• Bengali Word shoe English definition [শূ] (noun) ১ (প্রায়ই pair of shoes) জুতা; পাদুকা; উপানৎ (দ্রষ্টব্য boot)।
    be in/put oneself in somebody’s shoes অন্যের স্থান দখল করা; নিজেকে অন্যের অবস্থানে কল্পনা করা; অন্যের অবস্থায় পড়া। know where the shoe pinches নিজের অভিজ্ঞতা থেকে দুঃখকষ্ট ইত্যাদি উপলব্ধি করা; ভুক্তভোগী হওয়া। (২) (যৌগশব্দ) shoeblack (noun) জুতা পালিশওয়ালা। shoehorn (noun) গোড়ালি সহজে জুতার ভিতর গলানোর জন্য বাঁকানো ফলাযুক্ত কৌশলবিশেষ; (জুতা পরানোর) হাতা। shoelace (noun) জুতার ফিতা। shoeleather (noun) জুতার (উপযোগী) চামড়া। shoemaker (noun) পাদুকা প্রস্তুতকারক; মুচি; চর্মকার। shoemaking (noun) [uncountable noun] পাদুকানির্মাণ (ব্যবসা); জুতা-মেরামত। shoestring (noun) (America(n): shoelace. do something on a shoestring স্বল্প পুঁজিতে কিছু করা (যেমন ব্যবসা শুরু করা)। shoe-tree (noun) জুতার আকৃতি বজায় রাখার জন্য পাতলা, নমনীয় ছাঁচবিশেষ; জুতো ছাঁচ। (৩) (horse-) shoe [হোস্‌শূ] (ঘোড়ার পায়ের নাল)। (৪) ব্রেকের অংশবিশেষ যা (সাইকেল, মোটরযান ইত্যাদির) চাকা বা ড্রামের উপর চাপ দেয়; পাদুকা; আকারে প্রকারে পাদুকাসদৃশ যেকোনো বস্তু। □ (verb transitive) (past tense, past participle shod [শড্]) জুতা বা নাল পরানো: well shod for the winter; an iron-shod stick, লোহার মুঠিওয়ালা লাঠি।