্বলচেতা: say silly things. Don’t be silly! □ (noun) (প্রধানত শিশুদের কাছে বা শিশুদের দ্বারা ব্যবহৃত) বোকা লোক। silliness (noun)
- English Word silo Bengali definition [সাইলো] (noun) [countable noun] (plural silos) (১) খামারের পশুদের জন্য সবুজ ঘাস বা শস্য সংরক্ষণে নির্মিত বায়ুনিরোধক ঘর বা গর্ত। (২) শস্য সংরক্ষণে নির্মিত উঁচু গুদামঘর। (৩) নিক্ষেপের জন্য প্রস্তুত নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্রের ভূগর্ভস্থ কক্ষ। (৪) যে পদ্ধতি, প্রক্রিয়া, বিভাগ সমমানের অন্যকে আলাদা করে। □ (verb transitive) পৃথক বা আলাদা বা বিচ্ছিন্ন করা (পদ্ধতি, প্রক্রিয়া ইত্যাদি)।
- English Word silt Bengali definition [সিল্ট্] (noun) [uncountable noun] স্রোতবাহিত (হয়ে নদীমুখ, পোতাশ্রয় ইত্যাদিতে সঞ্চিত) কাদামাটি বা পলি। (verb transitive), (verb intransitive) silt (something) up কাদামাটি দিয়ে ভরে বা বন্ধ করে ফেলা: silt up the mouth of a river. The mouth of the river has silted up. The harbour has silted up.
- English Word silvan Bengali definition [সিল্ভান্]= sylvan.
- English Word silver Bengali definition [সিল্ভা(র্)] (noun) [uncountable noun] (১) রূপা; (রাসায়নিক প্রতীক' Ag): table silver, কাঁটাচামচ ইত্যাদি। silver plate রূপার প্রলেপযুক্ত ধাতবসামগ্রী। be born with a silver spoon in one’s mouth বিত্তবান পরিবারে জন্মগ্রহণ করা। (২) রৌপ্যমুদ্রা: Taka 5 in silver. I have no silver on me. (৩) রৌপ্যনির্মিত পাত্র, বাসনকোসন, ধূপাধার ইত্যাকার সামগ্রী: sell one’s silver to pay one’s debts. (৪) (attributive(ly)) রুপার রং: The silver moon; (ধ্বনি) মৃদু ও স্পষ্ট: He has a silver tongue, সে সুবক্তা। silver grey উজ্জ্বল ধূসর। the silver screen সিনেমা; সিনেমার পরদা। (৫) (শিল্পে ও সাহিত্যে) দ্বিতীয় শ্রেষ্ঠ: The silver age. দ্রষ্টব্য golden (২),৬ (যৌগশব্দ) silver birch (noun) রুপালি বাকলবিশিষ্ট সাদা বার্চ গাছ। silver-fish (noun) ছোট পাখনাহীন পতঙ্গ, এরা বই-এর বাঁধাই, কাপড়চোপড় ইত্যাদি নষ্ট করে। silverpaper (কথ্য) রাংতা। silverside (noun) গোমাংস খণ্ডের সবচেয়ে ভালো দিক। silversmith (noun) রৌপ্যসামগ্রী নির্মাতা; রৌপ্যকার; রৌপ্যসামগ্রীর ব্যবসায়ী। silverwedding (noun) পঁচিশতম বিবাহবার্ষিকী: My parents celebrate their silver wedding (anniversary) this year. □ (verb transitive), (verb intransitive) (১) রুপার অথবা রুপালি প্রলেপ দেওয়া; রূপার মতো উজ্জ্বল করা। (২) সাদা বা রুপালি রং ধারণ করা: His hair has silvered. silvery (adjective) রুপার মতো; রুপালি।
- English Word silvern Bengali definition [সিল্ভান্] (adjective) (পুরাতনী) রৌপ্যনির্মিত; রুপালি: Speech is silvern but silence is golden, কথা বলার চেয়ে নীরব থাকা ভালো।
- English Word SIM card Bengali definition [সিম কা:ড্] (noun) এটা subscriber identification module- এর সংক্ষেপ। শুধু সিম নামেও পরিচিত। এটা মোবাইল ফোনের এমন একটি স্মার্ট কার্ড যাতে ডাটা, শনাক্তকরণ নম্বর, পাসওয়ার্ড ফোন নম্বর ও মেসেজ বা খুদে বার্তা সংরক্ষণ করা যায়: Toni grinned, took his phone, and swapped SIM card with the new one.
- English Word simian Bengali definition [সিমিআন্] (adjective), (noun) বানরসদৃশ; বানর সম্বন্ধীয়; বানর।
- English Word similar Bengali definition [সিমিলা(র)] (adjective) similar (to) মতো; সদৃশ; অনুরূপ; একই ধরনের; সমধর্মী; সমতুল্য: Both boys have similar background. My wife and I have similar tastes in music. Gold is similar in colour to brass. similarly (adverb) similarity [সিমাল্যারাটি] (noun) [uncountable noun] সাদৃশ্য; সমধর্মিতা; [countable noun] সদৃশ দিক বা বিষয়: There is a great deal of similarity between the two schools of painting. Are there any similarities between Bangladesh and Japan?
- English Word simile Bengali definition [সিমিলি] (noun) [countable noun, uncountable noun] উপমা; যথা: ‘Her words are as sweet as honey" He speaks in similes. Milton’s poetry is rich in simile.
- English Word similitude Bengali definition [সিমিলিটিউড্ America(n) সিমিলিটূড্] (১) (noun) [uncountable noun] (আনুষ্ঠানিক) (পুঙ্খানুপুঙ্খ নয়, সাধারণ রূপরেখার) সাদৃশ্য। (২) [countable noun] তুলনা; উপমা: talk in similitudes.
- English Word simmer Bengali definition [সিমা(র্)] (verb intransitive), (verb transitive) (১) প্রায় টগবগিয়ে ফোটা বা ফোটানো: She let the soup simmer for a few more minutes. (২) (ক্রোধ, উত্তেজনা ইত্যাদিতে) পূর্ণ হওয়া; (রাগে, উত্তেজনায়) ফুঁসতে বা ফুটতে থাকা: simmer with rage. simmer down (লাক্ষণিক) ( ক্রোধ, উত্তেজনা ইত্যাদি) প্রশমিত হওয়া; (ক্রোধ, উত্তেজনার পর) শান্ত হওয়া।
- English Word simmulator Bengali definition [সিমাউলাটা(র্)] (noun) (বিশেষত পরীক্ষার উদ্দেশ্যে) কৃত্রিম উপায়ে প্রাকৃতিক অবস্থার প্রতিরূপ সৃষ্টিকারী যন্ত্র; (যথা ওজনহীনতা পরীক্ষার জন্য অনভিকর্ষ- non-gravity সৃষ্টিকারী যন্ত্র)।
- English Word simoom Bengali definition [সাইমূম্], simoon [সাউমূন্] (noun) সাহারা ও আরবের মরুভূমিতে প্রবাহিত গরম ধূলিঝড়, সাইমুম।
- English Word simper Bengali definition [সিম্পা্(র্)] (verb intransitive), (noun) বোকার মতো হাসা; বোকা হাসি। simperingly [সিম্প্রিঙ্লি] (adverb)
- English Word simple Bengali definition [সিম্প্ল্] (adjective) (১) অবিমিশ্র; অবিভক্ত; অল্পসংখ্যক অংশসংবলিত: a simple substance; a simple machine. simple interest শুধু মূলধনের উপর ধার্য সুদ, সুদেমূলের উপর নয়। (২) সাদামাটা; সরল; অনলংকৃত; অনাড়ম্বর: simple food; a simple style of writing; the simple life, সরল অনাড়ম্বর জীবনযাত্রা; (শহরের বিপরীতে) গ্রামীণ জীবনযাত্রা। (৩) (উন্নত প্রাণীর মতো) পূর্ণ বিকশিত নয় এমন: simple forms of life. (৪) সহজসাধ্য বা সহজবোধ্য; সহজ; নির্ঝঞ্ঝাট: written in simple Bengali; a simple task. (৫) নিষ্পাপ; অকপট: She is impressive in her own simple way. He is as simple as a child. simple-hearted (adjective) খোলামেলা; সরলহৃদয়। simple-minded (adjective) (ক) সরলমনা; অপরিশীলিত। (খ) দুর্বলচিত্ত। (৬) অনভিজ্ঞ; সহজে প্রতারিত হয় এমন: She was simple enough to believe everything he told her. (৭) নির্ভেজাল; চাঁচাছোলা; a simple; truth. pure and simple (কথ্য) নির্ভেজাল বা চাঁচাছোলা (ভাবে সত্য) : It’s a case of kill or be killed, pure and simple. □ (noun) [uncountable noun] (প্রাচীন প্রয়োগ) ওষধি। simply [সিম্প্লি] (adverb) (১) সাদামাটাভাবে; live simply. (২) পুরোপুরি: He is simply unbearable, একেবারে সহ্য করা যায় না; পুরোপুরি অসহ্য। (৩) শুধু; বেশিও নয়; কমও নয়: He simply takes vegetables. It is simply a matter of working hard.
- English Word simpleton Bengali definition [সিম্প্ল্টান্] (noun) নির্বোধ; দুর্বলচিত্ত; বিশেষত সহজে প্রতারিত হয় এমন ব্যক্তি।
- English Word simplicity Bengali definition [সিম্প্লিসাটি] (noun) [uncountable noun] সহজতা; সারল্য: The simplicity of the method. He spoke with admirable simplicity. be simplicity itself (কথ্য) পুরামাত্রায় সহজ হওয়া।
- English Word simplify Bengali definition [সিম্প্লিফাই] (verb transitive) সরল করা; সহজসাধ্য বা সহজবোধ্য করা: a simplified text. This will simplify your task. simplification [সিম্প্লিফিকেইশ্ন্] (noun) [uncountable noun] সরলীকরণ; [countable noun] সরলীকৃত বস্তু।
- English Word simulacrum Bengali definition [সিমিউলেইক্রম্] (noun) প্রতিমূর্তি; ধান্দা সৃষ্টি করে এমন প্রতিরূপ।
- English Word simulate Bengali definition [সিমিউলেইট্] (verb transitive) (১) ভান করা: simulated innocence. (২) ধোঁকা দেওয়ার জন্য ছদ্মরূপ ধারণ করা: There are some insects that simulate dead leaves. simulation [সিমিউলেইশ্ন্] (noun) [uncountable noun] ভান; অনুকরণ; ছদ্মরূপ ধারণ।
- English Word simultaneous Bengali definition [সিম্ল্টেইনিআস্ America(n) সাইম্ল্টেইনিআস্] (adjective) simultaneous (with) একই সময়ে ঘটছে বা করা হচ্ছে এমন; যুগপৎ। simultaneously (adverb) simultaneousness, simultaneity [সিম্ল্টানীআটি America(n) সাইনিআস্] (noun(s))
- English Word sin Bengali definition [সিন্] (noun) (১) [uncountable noun] পাপ; নৈতিকতাবিরুদ্ধ আচরণ; দ্রষ্টব্য crime; [countable noun] পাপকাজ; নৈতিকতাবিরুদ্ধ কাজ: He confessed his sins to the Guru. live in sin (সেকেলে বা কৌতুকার্থে) বিবাহিত না হয়েও স্বামী-স্ত্রীর মতো বাস করা। original sin খ্রিষ্টধর্ম বিশ্বাসে মানবপ্রকৃতির পাপপ্রবণতা, (আদিপিতা আদমের উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত) পাপ। deadly/mortal sin (যে পাপ) আত্মার মোক্ষবিনাশ করতে পারে। the seven deadly sins মদ বা দম্ভ, লোভ, কাম, ক্রোধ, উদরপরায়ণতা বা পেটুকতা, মাৎসর্য বা ঈর্ষা ও আলস্য- এই সাত মহাপাপ। (২) [countable noun] প্রথাবিরুদ্ধ কাজ; কাণ্ডজ্ঞান বিরুদ্ধ আচরণ: It is a sin not to hear such a wonderful singer. □ (verb intransitive) sin (against) পাপ করা; অন্যায়. করা: We are all liable to sin. You sin against yourself by staying indoors on such a lovely day. sinful [সিন্ফ্ল্] (adjective) অন্যায়; অনাচারী; পাপময়। sinfulness (noun) sinless (adjective) নিষ্পাপ। sinlessness (noun) sinner [সিনা(র্)] (noun) পাপী; পাপিষ্ঠ।
- English Word since Bengali definition [সিন্স্] (adverb) (১) (perfect tense -সহযোগে) তারপর; তারপর থেকে; ইতিপূর্বে; ইতিমধ্যে: The house was destroyed by a fire two years ago and has since been rebuilt. He left Bangladesh in 1 9৪0 and has not come back since. ever since তারপর থেকে আজ পর্যন্ত; অদ্যাবধি: She left her husband three years ago and has lived alone ever since. (২) (simple tense - সহযোগে) আগে (এ অর্থে প্রচলিত শব্দ ago): How long since was it? কত দিন আগের কথা; কত দিন আগে ঘটেছিল? □ (preposition(al)) (প্রধান clause-এ perfect tense – সহযোগে) পরে; পরবর্তীকা্লে: I have been ill since last Monday. □ (conjunction) (১) (প্রধান clause- এ perfect tense- সহযোগে) তারপর থেকে; তখন থেকে: She has not changed a bit since I last saw her. (প্রধান clause simple present tense- সহযোগে) It is just a week since we came to Dhaka. (২) যেহেতু: Since I have no money, I can’t buy it. Since you tell a lie, I cannot believe in you.
- English Word sincere Bengali definition [সিন্সিআ(র্)] (adjective) (১) (অনুভূতি, আচরণ) আন্তরিক; অকৃত্রিম: It is our sincere belief that Are you sincere in your wish to give up smoking? (২) (ব্যক্তি) খোলামেলা; অকপট; ভানভণিতাহীন। sincerely (adverb) আন্তরিক বা অকপটভাবে। yours sincerely (বন্ধু বা পরিচিতজনের কাছে লেখা চিঠির শেষে ব্যবহৃত) একান্ত(ভাবে) তোমার/আপনার। sincerity [সিন্সেরাটি] (noun), [uncountable noun] আন্তরিকতা; সততা: speaking in all sincere, সম্পূর্ণ সৎ ও আন্তরিকভাবে বলতে গেলে।
- English Word sine Bengali definition [সাইন্] (noun) (ত্রিকোণ) সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্যের সঙ্গে সূক্ষ্মকোণদ্বয়ের একটির বিপরীত দিকের বাহুর দৈর্ঘ্যের অনুপাত; সাইন।
- English Word sine die Bengali definition [সাইনিডাইঈ] (adverb) (লাতিন) অনির্দিষ্টকালের জন্য: adjourn a meeting sine die.
- English Word sine qua non Bengali definition [সিনেইকোআ:নোন্] (noun) (লাতিন) অপরিহার্য শর্ত বা গুণ; বা বৈশিষ্ট্য।
- English Word sinecure Bengali definition [সাইনিকিউআ(র্)] (noun) [countable noun] যে পদের জন্য মর্যাদা বা সম্মানী আছে কিন্তু কাজ বা দায়িত্ব নেই।
- English Word sinew Bengali definition [সীনিউ] (noun) [countable noun] (১) পেশিতন্তু। (২) (plural) মাংসপেশি; শক্তি; দৈহিক শক্তি; (লাক্ষণিক) শক্তি অর্জনের উপায়; শক্তির উৎস। the sinews of war অর্থ; টাকাকড়ি। sinewy (adjective) বলিষ্ঠ; পেশল: sinewy arms; (লাক্ষণিক) সতেজ; প্রাণশক্তিসম্পন্ন।