Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word sing Bengali definition [সিঙ্] (verb intransitive), (verb transitive) (১) গান করা; গাওয়া: He sings well. She was singing a Tagore song. sing another tune সুর পালটে ফেলা, অর্থাৎ কথাবার্তা বা চালচলনের ধরন পালটে ফেলা। sing small (কথ্য) (তিরস্কৃত, শাস্তিপ্রাপ্ত ইত্যাদি হওয়ার পর) মুখ নামিয়ে কথা বলা বা মাথা নিচু করে চলা। (২) গুঞ্জনধ্বনি করা: The kettle was singing (assay) on the cooker. (৩) sing (of) something প্রশস্তিগাথা রচনা করা: sing (of) a hero’s exploits. sing somebody’s praises কারো গুণকীর্তন করা। (৪) sing out (for) (কারো/কোনোকিছুর জন্য) চিৎকার করাsing something out চিৎকার করে কোনোকিছু বলা: sing out an order. sing up আরো জোরে; আরো উঁচু স্বরে গান করা: Sing up, boys! singer (noun) গায়ক/গায়িকা। singing (noun) গায়ন: She teaches singing. She gives singing lessons. singable [সিঙ্আব্‌ল্] (adjective) গায়নযোগ্য; গাওয়ার মতো; Some of this music is simply not singable.
  • English Word singe Bengali definition [সিন্‌জ্‌] (verb transitive), (verb intransitive) (১) (বিশেষত চুলের) আগা বা শেষাংশ পুড়িয়ে দেওয়া: have one’s hair cut and singed. (২) পুড়িয়ে কালো করা; ঝলসানো; হালকাভাবে পোড়ানো: singe a shirt while ironing it; singe the poultry, জবাই করার পর পালক পুড়িয়ে দেওয়া। (৩) ঝলসে যাওয়া। □ (noun) ঝলসানি।
  • English Word single Bengali definition [সিঙ্‌গ্‌ল্‌] (adjective) (১) মাত্র এক; এক এবং তার বেশি নয়: a single fan hanging from the celling; in single file, একজনের পিছনে আর একজন এইভাবে একসারিতে (দাঁড়ানো বা চলমান)। single-breasted (adjective) একসারি বোতামওয়ালা (কোট)। single-combat (একজনের বিপরীতে আর একজন এইভাবে অস্ত্রহাতে) মুখোমুখি যুদ্ধ। single-handed (adjective), (adverb) (অন্যের সাহায্য ছাড়া) একহাতে (অর্থাৎ একজনের) করা। single-minded (adjective) একনিষ্ঠ; একাগ্রচিত্ত। singlestick (noun) [countable noun, uncountable noun] এককাঠি; এককাঠির বেড়া-দেওয়া। single ticket (noun) এক যাত্রার টিকিট; ফিরতি টিকিট নয়। তুলনীয় (America(n)) one-way ticket. single track (noun) একলাইন বিশিষ্ট রেলপথ; ডবল লাইন নয়। (২) অবিবাহিত: a single woman; remain single; the single state/life, অবিবাহিত অবস্থা/জীবন। (৩) একজনের ব্যবহারের জন্য; একজনের করা: a single bed. (৪) (উদ্ভিদবিদ্যা) একপ্রস্থ পাপড়িবিশিষ্ট: a single tulip. □ (noun) [countable noun] (১) (টেনিস, ব্যাডমিন্টন ইত্যাদি খেলায়) একজনের সঙ্গে একজন করে; একক: play a single; men’s singles; (ক্রিকেট খেলায়) একরান: take a quick single. (বেসবল খেলায়) একঘর দৌড়ে যাওয়া। (২) এক যাত্রার টিকিটের সংক্ষেপ: Three second-class singles to Rajshahi. □ (verb transitive) single somebody/something out অনেকের/অনেক কিছুর ভিতর থেকে কোনো একজনকে/একটিকে বেছে নেওয়া: Which would you single out as the best? He was singled out for punishment. He singled out Mr All for special mention. singly [সিঙ্‌গ্‌লি] (adverb) এক এক করে; একজনের পর একজন করে; এককভাবে নিজে নিজে। singleness (noun) [uncountable noun] একত্ব; এককত্ব। singleness of purpose একনিষ্ঠতা; একাগ্রতা।
  • English Word singlet Bengali definition [সিঙ্‌গ্‌লিট্] (noun) (British/Britain) খেলাধুলায় বা শার্টের নিচে পরার জন্য হাতকাটা জামা বা অন্তর্বাসবিশেষ
  • English Word singsong Bengali definition [সিঙ্‌সঙ্‌] (noun) (১) একসঙ্গে গান করার জন্য বন্ধুজনের সমাবেশ; তাৎক্ষণিকভাবে উদ্ভাবিত একতান গীতি: have a singsong on New Year’s Eve. (২) in a singsong (কণ্ঠ) একইভাবে ওঠানামা করে; একঘেয়ে সুরে: (attributive(ly)) in a singsong voice manner.
  • English Word singular Bengali definition [সিঙ্‌গিউলা(র)] (adjective) (১) (সাহিত্যিক) অসাধারণ; অদ্ভুত: She made herself singular in the way she dressed. (২) (আনুষ্ঠানিক) বিশিষ্ট; অনন্য: a man of singular courage and determination. (৩) (ব্যাকরণ) একবচনাত্মক। □ (noun) একবচন: What is the singular of mien? singularly (adverb) অনন্যসাধারণভাবে; অদ্ভুতভাবে; স্বকীয়ভাবে। singularity [সিঙগিউল্যারাটি] (noun) [uncountable noun] অদ্ভুত ভাব; [countable noun] অস্বাভাবিক বা অদ্ভুত কোনোকিছু। singularize, singularise [সিঙ্‌গিউলা(র)আইজ] (verb transitive) অসাধারণ বা অদ্ভুত রূপ দান করা।
  • English Word Sinhalese, Singhalese Bengali definition [সিন্‌হালীজ্‌, সিঙ্‌হালীজ্‌] (adjective) সিংহলের; সিংহলি। □ (noun) সিংহলের লোক; সিংহলি; সিংহলি ভাষা।
  • English Word sinister Bengali definition [সিনিস্টা(র্)] (adjective) (১) অশুভ; অমঙ্গলসূচক: a sinister beginning. (২) অপকারী; অনিষ্ঠকর: sinister looks. (৩) (কুলপরিচয়বিদ্যায়) ঢালের বামপার্শ্বস্থbar sinister ঢালের উপর অবৈধ জন্মের নিদর্শনস্বরূপ রেখা বা চিহ্ন।
  • English Word sink 1 Bengali definition [সিঙ্‌ক্‌] (noun) [countable noun] (১) সাধারণত বাসনপত্র, শাকসবজি ইত্যাদি ধোওয়ার জন্য রান্নাঘরে; পানির ট্যাপের নিচে স্থায়ীভাবে বসানো নোংরা পানি নিষ্কাশনের ব্যবস্থাসংবলিত বেসিন বা পাত্র; সিংক: She was at the kitchen sink washing dishes. (২) ময়লা পানি ধারণ করার কুয়া, খানা বা ভূগর্ভস্থ মলকুণ্ড(৩) (লাক্ষণিক) অশুভ তৎপরতার স্থান; শয়তানের আড্ডাখানা: You’d better avoid passing by that sink of iniquity.
  • English Word sink 2 Bengali definition [সিঙ্‌ক্‌] (verb intransitive), (verb transitive) (১) অস্ত যাওয়া; ডুবে যাওয়া; The sun was sinking in the west. The boat sank. sink or swim (খুব বড় ধরনের ঝুঁকি নেওয়ার বেলায় ব্যবহৃত হয়) হয় বাঁচা না হয় মরা। (২) ঢালু হয়ে নেমে যাওয়া বা বসে যাওয়া; ঢলে পড়া, দুর্বলতর হওয়া; (লাক্ষণিক) দমে যাওয়া: My heart sank at the thought of the distance I had yet to trudge. The foundations of the building have sunk considerably. The ground gradually sank to the sea. She sank to the ground. (৩) খুঁড়ে তৈরি করা: sink a well; খুঁড়ে তৈরি করা গর্তে বসানো: sink a post in the ground. (৪) sink in; sink into something ভিতরে প্রবেশ করা; (লাক্ষণিক) মর্মস্থলে প্রবেশ করা: The warning sank into his mind, মনে গেঁথে গেছে; মনে বসে গেছে; The lesson hasn’t sunk in, মাথায় ঢোকেনি; The rain sank into the dry ground. (৫) sink in; sink into/to something (শারীরিক বা নৈতিক) অবনতি ঘটা বা অবনতিপ্রাপ্ত হওয়া; বিষয় বা নিমজ্জিত হওয়া: sink into a deep sleep; sink into vice. He looked sunk in deep thought. Her cheeks had sunk in, গাল বসে গেছে; The old man is sinking fast, শীঘ্রই মারা যাবে। (৬) ডুবিয়ে দেওয়া বা ডুবতে দেওয়া; নামানো; নিচু করা; (লাক্ষণিক) নিরসন করা; দূর করা; ভুলে যাওয়া: They (agreed to sink) their differences and work together, মতপার্থক্য দূর করে একসঙ্গে কাজ করতে রাজি হলো; She sank her voice to a whisper, গলা নামিয়ে ফিসফিস করে বলতে লাগলো; The marine corps sank an enemy ship. (৭) sink (in) এমনভাবে বা এমন কিছুতে (অর্থ) বিনিয়োগ করা যাতে সহজে (তা) তোলা যায় না বা প্রত্যাহার করা যায় না: He has sunk an entire fortune in a new weekly. sinkable [সিঙ্‌ক্‌আব্ল্] (adjective) যা ডোবানো যায়।
  • English Word sinker Bengali definition [সিঙ্‌কা(র্‌)] (noun) [countable noun] মাছ ধরার জাল বা সুতা পানির নিচে রাখার জন্য জুড়ে দেওয়া পাথর বা সিসার ভারhook, line and sinker, দ্রষ্টব্য hook 1 (১).
  • English Word sinkhole Bengali definition [সিঙক্‌হোউল] (noun) [countable noun] (অপিচ 'sink-hole' বা 'sink hole') মাটির নিচের অংশের শিলা অনেক সময় বিভিন্ন কারণে ক্ষয় হয়ে যায়। এই ক্ষয় ধীরে ধীরে এক সময় বড় হয়ে ভূগর্ভে গর্তের সৃষ্টি করে। এতে ঘরবাড়ি বা গাড়ি দেবে যেতে পারে। এই গর্তই সিল্কহোল: Giant sinkhole opens up at busy Chittagong intersection.
  • English Word sinking Bengali definition [সিঙ্‌কিঙ্] (noun) (gerund) (বিশেষত) a sinking feeling পাকস্থলীতে ভয় বা ক্ষুধার ফলে সৃষ্ট অনুভূতিsinking-fund (noun) পর্যায়ক্রমে ঋণ পরিশোধের জন্য সরকার, ব্যবসাপ্রতিষ্ঠান ইত্যাদি কর্তৃক আয়ের অংশ থেকে গচ্ছিত অর্থ বা তহবিল।
  • English Word Sinn Fein Bengali definition [শিন্‌ফেইন্‌] (noun) স্বাধীন প্রজাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য ১৯০৫ সালে আয়ারল্যান্ডে স্থাপিত রাজনৈতিক সংগঠন ও এর দ্বারা পরিচালিত আন্দোলন
  • English Word Sinology Bengali definition [সাইনলাজি] (noun) [uncountable noun] চীনের ভাষা ও সংস্কৃতিবিষয়ক জ্ঞান ও গবেষণাSinologist [সাইনলাজিস্‌ট্] (noun) এই বিষয়ে বিশেষজ্ঞ ব্যক্তি; চীন বিদ্যাবিশারদ।
  • English Word sinuous Bengali definition [সিনিউআস্] (adjective) আঁকাবাঁকা; ঘোরানো; পাকানো; কুণ্ডলীসদৃশ; সর্পিলsinuosity [সিনিউঅসাটি] (noun) [uncountable noun] বঙ্কিমতা; সর্পিলতা; [countable noun] বাঁক বা পাক বা মোচড়।
  • English Word sinus Bengali definition [সাইনাস্‌] (noun) হাড়ের গর্ত, বিশেষত করোটিস্থ হাড়ের যে বায়ুপূর্ণ গর্তগুলো নাসারন্ধ্রের সঙ্গে সংযোগ রক্ষা করে তাদের যেকোনোটি; সাইনাসsinusitis [সাইনাসাইটিস্‌] (noun) সাইনাসের প্রদাহ।
  • English Word Sioux Bengali definition [সূ] (noun) উত্তর আমেরিকার রেড ইন্ডিয়ান উপজাতির সদস্য
  • English Word sip Bengali definition [সিপ্‌] (verb transitive), (verb intransitive) একটু একটু করে চুমুক দিয়ে পান করা: sip (up) one’s tea. □ (noun) [Countable noun] এক চুমুক: He took a sip of sherbet from the glass; drink in sips.
  • English Word siphon Bengali definition [সাইফান্‌] (noun) [countable noun] (১) (গবেষণাগার প্রভৃতিতে ব্যবহৃত) উল্টো U-আকারের বাঁকানো নল, এই নলের ভিতর দিয়ে তরল পদার্থ প্রবাহিত করা হয়(২) যে বোতলের ভিতর থেকে অভ্যন্তরস্থ গ্যাসের চাপে সোডাপানি বা সোডাওয়াটার নির্গত করা যেতে পারে; বক্রনলযুক্ত বোতল। □ (verb transitive), (verb intransitive) siphon something off/out (যেন) বক্রনলের সাহায্যে (তরল পদার্থ) নির্গত করা: Somebody had siphoned off all the petrol from the tank of his car.
  • English Word sir Bengali definition [সা(র)] (noun) (১) পুরুষের উদ্দেশ্যে ইংরেজিতে ব্যবহৃত ভদ্র সম্বোধন রীতি; মহোদয়; জনাব: Yes, sir, May I ask your name, sir? (২) Sir আনুষ্ঠানিক পত্রের শুরুতে ব্যবহৃত: Dear Sir. (৩) Sir [সা(র)] ‘নাইট’ (knight) বা অধস্তন ব্যারন (Baronet)- এর নামের পূর্বে ব্যবহৃত সম্মানসূচক পদবি: Sir Edmund Gosse, Sir Sayyid Ahmed Khan.
  • English Word sire Bengali definition [সাইআ(র্‌)] (noun) কোনো পশুর জনক: race horses with pedigree sires. □ (verb transitive) (বিশেষত ঘোড়া) জনক হওয়া: sired by a pedigree horse.
  • English Word siren Bengali definition [সাইআরান্‌] (noun) (১) (গ্রিকপুরাণ) ডানাবিশিষ্ট নারী, এদের গান নাবিকদের মুগ্ধ করে তাদের বিনাশসাধন করত; (এর থেকে) মোহিনী নারী(২) সতর্কবার্তা ও সংকেত প্রেরণের জন্য জাহাজের বাঁশি; তীব্র, উঁচু, প্রলম্বিত সতর্ক ধ্বনি; এই ধ্বনি সৃষ্টিকারী যন্ত্র; সাইরেন: an air-raid siren.
  • English Word sirloin Bengali definition [সালয়ন্] (noun) [countable noun, uncountable noun] গরুর নিতম্বের ঊর্ধ্বাংশের মাংস
  • English Word sirocco Bengali definition [সিরকো] (noun) [countable noun] আফ্রিকা থেকে ইতালিতে প্রবাহিত তপ্ত আর্দ্র বায়ুপ্রবাহ
  • English Word sirrah Bengali definition [সিরা] (noun) sirrah এর পরিবর্তিত রূপ, হীনজনের প্রতি অবজ্ঞা প্রকাশে ব্যবহৃত সম্বোধন পদ
  • English Word sisal Bengali definition [সাইস্‌ল্] (noun) [Uncountable noun] এক প্রকার গাছ, এর পুরু পাতার শক্ত আঁশ দিয়ে দড়ি বানানো হয়: (attributive(ly)) sisal fibre.
  • English Word sissy Bengali definition [সিসি] (noun) (কথ্য; তুচ্ছার্থে) মেয়েলি পুরুষ; কাপুরুষsissified [সিসিফাইড্‌] (adjective) মেয়েলি বা কাপুরুষোচিত: They call me a sissy because I don’t like games.
  • English Word sister Bengali definition [সিস্টা(র্)] (noun) (১) ভগিনী; বোনhalf-sister (noun) সৎ-বোন। দ্রষ্টব্য step-sister. sister-in-law (noun) শ্যালিকা বা ননদ; ভাই-বউ; ভাবী। (২) ভগিনীতুল্য নারী: She is like a sister to me. (৩) (British/Britain) হাসপাতালের ঊর্ধ্বতন নার্স(৪) সন্ন্যাসিনী; মঠবাসিনী: sisters of mercy সেবাধর্মী সন্ন্যাসিনী সম্প্রদায়। (৫) (attributive(ly)) একই গঠনের বা একই ধরনের: sister organisations. sisterly (adjective) ভগিনীতুল্য; ভগিনীসুলভ: sisterly love. sisterhood [সিস্টা(র্)হুড্] (noun) [countable noun] সেবাকাজে নিবেদিত নারীসংঘ বা একত্রে বাসকারী ও কোনো বিশেষ ধর্মমতের অনুসারী নারী সম্প্রদায়।
  • English Word sit Bengali definition [সিট্] (verb intransitive), (verb transitive) (১) বসা; উপবেশন করা: sit on a chair; sit on the floor. sit to an artist (বসে থাকা অবস্থায়) চিত্রকরকে দিয়ে নিজের ছবি আঁকিয়ে নেওয়া। sit (for) an examination পরীক্ষা দেওয়া। sit for one’s portrait চিত্রকরের সামনে বসে থেকে নিজের ছবি আঁকিয়ে নেওয়া। sittight (ক) নিজের জায়গা ছেড়ে না-নড়া, বিশেষত ঘোড়ার জিনের উপর চেপে বসে থাকা। (খ) নিজের উদ্দেশ্যে, মতামত ইত্যাদিতে অবিচল থাকা। sit for (a borough, etc) পার্লামেন্ট বা সংসদে কোনো এলাকার প্রতিনিধিত্ব করা। sitting member সাধারণ নির্বাচনে যে প্রার্থী সংসদ ভেঙে দেওয়ার পূর্ব পর্যন্ত তার আসনে নির্বাচিত প্রতিনিধি ছিলেন, অর্থাৎ বিগত সংসদের সদস্য ছিলেন। (২) বসানো; উপবেশন করানো: He sat the child on the rocking-horse. (৩) (পার্লামেন্ট, আদালত, কমিটি ইত্যাদি সম্বন্ধে) অধিবেশন করা; সভায় মিলিত হওয়া: The parliament will sit again at 10 am tomorrow. (৪) (ঘোড়া ইত্যাদির উপর) ঠিকমতো বসে থাকা: He can’t sit horse well. (৫) (পাখি) ডালের উপর বসা: sitting on a branch. sitting duck সহজ শিকার। sitting tenant বর্তমান ভাড়াটে, অর্থাৎ, যে ভাড়াটে বাসরত অবস্থাতেই আছে, বাইরে থেকে নতুন করে আসছে না: Get rid of a sitting tenant. (৬) (গৃহপালিত মুরগি বা হাঁস) ডিমে তা দেওয়ার জন্য খাঁচায় বা খুপরিতে বসে থাকা: The duck is sitting since morning. (৭) (পোশাক) মাপসই বা মানানসই হওয়া; The shirt sits badly in the sleeves His new authority sits well on him, (লাক্ষণিক) নতুন কর্তৃত্ব/ক্ষমতা/পদমর্যাদা তাকে বেশ মানিয়েছে। (adverbial particle ও prep-সহ বিশেষ ব্যবহার): sit back (ক) পিছনে হেলান দিয়ে আরাম করে বসা। (খ) (লাক্ষণিক) (কঠিন পরিশ্রমের পর) আরাম করা; কোনো কাজ করা; নিষ্ক্রিয় থাকা। sit down আসন গ্রহণ করা: please sit down. sit-down strike উপবেশন ধর্মঘট, এতে দাবি বিবেচিত বা পূরণ না-হওয়া পর্যন্ত শ্রমিকেরা তাদের কর্মস্থল ত্যাগ করতে অস্বীকৃতি জানায়। sit down under (insults, etc) প্রতিবাদ বা অভিযোগ না-করে নীরবে (অপমান, লাঞ্ছনা, যন্ত্রণা ইত্যাদি) সহ্য করা। sit in (শ্রমিক, ছাত্র ইত্যাদি) কোনো ভবন বা তার অংশবিশেষ দখল করে এবং অভিযোগ বিবেচিত না হওয়া পর্যন্ত অথবা নিজেরা বিতাড়িত না হওয়া পর্যন্ত সেখানে অবস্থান করে বিক্ষোভ প্রদর্শন করা। এর থেকে, sit-in (noun) অবস্থান বিক্ষোভ: organise a sit-in. There are reports of students sitting in at the Chittagong University. sit in/on something (আলোচনা ইত্যাদিতে) পর্যবেক্ষক হিসেবে উপস্থিত থাকা, কিন্তু অংশগ্রহণ করা নয়। sit on/upon something (ক) (ব্যক্তি সম্বন্ধে) (জুরি, কমিটি ইত্যাদির) সদস্য হওয়া। (খ) (কথ্য) ব্যবস্থা গ্রহণে অবহেলা করা: The DG has been sitting on my application for over a month. sit on/upon something (জুরি ইত্যাদি) (কোনো মামলার) তদন্ত করা। sit on/upon somebody (কথ্য) দমন করা; ধমক দেওয়া: It’s time you sat on. that impudent cousin of yours. sit out ঘরের বাইরে বসা: It was very hot indoors, so we sat out in the garden.sit something out (ক) (অনুষ্ঠান ইত্যাদির) শেষ পর্যন্ত বসে থাকা: sit out an uninteresting show. (খ) (বিশেষত কোনে নাচে) অংশ না-নেওয়া: She said she would sit out the next dance. sit up জেগে বসে থাকা; শুতে না-যাওয়া: The mother sat up with her sick child all night. sit (somebody) up শায়িত অবস্থা থেকে (উঠে বসা) বা কুঁজো হয়ে বসা থেকে সোজা হয়ে বসা: I am well enough to sit up in bed now. Sit up straight! পিছনে হেলান দিয়ে বোসো না! হাত-পা ছড়িয়ে শুয়ে/বসে থেকো না। make somebody sit up (and take notice) (কথ্য) কাউকে ভয় দেখানো; কাউকে নিষ্ক্রিয় অবস্থা থেকে সক্রিয় করে তোলা।