• Bengali Word baby English definition [বেইবি] (noun) (plural babies) ১ শিশু; বালক; খোকা: a baby boy/girl; the baby of the family, পরিবারের সর্বকনিষ্ঠ।
    (be left) carrying/holding/to carry/to hold the baby (কথ্য) অবাঞ্ছিত/ অপ্রীতিকর দায়িত্ব ঘাড়ে পড়া। ‍‌‍ baby carriage (America(n)) প্র্যাম; শিশুযান। baby-faced (noun) সত্যিকার বয়সের চেয়ে তরুণতর মনে হয় এমন; কচিমুখ; বয়সচোরা। baby-farmer (noun) (প্রায়ই অপকর্ষসূচক) (বিশেষত অবাঞ্ছিত) শিশুদের লালনপালনের জন্য চুক্তিবদ্ধ স্ত্রীলোক; শিশুপালিকা। baby-minder (noun) শিশুদের দেখাশোনার কাজে নিয়োজিত দীর্ঘ সময়ের জন্য (যেমন মা যতক্ষণ কাজ উপলক্ষে দূরে থাকেন) নিযুক্ত মহিলা; শিশুরক্ষিকা। baby-sitter যে ব্যক্তি অর্থের বিনিময়ে কিছু সময়ের জন্য শিশুর দেখাশোনা করেন; ছেলে–রাখোয়ালি। baby-sit (verb intransitive) ছেলে রাখা। baby-sitting (noun) ছেলে রাখা। baby-talk (noun) শিশুর মুখে উচ্চারিত কিংবা শিশুর সঙ্গে আলাপকালে ব্যবহৃত ঈষৎবিকৃত ভাষাপ্রভেদ; শিশু–বোল; বালভাষা। (২) (সাধারণত attributive(ly)) অতি ক্ষুদ্র; খুদে; খোকা: a baby car. baby grand (noun) ছোট আকারের গ্রান্ড পিয়ানো; খুদে পিয়ানো। (৩) (অপশব্দ) মেয়ে; খুকি; প্রিয় বা প্রিয়া; পিয়ারি। □(verb transitive) (কথ্য) শিশুর মতো আদর আহ্লাদ দেওয়া: If you don’t want to spoil the boy, don’t ‍‍ baby him! baby hood (noun) বাল্যকাল; শৈশব। babyish (adjective) বালকীয়; ছেলেমানুষি: babyish bevaviour.