• Bengali Word social English definition [সোশ্‌ল্] (adjective) ১ (জীবজন্তু) দলবদ্ধভাবে বাস করে এমন: social ants.
    Man is a social animal. (২) সমাজবদ্ধ মানুষবিষয়ক; ব্যক্তি ও সমাজের সম্পর্ক বিষয়ক: social customs, social reforms. Social Democrat (রাজনীতিতে) যে ব্যক্তি শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সমাজতন্ত্রে উত্তরণ চায়। social security বেকার, অসুস্থ, পঙ্গু নাগরিকদের জন্য সরকারি অনুদান: He is on social security. social services (noun) (plural) (স্বাস্থ্য, বাসস্থান, নিরাপত্তা ইত্যাদি) নাগরিকদের সহায়তাদানের জন্য সংগঠিত সেবামূলক সরকারি কার্যক্রম, এই কার্যক্রমের অন্তর্গত প্রতিষ্ঠানসমূহ। social-work (noun) [uncountable noun] সমাজসেবা। socialworker (noun) সমাজসেবী বা সমাজকর্মী। (৩) সামাজিক: social advancement, নিজের সামাজিক অবস্থানের উন্নয়ন; a social climber, নিজের সামাজিক অবস্থানের উন্নয়নে ব্যস্ত ব্যক্তি। (৪) সঙ্গদান বা সঙ্গলাভসংক্রান্ত; মেলামেশার জন্য: a social club; a social evening, বন্ধুজনের সান্নিধ্যে কাটানো সন্ধ্যা। (৫)= sociable. □ (noun) কোনো ক্লাব বা সংঘ দ্বারা আয়োজিত সামাজিক অনুষ্ঠান বা পার্টি। socially [সোশালি] (adverb)